
Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
পোশ্নো ওঠে | 35.18.***.*** | ১৬ জুন ২০২০ ১৩:৪১94356লেইখ্যা জইম্যা গ্যাসে , কিন্ত ঢাকার পোলার ভারতের দলিত লইয়া এতো মাথাব্যথা ক্যান ? ওনার মুল্লুকে হিন্দুরা ক্যামনে বাঁইচা আসে? শুনসি রাজার হালে থাকে নাকি ? উত্তরাখণ্ডের জাতপাত এর রাজনীতি দশ বসোর মেরিকা য় থাইক্যা সুগন্ধি মসলা খাইয়া এতো জানলেন কি কইরা ?
r2h | 49.37.***.*** | ১৬ জুন ২০২০ ১৪:১৬94358
পোশ্নো | 15.236.***.*** | ১৬ জুন ২০২০ ১৫:১৩94359R2h
আপনার বক্তব্য খুব পরিশীলিত ও সুচিন্তিত
কথা হচ্ছে ,
১ এটি যে সম্পূর্ণ রূপে ফিকশন (যেমন কৃশ ৩, স্পাইডার ম্যান ) সেকথা লেখক বলেন নি স্পষ্ট করে বা আমি হয়তো মিস করে গেছি , সেটা হলে অল ইস ওয়েল
২. যদি এই বিএলেম প্রতিবাদ এর পটভূমিকায় আধা ফিকশন হয় তাহলে পাঠকের চরিত্র ও সংলাপ নিয়ে মতামত দেওয়ার অধিকার ও থাকে
দ্যাশে গিয়ে বলবেন দলিত রা যেন বিচার পায় - এটা ঢাকাই পোলার মুখে বেমানান (আমার মনে হয়েছে )
য্যানো ট্রাম্প মমতার কানে কানে বলছেন দিদি , কালো মানুষদের জন্য একটু ভেবো
অথবা লিটন দাস কোহলি কে ডেকে বলছে , ভাই অফ স্ট্যাম্প এর ওপর শর্ট পিচ বল কিন্তু সাবধানে খেলিস আর ব্যাকফুটে কভার ড্রাইভ এর সময় কনুইটা অত তুলিস না
কেন জানিনা মনে হলো ওই line টা পড়ে চাকমা রা খুশিতে আরো দুটো খরগোশ মেরে ফিস্ট করলো আর দোজখে বসে ব্লগার অভিজিৎ রায় মুচকি হেসে একবার ঘাড়ের কাটা দাগটায় হাত বুলিয়ে নিলেন
r2h | 2405:201:8805:37c0:25c6:b81:b171:***:*** | ১৬ জুন ২০২০ ১৫:৩৪94361
Anjan Banerjee | ১৬ জুন ২০২০ ১৫:৩৬94362বেশ বুঝতে পারছি চরিত্রটাকে ভারতীয় করলেই ভাল হত। ফিকশানে একটু টুইস্ট আনতে গিয়েই এই বিপত্তি। একটু ভুল হয়ে গেল বোধহয়।
পোশ্নো | 15.236.***.*** | ১৬ জুন ২০২০ ১৬:০৭94364অঞ্জন বাবু ব্যাপারটা প্লিজ অন্যভাবে নেবেন না , এগুলো সব ই পাঠকিয় মতামত , তবে বাস্তব বাদী ফিকশন হলে অনেক সময় মতামত প্রকট হয়ে ওঠে স্পেশালি যদি একদম বর্তমান পরিস্থিতি তে আমরা সবাই পড়ি ও অনুভব করি
আজ থেকে ৫/১০ বছর পর মূল্যায়ন হয়তো পাল্টে যাবে আর তখন ঢাকার পোলা র মুখে ওই সংলাপ হয়তো আরো বিশ্বাসযোগ্য হবে আর আমার বক্তব্য নিয়ে লোকে হাসাহাসি করবে , সেটাও কাল এর বিচার
লেখাটি খুবই ভাবায় ও অন্যভাবে দেখতে শেখায়
Anjan Banerjee | ১৬ জুন ২০২০ ১৭:১৭94366অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। ভাল থাকবেন।
পোশ্নো | 35.18.***.*** | ১৬ জুন ২০২০ ১৮:১২94367Apnakeo ধন্যবাদ ও শুভকামনা
পরিশেষে অর্বাচীন এর ন্যায় কিছু অভিজ্ঞতালব্ধ উপদেশ - প্রবাসে পায়ের নিচে শিকড় শক্ত হবার আগে একটু ভেবেচিন্তে লড়াই গুলো সিলেক্ট করলে ভবিষ্যতে আরো লড়াই করার জমি তৈরী হয় , অবশ্যই ব্যক্তিগত ভাবে সবার দৃষ্টিভঙ্গি নিজস্ব এবং আলাদা
Anjan Banerjee | ১৬ জুন ২০২০ ১৯:১৫94368অস্বীকার করার উপায় নেই। তবে আবেগ বড় বালাই।