এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমান গোপাল ও ফুটো হয়ে যাওয়া আকাশ 

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ৩০ আগস্ট ২০২৫ | ১৯৬ বার পঠিত
  • শ্রীমান গোপাল ও ফুটো হয়ে যাওয়া আকাশ। 
     
    গোপাল সত্যিই অতি সুবোধ বালক। আমাদের একেবারে গায়ে গা লাগানো বাড়িতে থাকে। আমাদের প্রতিবেশী বালক গোপাল। সেদিন সকাল থেকেই ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখে দরজা খুলে বাইরে বেরোতেই চোখাচোখি দেখা হয়ে গেল গোপালের সঙ্গে। বর্ষার মরশুমের শুরুর দিকে বৃষ্টি দেখতে এখনও বেশ লাগে। গোপাল আমায় দাদু বলে ডাকে। সুতরাং দুজনের বয়সের বিপুল ফারাক। অথচ কি আশ্চর্য!  ওর মতো আমার  প্রবীণ মনের বয়সটা এখনও এক ঠাঁয়ে দাঁড়িয়ে আছে দেখে বেশ লাগে। 
    দোতলার বারান্দায় দাঁড়িয়ে গোপাল হাত বাড়িয়ে বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। মজাও পাচ্ছিল দেদার। দেখতে পেয়ে আমি তাকে বলি – “কি কাণ্ড শুরু হলো বলতো গোপাল?” “সত্যিই দাদু! আকাশটা বোধহয় ফুটো হয়ে গেছে। এতো বৃষ্টি!”-- গোপালের তুরন্ত জবাব। বছর সাতেকের গোপালের জবাবে হঠাৎ করেই যেন সম্বিত ফিরে পাই।
    এবছর দেশজুড়ে লাগামছাড়া বৃষ্টির বহর দেখে ওই একটা প্রশ্ন‌ই যেন সবার মনে ঘুরপাক খাচ্ছে - আকাশটা কি ফুটো হয়ে গেছে?
     
    এই বছরের বর্ষায় এখনও পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। সাম্প্রতিক অতীতের বৃষ্টিপাতের সমস্ত রেকর্ড ভেঙেছে এই বৃষ্টি। প্রশ্ন হলো - বৃষ্টিপাতের এমন আকস্মিক(?) খামখেয়ালিপনার পেছনের কারণ কী? আসুন একটু তদন্ত করে দেখা যাক্। 
     
    ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, যে এ বছর দেশের উত্তর, উত্তর - পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে। জলের অভাবে যেমন খরা পরিস্থিতির সৃষ্টি হয়, অতি বর্ষণের ফলে সৃষ্টি হয় নদীর কুলপ্লাবি বন্যার। নিয়ম মেনে ঠিক তাইই হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মুর নদীগুলোতে জল বেড়ে যাওয়ায় রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই এলাকার সব নদীর জল এখন তাদের খাতের ধারণ ক্ষমতাকে পার করে বিপদসীমার ওপর দিয়ে ব‌ইছে। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিস্তির্ণ অংশের ওপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় থাকার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আই.এম. ডি’র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পাঞ্জাবে গত সোমবার সকাল ৮-৩০মিনিট পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক ৩.৫ মিলিমিটারের তুলনায় ১২৭২% বেশি। হরিয়ানা রাজ্যের অবস্থাও তথৈবচ। সেখানে এই সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ( ৩.৫ মিলিমিটার ) ৭০২ % অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে ( ২৮.১ মিলিমিটার)। হিমাচল আর বাদ যায় কি করে? সেখানে বৃষ্টি হবার কথা ৬.৫ মিলিমিটার,অথচ হয়েছে ৪২.৫ মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে ৫৫৪ % অতিরিক্ত।
     
    বৃষ্টির সত্যিই এবছর লাগামছেঁড়া, বাঁধনহারা অবস্থা। আই.এম.ডি. বৃষ্টিপাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই তথ্যানুসারে চলতি আগস্ট মাসের ১ থেকে ২৫ তারিখের সময়সীমার মধ্যে পাঞ্জাবে ২০%, হরিয়ানায় ১৪ % এবং পর্বত সঙ্কুল হিমাচল প্রদেশে ৪৪% অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। ভারতে জুন মাস থেকে বর্ষার পর্বটির সূচনা হয়। এই বছর অবশ্য মৌসুমী বৃষ্টি নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে। তাতে করে দেখা গেছে যে জুন মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত ওই তিন রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আগস্ট মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন আবহবিদরা।
     
    প্রশ্ন হলো কেন বৃষ্টিপাতের এমন বাড়বাড়ন্ত? বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বাতাবরণে এখন প্রবল অনিয়মিতির পর্ব চলছে। এই বিষয়টিকে মাথায় রেখেই আবহাওয়া দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। শ্রী মহাপাত্রের মতে – “২০১৩ সালের কেদারনাথ বিপর্যয়ের পরবর্তী সময়ের মধ্যে এবছর হলো সবথেকে বৃষ্টিবহুল বর্ষা। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ২১% বেশি বৃষ্টি হয়েছে। গত ২৫ আগস্ট পর্যন্ত ২১ টি প্রবল বর্ষণের ঘটনা ঘটেছে এই এলাকায় যা গতবছরের তুলনায় ৫০% বেশি। আসলে এই সময়ের মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলে দুই বিপরীত চরিত্রের বায়ুর মধ্যে ধুঁয়াধার লড়াই চলছে। একদিকে রয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে বয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে বয়ে আসা পশ্চিমি ঝঞ্ঝা। কেউই কাউকে জায়গা ছাড়বে না। ফলে বারবার তুমুল বৃষ্টিপাতের ঘটনা ঘটছে এখানে।”
     
    বর্ষা তার চরিত্র বদলেছে। গোটা বিষয়টাই জলভাগ আর স্থলভাগের তাপ ও চাপের পার্থক্যের কারণে ঘটে থাকে। মুশকিল হলো সর্বত্রই মানুষের হাত পড়েছে। এরফলেই এতোদিনের চেনা হিসাব বদলে বদলে যাচ্ছে বারংবার। লাগামছাড়া বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশের অবস্থা অবর্ণনীয়। চোখের সামনে ভেসে যাচ্ছে উন্নয়নের স্মারক চিহ্নগুলো। প্রকৃতির কাছে আমাদের ঋণ অনেক। ধরিত্রীর বাহুবলী বাউন্সাররা ঋণ খেলাপি মানুষের কাছ থেকে সব সুদে আসলে উশুল করতে চাইছে। এখন চোখ খুলে দেখা ছাড়া গত্যন্তর নেই।
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ৩০ আগস্ট ২০২৫ ১৮:২৭733775
  • সময়োপযোগী ভাল লেখা।
    কেউ শুনুক বা না শুনুক-- বারবার বলে যেতেই হবে। 
  • Somnath mukhopadhyay | ৩০ আগস্ট ২০২৫ ১৯:১৯733776
  • বলে একজন
    পড়ে রন জন ।
  • শর্মিষ্ঠা লাহিড়ী। | 2405:201:8016:d5:b68f:b2b4:f047:***:*** | ৩১ আগস্ট ২০২৫ ১৫:৪৯733793
  • খুব ই গুরুত্বপূর্ণ বিষয় টি উপস্থাপিত হয়েছে। প্রকৃতি র উপর যে ভাবে কুঠারাঘাত করা হয়েছে তার ফল আমাদের  ভুগতে ই হবে।
  • সৌমেন রায় | 2409:40e1:100e:bd35:8000::***:*** | ৩১ আগস্ট ২০২৫ ১৬:২৫733794
  • গোপালের দাদু তার কাজ করে চলেছে।
  • Somnath mukhopadhyay | ৩১ আগস্ট ২০২৫ ১৬:৫০733796
  • গোপাল তো একা নয়। তাঁর আরও অনেক  নাতি নাতনি আছে। তাঁদের কথাও মাথায় রাখতে হয় এই বরিষ্ট দাদুকে ।কি আর করা যাবে!
     
  • ধুত্তোর | 2405:8100:8000:5ca1::e3:***:*** | ৩১ আগস্ট ২০২৫ ১৯:০৭733798
  • ফুটোর মাথায় চন্দ্রবিন্দুটা কি ফুটো বন্ধ করার জন্য বসানো? হেডিঙেই এমন সহজ বানানটা ভুল দেখে লেখাটা পড়ার ইচ্ছেই হল না। এদিকে তোষামুদের দল এসে আহা বাহা করছে ওদিকে বানানভুল এড়িয়ে যাচ্ছে।
  • Somnath mukhopadhyay | ৩১ আগস্ট ২০২৫ ২০:২৬733800
  • ধুত্তোর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভুলটা আমার। এরমধ্যে অপরাপর পাঠকদের স্তাবক বলাটা বোধহয় খুব যুক্তিসঙ্গত হলোনা। যাই হোক এখন শান্ত মনে পড়ে দেখুন। ফুটো মেরামত করা হয়েছে। ধন্যবাদ ।
     
  • #+: | 2405:201:8000:b11b:218e:1685:33a9:***:*** | ৩১ আগস্ট ২০২৫ ২২:৩১733803
  • দরকারি আলোচনা। আজ দেখলাম চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হয়েছে । বর্ষার বৃষ্টি আর বর্ষাতেই থেমে থাকছে না। উদ্বেগের কারণ এটাই। আকাশ ফুটো হয়ে গেছে -- এটা খুব সাধারণ রূপকল্প।  উত্তর পশ্চিমে  বৃষ্টির বাড়াবাড়ির কারণ স্পষ্ট হলো 
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন