এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুতোর কাজ

    Abhyu
    অন্যান্য | ২৭ জুলাই ২০০৯ | ১৯৯০০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৯734996
  • এই যে
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:০১734997
    • Dwarakanath, Digambari and missing Pobitro Gandhi | 2405:201:8005:9947:cc9d:1886:2845:7c5d | ২২ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯487300
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:০৪734998
    • জয় | 92.40.188.231 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ০১:০০487319
    • কুমিরের সামনে পড়লে (ডাঙ্গায়) দৌড়ে পার পাবেন না। কুমির আপনার থেকে জোরে দৌড়ায়, অমন ভারী শরীর আর কুতোকুতো পা নিয়ে (অন্তত শুরুতে  যদিনা আপনি ম্যারাথন দৌড়াবার কথা ভাবছেন)
      সোজা উপায় বলি- একটা তোয়ালে জোগাড় করুন। কুমিরের চোখের ওপর ফেলে দিন। দেখবেন কুমির কেমন মিইয়ে যাবে। বিশ্বাস না হলে প্রফেসর জন হাচিনসনকে জিগান গিয়ে। 
     
    • তোয়ালে | 52.87.17.77 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ০১:১০487321
    • তবে কি কুমির আমার দিকে সোজা (মানে এঁকেবেঁকে) ছুটে এলে আমি তার দিকে সোজা ছুটে যাব। গিয়ে তোয়ালে চাপা দেব? (বিস্মিত প্রশ্ন ইমোজি)
     
    • Tim | 2603:6010:a920:3c00:a59e:90e1:475f:32c7 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ০১:২২487324
    • কেন চান করতে তোয়ালে লাগে এতদিনে পরিষ্কার হলো
     
    • santosh banerjee | ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭487338
    • ""অরে আমার কুমুইডডা .. পোলা রে দিছ পাঠগাইয়া ?? ‌‌‌‌‌‌‌‌‌আমিও ঢাকাইয়া পুত ,মুইত্যা চিড়া ভিজাইতাম, জলে লামতাম না !!!"""( চিড়ে ভেজাতে পদ্মা পাড়ে এসে দেখে বাচ্চা কুমীর একটা ধেয়ে আসছে। তখন ঢাকাইয়া বন্ধু বলছে যে পেচ্ছাপ করে চিঁড়ে ভেজাবে, তবু জলে নামবে না।) বাবার মুখে শোনা।
     
    • r2h | 2405:201:8005:9947:80c1:26a8:7b0f:3880 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫২487337
    • দারুন ছবি!

      এই প্রসঙ্গে মনে পড়লো, তোয়ালে নিয়ে আমার একটা পদ্য আছে (কী নিয়েই বা নেই), সঙ্গে ছবিও ছিল তবে সেটা হারিয়ে গিয়ে থাকতে পারে। ঐ পদ্যটা তোয়াল, লুঙ্গী আন্দোলন, মিমি চক্রবর্তীর রিক্সায় তোয়ালে পেতে বসা ও তৃণমূলের জনবিচ্ছিনতার প্রমাণ - কত প্রসঙ্গে যে ব্যবহার করেছি।

      তবে গুরুচন্ডালি থেকে পশুপাখি বিষয়ে অনেক নতুন জিনিস জানা যায়। এতদিন জানতাম ছাগলের চোখ কাঁঠালপাতা দিয়ে ঢেকে দিলে ওরা স্ট্যাচু হয়ে যায় (কী করে ঢাকে, এমন একটা চঞ্চল প্রাণীর চোখ?), আজ জানলাম কুমীর এবং তোয়ালেতেও একই ব্যাপার হয়। তার মানে একাধিক পশুদের চোখ ঢেকে দিলে তাদের মনে নানান রকম প্রভাব পড়ে। মন, মন, তোমার দাঁত নাই, কুমীর?

      তারপর নির্জন মাঠে কুকুর তাড়া করলে তাদের নেতাকে চিহ্নিত করে তার সম উচ্চতায় বসে বা উবু হয়ে বা শুয়ে (কুকুরের উচ্চতা অনুযায়ী) চোখে চোখ রেখে গলায় অথরিটির ব্যালেন্স রেখে জানতে হবে সে বা তারা কী চায় - এটাও খুব কাজের জিনিস। এই বিষয়েও আমার একটা ছবি আছে। আর মাঝ রাতে একপাল কুকুর চারদিক থেকে ঘিরে ধরে হিংস্র অঙ্গভঙ্গী করছে - এমন অভিজ্ঞতাও আমার আছে। খুবই ভয়ানক। তখন জানা থাকলে চেষ্টা করে দেখতাম।

      তারপর সজারু উল্টে তার হাত দেখা - এটা তো গুরুতে না এলে কেউ জানতেই পারবে না।

      তবে ছাগলছানা খুব প্লেফুল প্রাণী।
     
    • ইরিটেবল টাওয়েল সিনড্রোম | 162.254.115.137 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৮487336
     
    • b | 117.194.75.132 | ২৩ সেপ্টেম্বর ২০২১ ২০:১৩487339
    • কোটটা বোধ হয় হিচহাইকার্স গাইড থেকে নেওয়া।
     
     
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:০৮734999
    • | 2607:fb90:a348:6604:684c:4915:2b2c:1833 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ০০:২৯487342
    • কুমীর কে ভ্যাবলা বানাতে তোয়ালে কেন একটা শক্ত রাবার ব্যান্ড থাকলেই হবে।পকেটেই রাখা যাবে।কুমীর এগিয়ে এলেই লাফিয়ে মাথার উপর উঠে বসে মুখটা চেপে রাবার ব্যান্ডখানা পরিয়ে দিন। কী সহজ! ব্যাটা ট্যাঁ ফোঁ করতে পারবে না। প্রথমে মেছো বা ছোট ঘড়িয়াল দিয়ে শুরু করবেন,মনটা একটু খুঁতখুঁত করবে বটে কিন্তু সে ঠিক হয়ে যাবে। 
      এ আমার নিজের চক্ষে দেখা, বললে বিশ্বাস করবেন না। না করুন,পরে একদিন কুমীর কোলে ছবিটা দিয়ে দেবখন।
     
    • π | ২৪ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৯487344
    • আজ আমার ঘরে সাপ ভিজিট দিয়ে গেছেন।  এবার থেকে তাঁদের দেখা পেলে কি মুখে গামছা ছুঁড়ে মারব? 
      হিট স্প্রেই বা সাপেরা কীভাবে নেয়? 
       
      হঠাত মনে পড়ল বেগন স্প্রের কথা, এখন আর পাওয়া যায়?  নাকি বাজারগরম একা হিটেরই?
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ০২:২৭487346
    • ওমা, পাই নাকি গরু দেখতে পেলে ফুল ছুঁড়তো আর আজ জিগ্গেশ করছে সাপ দেখলে কি করবে? হাতের কাছে ডিব্বায় সাদা ইঁদুর রাখো, ছুঁড়ে দেবে।
     
    • π | ২৪ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৮487355
    • এটা কীরকম হল?
     
    • Abhyu | 47.39.151.164 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৫487356
    • সাদা ইঁদুর পছন্দ নয়? তাহলে বয়ামে গোলাপী ইঁদুর রেখো।
     
    • Tim | 2603:6010:a920:3c00:34f4:62fc:c803:f4f2 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯487368
    • সাপটা কোথায় গেল সেটা ইম্পর্ট্যান্ট না, ওটা কোথায় ছিল সেটাই জানতে হবে। পাই একবার আস্তিন গুলো চেক করে রাখো। দুম করে দেখা হয়ে গেলে জিজ্ঞেস করতে পারো এতদিন কোথায় ছিলেন? আর আজ শুক্রবার, এই নিয়ে একটা ছবি আর দুয়েকটা পদ্য তো হতেই পারে।
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৬487371
    • সাপ কি তাস?
     
    • Tim | 2603:6010:a920:3c00:34f4:62fc:c803:f4f2 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:০৩487372
    • এবাবা  অভ্যু আস্তিন কে সাপ জানেনা
     
    • π | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:০৭487373
    • ফর আ চেঞ্জ, সাপটাও তো আমাকে এই প্রশ্নটা করতে পারে! 
       
      আর আস্তিনের সাপ আস্তানা গাঁড়ছে বলছ,  নাকি আস্তানার সাপ আস্তিনে ঢুকছে?
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:১২487374
    • | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:১৬487376
    • ফেনাওঠা বিয়ারের গ্লাসটা অভিকর্ষ তুচ্ছ করল কী প্রকারে?  
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:০৯735000
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:২১487378
    • সাপের চুমুতে নেশা হয় (বিশ্বাস না হলে একককে শুধান) তখন শুধু অভিকর্ষ কেন অনেক কিছুই তুচ্ছ হয়ে যায়।
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:১৯487377
    • সাপের ব্যবহার
      মাফলার
      জামা
     
    • r2h | 2405:201:8005:9947:4c68:bfe6:9fdb:9ebc | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫487380
    • সাপের জামা-ই যদি বলো তাহলে মিলিন্দ সোমন আর মধু সপ্রেকে স্মরণ করতে হবে।
     
