একটা নারীর গন্ধে সন্ধ্যা তারা ফুটে উঠে,রাত্রির শিয়রে খুলে যায় সমস্ত পানশালার দরোজা,কামিনী ফুটে, ছলনাময়ী কামিনী! গন্ধের মাঝে লুকিয়ে রাখে পৃথিবীর আদি ছলনা।একটা নারীর গন্ধে একটা পুরুষ আত্মহত্যা করেপানশালা থেকে ফিরে এসে সে হয়ে যায় লোডেড পিস্তল, যার ট্রিগার তার বুক বরাবর তাক করা। ... ...
একটা রাতের ঘাসে শুয়ে আছি। জল বসন্তের মতো সমস্ত শরীর ভেদ করে একেকটা নতমুখ বের হয়ে আসছে। একেকটা মুখ একেক রকমচাওয়ার বিনিময়ে না পাওয়ায় ঝুম বৃষ্টি এক ঝাঁক মৌমাছির মতো জেঁকে বসে আছে ঠোঁট আর চোখের কিনারে। আলো ফুটলেই চোখ আর ঠোঁট ঢুকে পড়ে আরেকটা নতমুখে। যে মুখ এখনো অঙ্কুরিত আছে ঝড়ের গর্ভে। ... ...
বাজ পাখির মতো চুমু খেয়েছিলো একবার,তড়িৎ গতিতে মিলিয়ে গেলো সে চিহ্ন,এ এমন এক ফুল যেনো —তার সুরভি পৃথিবীতে অমর হয়ে গেলোযার পাপড়ি ছিলো নরোম টকটকে লালতৃষ্ণার্ত মাঠের মতো দিগন্তের প্রান্তর,আশ্বিনের জল, নোঙর ফেলা জাহাজের বন্দর।আবার ক্ষনিক দেখা পেলে সে ফুলেরঠোঁটে ঠোঁট ঘষে জেনে নিতাম মুক্তো কতটা গভীরে থাকে ডুবন্ত ঝিনুকের। বাজ পাখির মতো সে চুমু খেয়েছিলো একবারএই ছিলো প্রথম, এই ছিলো শেষবার।। ... ...
আমার মৃত্যু কামনা করে একটা পত্র এসেছে। যদিও, প্রেরক আমায় ভালোবেসেছে। ... ...
তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী যেমন জরুরীকোন মুমূর্ষ রোগীর জন্য এম্বোলেন্সআগুন লাগা কোন বস্তিতে দমকলকর্মী পানিতে ডুবতে থাকা মানুষের লাইফজেকেটভবঘুরে কোন পাগলের জন্য একমুঠো সহানুভূতি।আমি জেনেছি তুমি এক প্রতিষেধকের নামআরো জেনেছি আমার যে মরনব্যাধিতার একমাত্র ঔষধ তোমার খোশমেজাজী চুমু। সুতরাং তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী দেখা করো, বাঁচাও, বাঁচতে দাওট্রাফিক সিগনাল পড়ে যাবে, আটকে রেখেছিশহুরে সমস্ত গাড়ি।দ্রুত পার হয়ে আসো জেব্রা ক্রসিং,তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। ... ...