কাগজ আমি ঠিক দেখাব
ফরেন ট্যুরে ভিসার দিন
কাগজ আমার সঙ্গে আছে
ব্যাঙ্কে খাতা খুলতে দিন
ডিলটা সাইন করতে বসে
দেখুন কাগজ মিলিয়ে নিন
ট্রাফিক পুলিশ ধরলে বলি
দেখুন আছে কাগজ তিন
কাগজ আমার স্কলারশিপের
হাত পেতেছি পয়সা দিন
এলটিসিটা ক্লেম করেছি
বোর্ডিং পাসের কাগজ নিন
ক্লাবেও আমার কাগজ আছে
শস্তায় পাই ভদকা জিন
ভোটের দিনে প্রার্থী আমি
দেখুন কাগজ মিলিয়ে নিন
ডিগ্রি আমার অনেক ভারী
কাগজ দেখাই চাকরিতে
অফিস ঢুকি সকালবেলায়
কার্ডটি থাকে সঙ্গে তে
কাগজ আমার বাড়ির দলিল
কাগজ আমার পে স্লিপে
মাইনে আমার ছয় অঙ্কের
ব্যাঙ্ক চাইছে লোন দিতে
পাসপোর্টটাও কাগজ আমার
অনেকগুলো ছাপ আছে
ইনভেস্টেও কাগজ রাখি
ট্যাক্সো বেশী হয় পাছে
সবকিছুতেই কাগজ দেখাই
যত্নে রাখি গুছিয়ে ঠিক
এনপি আরে চাইলে কাগজ
ফ্যাশিস্ট রাজা দিচ্ছি ধিক
কিসের কাগজ কিসের বেড়া
ব্যানার মিছিল শ্লোগান চাই
নিজের বাড়ি, সিসিটিভি
পাচিল তালা লাগাই ভাই
মুজরো নাচি ভাড়ায় খাটি
দেশটা রাজার বাপের নয়
নিজের বাড়ির সিকিউরিটি
উর্দি পরে দাড়িয়ে রয়
বুদ্ধিজীবী এলিট আমি
পেমেন্ট পেলে বিক্রি হই
এক সকালে জেগেই দেখি
মানুষ আমার সঙ্গে নেই
খাঁজ দেখাবো, ভাঁজ দেখাবো,
রাষ্ট্রের ওপর ঝাঁজ দেখাবো,
কাল দেখাবো আজ দেখাবো,
ক্যাম্পাসে গুণ্ডারাজ দেখাবো,
কাগজ দেখাবো না।
মোদি শা আসবে যাবে
মনে মনে বিষ ঢোকাবে
পড়শিরে ফুসলে কবে পড়শি তোমার আনজনা
ও সাহেব ধান্দা রাখো বাংলায় ওসব হবে না
কাগজ তো কিছুতে দেখাবো না।
ওরা বলে মানুষ তাড়াও
মারো গুলি কামান চালাও
বানিয়েছে দেওয়াল উঁচু মানুষ ধরার জেলখানা
(তবু) কাগজ তো কিছুতে দেখাবো না।
আমার বসত কাড়তে আসে দলিল কাগজ চায়
বাপ দাদারার কাগজ খোঁজে ধৰ্ম কি জিগায়
মানুষেরে মান দেয় না পিপীলিকার প্রায়
হুশ রাখে না বিভেদ করে দেশের এমন দায়
ওরা সব দাঙ্গাবাজের গোষ্ঠী জ্ঞাতি
মতলব ধান্দা পেটে মারবে লাথি
দেখাবে হাতসাফাইয়ের ভানুমতীর খেল
এ চোরা ধর্ম বলে সিঁদ কাটে বাংলায়।
চোরারা দল বেঁধেছে স্যাঙাত খুঁজে
বিভীশন তোমার আমার পড়শি সেজে
খোঁজ দেয় আমার ঘরে কেমন আছে ভাই বিরাদর ধন
আমাদের উঠান থেকে দাঙ্গাজীবি ল্যাজ গুটিয়ে যায়
যেমন গোয়াল ঘরে ধুনো দিলে ডাঁশমাছি পালায়।
কে কাগজ দেখতে আসে কার কলিজায় জোর
কাগজ তো কখনো দেখাবো না।
ওরা জাত ধৰ্ম ধরে, মানুষ্যে বিভেদ করে
ও সাহেব যতই মারো বাংলার নাম তো ডোবাবো না
কাগজ তো কিছুতে দেখাবো না।
- নিরাপদ পাখিরা
মন্দির মসজিদ গির্জাঘর নে বাঁট লিয়া ভগবান কো,
ধরতী বাঁটি , সাগর বাঁটা, মৎ বাঁটো ইনসান কো।।
্মঠ-মসজিদ-গির্জাঘরেতে ভগবান ভাগ হয়েছে ভাই ,
পৃথিবী-সাগর সবে ভাগাভাগি, মানুষকে আজ দাও রেহাই।
"তুম কৌন হো বে"?
