এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 14.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ২২:২৭429659
  • সেই অনশন মঞ্চে হনুমানদের উপস্থিতির সময়ে চুপ থাকার কারণে অনেকেরই "সফ্ট হ্যান্ড্লিং" ওব্বেশ হয়ে গিয়েছি। তার ওপরে বহুদিন ধরেই "অটলদা ভাল, মোদীদা খারাপ" জাতীয় মস্তিষ্ক প্রক্ষালনও চলছে!! কাজেই এই পেন্ডুলামীয় অবস্থান অনেকেরই চলতে থাকবে!!
  • PT | 14.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ২২:২৭429660
  • সেই অনশন মঞ্চে হনুমানদের উপস্থিতির সময়ে চুপ থাকার কারণে অনেকেরই "সফ্ট হ্যান্ড্লিং" ওব্বেশ হয়ে গিয়েছি। তার ওপরে বহুদিন ধরেই "অটলদা ভাল, মোদীদা খারাপ" জাতীয় মস্তিষ্ক প্রক্ষালনও চলছে!! কাজেই এই পেন্ডুলামীয় অবস্থান অনেকেরই চলতে থাকবে!!
  • b | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ২০:২৪429658
  • ইংল্যান্ড সাউথ আফ্রিকায় ৩-১ এ জিতলো। ইন্ডিয়ার এস এ তে গিয়ে সিরিজ জেতা কি দেখবো ?
  • o | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ২০:০৭429657
  • নবারুণ লিখেছিলেন মাঝে মাঝে টোপাকুলের ডাল দিয়ে আগাপাশতলা বিছিয়ে দিলে অনেক বাঁদরামি সেরে যায়। বিজেপি-আরেসেস প্রসঙ্গে কথাটা ভুলে যাবেন না। :-)

  • g | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৮:৩০429656
  • পেছনে লৌহ মানবের ছবি , নিয়ে ভারতীয় দের ভা রো তেই ওয়ার্ক পারমিট দেওয়াচ্ছে :-)))))
  • S | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৮:০৯429655
  • নতুন স্লোগান বা ন্যারেটিভ হোক এইরকমঃ

    আরেসেস টেররিস্ট অর্গ।
    বিজেপিকে সমর্থন করা মানেই দেশোদ্রোহীতা।
    মোদি-শা দেশের সবথেকে বড় শত্রু, চীনের স্পাই।
    বিজেপি-আরএসেসের সমর্থনে কিছু বললেই আইটি সেলের চোর বলে দাগিয়ে দাও।

    অনেক সফ্ট হ্যান্ডলিং করেছেন আপনারা। বোঝা গেছে। এদের নিজেদের অষুধ একটু পেটে না পড়লে এরা সুস্থ হবেনা।
  • g | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৮:০১429654
  • *ভারতীয় দের
  • | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৮:০০429653
  • বোডো এগ্রিমেন্ট এর মেইন কি, না সেই অ`ঞ্চলে ভাড়াটিয়া দের ওয়ার্ক পারমিট লাগবে, :-) খুব ইন্টিগ্রেশন হচ্ছে :-)))))) গ
  • | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৭:৪৮429652
  • **দয়ার
  • | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৭:৪১429651
  • একটা আন্দোলন কে ডিসক্রেডিট করে দিলেই হলো, একটা বাচ্চা ছেলে কে ধরে?

    অনুরাগ কাশ্যপের এই কথাটার সমস্যা হলো, বিজেপি যেটা চাইছে সেটা হয়ে গেলো, বড় বাবু মহান হলেন, মেজো বাবু ভিলেন , কদিন বাদে সেজো বাবু আসবেন, তখন মেজবাবু কে দেয়ার সরিল মনে হবে।
  • | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৭:১৮429649
  • বুঝলাম ই না , উমর খালিদ কে কেন ডিফেন্সিভ হতে হবে, আর এই বাচ্চা ছেলেটা, শারজিল, যে কিনা মেনলি একটা
    ফ্রাষ্ট্রেশন কে কি করে প্রকাশ করতে হবে বুঝতে না পেরে এই কথা বলেছে তাকে দিল্লী ইলেকশান এর বাজারে তাকে বিজেপি আক্রমণ করবে স্বাভাবিক।

    তাতে এতো বিচলিত হবার কি তাও বুঝলাম না, আর তার সঙ্গে আর এস এস এর সঙ্গে এনগেজ করার প্রয়োজন কি করে রিলেটেড তাও বুঝলাম না।

  • একক | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৬:৫৪429648
  • আরে, শবরিমালা আর জাল্লিকাট্টু নিয়ে এর শ গুন বেশি পাব্লিক ডিসওবিফিয়েন্স এবং সিম্পল ভায়লেন্স হয়েছে। এখনো অব্ধি সারা ভারতে জা ভসংচুর বা ডিরেক্টলি রাস্ট্রবিরধি কথা হয়েছে তার তুলনায়। মনে করে দেখুন।

    একদিনে গটা ষাটেক বাস জ্বলেছিল। দিল্লিতে এরকম হলে দেশে ইমারজেন্সি নাবিয়ে দিত।
  • একক | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৬:৪৮429647
  • কাওকে মারতে ধরতে বলা হয়নি। কার বিরুদ্ধে বিদ্রহের উস্কানি দেওয়া হয়নি। রাস্তা অবরধের ডাক সিডিশাস???

    আর এই অমুক টা করলে তমুকের হাত শক্ত হবে মারকা যুক্তি কোথায় এনে দাড় করিয়েছে? সামনে জে আছে সে প্রবল শত্রু, সরকার পক্ষের লোক প্রতিনিওত হিংসা ছড়াচ্ছে কার নামে এফাইয়ার হয়েছে? এনারসি র বিরুদ্ধে বল্লে শুন্তে হছছে দেশদ্রোহী। পাব্লিক ডিসওবিডিয়েন্স কি শিডিশাস এক্টিভিটি? তাও ত শুন্তে হছছে। রাস্তা আটকালেও শুন্তে হবে। আলাদা কি!
  • PT | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৬:৩৫429646
  • "চিকেন নেক ব্লক করে স্টেট আরমিকে রুখে দিন"
    এটাতে নিশ্চিত সমস্যা আছে । আর যদি নাও থাকে তাহলেও এখন এটা বলা মানে সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়া । সেটুকু না জেনে বিদ্রোহ কারাতে আসাটা বোকামো ।
  • একক | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৬:০০429645
  • কাটান দ্যান। উমার খালিদ এতক্ষণে এক্টা স্টেটমেন্ট দিয়েছেন, শারজিল কে নিয়ে। বেটার লেট দ্যান।।।

    সেখানেও সব দিক বাচাতে বলতে হয়েচে শারজিল ঠিক বলেনি। মুস্লিমদের এক্সিস্টেন্সের আন্দলোন হবে তাদের টারমস এ, এবং চিকেন নেক ব্লক করে স্টেট আরমিকে রুখে দিন ; শারজিলের এই দুটো কথায় আদউ সমস্যা কী এখন মাথায় ঢুকলো না।

    সেই ভয়। হিন্দু বাস জ্বালালে গন রশ, হিন্দু রাস্তা আটকালে সত্্ফুরত বিদ্রহ। মোল্লা করলে দেশদ্রোহ। উমর তবু আন্দলোনের মুখ, হিউজ স্টেক, বাচিয়ে কথা বল্লে মানা জায়, জারা নিজেকে ছাড়া কাওকেই স্টেকে রাখেনি, তারাও এই বেসিক পারথক্য টা কারপেটের তলায় লুকলে মহা মুশকিল।
  • অপু | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৫:৫১429644
  • বাম আদর্শ মরে না। বার বার ঘুরে ফিরে আসে। আজকের দিনে তা ভীষণভাবে প্রাসঙ্গিক ।
  • | 172.68.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৫:৪২429643
  • একক এর বানান টেরিবল হাওয়া সত্ত্বও ডিগ গুলো বুঝতে অসুবিধে নেই, একক দারুন স্মার্ট আর বুদ্ধিমান প্রমাণিত হয়ে গেলো, ব্যাস আর আর এস এস এর মহানুভবতা খুঁজে পেতে অসুবিধে নেই :-)))

    এই গোটা চাৰ্নিং এ পরিষ্কার করেই দি, যদি এটা হয় যে মানুষ শান্তি পেলো , মোদী বিদেয় হলো এবং সিপিএম উঠে গেলো, তাতে আমার অন্তত কোনো আপত্তি নেই। এটা সিপিএম কে নিয়ে আলোচনার সময় ই না। ইলেক্টরাল ই খুব বড়ো অঘটন না ঘটালে দল তা প্র্যাকটিক্যালি আইন sabhaay ফিনিশড।

    তো তা সত্ত্বেও এতো বাম-স্পেক্টার দর্শন হচ্ছে কেন সেটা ভাবতেই মজা লাগছে। আসলে কিছুই না, ছেলে মেয়ে দের ইগালেটেরিয়ান ধারণা যে তাদের বাপ মায়েদের দাদু দিদা দের ছাড়িয়ে গেছে এটা হজম করতেই অসুবিধে হচ্ছে। এবং সেটা যে সোসায়ালিস্টিক হায়ার এডুকেশন এর জিৎ সেটা মানাতেও কষ্ট হচ্ছে।

    একটা জিনিস বোঝা দরকার, কোনো কিছুর যদি সবচেয়ে বারো ক্রিটিসিজম এই আন্দোলনে উঠে esechhe, সেটা বাম এনগেজমেন্ট মডেলের, সে কি রকম ভাবে কার সঙ্গে ন্যাশনালিজম প্রশ্নে কথা বলবে সে বিস্ময়ে, কিন্তু তার মধ্যে আর এস এস পড়ে না। আর এস এস বিসাল এগিয়ে থাকা পাওয়ারফুল অর্গানাইজেশন :-) এতো ই বিকল্প অযানালিসিস যে দায়িত্ত্ব নিয়ে ইকোনোমি টি র প মেরে দিলো। ইতিহাস চর্চা বলতে লোকে পুরাণ এপিক পরা বুজচ্ছে অথচ মাজাটা হলো আর এস এস কোনো প্রি কলোনিয়াল এন্টারপ্রাইস ই না, একেবারেই আধুনিক বিংশ শতকীয় ফ্যাসিস্ট এন টার প্রাইজ, যার মডেল ইউরোপীয় নেশন থিয়োরী।

    তো যাই হোক, বড়ো আন্দোলন, আমরা খুব কেউ সময়ের কথাকার নই, ব্যক্তি হিসেবেও বাল, যার সঙ্গে যে পারে কথা বলুক, ফোরাম শেয়ার করুক, তবে ভারতের ভবিষ্যৎ নিয়ে হয় আর এস এস ই কথা বলবে , নইলে বাকি সবাই, আনফর্চুনেট লি , এটাই বাস্তবা, আর আর এস এস শুধু ব্যায়াম করলেই ভালো। মাঝে মাঝে প্রণব বাবু যাবেন। গ
  • PT | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৪:৩৮429642
  • এই কপাল-্পোড়া সময়ে পড়ে নিলে কাজে দেবেঃ
    "ভারতে জাতীয়তা অন্তর্জাতিকতা ও রবীন্দ্রনাথ"-্নেপাল মজুমদার।
  • দোবরু পান্না | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৪:২০429641
  • আরে বিকল্প ন্যারেটিভ তো অনেকদিন ধরে শুনছি - কিন্তু সেটা কি? ন্যাশনালিজমের বিকল্প ন্যারেটিভটা কি?

  • অপু | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৩:২৫429640
  • একক আর বোধি দার পরস্পরের
    প্রতি এই ভালোবাসা আমার চোখে জল এনে দিল
  • অপু | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৩:২২429639
  • "কোর কমিটি"
  • একক | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১৩:০৪429638
  • ঃ))

    মিডল গ্রাউন্ড নেওয়া উচিৎ, আমার জা মনে হয়, সিপুএম দের সংগে।

    ওতিবাম নাস্তিক অবস্থান থেকে চাড্ডি পেন্দান, ধরম কে খিস্তান ; আর মাঝে মাঝে ওমা তাইত, ধরম হল অপ্রেসড দের জীবনসংীত এইসব আউরান সংসদীয় বাম দের সংগে বসে।

