বাসন কোসন
It is intolerant India. We are proudly insensitive and politically incorrect. This is the new normal.
তাপস পালকে নিয়েও দুঃখিত হতে পারছি না। আরো একটু খিল্লিই করলাম। এত পলিটিকাল কারেক্টনেস পোষাচ্ছে না।
লেট মী বী ইন্সেন্সিটিভ ফর আ হোয়াইল প্লীজ
তাপস পালকে নিয়েও দুঃখিত হতে পারছি না। আরো একটু খিল্লিই করলাম। এত পলিটিকাল কারেক্টনেস পোষাচ্ছে না।
লেট মী বী ইন্সেন্সিটিভ ফর আ হোয়াইল প্লীজ
@র২হ, কালই বললাম জীবনানন্দকে আমি 'আঁতেল' মনে করিনা (ব্যক্তিগত মতামত)। জীবনানন্দের সময়ে প্রডাক্ট লঞ্চের কথাটা খাটে না। ওটা এ সময়ের লেখকদের বললাম।
কারো মৃত্যুকে নিয়ে উল্লাশটা অনেকটা রেপের মত একটা ক্রাইম । তাদের ভিতরে একটা হিংসাত্মক উল্লাশ চাপা থাকে যেটা সময় বিশেষে প্রকাশ পায়। এরা ঘৃণার রাজনীতির পৃষ্ঠপোষক।
সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা গুলো এরাই লাগায় । কে বলতে পারে এরাই হয়ত আজ তৃণ-বামের একটা মারপিট লাগিয়ে দিল।
জীবনানন্দ সহজবোধ্য এমন সুনাম বা দুর্নাম কোনদিন তাঁর ছিল না। উনিও জীবৎকালে খুব সাফল্য পেয়েছিলেন বলা যায় না। নানান রকম কম্প্লেক্সও ছিল। নিজের প্রোডাক্ট বা নিজেকে ঠিক করে লঞ্চ করা, সেসবও পারেননি। বিশ্বসাহিত্য নিয়েও খুব ভালোরকম চর্চা করেছেন, যতদূর মনে পড়ে।
এই যে ১৯৪৬ ৪৭ কবিতা, এত কথা না লিখে সোজা বলে দিলেই হত মানুষের খুব কষ্ট, কলকাতা নিষ্ঠুর, যুদ্ধ খারাপ, রাজনীতিকরা অন্ধ।
কোনরকম তুলনা না করেও, আরেকজন উদাহরণ বিনয়।