@Amit:আমার কাছে যুদ্ধ ব্যাপার টাই অমানবিক বলে মনে হয়। যেকোনো প্রাণ হারানো টাই খারাপ, তবে প্রকৃতি তে তো সবই ঘটে, ভালো খারাপ যাই লাগুক না কেন।"
সেটাই।
প্রকৃতি নিয়ে অনেক কিছু লেখার আছে, এখন দৌড়তে হবে , ফিরে এসে লিখব।
@Amit: "সামনে সামনি লড়ে মারা হয়নি। নানা ছল চাতুরী করে মারা হয়েছে। "
বুঝলাম না, পাণ্ডবরা কৌরব পক্ষের কোন যোদ্ধাকেই পেছন দিক থেকে মারেনি, বা রাতের অন্ধকারেও মারেনি, তাহলে ছল চাতুরীর কথাটা উঠছে কিভাবে? ভীষ্মের স্বেচ্ছামৃত্যু, শিখণ্ডী পাণ্ডবপক্ষের জেনুইন যোদ্ধা, কমব্যাট না করার সিদ্ধান্ত একতরফা ভীষ্মের। "অশ্বথ্থামা হত ইতি গজ" বলে যুধিষ্ঠির মিথ্যা কথা বলেননি, দ্রোণাচার্যের ভুল বোঝার দায় অবশ্যই পাণ্ডবের নয়। ইত্যাদি।
এবার আপনি যদি বলেন বধ ব্যাপারটাই অন্যায়, কিছু বলার নেই। যে কোন প্রাণহরণই অন্যায়, একটা মাছি থেকে শুরু করে মানুষ অবধি, যুদ্ধ ব্যাপারটাই ভুলভাল, বলুন, মেনে নেব।
বধ ব্যাপারটাই যেখানে/যদি ভুলভাল, সেখানে "ঠিকঠাক বধ" কথাটার মানে কি? সেইটাই তো জিগেস করলাম ।
সে এক দিন ছেলো, যখন ভাট এর গুরুত্বপূর্ণ লেখা কেউ না কেউ যত্ন করে সংগ্রহ করে নতুন টই খুলে তাতে দিয়ে দিত
সে রাম ও নেই , না আছে সেই অযোধ্যা :(