আজ প্রকাশিত 'আরেক রকম' পত্রিকা র আষাঢ় সংখ্যায় আমার একটা প্রবন্ধ রয়েছে। ৬ এর দশকে নির্মিত আপোসহীন সোভিয়েত বিরোধী বামপন্থা , সমাজের শুধু অর্থনৈতিক ভাবে না , সামাজিক ভাবে নিপীড়িত , বিপন্ন সমস্ত মানুষের পৃথক পরিচিতির প্রতিনিধিত্বের দাবীকে তত্বায়ন করার কাজে অভ্যস্ত নতুন বামপন্থা (আক্ষরিক অর্থে সে আমলের নিউ লেফট) , হঠাৎ একবিংশ শতকের নতুন ধরনের গণতান্ত্রিক মান্যতা পাওয়া আধিপত্যবাদের সামনে খানিকটা দিশেহারা হয়ে সর্বত্রই মহাজোটের কথা বলছে এবং একই সঙ্গে রাষ্ট্রপরিচালনা বিষয়ে মূলতঃ প্রশাসনিক ভাষ্যে আস্থা রাখছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলিকে ৫ এর দশকে গড়ে ওঠার সময়কার গরিমায় ফেরাতে চাইছে, এটা আমার কাছে একেবারেই কাকতালীয় নয়। ট্রাম্পের ধাক্কায় আমেরিকার বামপন্থীরা এফ বি আই এর স্বাধীনতা চাইছেন, নাইজেল ফারাজদের জাতীয়তাবাদের সামনে পড়ে ব্রিটেনের বামপন্থী রা ইউরোপীয় ইউনিয়নের মত একটি সুপারস্টেট এর সমালোচনায় মৃদু হতে গিয়ে ভোটে হেরে যাচ্ছেন, বাম অর্থনীতিবিদরা শুধু নন, সাংগঠনিক বামপন্থী রা রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতার জন্য কলম ধরছেন এবং সংবিধান ছাড়া আর কোথাও আশার আলো না দেখতে পেয়ে ভীষণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানপন্থী হয়ে পড়ছেন , আভ্যন্তরীন ক্রিটিকদের এই সুবোধ হবার আকুলি বিকুলি দেখলে নেহরু কত খুশি হতেন। প্রগতিশীল কল্যাণমূলক রাষ্ট্রের ক্রিটিক হিসেবে যে রাজনীতিগুলি উঠে এসেছিল, যারা বাম আন্দোলনের প্রাক-১৯১৭ সাংগঠনিক, প্রকরণগত, দার্শনিক বৈচিত্রের কথা বরাবর ই সমসাময়িক বাম রাজনীতি কে মনে করানোর চেষ্টা করেছে তারা হঠাৎ স্বৈরাচারী বাস্তবের সম্মুখীন হয়েও মহাজোটের রাজনীতি তে কি এমন গরিমা খুঁজে পেল সেটা গভীর চিন্তা ও হাতে অনেকটা সময় থাকলে সামান্য কিছু টা দুশ্চিন্তা র বিষয়।
The experience of defeat is far deeper and more widespread than most of the popular intuitive analyses of recently held state elections will have us believe.
https://www.arekrakam.com/issues/9th-Year-12th-Issue-16-30-June,-2021/
analyses হবে না?
শুধু ভূমিকা আর লিংক না দিয়ে পুরো লেখাটি খেরো খাতা তুলে দিতে পারতেন, তাহলে বোধহয় লেখা পড়তে সহজ হতো। লেখার নীচে "আরেক রকম" এর সূত্র উল্লেখ করাই যথেষ্ট।
নইলে অন্যত্র লেখা পড়ে এই নিয়ে গুরুতে আলোচনা বেশ অস্বস্তিকর। অনুগ্রহ করে ভেবে দেখবেন?
শুভ কামনা
ধন্যবাদ। অত ভাইবা কিসু করি নাই। গুরু সোশাল মেডিয়া। একটা লেখার লিংক দিছি আর কি। ফেবুতে যেমন দেই।ুআলোচনা আশা করি না আর করার মত কিসু নাই ও। যার পোষাবে পড়বে। না পড়াটাই একসপেকটেড।
ওভারএস্টিমেসান