এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একলহমা | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৮431040
  • @ Atoz
    দিদি-রে কি যে আনন্দ হচ্ছে! কাল সারা রাত জেগে তোমাদের গোছা গোছা মন্তব্য, টই পড়েছি। ভোর পাঁচটায় ঘুমাতে গেছি (সেই, সেই লেখাটায় লাস্টাইম জেগেছিনু)।

    আগে যাঁরা দুইবেলা হানা দিতেনঃ
    অনেকগুলো কারণ একসাথে কাজ করছে বলে মনে হয়। দুঃখের, খুব-ই দুঃখের। (এইপারেও কিন্তু আকাশে দুর্যোগের ঘনঘটা।)

    কাকজোড়া খেলা - বর্ণনাটা খাসা হয়েছে। চোখের সামনে দেখতে পেলাম। জানো, কাল রাতে কতবার যে আন্তর্জাল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি খেলাটার বিবরণ-এর খোঁজে। তোমার মন্তব্য-টা একবার পেয়েছিলাম কিন্তু পরশপাথর হারিয়ে ফেলার মতই সেটাও হারিয়ে ফেললাম আর সেটাতে যে কি লেখা ছিল সেটাও মনে করতে পারলাম না। অন্য কারও কোন লেখাও পেলাম না। খুব ভালো হল তুমি এইখানে এটা লিখে রাখায়। :-)
  • Atoz | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৩431039
  • গোলাপের ব্যাপারে কেউ বসরা র কথা কইলেন না? এককালে খুব বিখ্যাত ছিল বসরাই গোলাপ।
  • Atoz | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৬431038
  • বসন্তকালে মাংস না খেয়ে নিমবেগুন খান, সজনেডাঁটার তরকারি খান, করোলাভাজা খান। অসুখ বিসুখ হবে না।
  • অরিন | 198.4.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৮431037
  • @সে: "অরিনকে বলছি। সোলার প্যানেল জারমানির প্রচুর বাড়িতে এবং দোকানপাটে রয়েছে। তবে শুধু গ্রীষ্মেই এটা পুরোপুরি কাজে দেয়। শীতকালে কার্বনফ্রি হবার সম্ভাবনা কম। সেক্ষেত্রে হাওয়া থেকে এনার্জি "

    তা তো বটেই। উত্তর ইউরোপ/নিউজিল্যাণ্ডে শীতকালের ব্যাপারটা অন্যরকম যে।

    একে আলো কম থাকে, তায়  এই সময়টাতেই সবচেয়ে বেশী  ইলেকট্রিসিটি খরচা হয় -- সারাদিন গরম জলের হিটার চলে, যাঁরা বাড়ি গরম করে রাখার জন্য হিট পাম্প ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে প্রায় সারা রাত হিটার,  ইলেকট্রিক ব্ল্যানকেট, আলো, সব মিলিয়ে যে সময়টাতে সূর্যালোক -নির্ভর  ইলেকট্রিসিটি জেনারেশন হলে সবচেয়ে সুবিধে হত, সেই সময়টাতেই বিদ্যুৎবাবুকে সেই সূত্রে পাওয়া যাবে না। এখন ব্যাটারী থাকলে  কিছুটা সুবিধে হতে পারে হয়ত, কিন্তু সে সাংঘাতিক খরচসাপেক্ষ। আবার এদিকে যে সময়টুকুতে সূর্যের আলোয়  ইলেকট্রিসিটি জেনারেট হবে সেটা কিন্তু দারুণ এফিশিয়েন্ট কারণ, ঠাণ্ডা কিন্তু সূর্যের আলো পাওয়া যাচ্ছে, ফলে প্যানেলগুলো খুব গরম না হয়ে গিয়ে হইহই করে পাওয়ার জেনারেট করতে পারবে। 

    আমাদের এদিকটায় শীতকালে হাওয়া থেকে এনার্জি পাওয়ার সম্ভবনা নেই বললে চলে, কারণ গোটা শীতকাল হয় বরফ পড়ে, না হলে বৃষ্টি। কাছাকাছি একটা ঝরণা কি নেহাৎ ছোটখাট একটা জলপ্রপাত থাকলেও ছোট টারবাইন চালানো যেতে পারে অবশ্য। আমি একবার একটি গহণ অরণ্যে পাহাড়ের মাথায় এক ভদ্রলোকের একটি hut-এ দু'রাত ছিলাম, সেখানে অন্য কোনভাবে ইলেকট্রিসিটি পৌঁছনোর কোন গল্পই নেই -- তিনি বাড়ির কাছাকাছি একটা খুব ছোট জলপ্রপাত, ঝোরাই বলা চলে, সেখান থেকে টারবাইন চালিয়ে দিব্যি পাওয়ার জেনারেট করতেন। সে টারবাইনটা তিনি নিজে ডিজাইন করেছিলেন। বাকীটা সোলার থেকে।  ওরকম একটা সাংঘাতিক বিপজ্জনক পাহাড়ের মাথায় তায় অরণ্যসঙ্কুল সরু পথ দিয়ে কি করে প্যানেল আর টারবাইন টেনে তুলেছিলেন জিজ্ঞেস করাতে বলেছিলেন ঘোড়ায় চড়ে। লোকে পারেও বটে!

    কার্বন ফ্রি নিদেন পক্ষে কার্বন লঘু প্রায় সম্বৎসর একটু চেষ্টা করলেই হওয়া যায় অবশ্য, সেক্ষেত্রে বসন্তদিনে দিল খুশ করে দোকান থেকে মাংস কিনে কষে রান্না করে হাত চুবিয়ে না খেলে দেখবেন স্ট্র্যাটোস্ফিয়ারে নিজের থেকে অনেকটা কার্বন কম ঢাললেন, ;-), কাব্যি হবে না, এই যা । 

  • Atoz | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৬431036
  • আরে অরিন, আপনার লেখার সূত্রে কী ভালো জিনিসই না এল! বিয়াঙ্কা কাস্তাফিয়োর! "ভালোবাসা মোর লাল, গোলাপেরই মত", সেই পান্না কোথায় কাহিনিতে। সেইখানে একটা চমৎকার লাইন আসতো, বিয়াঙ্কা মাঝে মাঝেই বলে উঠতেন, "ইর্মা আ আ, আমার গয়না?" ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:২২431035
  • একলহমা,
    চিনেছেন দেখছি। ঃ-) কিন্তু আমার গল্পেরা নাহয় পালিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদেরও তো দেখা পাওয়া যায় না। আগে যাঁরা দুইবেলা হানা দিতেন, এখন কালেভদ্রে দেখা দেন। ঘটনা কী?

    "কাকজোড়া" খুব জনপ্রিয় খেলা ছিল আমাদের ছোটোবেলা। বড় বড় খেলার মাঠ ছিল কিনা! রাম দুই সাড়ে তিন করে গুনে যে বাকী থাকতো, সে ছুটে এসে ছুঁয়ে অন্যদের আউট করবে, কিন্তু কাকজোড়ায় একটা প্যাঁচ আছে, যদি দুইজন হাত ধরাধরি করে থাকে, তাহলে ছুঁলেও আউট হবে না। তাড়া করে যে আসছে তার সামনে একা পড়ে গেলে মুশকিল। আবার খেলার নিয়মে সবসময় হাত ধরাধরি থাকলেও হবে না, আলগা হয়ে ছুটতে হবে সবাইকে। তাই নানা তুঙ্গমুহূর্ত আসতো খেলায়, একজনকে তাড়া করে যাচ্ছে , সে ছুটে পালাচ্ছে, অন্যদিক থেকে বিদ্যুতের মতন আরেকজন ছুটে গেল রক্ষা করতে। প্রায় শেষ মুহূর্তে পলায়নকারীর হাত ধরে ফেলে দুজনে প্রায় উড়ে যেতে লাগলো, পিছনে আউট করতে যে ছুটে আসছিল সে আস্তে আস্তে গতি কমিয়ে ফেলতে লাগল। একেবারে সেই ই টি সিনেমায় মতন, সিকিউরিটির লাইনের কাছ থেকে প্রায় ধরা পড়ে পড়ে অবস্থায় সমস্ত সাইকেল সমেত গোটা দল উড়ে গেল। ঃ-)
  • অর্জুন | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৫431034
  • *Prof. P Lal র Writers Workshop 

  • অর্জুন | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৭431033
  • @Du, P Lal'র Writer's Worshshop র রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদের বইগুলোয় (বিভিন্ন জনের কৃত) পাবেন। আমাকে  (কবি) রাজলক্ষ্মী দেবী তাঁর করা অনুবাদের বইটি দিয়েছিলেন কিন্তু সেটা এই মুহূর্তে খুঁজে পেলামনা । সেখানে মনে হয় 'যখন পড়বে না মোর পায়ের....' onubad ache. 

  • lcm | 172.68.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫২431032
  • হা হা, আকার সঙ্গে একমত
  • রৌহিন | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪১431031
  • সারাদিন হাসপাতাল হাসপাতাল করে ফোনেফ চার্জ রাখার চক্করে নেট অন করিনি। এখন একটু পড়তদ গিয়ে দেখছি ইন্টারেস্টিং সব আলুচানা মিস করে গেছি।

    বাঁশী নিয়ে দু পয়সা -

    ক্লাস নাইনে পড়তে এক্সটেম্পোর এর বিষয় পেলাম " যদি বাঁশী আর না বাজে" - কবিতাটা তখন শুধু জানা তাই না, রীতিমত মুখস্থ বলতাম, সব্যসাচীর ভঙ্গী নকল করার চেষ্টা করে। তা সত্ত্বেও প্রথম যে সেন্টেন্সটা আমার মাথায় এল আর বলেও ফেললাম, সেটা হল "যদি বাঁশী আর না বাজে তবে দেখতে হবে সেটা ফেটে গেছে কিনা"। এটা বলে নিজেই বিপদে পড়ে গেলাম - এখান থেকে কবিতাটার প্রসঙ্গে কিভাবে আসব সে আর ভেবে পাইনা। প্রচুর আমতা আমতা করে গোঁজামিল দিয়েছিলাম

  • aka | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৪431030
  • এহে এক্কালে কি তক্কোটাই না করতাম, ভাবলেও অবাক লাগে। বুড়ো হয়ে গেলাম মনে হয়।
  • একলহমা | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩০431029
  • pi,
    টই(গুলো) পড়তে শুরু করেছি। ধাক্কাও খেয়েছি। :)
    আমার এর আগে চন্দ্রিল-এর কিছু ইউটুব ভিড্যু দেখা আছে, ভাল লেগেছে।
    এবার কাটাছেঁড়াগুলোও পড়ি। :D
  • চশমা | 162.158.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৭431028
  • হ্যাঁ ছেষট্টির ওপর প্যাঁচা বসে আছে তো।

  • pi | 172.69.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:১২431027
  • আর একলহমা, রমিতবাবু, অনেকগুলো টই তোলা আছে দেখুন, লসাগুদাও দিয়েছেন। এগুলোতেই ছিল সেসব কাটাছেঁড়া!
  • pi | 172.69.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০০:১১431026
  • এটা গুরুরই উদ্যীগ আর এক পুরানো গুরুভাইয়ের নেওয়া ঃঃ) গুরুতে অবশ্য অন্য অবতারে ছিলেন!
  • রুমাল | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪২431025
  • তালব্যশ | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪২431024
  • একলহমা | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৫431023
  • @ lcm
    এইটা দারুণ! একটা টই খুলে দিলে হয়না?
  • একলহমা | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫১431021
  • @ রৌহিন
    @গ
    ভাবছিলাম কখন জঘন-এর দিকে মোড় নিয়ে নেবে - নিলো
  • অপু | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৮431020
  • আমার ওই টা ভালো লাগে

    "তোমার জন্যে চিন্তা হয়
    তুমি তো প্রীতি জিন্টা নয়

    (তবু) তুমিই আমার সিপিএম
    তুমিই আমার এটিএম"

    ইত্যাদি ইত্যাদি
  • aka | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৬431019
  • অথবা বসন্ত আসলে সাব অল্টার্নেরও ইচ্ছে হয় মাঙ্গস কেনার।

    অথবা কিসুই নয় যাস্ট গোজামিল। দিনের সাথে কিনে ভালো মিলেছে তারসাথে মাঙ্গস আরও ভালো মিলেছে এমন ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট।
  • | 14.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪২431018
  • জঘন্য।
  • রৌহিন | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩২431017
  • বসন্ত দিনের চেয়েও বসন্ত রাতেটা বেশী ইন্টারেস্টিং -

    "এমন বসন্ত রাতে

    আলো জ্বালো বিছানাতে

    থাকিও না পাঁচে সাতে

    করিও না খেলা"

  • Du | 108.162.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৭431016
  • একলহমা থ্যান্কু। ২ন্দ টা বেশ ভালো লাগলো।
  • একলহমা | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৩431015
  • মাংস খাওয়া নিয়ে আকার বিশ্লেষণটা অকাট্য - সাব্বজনীন। :)
  • একলহমা | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫431013
  • মাংস কেনাটা বরাবর-ই একটা খরচসাপেক্ষ মানে বিশেষ ব্যাপার। তাই বসন্ত দিনে যখন মন বিশেষ কিছু করার জন্য উলুতপুলুত করছে, ম্যাঙ্গো বাঙ্গালীর প্রথম তড়িচ্চিন্তা- মাংস খাবো, খাব-খাবো মাংস খাবো। অতএব -
    অবশ্য সেই হারিয়ে যাওয়া টইতে আরও কি কি ছিল জানতে মঞ্চায়।
  • Du | 108.162.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৮431012
  • রবীন্দ্রসঙ্গীতের ইংরিজী অনুবাদের কোন ভালো জায়্গা আছে? যখন পড়বে না মোর - গানটা একজন চাইছে
  • r2h | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:০০431011
  • ২০১২'র আগের টই দেখছি না লিস্টে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত