Google Apple Facebook Amazon X Microsoft এর কুপ্রভাব আর নজরদারী থেকে বেরিয়ে আসুন। ঐ account গুলো হয় close করে দিন, নয়ত ভুগোল নাম দিয়ে account রাখুন।
Protonmail , murena.io, না হলে নিজের সার্ভার নিজে মাসে মাসে লিজ নিয়ে, নাহলে কতগুলো রাসবেরী পাই বা পুরনো ল্যাপটপ ডেস্কটপ থাকলে তাই দিয়ে নিজের সার্ভার নিজে তৈরী করে ইন্টারনেট সার্ফ করুন, কোন অসুবিধে নেই। Tor browser দিয়ে সার্ফ করুন, VPN ব্যবহার করুন, Librefox নাহলে Ungoogled Chromium ব্যবহার করুন, যদি Apple এর মত Webkit লাগে তাহলে Webpositve browser দিয়ে সার্ফ করুন। লিনাক্স বা Haiku OS ইনস্টল করে নিন, Windows Mac এ দুটোর একটাও ব্যবহার করার দরকার নেই, নাহলে Trisquel Linux ব্যবহার করুন। Google দিয়ে সার্চ না করে searx দিয়ে সার্চ করুন। মোবাইল থেকে Google এর Android উঢিয়ে দিন, দিয়ে Lineage OS install করুন, বা Murena ইনস্টল করুন।
ফেসবুক X ডিলিট করে দিন, Mastodon ব্যবহার করুন, সবথেকে ভাল হয় নিজের social network app Mastodon pleroma ইত্যাদি নিজে Digital Ocean বা কোন সার্ভারে স্পেস নিয়ে নিজে install করে নিলে, অত্যন্ত সহজ, docker জাতীয় জিনিস ব্যবহার করলে দু তিন মিনিট লাগবে বড়জোর। তবে কনফিগারেশন করতে সময় লাগবে, তা শিখে নিতে সময় লাগবে না।
সব সফটওয়্যার ফ্রি ওপেন সোরস ব্যবহার করুন, শুধু তাই নয়, নিজে সোরস কোড ডাউনলোড করে কমপাইল করে নিন। একটু হয়ত শিখে নিতে হবে, তবে ও কিছু বড়ব্যাপার নয়, আজকাল প্রচুর গাইড পাওয়া যায়।
অন্তত কর্পোরেট জেল হাজত থেকে মুক্তি পাবেন।