
b | 14.139.***.*** | ১৬ নভেম্বর ২০২০ ২২:১০100304অনেকদিন পর। ধন্যবাদ ক্যাপটেন!
syandi | 2a01:c22:cc6c:8f00:5154:20bf:9f13:***:*** | ১৭ নভেম্বর ২০২০ ০১:৫৩100328বিবর্তন নিয়ে বাংলায় এত রিচ লেখা সাম্প্রতিককালে মুক্তমনা ছাড়া কোথাও পড়েছি বলে মনে পড়ে না। জানি না এখানে এই ধরণের অনুরোধ করা উচিত হবে কিনা, তবে লেখক কি লেখাটার সব পর্বগুলো মুক্তমনাতে দিতে পারেন? মুক্তমনাতে বিবর্তনের উপরে একটা ডিভোটেড আরকাইভ আছে যেগুলোর বেশিরভাগই বন্যাদির লেখা।
Amit | 121.2.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ০৪:৪৮100335অসাধারণ লেখা। সত্যি বিবর্তনের মতো এতো জটিল বিষয় নিয়ে বাংলায় এরকম সুন্দর লেখা আগে পড়িনি. শুধু তথ্য ই না , লেখার ধরণটাও এতো সুন্দর যে শুরু করে গোগ্রাসে শেষ করে ফেললাম।
লেখাটা একটা রত্ন | 151.14.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ০৭:১০100342এই লেখাটা একটা রত্ন। এত ভালো লেখা ক্বচিৎ কদাচিৎ পড়তে পাই।
একদম।
আরে ওয়েলকামব্যাক!
আসলে লেখাটা অনেকদিন আগের।
আমার কোথাওই এই লেখা পোস্ট করতে আপত্তি নেই, আমার নিজের ব্যক্তিগত ব্লগেও এটা খোলাই পড়ে আছে। তবে লেখাটা সম্ভবত অসম্পূর্ণতেই শেষ হবে। পাঁচ নম্বর পর্ব অবধি হয়েছে, আর তারপর চেষ্টা সত্ত্বেও এগোয়নি। সবই এক্সটিংশন।