    • যদুবাবু | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৪২487381
    • @π দি,  সাপের সমস্যায় জেরবার হলে একটা প্যাঁচা পুষে দেখতে পারো, শুনেছি প্যাঁচা নাকি সাপ খায়। না খেলেও বুদ্ধিমান সাপেরা নিশ্চয়ই প্যাঁচার ভয়ে আর বাড়িতে হানা দেবে না। 
      এ ছাড়াও প্যাঁচা পোষার উপকারিতা অনেক, যেমন সেই প্যাঁচা হেডুইগের মত চিঠি চালাচালিও করে দেবে (ইনবক্স ভর্তি হয়ে গেলে প্যাঁচামেলে যোগাযোগ থাকবে), আবার দরকার পড়লে সেই প্যাঁচাকুমার এক চোখ বুজে গুরুর জন্য মডেলিং-ও করে দিতে পারে।
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩১487384
    • অচেনা লোক এলে পেঁচা জিগ্গেশ করে "হু? হু?"
    • r2h | 2405:201:8005:9947:4c68:bfe6:9fdb:9ebc | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৬487383
    • আমাদের চেনা একজনের বাড়ির বাগানের মাঝে একটা আসলের মত রোবট প্যাঁচা বসানো আছে - তার চোখ মাঝে মাঝে জ্বলে, মাথা ঘোরায় এদিক ওদিক আর গোঁ গোঁ করে আওয়াজ করে। ওটা নাকি বাগানের গাছ নষ্ট করা পাখি আর ছোট প্রাণীদের ভয় দেখানোর জন্যে।
     
    • Abhyu | 198.137.20.25 | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৩487385
    • আপনারা বিশ্বাস করবেন না হয়তো, গতবছর আমাকে পেঁচায় তাড়া করেছিল।
     
    • পেচকতাড়ন | 2405:201:8005:9947:cc9d:1886:2845:7c5d | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৪487387
    • r2h | 2405:201:8005:9947:4c68:bfe6:9fdb:9ebc | ২৪ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৪487386
    • আরে সেকি, ও তো ছোট প্রাণীদের ভয় দেখানোর জন্যে, তাতে ভাটে এমন নীরবতা নেমে এল কেন? ন্যান, একটা কবিতাই লিখে দিই (তাতে আরো নীরবতা নামবে, আমি লক্ষ্য করেছি, আমি কবিতা লিখলে প্রশংসা করার ভয়ে লোকে হুটহাট এদিক ওদিক কেটে পড়ে। কিন্তু তাতে আমার কচুপোড়া যায়)।

      ~~~~

      আস্তিনে সাপ
      ঝমাঝম বৃষ্টি কী, আবহাওয়া দপ্তর, বলেই তো দিয়েছে
      এ নিম্নচাপ।

      কই গেল সাপ?
      গোলাপী ইঁদুর খেয়ে ময়লা তোয়াল দিয়ে চোখ ঢেকে গুটিগুটি
      চলে গেছে গর্ত আঁধারে।

      কে আছে আঁধারে?
      কে থাকে বিষাদে সোঁদা পদ্মবনের মূল - তাহারও গভীরে
      যত গভীরে অকাল মৃত এ স্বপ্নদোষ?

      আঁধারে রয়েছে নেতা
      ভোটের বিফলে যথা রগড় রগড় সয়ে সাপের বাসাতে কে সে?
      সে দিলীপ ঘোষ।
  • Abhyu | 198.137.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:১০735001
    • | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০০:০৩487392
    • ছবিটা ভাল তবে অভ্যুর চম্মা খুলে ছিটকে উঠে যাওয়া উচিৎ  ছিল।
     
    • প্রগাঢ় পিতামহী বললেন | 162.254.115.137 | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০০:২৮487394
  • r2h | 2405:201:8005:9947:4c68:bfe6:9fdb:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০১:৩১735002
  • কাগুজে গুরুর সূচনা পর্বে একবার কোন প্যাঁচাকে অফিসিয়াল করা হবে এই নিয়ে মহা তর্ক জমেছিল। তখন কন্ফিউজড হয়ে এই ছবিটা এঁকেছিলাম, এইখানে রেখে দিই।
  • Abhyu | 47.39.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৭735005
    • Tim | 2603:6011:6506:4600:1dcf:66dd:284:ca27 | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫০487412
    • উফ বাবা এতক্ষণে শুক্রবার রাত নেমেছে। প্রথমত ছবি আর পদ্য খুবই ভালো হয়েছে। কিন্তু অভ্যুকে মেনুতে চাটনি হিসেবে রাখা হয়েছে না মিষ্টি হিসেবে এটা জানলে ভালো হত। আমি একবার নাইট হাইকে গেছিলাম, পেঁচা দেখতে।
       
      আস্তানায় কোন সাপ নেই। বা হয়ত ওরা মঙ্গোলিয়া চলে গেছে, কেজানে। আর হ্যাঁ, সাপের মাফলারকে আমরা সাফলার বলতে পারি।
  • Pi | 2402:3a80:a8b:4165:0:5b:915e:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৮:০৫735006
  • :))
  • r2h | 192.139.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০১:১৭739255
  • বইমেলার বাজারে পুরনো ছবির খোঁজ পড়ে। তার দুয়েকটা এখানে আবার রাখি। যদিও সেসব কখনো না কখনো কোথায় না কোথায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এক শেয়ালছানা বারবার দেখাতে বাধা নেই।
  • r2h | 192.139.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০১:১৮739256
  • r2h | 192.139.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০১:২৫739258
  • সিনেমা দেখা


    এটা তো বিখ্যাত ব্যাপার, রাবন্দা, মন্দোদরী।


     
    বাতিল অ(ন)ন্য মহীন।

     
  • r2h | 192.139.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০১:২৯739259
  •  
    শুরুর দিকে গুরুর সব ছবিতে প্যাঁচা ইঁদুরের হিসেবের ব্যাপারটা থাকতো, প্যাঁচা সাধারনত অ্যান্টাগোনিস্ট হতো। আস্তে আস্তে প্যাঁচার উপনিবেশ ইঁদুরকে গিলে নিয়েছেঃ)
  • r2h | 192.139.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৩:২৫739262
  • সদ্য বাতিল
     
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৩:২৯739264
  • রাবন্দা মন্দোদরী অনন্য ছবি। কুঠার হাতে একজন কী যেন বলছেন, শুনে আরেকজন আনন্দে প্রায় লাফাচ্ছেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৩:৩৪739265
  • তবে রাবন্দার মাথাগুলোর মধ্যে সিমেট্রি নেই। শুধুমাত্র দুই প্রান্তিক মাথা একরকম, বাকীগুলো সব স্বতন্ত্র। সেন্ট্রাল মাথাটা বড়ই বিবাগী-বিবাগী। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৩:৩৫739266
  • তবে সেরা হল মান্দুদির হাতে বাঁশের লাঠি। ঃ-)
  • :|: | 174.25.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৪:৪৮739267
  • আজকালগার ছেলেপুলেদের গুরুজনদের সম্মান দেবার ব্যাপাট্টা প্রায় নাই। রাবন্দাকে যদিবা দাদা বল্লো তো মান্দুদির ব্যালা এগদম নাম ধরে!! ছিছি   
  • যদুবাবু | ১২ জানুয়ারি ২০২৩ ০৫:০২739268
  • হুতোদার এই অমর কীর্তিটাও থাকুক। এর নাম কোভিডের "কবিদের মাইল্ড স্ট্রেনে সর্দি"। মাঝের ভদ্রলোক প্যালারাম। আর কোনটা কে ঐতিহাসিক লিখে যান নি। 
     
     
  • যদুবাবু | ১২ জানুয়ারি ২০২৩ ০৫:০৩739269
  • বাই দ্য ওয়ে, "মার তক্তা" আমার হেব্বি পছন্দ হয়েছে। এইটাকে একটা টিশার্টে ছাপিয়ে নিলে একঘর হবা। 
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৫:১৩739270
  • বুদ্ধ(তখনও মনে হয় সিদ্ধার্থ)কি মাস্ক পরে তপস্যায় বসেছেন?
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৫:১৬739271
  • একদম বাঁদিকের কোঁকড়াচুল ভদ্রলোক কি নিউটন? :-)
  • যদুবাবু | ১২ জানুয়ারি ২০২৩ ০৬:০৮739272
  • হ্যাঁ মনে হয়। উনি বোধহয় এই বলে হ্যাটা দিচ্ছেন যে আমি তো সেই বিউবোনিক প্লেগের সময় কতই না কাজ নামিয়েছিলাম ঘরে বসে বসে। তোমরা কি করলেটা কি শুনি? 
     
     
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৬:২০739273
  • প্যালারামের কাঁধ থেকে কি ক্যামেরা ঝুলছে? ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৬:২৪739274
  • ১২ই জানুয়ারি ১ঃ১৭ এর পোস্টে, উপরের ওই দুই ডাইনো(টি রেক্স?) কি কাঁটাওলা গদা নিয়ে যুদ্ধ করছিল?
  • &/ | 151.14.***.*** | ১২ জানুয়ারি ২০২৩ ০৭:৩৬739275
  • হুতেন্দ্র, আরও দিন। ভালো ভালো ছবি দেখলেও মন ভালো হয়। ঃ-)
  • &/ | 107.77.***.*** | ১৩ জানুয়ারি ২০২৩ ০৩:১৭739276
  • কই, আর ছবি কই ?
  • r2h | 208.127.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৯739339
  • এই নিন, হাতে গরম সদ্য বাতিল।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন