এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | 172.69.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৫431820
  • আতোজ ২৩টা২৮-এর প্রেক্ষিতেঃ এখনও যা হচ্ছে আসলেই তা ভাল হচ্ছে। সব সময় সব কিছুই ভালোর জন্যই হয়। সম সময়ে দাঁড়িয়ে আমরা অলোচনা-সমালোচনা করি বটে, কিন্তু দিনের শেষে, “তোমার কর্ম তুমি করো মা”। “করি আমি” ইগোটা যেতে যেটুকু সময় লাগে, ততটুকুই দেরী হয় বুঝতে।
    ঝপ করে বুঝে গেলে চলবে কেন?
  • Atoz | 108.162.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৫431819
  • তিনি ছিলেন গজনীশ ঃ-)
  • syandi | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৯431818
  • অপু, আপনি নাদির শাহ আর সুলতান মাহমুদ এ গুলিয়ে ফেলেছেন বোধ হয়। ১৭ বার ভারতে হানা দেয় সুলতান মাহমুদ, নাদির শাহ নয়।
  • অরিন | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৮431817
  • বিষ্ণু দে র কবিতা এবং তাঁর স্বকণ্ঠে আবৃত্তি “সর্বদা সুখদা বরদা” মনে পড়ছে, নেটে খুঁজে পাচ্ছি না।

    এই যে শুনুন

  • S | 108.162.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৫431816
  • ২০-০২-২০২০
  • সে | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩১431815
  • বিষ্ণু দে র কবিতা এবং তাঁর স্বকণ্ঠে আবৃত্তি “সর্বদা সুখদা বরদা” মনে পড়ছে, নেটে খুঁজে পাচ্ছি না।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩১431814
  • বুদ্ধদেব বসু সৃষ্টিশীল সাহিত্যিক হিসেবে যতটা না প্রতিভাবান ছিলেন তার চাইতে অনেক বেশী বহুমাত্রিক। খুব দক্ষ সাহিত্য নির্বাচক ছিলেন এবং স্বাভাবিক ভাবেই বিশিষ্ট সম্পাদক। তার সাথে সাহিত্য সমালোচক, অনুবাদক এবং একজন ,literary historianও বটে। An acre of green grass এবং modern bengali prose নামে একটি প্রবন্ধও আছে তাঁর। পরের দিকে বেশ ডাকসাইটে অ্যাকাডেমিশিয়ান। যাদবপুরে খুললেন তুলনামূলক সাহিত্য বিভাগ, একটি নূতন ডিসিপ্লিন। একদম প্রথম থেকেই ঐ বিভাগটি বু ব'র জন্যে হিউম্যানিটিজের আর পাঁচটা বিভাগ থেকে অনেক বেশী আন্তর্জাতিক ছিল। বু ব নিজেও পঞ্চাশের দশকে ফুলব্রাইট ফেলো। 

    'তিথিডোর' বাদ দিলে ওঁর আর কোন উপন্যাস সেরকম জনপ্রিয় বা সমাদৃত হয়নি। রম্যরচনা, শিশু সাহিত্য ইত্যাদিগুলো ছুঁয়েও যায়নি। বরং 'মহাভারতের কথা' একদম শেষের দিকে লেখা অনেক বেশী অ্যাপ্রিসিয়েটেড হয়েছে।   

  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:২১431813
  • একলহমা, হ্যাঁ, তাই মনে হয়। তাছাড়া, উচ্চমানের প্রবন্ধও লিখেছেন অনেক। এছাড়াও সম্পাদনা, কবিতা যোগাড়, কবিদের নানাভাবে সহযোগিতা করা---এইসব বহুরকম কাজেও মনে হয় যুক্ত থাকতেন। তাতেও অনেক শক্তির প্রয়োজন।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৮431812
  • ভারতীয় ইতিহাসে বিভিন্ন Anglo war হয়েছিল। Anglo Maratha war, Anglo Afghan war ইত্যাদি। এই  war গুলো ডিটেলে স্টাডি করা খুব দরকার। 