পুনীত শর্মা
হিন্দুস্থান সে মেরা সীধা রিস্তা হ্যায়,
তুম কৌন হো বে? তুমে কিউঁ বাতাউঁ ওয়হ কিতনা গহরা হ্যায়?
তুম কৌন হো বে?
তুম চীখো, তুমহি চিল্লাও,
কাগজ লা লা কর বাতলাও
পর মেরে কান না খাও তুম!
বে-মতলব না গুররাও তুম!
ইয়ে মেরে দেশ হ্যায়, ম্যায় ইসে চুপচাপ মুহব্বত করতা হুঁ।
অপনেহী জহালত সে ইসে হররোজ হিফাজত করতা হুঁ।
তুম পহলা জাহিল নহীঁ হো জো কহতে চীখকে প্যার করো,
ইতনা হী গুসসা হ্যায় তো জাও অপনে চাকুপে ধার করো।
তো লেকর আও ঘোপ দো চাকু মেরে অপনী পসলী মে,
গর ইসসে সিদ্ধ হো জাতে কি অসলী তুম অউর নকলী ম্যায় ।
পুনীত শর্মার যে কবিতাটি দিল্লি, মুম্বাই, লুরু, লক্ষ্ণৌ ভোপালে জনসমাবেশে ঝড় তুলেছে তার প্রথম দুটি স্ট্যাঞ্জা এবং বাঙলায় আমার অক্ষম ভাবানুবাদঃ
এ’মাটির সাথে ভাব- — নেই কোন রাখঢাক,
তুই কে রে ব্যাটা? হিসেব দেখাব? চুপচাপ চেপে থাক।
চেঁচিয়ে চেঁচিয়ে গলাটি ফাটাও, চোথা বের করে হাওয়ায় দোলাও,
দোহাই কানের পোকা যে নড়ছে, থাক, গজরাতে থাক।
তুমি কে হে চাঁদু?
এ আমার দেশ, গোপনে গোপনে একে আমি ভালবাসি,
এর পাহারায় জাগি প্রতিপল, এর সাথে কাঁদি হাসি।
‘শীৎকার আর চিৎকার দিয়ে ভালবাসা যায় চেনা?
তুমি নও সেই প্রথম ছ্যাঁচড়,
এত রাগ? তবে নিয়ে এস ছুরি, দিয়ে যাও তাতে শান,
আমার পাঁজরে বিদ্ধ করেই তুমি হবে ভগবান!
এ’মাটির সাথে ভাব- ভালবাসা— নেই কোন রাখঢাক,
তুই কে রে ব্যাটা? হিসেব দেখাব? চুপচাপ চেপে থাক।
তুমি কে হে চাঁদু?
রঞ্জনদার অনুবাদ ভালো লাগলো।
দুটো জিনিস - চুপচাপের অনুবাদ গোপনে না করে চুপচাপ রেখে দিলে ভালো, আর শীৎকার শব্দটাও যাচ্ছে না, মনে হয়।
হুতোর দুটো বক্তব্যই যথাযথ এবং স্বীকার্য।
প্রতিবাদী কবিতাগুচ্ছ
[ প্রতিটি জন-আন্দোলন (বঙ্গভঙ্গ, কুইট ইন্ডিয়া, তেভাগা আদি ) নতুন কবিতা নতুন গানের জন্ম দিয়েছে । উঠে এসেছেন নতুন গায়ক, নতুন কবি। 'শরফরোসী কী তমন্না' শোনার আগে কে জানত যে রামপ্রসাদ বিস্মিল ফাঁসিতে ঝোলার আগে এমন গান লিখেছেন!
শাহীন বাগও ব্যতিক্রম নয় । আমি এখানে হিন্দিবলয়ে জমায়েতে পাঠ কিছু নতুন কবিতা ও গানের সঙ্গে বাঙালী পাঠকের পরিচয় করিয়ে দিতে চাইছি, অপটু অনুবাদে। বরুণ গ্রোভারকে আমরা জানতাম 'মশান', 'সেক্রেড গেমস' এর স্ক্রিপ্ট রাইটার ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে। তিনি প্রতিবাদকে কবিতায় বাঁধতে পারেন !]
