অ্যাডমিন,
প্লীজ শুধরে দিন । এখনও নতুন ফরম্যাটের টুলস গুলো ঠিকমত হ্যান্ডল করোতে পারছি না। আবোলতাবোল হয়েছে।
১ পুরো টেক্সট হেডিঙয়ে ঢুকে গেছে।
২ টেক্সটের ফন্ট যাচ্ছেতাই রকমের বড় হয়েছে। প্লীজ!
পড়লাম, খুবই মনোযোগ দিয়ে পড়লাম। একটা জিনিস, না ঠিক একটা নয়, দুটো জিনিস তন্ন তন্ন করে খুঁজলাম। রঞ্জনবাবু লিখেছেন বলেই বেশি বেশি করে খুঁজলাম এবং অ্যাজ ইউজুয়াল পেলাম না। কারণ কে না জানে কলকাতা = পশ্চিমবঙ্গ এবং তার দখলদারি নিয়ে ঘটি আর বাঙালদের লড়াই। এ লড়াই হেজিমনি প্রতিষ্ঠার। তার কোনও পূর্ব-পশ্চিম নেই। তাই লেখাটায় রাঢ়বঙ্গও নেই, উত্তরবঙ্গও নেই।
এ জিনিস আমি প্রথম উপলব্ধি করি ক্লাস সেভেনে পশ্চিমবঙ্গ পরিবহণের বিভাজনে। সিএসটিসি হচ্ছে একাধারে সাহেব-বিবি-গোলাম। তার যেমন গেরাম্ভারি চাল তেমন কেতা। এক কোণে পড়ে থাকে ডিএসটিসি (দুর্গাপুর), এসবিএসটিসি (দক্ষিণবঙ্গ) আর এনবিএসটিসি (উত্তরবঙ্গ)। চিরিতনের দুরির মতো।
সেই জিনিস আজও নিত্য বহমান। তাই কাগজের হেডলাইন হয় 'এবারেও কলকাতাকে টেক্কা দিল জেলা'। সবই হেজিমনির খেলা বস!
এলেবেলে,
ঠিকই দেখেছেন, হেজিমনির খেলা।, রাজধানী কোলকাতা নিয়ে ।
লেখার টাইটেলটা দেখুনঃ বাঙাল থেকে বং: কোলকাতার এক সং।
কোথাও তো সমগ্র বঙ্গের দাবি নেই। এছাড়া ভাটের পাতায় বলেওছি যে এটা আসলে বছর ছয়েক আগে দিল্লির আউটলুক পত্রিকার বাঙলা শারদীয়া সংখ্যার (দু'বছর বের করেছিল।) জন্যে বন্ধুর অনুরোধে হালকা চালের লেখা। কোন সিরিয়াস প্রবন্ধ নয় । এখানে পোস্ট করলাম ঘটি-বাঙাল হাওয়া গরম হয়ার সম্ভাবনায় জল ঢালতে, ওইটুকুই।
সত্যি বলতে ১৯ বছরে কোলকাতা ছেড়েছি। তখন কোলকাতার বাইরে কিছু জানাদেখার সৌভাগ্য হয়নি।ঃ))
বেশ।