আজকে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগালাম, ফ্রনিয়াস ইনভারটার আর তার সঙ্গে উদ্বৃত্ত বিদ্যুৎবাবু জল যাতে জল গরম করতে পারেন তার একটা ব্যবস্থা। আমার এই সিস্টেমটাতে গ্রিডে ফেরত দেবার কিছু নেই, আমাদের এখানে আমাদের বিদ্যুৎ কোম্পানী আমাদের গ্রিডে ফেরত পাঠালে পয়সা ফেরত দেবে না, অন্যান্যরা যা দেবে ওতে কোন লাভ নেই।
কতগুলো শিক্ষা হল, লিখে রাখি, আপনাদের কারো সৌর বিদ্যুৎ বাড়িতে চালু করতে চাইলে উপকার হতে পারে এই ভেবে:
১) কয়েকটা কোম্পানী দেখলাম প্রায় বিনা পয়সায় সোলার সিস্টেম দিতে চাইছিল, কিন্তু পুরো ব্যাপারটাই চীরকালীন ভাড়ার চুক্তিতে, যতদিন ভাড়া দেবেন ততদিন থাকবে। এদের দিয়ে আমার সুবিধে হত না, এর থেকে সিস্টেমটা আউটরাইট কিনে নেওয়া ঢের ভালো।
২) একটু বুঝে চলতে পারলে ৪-৫ কিলোওয়াটের দশ-বারোটা প্যানেলে দিব্যি কাজ চলে যায় (গাড়ি চার্জ করা থেকে শুরু করে বাড়ির বড় মেশিনগুলো চালানোয় কোন অসুবিধে হবার কথা নয়), গ্রিডে বিদ্যুৎ ফেরৎ পাঠানোর কিছু নেই, অন্তত যা বুঝলাম গ্রিডে ফেরৎ পাঠিয়ে গৃহস্থের লাভ নেই তাতে।
৩) মোটামুটি বুঝে চলতে পারলে ব্যাটারীর খুব দরকার নেই। ও জিনিসের এখন যা দাম, কয়েকটা দিন দেখা যাক, একেবারে গ্রিডের বাইরে জীবন কাটানোর ইচ্ছে থাকলে ভাবা যেতে পারে।
৩) প্যানেল আর ইনভারটারের জগতে আজকাল চীনাদের (প্রায় একচ্ছত্র) আধিপত্য, তবে খুব ভালো ইউরোপীয়ান আর জাপানী প্যানেল ভালই কাজে দেয়। চীনা প্যানেল আর ইনভার্টার অনেকটা শস্তা হতে পারে, কিন্তু ...
৪) ফ্রনিয়াসের সোলার ওয়েব অ্যাপটা খুব কাজের, কিছু না হলেও কিভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয় তার একটা মাপ ভালমতন পাওয়া যায়।
এবার দেখা যাক কতটা কারবন জিরো জীবন কাটানো যায়, :-)
এই 'দেশপ্রেম' ব্যাপারটা যাকে বলে মানে ইয়ে......একটু ! ওটা থাক।
আমি মানুষে মানুষে প্রেমের কথা বলছি! :-)