দিল্লির অশোকনগরে মসজিদ ভাঙা ও আগুন ধরিয়ে দেবার ভিডিওটি পোস্ট করেছিলেন রানা আয়ুব। তা সকলেই জানেন রানা আয়ুব যাই করেন, তাতে গোমাতার সন্তানদের খুব জ্বলে। তারা খুব চেল্লামিল্লি জুড়ে দেয় ফেক ফেক করে। এর মধ্যে দ্য ওয়ার তাদের রিপোর্টে ভুল করে সেন্ট্রাল দিল্লির অশোকনগরের জায়গায় নর্থ-ওয়েস্ট দিল্লির অশোক বিহারকে উল্লেখ করে। এএনআই নিউজ থেকে জানতে পারছি, ডিসিপি নর্থ-ওয়েস্ট জানান অশোক বিহারে কোনো মসজিদ ধ্বংস হয়নি। সঙ্গে সঙ্গে গোমাতার সন্তানেরা রানা আয়ুবকে সিরিয়াল অফেন্ডার ইত্যাদি গালাগাল দিয়ে অ্যারেস্টের দাবী করতে শুরু করে। অবশেষে ভিডিওটির সত্যতা যাচাই হওয়ার পর রানা আয়ুব ফের ভিডিওটি রিপোস্ট করেছেন এই লিখেঃ
Important Verification: Video of mosque vandalised, set on fire is from Ashok Nagar in Delhi as tweeted by many of us today. Hope fake news peddlers denying the veracity of the video now slip into their ratholes https://altnews.in/verification-video-of-mosque-vandalised-set-on-fire-is-from-ashok-nagar-in-delhi/
via @AltNews
উফ বাবারে! Mr. Elebele! Again you have come with false allegations! শুনলেই মনে পড়ে "আবার, আবার, সেই কামান গর্জন কাঁপাইয়া ধরাতল, বিদারিয়া রণস্থল, উঠিল যে ভীম রব, ফাটিল গগন।" :-)
সঙ্গে এটাও দেখবেন যেখানে আপ কী জিনিস তার খানিকটা আন্দাজ পাওয়া যাবে
https://twitter.com/ashlinpmathew?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor