এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২১430740
  • না ব্রতীনবাবু বাংলাদেশ থেকে লাখ লাখ অর হোয়াটেভার নাম্বারের লোক আসার পর তাদের রেশন কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম বাড়ানো হয়েছে - এমন কোন বিষয় নিয়ে আমিভবই লিখি নি ভবিষ্যতেও লেখার প্ল্যান নেই। এই নিয়ে দাঁত্মুখ খিঁচিয়ে ব্যক্তি আক্রমণের চেষ্টায় লাভ নেই।

    আমি বারেবারেই জিগ্যেস করছি যে লোকগুলো গেল কোথায়? সেন্সাসে কেন কমতির দিকে দেখাচ্ছে?
  • tester | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৫430739
  • লেখার বাক্সের ওপরে "সাহায্য" বাটনটি ক্লিক করলে একটি বিবরণ আসবে ---
    ------
    বাংলা লেখার জন্য এখানে তিনটি বাংলা এডিটর আছে - গুগল, গুরুচন্ডা৯, এবং যেমন খুশি । এর মধ্যে গুরুচন্ডা৯-র দুটি ভার্সান আছে - পুরোনো (গুরুচন্ডা৯) এবং নতুন (নতুন গুরু)। যারা পুরোনো গুরুচণ্ডাল৯ এডিটরে অভ্যস্ত তারা 'গুরুচন্ডা৯' এডিটরটি ব্যবহার করুন

    গুগল এবং গুরুচন্ডা৯ এডিটরে বাংলা লেখার জন্য অন্য কোনো বাংলা সফটওয়্যার এর দরকার নেই, বাক্সে ইংরেজি অক্ষর টাইপ করলে বাংলা হয়ে যাবে। গুরুচন্ডা৯ এডিটরে বাঁ দিকের বাক্সে ইংরেজি অক্ষরে বাংলা টাইপ করলে ডানদিকের বাক্সে তার বাংলা দেখা যাবে। গুগল এডিটরে একটিই বাক্স, ইংরেজি অক্ষর টাইপ করতে করতে শব্দের শেষে এসে স্পেসবার দিলেই শব্দটির বাংলা ভার্সান ফুটে উঠবে। নতুন-গুরু এডিটর ও অনুরূপ।

    নিজস্ব বাংলা সফটওয়্যার (অভ্র বা ক্রোম এক্সটেনশন বা সমগোত্রীয়)-এ বাংলা লিখতে হলে, যেমন-খুশি এডিটর ব্যবহার করুন।
    ----
  • tester | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১২430738
  • গুরুচন্ডালি বক্সে লিখ্তে গেলে কোনো বাংলা ফন্টের দরকার নেই, বাংলা লেখার জন্য গুগুল ক্রোম ল্যাঙ্গুয়েজ ইনপুট বা অন্য কোনো সফ্টওয়ার অন থাকলে, সেগুলো অফ করে, কেবলমাত্র ইংরেজি অক্ষরে টাইপ করলেই হবে
  • tester | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১০430737
  • হ্যাঁ, এই কাট-্পেস্ট সমস্যা ঠিক করা হবে
  • r2h | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০২430736
  • হ্যাঁ, গুরুচণ্ডা৯ বাক্সে বাংলা ফন্ট লিখতে বা পেস্ট করতে গেলে এটা হচ্ছে।
  • b | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০১430735
  • অ্যাডমিনরা দেখুন।

    গুরু লে আউটে কপি পেস্ট করা যাচ্ছে না। যেমন পিটির আগের পোস্টটা কপি-পেস্ট করলে এরকম একটা কিছু আসছে

    !
    ঈ - "" ?

    বাঁ দিকে বাংলাটা আসছে, কিন্তু ডান দিকে নয়। ঈ এসেছে SFI এর জন্যে। প্রথম সেন্টেন্স এর ! এবং মাঝখানে কোটেশন মার্ক, শেষের ? চিহ্ন।
  • PT | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪430734
  • খিল্লি করতেই পার!
    অথচ কোন ছাগল SFI নেতার ব্যবহারের ভিত্তিতে বাম সরকারের নীতির শ্রাদ্ধ করতে দ্বিধা হয় না কিন্তু বাম-বিরোধী "জানা" ঘটনাগুলোর মধ্যে সত্যিটা কোথায় সেটা খুঁড়ে বের করার ব্যাপারে এত নিরুৎসাহ কেন?
  • r2h | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৪430733
  • না না, চাপ নিয়ে আর কী করবে, ও বোঝানো অসম্ভব।

    উত্তরটা হলো, ওরকম কোন সংখ্যা নেই, নিতান্ত গুজব, শুনে শুনে মাথায় বসে গেছে, তাই সত্যি বলে মনে হয়।
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩১430732
  • PT দা, নন্দীগ্রাম এনে ফেলেছে।
    এইবার গরুর রচনা :))))
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৯430731
  • তাহলে তোমাকে বোঝানোর চাপ আর নিতে পারছি না। ধন্যবাদ ।
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৭430730
  • "HSBC বনাম ততকালীন CPM" জানা আছে নাকি PM?

    অবশ্য সিলেক্টিভ আমনেশিয়া স্বাস্থ্যের
    পক্ষে খুব উপকারী। :)))
  • r2h | 172.68.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৩430729
  • না এবারও বুঝিনি। না জেনে সংখ্যাটা লিখলে কি করে? কিছু তো একটা সূত্র আছে।

    মানে আমি ধরো বললাম আকাশে তিরিশ লক্ষ তারা আছে। তো, আসলে কত আছে, সেই প্রশ্নেরও আগে তো কৌতুহল হবে যে এই সংখ্যাটা, ঠিক হোক বা ভুল, আমি জানলাম কি করে।

    বিশেষ করে আর কারো কাছে যখন কোন সংখ্যা নেই।
  • PT | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২০430728
  • ৯০-এর দশকে পুণার NCL-এ ছিলাম। সেই দশকের মধ্যভাগ পর্যন্তও দুটো কম্পুতে ১০-১২ জন সকালে লাইন লাগাতাম পেপার লেখার জন্য। আগের দিন স্লট বুক করতে হত। বিদেশ থেকে ফিরেছিলাম dropdown মেনু ব্যবহার করে। কিন্তু এই সব দেশি কম্পুতে dropdown মেনু ছিল না। সে এক যন্ত্রণা! একটি review article এর জন্য শেষ পর্যন্ত একজনকে পয়সা দিয়ে গোটা পেপারটা টাইপাতে হয়।

    আর NCL-এর এডমিন আপিসে ২০০০-এও কম্পুর ব্যবহার খুব সীমিত ছিল। করণিকরা আমাদের শুনিয়ে শুনিয়ে ডিরেক্টর ইত্যাদিদের সম্পর্কে কাঁচা খিস্তি করত আপিসে কম্পু ঢোকানোর জন্য। অনেক টেবিলে কম্পু ও খাতায় ডবল এন্ট্রি হত।

    পুণাতে বামেদের কোন অস্তিত্বই ছিল না। আর সংস্থাটি কেন্দ্রের ছিল। কাজেই পবতে বামেদের কম্পু-বিরোধীতা নিয়ে যে গপ্প চালু আছে সেটা নন্দীগ্রামে ৫০০ মহিলার স্তনকর্তন গুজবের ঠাকুমা।

    আশ্চর্য যে তথাকথিত শিক্ষিতরা এখনো সেই ঠাকুমা গুজবের চর্চা চালিয়ে যাচ্ছে।
  • অপু | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৮430727
  • বললাম তো তোমরা সংখ্যা টা বললেই কারেকশন করে নেবো। এই বার টা নিয়ে তৃতীয় বার লিখলাম। এই বার আশা করি বুঝে ফেলবে :)))
  • r2h | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৯430726
  • তা ভালো, কিন্তু 'লাখ লাখ' ব্যাপারটা কি সংখ্যাটা (বা ভিত্তিহীন গুজবের বাইরে আদৌ এমন কোন সংখ্যা আছে কিনা) সম্পর্কে বিন্দু বিসর্গ না জেনেই বলে দিলে?
  • অপু | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৭430725
  • না না পিটিদা, সঠিক স ং খ্যা টা জানার চেষ্টা করছি দ বা অন্য কারোর থেকে । যাতে নিজের ভুল শুধরে নিতে পারি। :))))
  • b | 172.68.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৩430724
  • পিডব্লিউডি কোন মন্ত্রী দেখেন?
    " ছাত্রী: বিশ্ববিদ্যালয়ে অনেক অনুষ্ঠান হয়। একটা প্রেক্ষাগৃহ হলে ভাল হয়।
    মমতা: (বেশি টাকার প্রজেক্ট রিপোর্ট জমা পড়েছে শুনে) এত টাকা লাগে না। কে দিয়েছে এস্টিমেট? আবার পিডব্লিউডি। ওরা দু’কোটিরটা দশ কোটির করে দেয়। আমি নিজে কোনও কোনও জায়গায় দেখেছি। একেবারে বাতিল করে দাও। দু’আড়াই কোটি টাকায় হেসেখেলে হবে। অডিটোরিয়াম শেখাচ্ছে আমাকে"
  • অরিন | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৮430723
  • @lcm: "অ্যাক্টিভিজিম দিয়ে ভোটে জেতা মুশকিল।

    আমার এক বন্ধু আমাকে বলল, দিল্লিতে বিজেপি হারল কংগ্রেসের জন্য, বিজেপি-বিরোধী ভোট কংগ্রেস ভাঙতে পারল না। "

    হ্যাঁ , এবং এখানে যেটা counterfactual সেটা অরবিন্দ কেজরিওয়াল যদি তথাকথিত "activism" করতো তাহলে তার দল হারত কিনা। "activism" না করে aap জিতেছে যেমন, activism না করে বিজেপি আর কংগ্রেস তো হেরেওছে। তার মানে ভোটটাই বড় কথা, গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা মানবিকতা এগুলোর সেরকম কোনো মূল্য নেই, কারণ ওতে ভোটে জেতা
    যাবে না। এই counterfactual টা যাচাই করে দেখা যেতে পারে।
  • S | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৫430722
  • এইটা শুনুন।
    NSFW
  • S | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:০১430721
  • আমাদের ইস্কুলেও বেশ কিছু কম্পিউটার এসেছিল। সেখানে কম্পিউটারের স্পেশাল ক্লাস নেওয়া হত। আমি নেইনি। বেসিক না কি একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হত। একজন শিক্ষকও নিয়োগ করা হয়েছিল। তিনি আবার অনেক কয়েকজন শিক্ষককে ট্রেনিং দিতেন। আমি কয়েকবার ক্লাস কেটে কম্পিউটার রুমে ঐ গেমস টেমস খেলেছি। গরমের দিনে এসি রুমে সময় কাটানো আরকি।
  • PM | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৭430720
  • একটা ছোটো কনফিউসন । আমি যখন ক্লাস ৯ এ পড়তাম , আমাদের স্কুলে এ ঢাউস ঢাউস গোটা দশেক কম্পুটার এসেছিলো। আমরা রোজ করতাম। গেম ও খেলতাম। ফিসিক্স আর অংক টিচারদের ধরে বেধে ট্রেনিং দেওয়া হয়েছিল সরকার থেকে।

    স্কুলের কিছু স্টুডেন্ট দের নেহেরু চিলড্রেন্স মিউসিয়াম এ নিয়ে গিয়ে ট্রেনিং করানো হয়েছিলো। সেখানে মনিষা ম্যাম পড়াতেন, তিনি আবার আমাদের অনেকের জীবনের প্রথম ক্রাশ।

    এই সব ই ৮৮-৮৯ এর আশে পাশের সরকারী স্কুলের গল্প।

    অপুর কথা শুনে আমার খুব সন্দেহ হচ্ছে আমি কি সত্যি তখন পঃ্বঃ এ থাকতাম ? :o
  • র২হ | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৭430719
  • .. কে থ্যাঙ্কিউ, দেখবো।

  • র২হ | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৬430718
  • একটু ডাইগ্রেস করি।

    একত্তরে অনেক মানুষ এসেছেন, সেটা সত্যি, য্তদূর জানি। উদ্বাস্তুর ঢল নেমেছিল, আবার।

    তাদের সঙ্গে কি করা উচিত ছিল বলে মনে হয়, ব্রতীনদা?

    অনেকে ফিরে গেছেন, অনেক পুশব্যাক হয়েছে, অনেক অমানবিক ব্যাপার হয়েছে। দেশভাগের আফ্টার্ম্যাথের শিকার এই থেকে যাওয়া লোকেদের সঙ্গে কী করা উচিত ছিল?

    এটাকে স্থানান্তরিত গোলপোস্ট না, নতুন প্রশ্ন হিসেবেই রাখলাম।
  • PT | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৪430717
  • স্ট্যাটের লোক সংখ্যাকে হেলাফেলা করছে কেন?
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৬430716
  • যাক । এইসব তর্কের কোন সমাধান নেই।

    তা আজকে একপিস বিয়ে বাড়ি আছে। ওটাই একমাত্র আশাব্যঞ্জক। :))
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৪430715
  • তা দ আপনি তো এই ব্যাপার টি নিয়ে ই বই লিখেছেন। আমার কাছে না থাকলেও আপনার কাছে নিশ্চয়ই আনুমানিক ফিগার টা আছে। ঠিক কত বলুন তো? তাহলে আলোকিত হই।
  • Eklohoma | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৬430714
  • বসন্তকালে সাপেদের খুশী নিয়ে কথা হওয়ার সময় সাপ নিয়ে কিছু পুরানো কবিতার স্মৃতি জড়িয়ে নিচ্ছিল। কিন্তু একটা কবিতাও মনে এলো না। তার মধ্যে একটা আমার নিজের-ই এক পুরানো খসড়া। প্রায় এক দশক আগে ফ্লিকারে জোর আড্ডা দিতাম। আমার বেজায় আনন্দ ছিল পছন্দের ছবি পেলে, ছবিটা থেকে মনে একটা অণুগল্প ভেসে এলে, মন্তব্যে কবিতা বা তার খসড়া মত কিছু বসিয়ে দেওয়া।

    ঘণ্টা খানেক ধরে তল্লাশি চালিয়ে বার কলাম সে আব্জাবটাকে।

    অণুগল্পটা অতি সাদাসিধে - চুমু খাওয়ার মুহূর্তে বুঝতে পারলেন, যাক্‌গে নামিয়ে দিই বরং এখানে।

    সর্পিল

    রক্তে আমার লাগিয়ে দিয়ে দোলা
    সন্ত সেজে বেড়াও ঘুরে, ঘুরে!
    খুঁজে খুঁজে চোখ হয়েছে ঘোলা
    আমার কলজে গেছে পুড়ে।

    বলেছিলে আসতে যদি পারো
    যদি ভালোই বাস মনে -
    জড়িয়ে নিও একটু কাছে আরো
    অমর কোরো চুম্বনে, চুম্বনে।

    পালিয়ে গেলে তুচ্ছ প্রাণের ডাকে
    রটিয়ে দিলে নিন্দা চারিপাশে -
    মৃত্যু হত আমার রূপের পাকে
    (কারণ) আমার বিষ ছিল নিঃশ্বাসে!
  • o | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৪430713
  • তবে কি, লাখ লাখ, কোটি কোটি যা খুশি বিশ্বাস করুন, কেবল চিঁড়ে খাওয়াটা কন্ট্রোল করবেন কমরেড। অবশ্য তাপ্পরও ডিটেনশন ক্যাম্পে তো দেখা হচ্ছেই। তকন না হয় এই লাখ লাখ উদবাস্তুর গপ্পো না গেলার জন্য দুটো বেশি ছারপোকাওয়ালা গদিতে শোবো। কুছ পরোয়া নেহি। ততদিন লাল সেলাম (নিজ নিজ সানগেলাস বাছুন ও প্রয়োজনমত রংয়ে কনভার্ট করে নিন)। :-)))

  • .. | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩১430712
  • দিস ইজ ফর হুতোদা

  • .. | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৫430711
  • among Marwari and upper castes of Bengali Hindu hatred towards Muslim is rising exponentially mainly amongst middle aged individual. However,this is not true for youngsters .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত