এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৩432210
  • এতক্কনে একটা ভালো খবর। চাপ থাকুক।
  • একক | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০১432208
  • সোয়ামি ভিভেকানন্দ্জী বোলেচিলেন ঃ করাপসন ইজ দ্য ম্যানিফেস্টেসন অফ দ্য লুপহোল অলরেডি ইন দ্য সিস্টেম।

    তো নেহেরু জি ভিভেক জির বানী শুনকে অনুপ্রানিত হো কর সফটওয়র মে লাইসেন্সিঙ্গ চালু কোরিয়ে দিলেন। লুপে লুপে লাল ফিতে, হোলে হোলে আমলা। করাপসন এবার অপিসিঅল হোলো।

    সেই জন্যে মোদিজি এসেই উ সব তুলে, প্ল্যনিঙ্গ ফ্যানিঙ্গ উল্টে, হার্ড ওয়র এই লক ব্সাচ্চেন। ইনি ভি ভিভেকনন্দ জির ভক্ত। সন্বিধান এর মাদার্বোর্ড ভি পাল্টে দিবেন। নো করপশন।

    ভিভেকানন্দজির এক পাশে কাঠাল পাতা, এক পাশে মটরু। মটরু কে দিতে গিয়ে, এই সব দেকে ভ্যবাচ্যাকা বনে, একটি কাঠালপাতা নিজেই খেয়ে লিলেন, হে হে হে হে হে হে
  • এই | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫৯432207
  • বাংলাদেশের বাংলা ব্লগগুলোতে ইংরিজি লিখলে লাথিয়ে বের করে দেয়। ঠিক করে।
  • এই | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫৬432206
  • বাংলা সাইটে বাংলা লিখবে ভুলচুক হলে সারিয়ে নেবে। সেসব পড়েনেব।
  • o | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৮432205
  • বিলকুল।আমার এরকম বাংলা পড়তে দারুণ লাগে। একটা উপন্যাস লিখুন। :-)

    বাই দ্য ওয়ে, মাঝে মাঝে মনে হয় প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটা রেষারিষি ছিল কে কত শক্ত লিপি আবিস্কার করে যেতে পারে যাতে ভবিষ্যতে ঐতিহাসিকরা মুশকিলে পড়ে। তো এককের লেখা দেখে মনে হল প্রোব্যাবলি হরপ্পায় এরকম কোনো একক ছিলেন, যে সুমেরীয়, মিশরীয়দের লিপি দেখে খচে গিয়ে 'ধুর শালা, এই দ্যাখ লিপি' বলে চাট্টি নোট লিখেছিলেন। ঃ-)))
  • একক | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩২432204
  • হ্না ভিল্কুল! হেইরোকোম বেঙ্গ্লা লিক্লে বুজ্তে হেবি মোকসিল হৈ।
  • অরিন | 198.4.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২০432203
  • @অমিত, সেটা বুঝতেই পারছি, তাই জন্য তো লিখলাম, ছোট জায়গা থেকে শুরু না করলে চোট্টামির কালচার পাল্টানো যাবে না। গত কয়েক মাস ধরে এখানে নিউ জিল্যান্ডে লেবার সরকারের শরিক এক পারটিকে নিয়ে বেজায় ঝামেলা চলছে, কাল রেডিওতে শুনলাম এখানকার নাম করা ফিশারিজ ইন্ডাস্ট্রি সে পার্টি ফান্ডে ২৭০০০ ডলার কেন চাঁদা দিয়েছে এবং তার জন্য ফিশারিজের পলিসিতে কোন প্রভাব পড়েছে কিনা, তাই নিয়ে হইচই, তদন্তের দাবি, সরকারকে নাস্তানাবুদ করার প্ল্যান। এর আগে এক ভদ্র মহিলা চীনে সরকারী কাজে গিয়ে কোন এক বড় ব্যবসায়ীর ডিনার ইনভিটেশন নিয়েছিলেন, এই কারণে মন্ত্রিত্ব খুইয়েছিলেন। আমি আগে ভাবতাম, বাড়াবাড়ি, কিন্তু মনে হয় একটি সংসদীয় গণতন্ত্রে কিছুটা কড়া ধরণের চেকস ব্যালান্সেরও প্রয়োজন থাকে, জনগণ জবাবদিহি চাইতে না শিখলে ব্যাপারটা সুবিধের হয়না।
  • :-| | 172.68.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৮432202
  • ঐ রকম বাংলা লেখার থেকে ইংরিজি লেখা হাজার গুণে ভালো। অন্তত পড়ে মানে বোঝা যায়।
  • :-/ | 172.68.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৬432201
  • এককের ৫টা২৬-এর বাংলার মত “(মানে, প্র‌্যক্টিক্যলি , কেজ্রিওয়ল ইজ আ লাইফ্টাইম অফার টু সভর্না ডেলাঈট হিন্দুচোদ্স।)” যদি দীপ্তাংশু এই রকম বাংলা লেখেন তবে কি ৬টা৮-এর এই-মশায়ের ভালো লাগবে?
  • এই | 172.69.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৮432200
  • দীপ্তাংশু মালটাকে কে কোত্থেকে ধরে এনেচে এখেনে? মাসের পর মাস ইংরিজি লিখচে এটাকে কান ধরে কোন ইংরিজি সাইটে ছেড়ে দিয়ে আসুক।
  • Amit | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৮432199
  • অরিন। আমি চুরি করতে বলছি না, আমি জাস্ট প্রাকটিক্যাল এঙ্গেল থেকে বলছি। ইন্ডিয়া তে এখন, এই মুহূর্তে ১০০-% সৎ পার্টি বা রাজনৈতিক খুঁজে পাওয়া আর চাঁদে অক্সিজেন খুঁজে পাওয়া একই ব্যাপার। বরং চাঁদে পেলেও পেতে পারে।

    আমাদের সোসাইটি-ই সেই ভাবে কোনোকালে গড়ে ওঠে নি যেখানে সততা কে প্রশংসা করা হয় আর অসৎ কে শাস্তি দেওয়া হয় , চাদ্দিকে উল্টো টাই হচ্ছে।। এই ব্লাডি কাস্ট সিস্টেম পুরো সমাজ টাকে ই ভেতর থেকে ফোঁপরা করে দিয়েছে।

    এই নরক হটাৎ করে পাল্টাবে না। অবস্থা এতটাই বিগড়ে গেছে যে আজকে খুনি গুন্ডা দের থেকে চোর দের বেটার মনে হচ্ছে।
  • Arin | 198.4.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৯432198
  • অমিত: "একটু আধটু পয়সা খেলে খাক, পুকুর চুরি না হলেই হলো"

    এই ধরণের চিন্তার একটা সমস্যা হলো, আজকে যেটাকে পুকুর চুরি বলে মনে হচ্ছে, কালকে সেটাই একটু আধটু পয়সা খাওয়া হয়ে দাঁড়ায়। ফলে একটাকে প্রশ্রয় দিলে অন্য তাকে আটকানো যায় না । একটু আধটু পয়সা খাওয়া না আটকাতে পারলে পুকুর চুরি আটকানোর চিন্তা করার জায়গাটাই আর থাকে না । যার জন্য প্রতিবাদটা একটু আধটু পয়সা খাওয়া নিয়ে হলেই বরং পরবর্তী কালে পুকুর চুরি আটকানো গেলেও যেতে পারে।

    সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই ছোট পরিসর থেকে শুরু হয় , তারপর কালক্রমে বিশালাকার ধারণ করে । যেমন বিজেপির উত্থান ও তার সর্বনেশে রূপ কিন্তু একদিনে হয় নি । বহু বছর ধরে একটা জমি তৈরী হয়েছিল; আমার মনে হয় ভারতে আমাদের শিক্ষাক্ষেত্রে লিবারেল স্পিরিচুয়ালিটি 'র একটা জায়গা থাকা উচিত ছিল সেটা অন্তত স্বাধীনতার পর গড়ে ওঠেনি । সেই শূন্যতার জায়গাটি ধর্মের ব্যবসায়ীরা নিজেদের ধান্দাবাজি দিয়ে ভরিয়েছে । এক ই রকম ভাবে দেখুন বিজ্ঞান চিন্তার অবস্থা তথৈব ।

    একটি দেশে সার্বিক ভাবে গোটা সমাজে খোলা মনের মানুষ ও সমাজ তৈরী না করার বা না হতে দেওয়ার নিশ্চয়ই রাজনৈতিক কিছু বাধ্য বাধকতা থাকে , যার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতায় থাকার প্রয়োজনেই বিভিন্ন সময়ে অশিক্ষিত ও কুশিক্ষিত জনতা কে প্রশ্রয় দিয়ে গেছে । কালক্রমে তার সঙ্গে জুটেছে সমাজের একটা শ্রেণীর নির্লজ্জ দলদাসত্ব ।

    মনের এবং চিন্তার দাসত্ব ও তার পরিণতি যে কি ভয়ঙ্কর আজকের দিল্লি তথা ভারত দেখলে বোঝা যায় । তবে এই ভয়ঙ্কর মরণ খেলাও একদিন শেষ হবে কারণ কোন ব্যাপারই চিরকাল থাকে না । এর শেষ কোথায় এবং কিভাবে সেটাই চিন্তার । মহাভারতের মৌষলকাল ভারী অশুভ সময় ছিল এবারেও যে তার ব্যত্যয় হবে তার কোনো লক্ষণ নেই ।
  • একক | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৬432197
  • মানে, প্র‌্যক্টিক্যলি , কেজ্রিওয়ল ইজ আ লাইফ্টাইম অফার টু সভর্না ডেলাঈট হিন্দুচোদ্স।

    এটা ওনেক্টা বোকা বোন্ধুর সোঙ্গে ভাগ কোরে গোরু পোষার মোতো । আমাদের গোরু , কিন্তু তুই সাম্নের দিকটা দেখ্ভাল কোর্বি , পেছোন দিক্টা আমার । এবার বিচালি তুই , দুধ আমার ।

    অফিস কেজ্রির , সে ব্যটা আগেও আম্লা ছিলো , এখোনো আম্লাগিরি কোর্ছে , এন্ড নো ডাউট বেশ ভালৈ কোর্ছে ।

    এদিকে পাওআর বিজেপির , জাকে দোর্কার মোল্লাদের শিক্খা দিতে । বিজেপি কোর্পোরেশোন চালালে চুরি কোরে সেশ কোর্তো , কোনো ডেভেলোপ্মেন্ট হোতোনা এটা সভর্না রাও জানে । এছার এন্টি গুজ্জু মরোয়রি টেন্ডার লোবি তো আছেই। দে ডোন্ট ফীল সেফ উইথ বিজেপি এট ওফিস।

    আয়ম টেলিঙ্গ ইউ , দিস ইস আ গোল্ডেন রেশিও , এস ডি এইচ সি -দের বোহু জোন্মের তপস্যার ফল । সপ্নের ইকুএশন পেয়েছে ওরা ! আমাদের কপাল পোড়া তাই এরোকোম মুষ্টিযোগ মিল্চে না ঃ|
  • o | 172.68.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২২432196
  • এককের সাথে একমত। কেজরি সম্ভবত এজন্যই সোজাসুজি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কিছু বলেনি, স্রেফ শান্তি সম্প্রীতির বাণী দিচ্ছেন। এই করতে করতেই রামমন্দির হয়ে গেল। এবার এনআরসি-সিএএ হলেই অখন্ড শান্তি।
  • একক | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৯432195
  • জোদি কেও বোলে থাকেন , কেজরি গিয়ে দাঙ্গা বাধাচ্চে, এসোব অবাস্তোব কথা । কিন্তু কেজ্রির জিতে আসার পেছোনে জে বস্তোবোতা রোয়েচে , তা হোলো এন্টি মুস্লিম -প্রো সিএএ ভোট কেজ্রি পেয়েছে তাই জিতেচে ।

    এবার কেও বোল্তে পারে এন্টি মুস্লিম -প্রো সিএএ রা বিজেপিকে দেয়নি কেনো । সেটা দিল্লির জোনোতার ভোটিঙ্গ প্যটর্ন , জে কাজ কেজ্রি কে দিয়ে হোবে সেখনে কেজ্রি কে রাখো , আর বাকি দাঙ্গা -ফোসাদ কোরানোর জোন্যে কেন্দ্রে বিজেপিকে চুনে নাও ।

    তো এই বস্তোবোতার অঙ্গশ হিসেবেই আপ এর ভোটার বা দোলিও কোর্মি দাঙ্গা কোর্চে এরোকোম প্রোচুর ছোবি উঠে আসবে ভবিশ্যোতে , ঘাব্রানোর কিছু নেই । সেটা কোতো টা উদ্যোগ নিয়ে ব্যলন্স কোর্তে পারে ,দেখার।

    কেজ্রি কে গাল দিয়ে এই ইস্যুতে লাভ নেই । ওকে জিত্তে হোতো । এন্ড লীডার গেট্স দ্য পীপল , হি উজ ।
  • Amit | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৭432194
  • হাতে অপসন বলতে আর কি কি আছে এখন -? কেজরিওয়াল একা কেন, যত পার্টি আছে বেশির ভাগই তো হয় সফ্ট হিন্দুত্ব, নাহলে সফ্ট ইসলাম কে তোল্লাই দিয়ে যাচ্ছে নিজের নিজের ভোট ব্যাঙ্ক বাঁচাতে। কংগ্রেস, বাম, তিনো কেও তো বাদ নেই। সব ছেড়ে জঙ্গলে বা হিমালয়ে গিয়ে নাগা সন্ন্যাসী হয়ে থাকাটা একটা অপসন হতে পারতো, সেখানেও তো আদানি রা হাত বাড়াচ্ছে। :)

    আমার নিজের তো রাস্তায় নামার মুরোদ ও নেই, সুযোগ ও নেই। জাস্ট নিজের ভোট টাই যা দিতে পারি , আর আশা করি যে জিতে মসনদে গেলো, সে মোটামুটি গন্ডগোল না পাকিয়ে, দিন আনি দিন খাই শান্তি তে থাকতে দেবে। একটু আধটু পয়সা খেলে খাক, পুকুর চুরি না হলেই হলো। সেটাও তো জলে যাচ্ছে, এদিকে নোটবন্দি, ওদিকে ব্যাংকে, LIC তে টাকা রেখে টাকা রাখলে সেগুলো কবে ডুবে যায় তার ঠিক নেই। মোদির ভাই সেই টাকা নিয়ে এন্টিগুয়া গিয়ে জ্যামাইকান রাম খাবে আর রাম নাম করবে, আর ওদিকে আমরা আঁটি বাধবো।

    তো হাতে আর কি রইলো ? মায়াপাতায় নিজের ফ্রুস্ট্রেশন দেখানো ছাড়া ?
  • o | 172.69.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৭432193
  • দিল্লির অশোকনগরে মসজিদ ভাঙা ও আগুন ধরিয়ে দেবার ভিডিওটি পোস্ট করেছিলেন রানা আয়ুব। তা সকলেই জানেন রানা আয়ুব যাই করেন, তাতে গোমাতার সন্তানদের খুব জ্বলে। তারা খুব চেল্লামিল্লি জুড়ে দেয় ফেক ফেক করে। এর মধ্যে দ্য ওয়ার তাদের রিপোর্টে ভুল করে সেন্ট্রাল দিল্লির অশোকনগরের জায়গায় নর্থ-ওয়েস্ট দিল্লির অশোক বিহারকে উল্লেখ করে। এএনআই নিউজ থেকে জানতে পারছি, ডিসিপি নর্থ-ওয়েস্ট জানান অশোক বিহারে কোনো মসজিদ ধ্বংস হয়নি। সঙ্গে সঙ্গে গোমাতার সন্তানেরা রানা আয়ুবকে সিরিয়াল অফেন্ডার ইত্যাদি গালাগাল দিয়ে অ্যারেস্টের দাবী করতে শুরু করে। অবশেষে ভিডিওটির সত্যতা যাচাই হওয়ার পর রানা আয়ুব ফের ভিডিওটি রিপোস্ট করেছেন এই লিখেঃ

    Rana Ayyub

    @RanaAyyub

    Important Verification: Video of mosque vandalised, set on fire is from Ashok Nagar in Delhi as tweeted by many of us today. Hope fake news peddlers denying the veracity of the video now slip into their ratholes https://altnews.in/verification-video-of-mosque-vandalised-set-on-fire-is-from-ashok-nagar-in-delhi/

    via @AltNews

  • S | 108.162.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৮432192
  • লোকজন যে কিধরনের ভক্ত হয়ে উঠেছে, সেটার আজকেও আবার একটা প্রমাণ পেলাম। আর এসব উচ্চশিক্ষিত লোকজন।

    এইটা দেখেছেন?
    http://www.bharat-rakshak.com/
  • Amit | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৪432191
  • কেজরিওয়াল কে এই বাজারে দোষ দিয়ে কি লাভ হচ্ছে কে জানে ? দিল্লি পুলিশ যেখানে দাঙ্গাবাজ দের প্রটেকশন দিচ্ছে, কল্পিল মিশ্র ওপেনলি ঘুরে বেড়াচ্ছে হিরো সেজে, সেখানে কে শান্তি মিছিল করবে ? যেই হোক , সবার ই নিজের প্রাণের ভয় আছে। গুজরাট ২।০ - বিজেপি অনেক দিন ধরেই তো প্ল্যান করছে।

    গোটা দেশের মেজরিটি জনতা যেখানে এখনো দাঙ্গাবাজ দের ভোট দিচ্ছে, সেখানে নাত্সি দের আটকাবে কি করে ?
  • Atoz | 108.162.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪432190
  • আমিও একমত।
    আর এই মিথ্যে রিউমার ছড়ানো লোকের থেকে সাবধান। সরাসরি দাঙ্গাবাজের তুলনায় এরা অনেক বেশি বিপজ্জনক। মিথ্যে রিউমার ছড়িয়ে এরা নতুন নতুন উস্কানি দেয়, নিজেরা সুড়ুৎ করে পালায়, গায়ে টাক্করটিও লাগে না।
  • একলহমা | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫১432189
  • দীপ্তাংশুর সাথে একমত।
  • সে | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৩432188
  • দীপ্তাংশুর সঙ্গে একমত।
  • Diptangshu | 14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪২432187
  • Mr O! You said that I am associated with BJP IT cell! Can you please show the evidences here?
  • o | 172.68.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪০432186
  • উফ বাবারে! Mr. Elebele! Again you have come with false allegations! শুনলেই মনে পড়ে "আবার, আবার, সেই কামান গর্জন কাঁপাইয়া ধরাতল, বিদারিয়া রণস্থল, উঠিল যে ভীম রব, ফাটিল গগন।" :-)

  • Diptangshu | 14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৭432185
  • In this crucial time it is duty to all of us to protest the riot and stop the goons, to protect minority communities from these goons! But sorry to say, you are more interested in spreading rumours! Is it your favorite hobby?
  • Diptangshu | 14.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩432184
  • First of all, Delhi is not a complete state. The government is dependent on central government on various fields. The police department is governed by the central government! AAP already stated that police department is not cooperating with them and central government is not utilizing the police force to stop the goons ! It is quite clear to us the situation is created intentionally by BJP to create political unstability there and the central is promoting the riots there! So why are you blaming AAP?
  • Diptangshu | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৫432183
  • Mr. Elebele! Again you have come with false allegations! You have said AAP is just helping BJP to spread communal agitation in Delhi and Kejriwaal is totally inactive in this crucial period! I am sorry to say that your allegations are totally wrong! Kejriwal has already performed several meeting with the MLAs of Delhi are urged them to keep peace in their area. He already visited hospital to meet the injured persons. He also visited the family members of the dead police constable. Why are you spreading false allegations?
  • pnpc | 162.158.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭432182
  • অরবিন্দ তো জাতে উঠে গেল, প্রায় মহাপুরুষ, কারণ এলেবেলে এখন গান্ধী, বিবেকানন্দ ছেড়ে অরবিন্দর প্যান্ট-্জামা ধরে টানাটানি শুরু করছেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত