কোন নির্বিঘ্ন সুন্দর নারীকে ভালোবাসার জন্য আমার শাস্তি হোক, হাসনাহেনার গন্ধমাখা সন্ধ্যেবেলায় কোন নারীর ঠোঁট আমার মসৃণ ঠোঁটের নির্লিপ্ত আন্দোলনে ভিজে যাওয়ার অপরাধে আমার শাস্তি হোক, কোন বেয়াড়া সুন্দরীর চোখে চোখ রেখে যৌবনের স্বর্গ বর্ণনা করার দায়ে আমার শাস্তি হোক, নিদারুণ নিষ্পলক নিরহংকার ... ...
তুই এখানে থাক,আমি চলে গেলাম-- ডাক শুনবি তুই। বুদ্ধ শ্মশানে মাঝ রাতে ফিনিক্স পাখির মতো আমি তোর নাম ধরে ডাকবো। ভালো থাকিস্ তবে। আমার প্রস্থান মানে শুধু শারীরিক বিদায়, আমার অস্থিত্ব অর্পিত থাকবে তোর সর্বাঙ্গে, ঠাসা দেহে। এইটুকু বুঝে থাকলে তুই আমায় ফিরাবি। নতুবা তোর কাম ছিলো আমাতে, প্রেম নয়। এটাকে বিদায় বলিস নাহ, বল্- "তোর অজ্ঞতা, তোর অবহেলা। চলে যাই, যাবার কথা বলেছি যবে।" ভালো থাকিস্ তুই, তবে। ২৮ এপ্রিল ২০১৮ ইং ... ...
নদীর বাঁক বদলে যাওয়া ফুলের স্নিগ্ধতায়- শিহরণে গোঙাতে থাকা নারীর মুখেস্বাধীনতার স্তবক শুনতে চাই- নিরোধিনী। করাঘাতে খুলে যাক নাভীর নিন্মচাপ,নির্ঝঁঝাট চিত্তগ্ৰাহী বসন্তে- ঘুরে দাঁড়াক নির্বিবাদী নায়কের মন।তুঙ্গে উঠুক রাষ্ট্রর সমস্ত আয়োজন।কথা হোক এই নিয়ে, পত্রপত্রিকার স্লোগানেভাতের বিনিময়ে চামড়া বিক্রি, আজো নির্বিকার সমাজ।আমারা কালোত্তীর্ণ সময়ে বড্ড বেমানান গতির ভিতর। ২৮ জানুয়ারি ২০২৩ ইংরেজি ... ...
মধুমুখরুদ্র সুশান্ত এসো ভালোবাসার বীজ বুনে দিই নদীর জোয়ারেবাতাসের উড়ো-ফুলে দেখা হোক মহামতি বুদ্ধের জন্মএই প্রার্থনা করছি তবে- তুমি কুমারী নও। ভেঙে গেছে স্রোততোমার নিতল স্তম্ভ ভয়ে নিয়ে যাক বোমারু খপোত। টেক্সটাইল, চট্টগ্রাম। ০৭ জানুয়ারি ২০২৩ ইংরেজি ... ...
নিতান্ত মধ্যরাত্রি শেষে, একটি পাখি ডাক দিয়ে যায়, রাত শেষ হয়ে এলো ভোর নেমে গেছে, শিশির-নিমগ্ন ধরায়। ঢেকে যাওয়া কুয়াশা একটু পর মেখে নিবে রৌদ্র,কুয়াশা আর মেঘের চলবে বিরতিহীন যুদ্ধ, দেখা যাবে মহামতি সূর্য,কখনো সাদা কখনো নীল হবে আকাশ।এখানেই, এই নিরুপম বাংলাকে ভালোবেসে পৃথিবীর দ্বিমাত্রিক প্রকাশ। মজুর কর্মে ছুটছে, চাদর পরে যাবে, ঘাম হবে বের- আমারা অট্টালিকা তুলবো রক্ত মেখে শ্রমিকের। অনাহুত রবে একজন কাঁদামাখা শিশু, অনাহুত রবে দুধেল গাইকাঁদামাটি লাগবে না গায়ে, আমারা ফোর স্টারে খাই। ... ...
আমি নাকি ভালো ছিলামভালো থাকার দায় নিলাম, তুইও তেমন ভালো থাকিস্পোড়া মুখে হাসি রাখিস্। ১৩ সেপ্টেম্বর ২০১৭ ইং ... ...
জ্যোৎস্নার প্লাবন তখনো চলছিলো,বালিকা দূর সমুদ্দুরের তীরে বালিময় বুকে আঁকছিলো এক আনাড়ি কবির ছবি, ফিনিক্স তখনো নীড়ে ফিরেনি,সন্ধ্যা বয়ে রাত গভীর হয়েছে-পাখিটা খেয়াল করেনি।বালিকা নৃতাত্ত্বিক মোহে আবৃত রেখেছে ঠোঁট, সব কোলাহল শেষে কবির নয়নে জোট বেঁধে মহাসমুদ্রের কলকাতনে লিখে দিবে দ্বিগবিজয়ী প্রণয়ের তত্ত্ব।তর্জনী আর মধ্যমার ফাঁকে-একটি কাটি,নিদারুণ হয়ে প্রেমিককে ডাকে।ফের আসবে প্রেমিক ফুঁ দিবে বুকে, তৃষ্ণা নাভিতে,উতাল-পাতাল মোহের ঢেউ মিলে যাবে প্রেমের দাবীতে।আবারো শান্ত হবে বালিকা, কল্লোল যাবে বয়ে, বালিকারাই প্রেমিকা, জন্মান্তরের ইতিহাস সয়ে।হেলে গেছে চাঁদ, ঢেউ গেছে থেমে, এলোমেলো হয়ে বালিকা আজ ভোররাতে ফিরে ঘরে, সূর্য উঠবে এবার- পৃথিবীর সাথে মিলিত হবে কামে।পাপ হবেনা, না হবে স্নান, চিত্রাহরিণটা বাচ্চা দিবে নদীর ধারে, গোধূলি ... ...
আমাদের আশ্চর্য হওয়ার সমাপ্তি নাই,কে জানতো আমরা দুই তলা বিশিষ্ট রাস্তা দিয়ে যাতায়াত করবো-কে জানতো মানুষের মাথার উপর মানুষ ত্যাগ করবে মলমূত্র-কে জানতো মানুষের মাথার উপর মানুষ রান্না করবে চিকেন ফ্রাই। আমাদের আশ্চর্য হওয়ার সমাপ্তি নাই। আমাদের বিস্মিত হওয়ার অবসান নাই,কে জানত মানুষ ইট বালি সিমেন্ট আর রড দিয়ে ছাদের উপর ছাদ তার উপর আবারো ছাদ করবে-কে জানতো আমাদের সরিষা মাঠগুলো দখল হয়ে যাবে ... ...
হাওয়র কন্যার এতো মুগ্ধকারী রুপ, তোকে অনাবৃত না দেখলে কোন শালায় বুঝতে পারবে না। ঈশ্বরের চরম সৃষ্টির মায়াবী চন্দ্রিমা যখন লুটোপুটি খায় তোর সুঠান বক্ষে তখন পৃথিবীর যেকোন যুবক স্বর্গের গালে থুথু মেরে প্রাচীনতম চুম্মা দিবে তোর উদ্যমী ঠোঁটে, পেটের দায়ে টিউশন করা ছেলেটা জীবন ভুলে গিয়ে সারা মাসের মাইনে দিয়ে তোর জন্য একটা উজ্জ্বল রক্তিম লিপস্টিক কিনে নিবে অনায়াশে,পাড়ার বেকার ছেলটা চাকরীর জন্য হন্যি হবে তোর রুপময়ী ঠোঁটের আশায়।আর এ ধরিত্রীর যেকোনো কবি তাঁর নির্মিত পবিত্র পান্ডুলিপি সহস্র বছরের জন্য বন্ধক দিবে তোর দৃষ্টিনন্দন ঠোঁটের নেশায়। হাওয়র কন্যা, তুই রাতবিরেতে আমার সাথে শুষ্ক বিছানায় গড়াগড়ি খাবি, আমার বিছানায় একটা মাত্র চাঁদ--তুই। ... ...
ক্লান্ত শরীরের তন্দ্রাচ্ছন্ন নয়নে,একফালি সুখ চরম নান্দনিকতা নিয়েপরম উল্লাসেপ্রেম-প্রীতি আর ভালোবাসা দিয়েবৃষ্টি জানিয়ে দিলো,বসন্ত এমনি হয়। নয়ন দূরপাল্লায় চেয়ে দেখলো, মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে নতুন শাখার গাছপালা।তাই তো বুঝে গেছি,বসন্ত এসে গেছে। ... ...