Kunal Sarkar আপনি দেশপ্রমী না বুদ্ধিজীবি? ... ...
ছাতা @ কু না ল স র কা র অনেক মানুষেরই ছাতা থাকে না অনেক মানুষেরই ছাতা হারিয়ে যায় এজন্য আমি ছাতার কারিগর দেখলেই, সামনে অপলক ... আমি জীবন বুনতে বুনতে ভাঙা ছাতে রোদ্দুর গুনেছিঅপরদিকে অন্ধকার আমাকে গুনে গুনে বৃষ্টিকে পাঠিয়েছিলআমি ভেবেছি তা ছাতার কাপড়ভোতা বুদ্ধি দিয়ে কাটতে কাটতে ভুলে গেছি সেলাইয়ের ফোড়বুকের বৃষ্টিজল ব্যথা হয়ে আছে সপসপে .... ছাতার কারিগরের হাতে, এইত্তো আমি ছেঁড়া ছাতা! ... ...
ভয় / কু না ল আসলে ভয়ে ভয়ে,সাবধানে সাবধানে, জীবন কাটানো যায় না,একটু এলোমেলো না হলে মানুষের ভাল লাগে না।স্বাভাবিক কাকে বলে? এখন এটাই স্বাভাবিক।তবু এসব ছাড়িয়ে চলে যেতে হবে,সেখানে কি নতুন কোনো সংকট থাকবে না? এও কি হয়! সূর্যের রক্তে ধুয়ে নিও মুক্তির সুরভি অথবা ভীত হয়ে পালাও....পালাও...পালাও.... ... ...
ডাক / কু না ল আবার কবে তোমার ডাক আসবে!সেই অপেক্ষায় আছি, আকাশ চিরে তোমার গান ভেসে আসে,কানে বেঁধে না, ঐ নীরব পাহাড়ের বুকে যে মেঘ জমে তার চেয়েও বেশি শীতল ও ভারী তোমার ডাক অথবা মাঝের বাতাস গায়েব হ'য়ে আছে অন্য কারো আকাশে... টানা এই নিস্তব্ধতা ফিরে গেলে তুমি আর কাকে পাবে? তবে কি নিজের রোদে নিজেই গেঁথে যাবে? নীরবে! ... ...