১
শাহীন বাগ
নিবেদিতা
বসন্ত এল। উদ্যান থেকে বেরিয়ে এল মেয়ের দল।
শাহীন বাগের মেয়ের দল
পলাশের মত জ্বলে ওঠা মেয়ের দল
চোখ থেকে ছিটকে বেরোয় ফুলকি
হাওয়ায় উড়ে বেড়ায় রঙ
যেন রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা
রক্ত মিশে যাচ্ছে নানান রঙে
নীল, লাল, শ্বেত , সবুজ
অমলতাসের ঝুমর
থোকা থোকা গুলমোহর
আর শিমূলফুলের মত মেয়ের দল
জাগে রাতের পর রাত
লেখে পোস্টার
আঁকে দেশের মানচিত্র
আর বুকে জড়িয়ে ঘুরে বেড়ায়,
গেয়ে ওঠে ফয়েজের লেখা গীতিকবিতা
‘ যখন পেঁজা তুলোর মত উড়ে যাবে নিপীড়নের যন্ত্রণা’
‘জুল্ম-ও-সিতম’।
ওদের চোখে আগুন
মেয়ের সাথে মায়েরা
মায়ের গলার স্লোগানে বাতাস কেঁপে কেঁপে ওঠে।
ওদের আছে আগুনে পোড় খাওয়া স্বপ্নের ঝুলি।
ওইসব স্বপ্নেরা
আমাদের নিয়ে যায় বাঁচার রাজপথে।
স্বপ্ন গায়ে মেখে মেয়ের দল
গাইছে গান, করছে লড়াই
সাহসী মেয়ের দল
ছুঁড়ে দিচ্ছে চ্যালেঞ্জ
স্বেচ্ছাচারী শাসকের সামনে।
লড়ো মেয়েরা
তোমরাই আজ দেশ
তোমাদের পেয়েছি ,
আমরাও এবার লড়ব আমাদের ঘা খাওয়া স্বপ্নের জন্যে ।
তোমরা আছ,
তাই অবিরাম রক্তের ধারা বদলে যাবে ভালবাসার প্লাবনে।।
২
এই দুনিয়ার যত শিশুর দল
অদনান কফীল দরবেশ
ওরা একজুট হবে একদিন
দেখে নিও!
ওরা তোমার ট্যাঙ্কগুলোতে বালু ভরে দেবে
বন্দুকগুলো পুঁতে দেবে সাত হাত মাটির নীচে
ওরা একদিন ভালবাসবে তাদের
তুমি যাদের ঘেন্না করতে করতে শিখিয়েছ
আর তুমি সেদিন ওদের ঠেকাতে পারবে না
তুমি দেখবে সেদিন
যখন ওরা সবকিছু উল্টেপালটে দেবে
আরও সুন্দর করে গড়বে বলে ।।
৩
মানুষ হতে গেলে (অনাম)
মানুষ হতে চাই
কী করতে হবে?
--কিছু না ,
ব্যস, অল্প একটু ভালবাসতে হবে।
ভালবাসতে হলে
কী করতে হবে?
--কিছু না ,
ব্যস, অল্প একটু মানুষ হতে হবে।
ভারতে থেকে কেউ ভারতের থেকে আজাদী চাইছে?
আমি তো শুনলাম-- ভুখমরী সে আজাদী, গরীবি সে আজাদী, সাম্প্রদায়িকতা সে আজাদী, গুণ্ডাগর্দী সে আজাদী, অশিক্ষা সে আজাদী, ফ্যাসিবাদ সে আজাদী, আজাদী ভাই আজাদী।
গানটা ১৯৯০ সালে প্রথম লিখেছিলেন গণনাট্য সংঘ , লক্ষ্ণৌয়ের গীতকার রবি। সেটি ভাইচারা- সদ্ভাবের মিছিলে মঞ্চে এবং পদযাত্রায় গাওয়া হয়েছিল। তাতে পা মিলিয়ে ছিলেন বিখ্যাত অভিনেতা এ কে হাঙ্গল এবং বিখ্যাত শায়র কৈফি আজমী।
যদি জিটিভির গপ্পো , যেমন নতুন ২০০০ টাকার চিপস থাকবে , স্যটেলাইট দিয়ে নকল ধরা পড়বে জাতীয় গাল-গল্পে মজে থাকতে চান, তাহলে কোন কথা নেই । আর যদি সত্যিটা জানতে চান তবে দুইখান কথা আছে।
চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। নইলে হোয়াটস অ্যাপে লিং ফরওয়ার্ড করতে পারি।
আরে এদের যদি আজাদী স্লোগানের মানে বোঝার ক্ষমতাই থাকবে তাহলে চাড্ডি হবে কেন?