  • একলহমা | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭431811
  • @আতোজ
    আমার জানা-বোঝা অতি সীমিত। আমার মনে হয়, কবিতা সৃষ্টিতে বু ব তাঁর শক্তির একটা বড় অংশ খরচ করেছেন অনুবাদে, যে কাজটা তাঁর কাছে মৌলিক রচনার থেকে কম ছিলনা। তার সাথে করেছন ফর্ম নিয়ে পরীক্ষ নিরীক্ষা। তুলনায় বিষয় নিয়ে ততটা মন হয়ত দিয়ে উঠতে পারেননি। যাঁরা জানেন তাঁরা আরো বলতে পারবেন।
  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭431810
  • সে দি, যখন টীনেজে ছিলাম, তখন ঐ "অর্থ নয় কীর্তি নয়" অংশটা পড়তাম বেশি করে, এখন এই বুড়ো বয়সে এই অংশটা পড়ি বারে বারে,
    "
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে,
    চোখ পালটায়ে কয়ঃ ‘ বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার! —
    ধরা যাক দু’-একটা ইঁদুর এবার –’

    হে প্রগাঢ় পিতামহী আজো চমৎকার?
    আমিও তোমার মত বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি
    ক’রে দেবো- কালীদহে বেনোজলে পার;
    আমরা দু’জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার
    "
  • সে | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৪431809
  • আজ নয় গতকাল।
  • সে | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৩431808
  • জারমানিতে আজ ১১জন মরে গেল। রেসিস্ট অ্যাটাক।
  • সে | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১২431807
  • হ্যাঁ আতোজ। বড্ড ভয় করত শুনতে ছোটবেলা।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১১431806
  • শান্তনু-দা'র সঙ্গে দেখা হওয়ার কথা আছে। আমারও পুরো জানা হয় নাই। :-) 

    দিল্লীর ন্যাশনল আর্কাইভে গত বছর কয়েকবার যেতে হয়েছিল কাজে। ওখানে রাজপুতানার ওল্ড ম্যাপ মজুত আছে। এক বিদেশী গবেষককে দেখছিলাম ম্যাপ ঘাঁটতে। 

    রাজপুতানার ইতিহাস রিভিজিট করার খুবই প্রয়োজন। জয়পুরে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে 'রাজস্থান স্টাডিজ' বিভাগও হয়েছে। ডিসেম্বরে একটি হেরিটেজ গ্রুপ রাজস্থানের ফোকলোর নিয়ে একটা অনুস্থান করেছিল আই সি সি আরে। তবে ছেলেটি বড্ড সাজগোজ করে নিজেকে দেখাতে বেশী ব্যস্ত ছিল। :-) 

      'রাজপুত এবং মুসলিমদের মধ্যে ঐতিহাসিক বিদ্বেষ' খুব গভীরে কিনা জানিনা মুঘল আমলে রাজপুতরাই ছিল ডিফেন্সে। আকবর ও যোধাবাঈয়ের বিবাহ সে সম্পর্কে আরো মজপুত করেছিল বলেই মনে হয়। 

    তবে রাজপুত, মরাঠারা পুরনো শত্রু। মহারাণী গায়ত্রী আত্মজীবনীতে লিখেছেন মান সিং ২য়'র সঙ্গে তাঁর যখন বিবাহ হয় তখন কোচবিহার রাজবংশের হাই প্রফাইল ওয়েস্টার্ন বিহেবিহারের চাইতেও গায়ত্রীর মরাঠা মাতুল বংশ গায়েকওয়াঢ়দের নিয়ে জয়পুরী রাজবংশের সমস্যা হয়েছিল।  ঘোর আপত্তি উঠেছিল।  কিন্তু সেই সময় দেশের সব রাজ পরিবার ব্রিটিশদের ভৃত্যস্বরূপ তাই এ আর বাধা হয়ে দাঁড়ায়নি। 

  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:১০431805
  • সে দি, কী অসাধারণ এই কবিতা! আট বছর আগের একদিন। কিছু কিছু পংক্তি প্রায় কিংবদন্তীর মত, সময় যাকে জীর্ণ করতে পারে না। "অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-/ আরো- এক বিপন্ন বিস্ময়", ওহ্হ, কী লেখা!!!
  • দ্রি | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৯431804
  • রাজপুত হিস্ট্রি রিভিজিট করার প্রয়োজন আছে। রাজপুতানার গ্লোরিয়াস পাস্ট রিকনস্ট্রাকশানের পেছনে আছেন এক বৃটিশ ইন্টেলিজেন্স এজেন্ট জেমস টড। যিনি রাজস্থানের ম্যাপ বানান, যেটা বৃটিশদের মারাঠাদের হারাতে সাহায্য করে। এছাড়াও বৃটিশদের ভয় ছিল রাজপুত এবং আফ্গান অ্যালায়েন্স করে বৃটিশদের আক্রমণ করতে পারে। তাই বৃটিশ রাজপুতদের সাথে অ্যালায়েন্সে চলে গিয়েছিল। রাজপুত এবং মুসলিমদের মধ্যে ঐতিহাসিক বিদ্বেষ ম্যাগনিফাই করার চেষ্টা করেছিল। এবং এই স্টোরিগুলো পরে ন্যাশানালিস্টরা পিকাপ করে নিয়েছিল ফর দেয়ার ওন পারপাসেস। জেমস টডের এই গল্পগুলো বাংলায় পৌঁছনোর পর, বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া এগুলো লুফে নিয়েছিল।

    এগুলো আরো খুঁটিয়ে পড়া প্রয়োজন।
  • সে | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৬431803
  • জীবনানন্দ দাশের কবিতা‎
    “আট বছর আগে একদিন”

    শোনা গেল লাশকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ।

    বধু শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিল, আশা ছিল- জ্যোৎস্নায়,- তবু সে দেখিল
    কোন ভূত? ঘুম ভেঙে গেলো তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার ।

    এই ঘুম চেয়েছিলো বুঝি !
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবেনা আর।

    ‘কোনদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম-অবিরাম ভার
    সহিবে না আর -’
    এই কথা বলেছিলো তারে,
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মত কোনো-এক নিস্তব্ধতা এসে ।
    তবুও তো প্যাঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে ।

    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থাকে জীবনের স্রোত ভালবেসে ।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি ;
    সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ।
    ঘনিষ্ট আকাশ যেন, কোন বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে ’পরে প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    একগাছা দড়ি হাতে নিয়ে গিয়েছিলে তবু একা-একা,
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
    এই জেনে।

    অশ্বথের শাখা

    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি ?
    থুরজথুরে অন্ধ প্যাঁচা এসে
    বলেনি কি ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে?
    চমৎকার! —
    ধরা যাক দু’-একটা ইঁদুর এবার !’
    জানায়নি প্যাঁচা তুমুল গাঢ় সমাচার ?
    জীবনের এই স্বাদ- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;-
    মর্গে কি হৃদয় জুড়ালো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইদুরের মত রক্তমাখা ঠোটে !
    শোনো
    তবু এ-মৃতের গল্প;- কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোন খাদ।
    সময়ের উদ্ধর্তনে উঠে এসে বধূ
    মধু - আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।

    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিষ্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে;
    ক্লান্ত-ক্লান্ত করে ;
    লাশকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।

    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে,
    চোখ পালটায়ে কয়ঃ ‘ বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার! —
    ধরা যাক দু’-একটা ইঁদুর এবার –’

    হে প্রগাঢ় পিতামহী আজো চমৎকার?
    আমিও তোমার মত বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি

    ক’রে দেবো- কালীদহে বেনোজলে পার;
    আমরা দু’জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার
  • Atoz | 108.162.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৩431802
  • অর্জুন, ওই যে যিনি গঙ্গারিডি লেখেন লাস্ট নেম হিসেবে, তাঁকে বলুন না খোঁজ নিতে! আলেকজান্ডারের সঙ্গে এই গঙ্গারিডি র ব্যাপারটা হয়েছিল কিনা!
  • Atoz | 108.162.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:২০431801
  • সুমনের ( গায়ক ) দিকে ঠেলা দিয়ে পাঠিয়ে দেবো। ঃ-)
  • অর্জুন | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৭431800
  • 'রক্তপলাশে' অবধি ঠিক আছে। 'রক্তজবা' র সঙ্গে কালীর মুখ ভেসে ওঠে, এখনি ট্যাগড হলেন বলে !! 

  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১০431799
  • একুশে, আজ একুশে!!!!! ভালো ভালো বাংলা কবিতা, ভালো ভালো বাংলা গল্পের সন্ধান দিন। গানও।
    সবাইকে একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই রক্তপলাশে রক্তজবায়। ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৮431798
  • একটা কবিতায় এরকম একটা লাইন ছিল, "ও যদি ঘুমোয়, ঘুমোক না অক্লেশে/ ভালোবাসি ছাড়া কী বা ছিল বলবার? "
    কিন্তু গোটা কবিতাটা কী? কার কবিতা? কিছুই খুঁজে পাচ্ছি না। এই সাইটেই একটা টইতে একজন দিয়েওছিলেন বহুকাল আগে।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৬431797
  • ২০শে ফেব্রুয়ারি, সন্ধ্যেবেলা । এক সাংবাদিক বন্ধুর সঙ্গে জে.ইউ.'র ক্যাম্পাসে। সেখানে ছাত্র সংসদ নির্বাচনে S.F.I'র জয়ে বামোল্লাসের স্লোগান 'হাম সে যো টকরায়েগা,য়ু চুর চুর হো......' ধ্বনির মাঝে হঠাৎ দূর থেকে কানে এল 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি । '

    একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে শুভেচ্ছা সকলকে।
  • Atoz | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০২431796
  • গুপ্ত গঙ্গাহৃদি । ঃ-)
  • অর্জুন | 162.158.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৩431795
  • 'উনিশে মে' পত্রিকার সম্পাদক শান্তনু-দা' 'গঙ্গারিডি' তাঁর লাস্ট নেম হিসেবে ব্যবহার করেন। পারিবারিক সূত্রে 'গুপ্ত'। উনি বলেছিলেন বঙ্গদেশের প্রাচীন সভ্যতার নাম 'গঙ্গারিডি'। 

  • Atoz | 108.162.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৪431794
  • আলেকজান্ডারের ব্যাপারটা একটু কেউ খোঁজ করুন তো! তিনি নাকি পুরুর ব্যাপারটা হয়ে যাবার পর(সেই রাজার প্রতি রাজার ব্যবহার ঃ-) ) পুবের দিকে অগ্রসর হতে হতে ঝটিকা আক্রমণের একটা প্ল্যান করছিলেন। তখন তাঁর চরেরা নাকি খবর দিল, ওইদিকে বিরাট শক্তিশালী গঙ্গারিডাই(গঙ্গাহৃদি) জাতিরা খাড়া হয়ে আছে লাঠোসোঁটা নিয়ে, তাদের শয়ে শয়ে সুশিক্ষিত হাতী, ঘোড়া সবাই যোদ্ধা পিঠে নিয়ে রেডি। বিশাল যোদ্ধাবাহিনি। শুনে আলেকবাবু দলবল সমেত নাকি অ্যাবাউট টার্ন করেন।
    এই গঙ্গারিডাইদের ব্যাপারটা কেউ খোঁজ নিন তো!
  • Atoz | 108.162.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৮431793
  • তবে পলাশীর যুদ্ধটায় যা হয়েছে একদিকে ভালোই হয়েছে। ( সেভাবে দেখতে গেলে, ইতিহাস জুড়ে যেখানে যা হয়েছে, হরেদরে ভালোই হয়েছে ঃ-))
  • Atoz | 108.162.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৩431792
  • একলহমা, রাগ যদি না করো তো একটা কথা বলি। যদি নির্মোহদৃষ্টিতে দ্যাখো, তাহলে বু ব এর কবিতাগুলো ভালো, এই পর্যন্ত। জীবনানন্দের বনলতা সেন বা হাওয়ার রাত বা নগ্ন নির্জন হাত ---এইসবের সঙ্গে তুলনা করলে দেখবে কাছাকাছিও আসছে না বু ব এর কবিতাগুলো।
  • একলহমা | ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২১431791
  • থেন্ক‍্যু, থেন্ক‍্যু :-)
    @আতোজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত