"জীবনানন্দর কবিতা কে আলো , শান্তি ইত্যাদি বললে জ্যাজ বা ক্লাসিক এবং এবং এফ এম কে অনৈতিহাসিক এবং অনৈতিক স্ট্রেস বাস্টার হিসেবে বেচার পদ্ধতি মনে পড়ে, ভদ্রলোকের সিরিয়াস সচেতন ভাবে তৈরি বিশ-ত্রিশ দশক পরবর্তী আধুনিকতার ভাষা কে কে অস্বীকার করা হয়।"
আপনি অন্য ভাবে দেখতেই পারেন । সেটাকে সম্মান জানিয়েই ,
"অনৈতিক স্ট্রেস বাস্টার" কথাটা বললেন বলে লিখতেই হচ্ছে যে গান কবিতা এগুলো তো জীবনের মধ্যে থেকেই উঠে আসে , যার যা গান যার যা কবিতা । আমি জেটস্কি করার সময় বনলতা সেনের কবিতার কথাটা কখনো ভাবিনি তবে এর পর যখন যাবো ভাববো অবশ্যই, :-)
গান কবিতা আর মৃত্যুর মুখোমুখি হবার কথা লিখতে গিয়ে হঠাৎ করে ইংরেজ কবি ও সৈন্য উইলফ্রেড ওয়েন এর কথা মনে এলো , প্রথম বিশ্বযুদ্ধের আর্মিটিস চুক্তি হবার এক সপ্তাহ আগে ভদ্রলোক যুদ্ধে মারা যান ।
মা সুসান ওয়েন রবীন্দ্রনাথ কে একটি চিঠি লেখেন যার বয়ান এরকম:
".. It is nearly two years ago, that my dear eldest son went out to the War for the last time and the day he said Goodbye to me—we were looking together across the sun-glorified sea—looking towards France with breaking hearts—when he, my poet son, said these wonderful words of yours... ‘when I leave, let these be my parting words: what my eyes have seen, what my life received, are unsurpassable’. And when his pocket book came back to me—I found these words written in his dear writing—with your name beneath. "
( https://www.livemint.com/Leisure/rGTDWdCUCGgC4DGx6mg5jI/A-strange-meeting-of-minds.html )
কাজেই |