    তাহলে চাড্ডিরা সীনে আসবেনা।

    জেখানে এক্সট্রিমে থাকা মালরাই মিন্মিনে সংসদীয় সেখানে এট্টু জামাইয়ের ভাই হবা
  • | 172.69.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১২:৫২429637
  • আমি তোমাকে হাড় জ্বালানি খ টাইপ , বা ম্যাক্স ইউটিউব মার্কা সোশাল এক্সপেরিমেন্ট পন্থী ছাড়া কিছুই ঠাউরাইনি বাবা, তুমিও আমায় কিছুই ঠাউরেছো বলে মনে করি না :-)

    বিষয় তা মোটামুটি এই, যাকে একটা ব্যায়াম সমিতি র বেশি দেখা উচিত না, তাকে মডার্নিটি বনাম ট্র্যাডিশনাল নলেজ ডিবেটে কানাজারভেটিজম এর পক্সের প্রতিনিধি হিসেবে আনা যায় কিনা, বিশেষত যার মূল এজেন্ডাই হলো তোমাকে কেলানো, আর মাঝে মাঝে হিন্দু ভাই বলে জড়িয়ে ধরা।

    মিডল গ্রাউন্ড কার সঙ্গে নেবো, সঙ্গত প্রশ্ন নয় কি?

  • একক | ২৭ জানুয়ারি ২০২০ ১২:২৯429636
  • ম্যাও
  • tester | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১১:৫৪429635
  • কিন্তু হচ্ছে না কেন। হওয়া তো উচিত। লগ ইন করে "ব্যবহারকারীর খুঁটিনাটি" পাতায় গিয়ে পেজ রিফ্রেশ করলে সাবমিট বাটন সব আসবে, আগে লেখা ছিল যে পাতাটির এখন মেরামতি চলছে ইত্যাদি, কিন্তু এখন সেসব ঠিক হয়ে গেছে, ইউজার নিজের প্রোফাইল ডেটা চেঞ্জ করতে পারবে। রিফ্রেশ করলে নতুন পাতা আসা উচিত। কোথাও গন্ডগোল হল নাকি।
  • | 172.68.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১১:৩০429634
  • ধ্যর বাবা মোবাইল ল্যাপী সব থেকেই চেষ্টা করে দেখেছি।
    দরকার নেই, লাগবে না লগিন।
  • একক | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১১:২৩429633
  • গনুবাবু আমাকে আরেসেস এপীস্মেন্ট সমর্থক ঠাউরেচেন। তা নয়। আমি হিন্দু লিবারালদের মধ্যে থাকা ভয়ের কথা বলছিলুম। জার চরিত্র একশো বছরেও বিসেস পাল্টায় নি।
  • PT | 162.158.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১১:২১429632
  • "আজ অভিজিৎকে প্রশ্ন করা হয়েছিল, ভারতে থাকলে তিনি নোবেল পুরস্কার পেতেন কি না। ৫৮ বছরের অর্থনীতিবিদ কিন্তু বলেন, ‘‘সেটা সম্ভব হত বলে মনে করি না।’’ তার পরেই বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ভারতে প্রতিভার অভাব নেই। কিন্তু কাঠামোগত সমস্যা আছে। অভিজিতের কথায়, ‘‘এত বড় কাজ একা সম্ভব হয় না। পরিসর বাড়লে একসঙ্গে অনেকের সাহায্য পাওয়া যায়।’’ তাঁর নোবেল জয়ের কৃতিত্বের বেশির ভাগটাই দিয়েছেন তাঁর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান এমআইটি-কে। তিনি বলেছেন, ‘‘এখান থেকে প্রচুর উপকৃত হয়েছি। বিশ্বের সেরা পড়ুয়ারা গবেষণা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাজের অনেকটা জুড়েই আসলে অন্য অনেকের অবদান রয়েছে।’’
  • tester | 172.68.***.*** | ২৭ জানুয়ারি ২০২০ ১১:১৩429631
  • ক্যাশ ক্লিয়ার করেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত