এক যে ছিল পাখি সোনার খাঁচায় বন্দি আরেক ছিল বনের পাখি।।বিধির কারণে দুজনের হলো দেখা দেখি হলো কথা হলো ভালোবাসা হলো পাখায় পাখায় ঝাঁপা-ঝাঁপটি।। বনের পাখি বলে চল্ ঘোরে আসি আমার সাথে ডানা মেলি দেখবি ধরায় আছে কত কী।। খাঁচার পাখি বলে আমি রাজ সুখি সময় সময়ে আসে আহার শুধু শুধু ঘোরে মরব না কী !।। বনের পাখি কহে ওরে মূর পাখি সোনার খাঁচায় বাসা হলেই- হয় না কেউ রাজ সুখি। এই যে তোর ডানা দুটি অসার হয়ে দেখি আছে পরি একবারো কী ডানা মেলি এই আকাশের উপভোগ নিলি না কী!।। খাঁচার পাখি কহে এই তো আমার ধরণী অনুভবে সদা ... ...
একা একা পথ চলতে আর লাগছে না ভালো।এবার তো আমার জীবনে মনের মতো কেউ আসো।।এই নাছোড় ছাড়া মনটাকে কেউ তো নিজের প্রেমে বাঁধো।।নিজের মনে করে এবার কেউ তো আমায় ভালোবাসো।।আগাম দিনের বার্তা নিয়ে কেউ তো পায়ে পায়ে পথ চলো।আমার যে এখন লাগছে একা একা। কেউ তো আমার সুখে দুঃখে হাঁসো। -দীপঙ্কর সাহা (দীপ) ... ...
তাই না তাই সব হলো ছাই / মরিচিকায় দিন চলে যায়।। / নেশায়ে মেশা নয়নেরও নিঘা / পরানের আবরণ কে যেন ঢাকে, হাই।। ... ...
ওরে পৌষ পার্বণ মোর ঘরের অঙ্গন রমনীর হাতের আলাপন।। ... ...