বনলতা সেন কেন নাটোরেরই হন তার একটা ব্যাখ্যা আছে । বাঙালি চিরকাল যেটাকে নিটোল প্রেমের কবিতা ভেবে এল সেটা আদতে প্রেমহীনতার কবিতা।
কিছু লোকজন আছেন যারা ইন জেনারেল পড়েন বেশী, লেখেন ভাল, ভাবেন অনেক কিন্তু নিজেদের প্রডাক্ট ঠিক মত লঞ্চ করতে না পেরে নাম করতে পারেন না এবং কমারশিয়ালি সাক্সেস্ফুল হন না, তাদের মধ্যেই এই 'আঁতেল' রোগটি বেশী বিদ্যমান। ওদিকে দেখা গেল কেউ ঐ সব গুণ থেকে বা থেকে তার থেকে খ্যাতি বেশী পেয়েছে এবং কমারশিয়াল গেন ভালই, ব্যাস, হয়ে গেল!
Tapas Pal was a good actor of his time.
'দাদার কীর্তি' ও 'সাহেব' খুব ভাল লেগেছিল। সন্দীপ রায়ের একটি টেলিফিল্মেও ওর অভিনয় ভাল লেগেছিল।
@o
সাহিত্যের ক্ষেত্রে impressario শব্দটা কি ব্যবহার করা যায় কিনা জানিনা। তাই জীবনানন্দের impressario বুদ্ধদেব বসু এ বলার দৃষ্টতা আমার নেই। বুদ্ধদেব বসু অনেক সাহিত্য প্রতিভা আবিষ্কার করেন সেটাই বলা। জীবনানন্দের একটি উপন্যাসে ওঁর ও বুদ্ধদেবের পরের দিকের সম্পর্কের কিছুটা ইঙ্গিত পাওয়া যায় ।
আপনি খুব সুন্দর লিখেছিলেন।
অনেক সময় দুর্বোধ্যতাও একটা আবশ্যিক ফ্যাক্টর আঁতেল হওয়ার।