এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভারতে বিজ্ঞান — হলটা কী?

    প্যালারাম লেখকের গ্রাহক হোন
    ২৭ ডিসেম্বর ২০২৩ | ৭১৩ বার পঠিত

  • আপনাকে, খুব সম্ভবত, আমি চিনি না। আপনিও আমায় চেনেন না। এই মুহূর্তে আমরা সামনাসামনিও নেই। এমন অদ্ভুত অবস্থা মোটেই আলাপচারিতার উপযুক্ত না। তবু, আসুন—আলাপ করা যাক। অবস্থা বুঝে, চলুন আমরা আলাপের নিয়ম একটু বদলে নিই। আমি প্রশ্ন তুলবো—আপনি নিজের মনে তার উত্তর দেবেন। আপনার উত্তর আমি তারপর আন্দাজ করার চেষ্টা করবো। বেশ?



    সঙ্গের ছবিটি বইয়ের ফাইনাল প্রচ্ছদ নয়। সে এখন প্রচ্ছদশিল্পী জ্যোতিষ্কর নার্সারিতে বড় হচ্ছে। এ নেহাতই অন্তর্বর্তী এক সংস্করণ।


    আচ্ছা, 'বিজ্ঞান' শব্দটা শুনলে কী মনে হয় আপনার ঝটিতি? চোখ বন্ধ করে ভাবুন তো—কীসের ছবি ভেসে ওঠে? দুটো সম্ভাবনা আছে—হয় আপনি বড় কম্পিউটার, স্মার্টফোন, টিভি, গাড়ি, ফ্রিজ, প্লেন – এসব ভাবছেন, নইলে ভাবছেন স্পেসশিপ, টেলিস্কোপ, ল্যাবরেটরি, মাপজোকের যন্ত্র – এসবের কথা।

    যদি আপনার চিন্তা প্রথমটার সঙ্গে বেশি মেলে, তবে বিজ্ঞান নয়—আসলে আপনি ভাবছেন প্রযুক্তির কথা। কেন ভাবছেন জানেন? জানেন কি, আমাদের দেশের বিজ্ঞাননীতি ঠিক কীভাবে ধীরে ধীরে প্রযুক্তিনীতি হয়ে উঠেছে? কেন প্রতি বছর লক্ষ ইঞ্জিনিয়ার পাশ করে বেরোলেও, আদত উদ্ভাবনের কোঠায় আমাদের অবদান যৎসামান্য? কেন এমন হলো—জানেন? বলছি।
    যদি দ্বিতীয় অপশনটা আপনার চিন্তার কাছাকাছি হয়, তবে আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে একটু ভাবুন—যে টেলিস্কোপ, ল্যাব, আবিষ্কার, ওষুধ, ভ্যাক্সিন-এর কথা আপনার মনে এসেছিল – ভারত সরকারের অনুদান, বিজ্ঞাননীতি বা নিদেন শিক্ষানীতি—কোনটা তার একটার জন্যেও দায়ী?

    আরেকটা ব্যাপার ভাবুন—চতুর্দিকে শুনতে পান, অন্য কোন দেশে কত বিজ্ঞানী কতরকম পুরস্কার পান, আমরা তার কিছুই পাই না। অথচ খেলায় দেখুন, সিনেমায় দেখুন, কোটি টাকার মূর্তি, লক্ষ কোটি টাকার রাজনৈতিক ক্যাম্পেন, ক্রমবর্ধমান পুজোর প্যান্ডেল, আর কিছু না হলে সিয়াচেনে দাঁড়িয়ে থাকা সৈন্যদের অস্ত্রশস্ত্রেই দেখুন – উন্নয়ন কি কালাশনিকভ হাতে দাঁড়িয়ে নেই?

    বিজ্ঞানে কী হল তবে?

    এই অদ্ভুতুড়ে অবস্থায় আমরা কী করে পৌঁছলাম, আর কেনই বা এতদিনের এত চেষ্টাতেও বিজ্ঞান আমাদের দেশে শেকড় গজাতে না পেরে কিছু বিশেষ-সুবিধে-পাওয়া মানুষের ছাদের বনসাই হয়ে থেকে গেল—এ নিয়ে অনেকে নানা আলগা কথা এদিক-ওদিক বলেন ঠিকই, কিন্তু রূপালী গঙ্গোপাধ্যায় এ বিষয়ে নিয়ম করে লিখে চলেছেন বহুদিন। সরকারি বিজ্ঞাননীতি থেকে শুরু করে আমাদের দেখনদারি পরিবেশ-নীতি—কী করে যে আমাদের কর্মফলের বেতাল হয়ে আমাদেরই ঘাড়ে চেপে বসবে—তা জলের মতো সহজ ভাষায় বছরের পর বছর লিখে বুঝিয়েছেন তিনি, বিভিন্ন পত্রপত্রিকায়।

    এই বইমেলায় বেরোচ্ছে সেই সব লেখার এক সংগ্রহ—'ভারতীয় বিজ্ঞান – নির্মাণ ও বিনির্মাণ'।
    নাম শুনে ঘাবড়াবেন না। গোটা বইয়ে কঠিন কথা শুধু ওই নামেই। ক্লাসরুমে প্রশ্ন করতে শেখানো থেকে শুরু করে, ভারতীয় জ্ঞানধারা (ইন্ডিয়ান নলেজ সিস্টেম), বিজ্ঞানের রাস্তায় দেশভক্তি, বিজ্ঞানদিবস ও বিজ্ঞাননীতির আনাচকানাচের খবর—সবই এ বইয়ে সহজ করে লেখা।
    তাছাড়া, যে সব বিষয় নিয়ে সাধারণ সাংবাদিকের পক্ষে কিছুতেই লেখা সম্ভব নয়, অথচ যা ছাড়া আলোচনাই শুরু হয় না—সেই গবেষণা-অনুদান বা রিসার্চ গ্রান্ট (তা সে নকুলদানা-মাপের অস্বাভাবিক কম পরিমাণই হোক বা পাওয়ার আগের কণ্টকাকীর্ণ পথ) আর গবেষণাগারের আদত অবস্থা—এ নিয়ে তাঁর লেখায় যে পরিষ্কার ছবি ফুটে উঠেছে, তার থেকে ভালো ছবি এই মুহূর্তে এই মাপের কোনো বইয়ে নেই, এ আমি হলফ করে বলতে পারি।

    যাঁরা গুরুর বইপ্রকাশের পদ্ধতিটা জানেন, অথবা যাঁরা জানেন না—গুরুর বই বেরোয় সমবায় পদ্ধতিতে। যাঁরা কোনো বই পছন্দ করেন, চান যে বইটি প্রকাশিত হোক—তাঁরা বইয়ের আংশিক অথবা সম্পূর্ণ অর্থভার গ্রহণ করেন। আমরা যাকে বলি 'দত্তক'। এই বইটি যদি কেউ দত্তক নিতে চান, আংশিক বা সম্পূর্ণ, জানাবেন guruchandali@gmail.com-এ ইমেল করে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arindam Basu | ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:২৫527198
  • প্যালারাম, এ বই আমি দত্তক নেবার জন্য সৈকত আর পাইকে ইতিপূর্বে জানিয়েছি | আমার নিজের ইচ্ছে, এই বইযের শ'খানেক কপি কিনে বিভিন্ন ইস্কুলের লাইব্রেরীতে পাঠানোর, যাতে ছাত্র ছাত্রীরা পড়ে, এবং তা নিয়ে আলোচনা করে। জানিনা সে সব করা যাবে কি না।
  • প্যালারাম | ২৯ ডিসেম্বর ২০২৩ ০৭:৫২527235
  • অরিন্দমবাবু,
    খুবই সাধু প্রস্তাব! না করতে পারার তো কোনো কারণ দেখি না। ছেপে ফেলা যাক, বইমেলার পর সেই কাজ শুরু করা যাবে না হয়? 
  • Arindam Basu | ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৩527244
  • তাই হোক!
  • Bratin Das | ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:২৮527250
  • বাহ বাংলা য় এমন বই অনেক দরকার।
     
    বইমেলায় সংগ্রহ  করবো যদু বাবু,কেকে আর ইন্দ্রানীর বই টার সম্পর্কে। 
     
    আমাাকে এক প্রকাশক বাংলা এবং ইংরেজিতে   AI ML এরবওপরবএক বই লেখার দায়িত্ব দিয়েছেন।
     
    কারণ ২০২৪ এ উচ্চ মাধ্যমিকে স্ট্যাটিস্টিক্স  আর কম্পিউটার  সায়েন্স  দুটোটেই   AI MLচলে আসছে। আরেকটা দাবি আছে  AL ML ফর অল লেখার।  এটা অবশ্য বাংলাতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন