এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 2405:201:8008:c019:507a:620a:4c33:***:*** | ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:২৮544718
  • আমি ছিলাম, তবে তোর কবিতায় মতি দেখে আর কথা বাড়াইনি। কি থেকে কি হয়ে যায়।
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:০৬544717
  • কেকে র ২৫ শে ডিসেম্বর।  ২২:৩৪।
     
    দু নাম্বার পয়েন্ট র সাথে ১০০%  সহমত। 
     
    ধরো একটা স্বপ্ন দেখছি। খুব চাপ যুক্ত 
    মানে সেই  পরীক্ষা র হলে প্রশ্ন কমন না পেয়ে ঘেমে একসা হওয়া বা সর্পসঙ্কুল কোন জায়গায় হঠাৎ  চলে আসা।  সেই  সময় মাঝে মাঝে  মনে হয় আরে এটা তো স্বপ্ন দেখছি। আরো চাপ হলে পাতি ঘুম থেকে উঠে যাবো। এই অনুভূতি সব সময় হয় না। মাঝে মাঝে হয়....
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮544716
  • আরে কদিনের পুরোনো ভাট পরে আকার পোস্ট  দেখে প্রচুর আনন্দ  হল। তেনার সাথে  সেই  ২০০৭ থেকে ভাটাচ্ছি।  ১৮+  ভাবা যায়? 
     
    ছেলে কত বড় হল? রিমি ম্যাডাম  কেমন আছেন? 
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:২৪544715
  • অরিন দা, হুতো,কেকে, আটোজ, লসাগু দা কেউ নেই  মার্কেটে? 
  • hmm | 134.195.***.*** | ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:০৫544714
  • কুমুদরঞ্জন মল্লিকের পর বোতিন কবিতা পড়া ছেড়ে দিয়েছিল। মাঝখানে জীবু-শক্তি-বিনয় পেরিয়ে এই শ্রীমোল্লার আবার বোতিনকে কবিতার জগতে ফিরিয়ে আনল। এটা পোয়েটিক জাস্টিস না ইনজাস্টিস ঠাউর হচ্ছে না।
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:২৯544713
  • heartheartheart​​​​​​
  • শ্রীমল্লার বলছি | ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:২৮544712
    • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:০৬544711
    • আজকে আমার  ঘুম আসছে না। মাঝে  মাঝে  এমন হয়।
       
      আপনার কবিতা পড়ি। ভালো লাগে। সব সময় লেখা হয় না। কবিতা নিয়ে আপনার এই প্যাশন টা আমাকে মুগ্ধ করে।
       
      লিখতে থাকুন
       
     
    অকৃত্রিম ভালবাসা জানবেন! ভাল থাকুন, যতটুকু পারা যায়! 
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:০৬544711
  • আজকে আমার  ঘুম আসছে না। মাঝে  মাঝে  এমন হয়।
     
    আপনার কবিতা পড়ি। ভালো লাগে। সব সময় লেখা হয় না। কবিতা নিয়ে আপনার এই প্যাশন টা আমাকে মুগ্ধ করে।
     
    লিখতে থাকুন
     
  • শ্রীমল্লার বলছি | ২৮ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭544710
    • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০১:২৩544709
    • ভাটুরে রা সব কই?  শনিবারের বাজারে.... frown
    রোববার চলছে। এত শীত, তবুও ঘুম আসছে না! frown
  • Bratin Das | ২৮ ডিসেম্বর ২০২৫ ০১:২৩544709
  • ভাটুরে রা সব কই?  শনিবারের বাজারে.... frown
  • Bratin Das | ২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩544708
  • নিমবেগুন এর তুমুল ভক্ত মশাই। কোন কথা হবে না।
     
    তবে আমার চাপ হল একটা নিম গাছ আছে বাড়িতে। তাই মাঝে মাঝে ই নিম পাতা ভাজা খেতে হয়। ওটা তেমন পছন্দ নয় sad
  • r2h | 134.238.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯544707
    • :|: |  ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭
    • ... নিমবেগুনভাজা দিয়ে প্রথমপাতে উষ্ণ ভাত... 
     
    আহাহা, পড়েই মন উদাস হয়ে গেল।
    বেশ খানিকটা খাঁটি গব্যঘৃত দিয়ে।
  • কালনিমে | 2402:3a80:42e8:da35:7dca:20a4:ec8a:***:*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩২544706
  • ভাট টা আমার জন্য একটু হাইক্লাস হয়ে যাচ্ছে -স্বপ্ন টপ্ন সব মিলিয়ে - তাই চুপ আছি । কিন্তু মানে ইয়ে - এসব নিশ্চয়ই খুব ভালো জিনিস । কিন্তু যারা গত বছর অভয়া তদন্ত নিয়ে লজ্জায় ইয়াব্বড় সব পোস্ট দিচ্ছিলেন - টিভি, পেপার ও সোশাল- সব মিডিয়ায় প্রতিবাদে গলা ফাটাচ্ছিলন ও নাচ গান নাটক করছিলেন- তারা উন্নাও য়ের মেয়েটিকে নিয়ে এত নিশ্চুপ কেন? বর্ষশেষের আমোদ তো সবই আছে - একটু এই মেয়েটির কথাও তো কেউ বলতে পারতেন - সে বেঁচে আছে বলে? তা হলে অঙ্কিতা ভান্ডারি? বা রাজস্থানের ছ'বছর বয়সের মেয়েটা? 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:০২544704
  • মিষ্টি স্বপ্নগুলো দেখে ঘুম ভাঙলে মনখারাপ হয়ে যায়। তেতো স্বপ্নগুলো ঘুম ভাঙলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয়। যাক বাবা ,সত্যি নয়। 
  • :|: | 2607:fb90:bd97:5596:7074:d2e7:d172:***:*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭544703
  • যারা নিমবেগুনভাজা দিয়ে প্রথমপাতে উষ্ণ ভাত ভালোবেসে খায়, তাদের কাছে তেতো স্বপ্ন কোন ক্যাটেগরিতে পড়বে -- দুঃস্বপ্ন না সুখ স্বপ্ন?
  • >= | 192.2.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৮544702
  • অরিন এন্ড পার্টি বেশী কচলে স্বপ্ন ব্যাপারটাকেই তেতো করে দিল । 
    কুলু-মানালি বেরিয়ে গেছে পার্মানেন্টলি, জেনেটিক্সের গেরামে ফিরে হাইব্রিড ঢ্যাঁড়স চাষ করবে । ব্রাভো বিন্দু মাসি,  কাজের মতো কাজ । 
    নবীন খেরোর খাতায় হেব্বি রেটে খাঁটি ঢ্যাঁড়স-ছাপ পদ্য নামিয়ে চলেছে । কন্ডিশন এতো খারাপ: 
    মল্লার গিয়ে বলছে নবীনদা একটু বেশি লেখা হয়ে যাচ্ছে না !? তাতে নবীন বলেছে রবিবাবু স্বপ্নে এসে লিখতে বলে তাইতো আমি লিখি । 
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:২০544701
  • "একচুয়াল পিক্সেল এনকোডিং স্কিমটা ব্রেনে কিভাবে ইম্প্লিমেন্টেড হয়, সেটা রিসার্চের বিষয়। এর মধ্যে মিস্ট্রি কিছু নেই। "
     
    সেইটাই তো বক্তব‍্য । 
     
    "mystery" দিয়ে শুরু করা যেতে পারে, তবে সেখানে আটকে থাকা চলবে না। 
    এখানে চ‍্যালেঞ্জ হচ্ছে মাপযোকের। 
  • :/ | 193.108.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:১৩544700
  • এইজন্যই বায়োসায়েনসের লোকেদের কম্পিউটার সায়েন্স পড়া khub দরকার। যখনি ব্রেন সম্পর্কে এসব প্রশ্ন আসবে, জিজ্ঞেস করবেন হাউ ক্যান আ কম্পিউটার ডু দ্যাট ? দ্যাটস বিকজ ব্রেন ওভাবেই ইমেজকে পিক্সেলে এনকোড করেছে। বা চাইলেই ভিজুয়াল কর্টেক্স নানারকম ফিল্টার লাগিয়ে দেবে। একচুয়াল পিক্সেল এনকোডিং স্কিমটা ব্রেনে কিভাবে ইম্প্লিমেন্টেড হয়, সেটা রিসার্চের বিষয়। এর মধ্যে মিস্ট্রি কিছু নেই। 
     
    আর ফিজিক্যালের বাইরে কিছু হয়না। কম্পিউটারের স্ক্রিনে যে ছবি দেখছেন সেটা non-physical নয়। হার্ডওয়ার ও সফটওয়ারের ভেদাভেদ মাত্র।
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬544699
  • এখন বলা যেতে পারে "আপনি যেটাকে আলো বলছেন, ওটা মোটেও আলো নয়, আলোর impression, যেমন গাছ বা মানুষের impression", কাজেই ওটার কোন বাস্তব physical অস্তিত্ব নেই। একই যুক্তি স্বপ্নে শোনা শব্দ স্বপ্নে পাওয়া স্বাদ এইসমস্ত কিছুতে বলা যায়। 
    তাহলেও যে প্রশ্নটা রয়ে যায়, এই যে একটি energy র perception, তার সূত্র, উৎস, এবং তাৎপর্য নিয়ে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। ব্রেনকে যদি মনে করেন একটি কালো বাক্সের মধ্যে আটকানো পদার্থ, তাহলে আমাদের বহির্জগতের সঙ্গে আমাদের মনের বা অন্তর্জগতের সংযোগের একটা যুক্তিগ্রাহ‍্য ব‍্যাখ‍্যা চাই। 
    সেই ব্যাপারটা আমার মনে হয় না খুব সহজ বা intuitive । অন্তত আমি যেটুকু এ বিষয়ে পড়ে দেখেছি। 
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩১544698
  • "আপনি চোখ বুজে দুমিনিট ভাবুন না ছেলেবেলার কথা। নদীর ধার, হাওয়া দিচ্ছে, সবুজ গাছের তলায় আপনি লাল বল হাতে বসে আছেন। আপনার পায়ের কাছে বাদামি কুকুর খেলা করছে। পুরো দৃশ্যটা আপনার চোখে ভেসে উঠবে। রঙটঙ সমেত। এখানে আলো কোত্থেকে এল ?"
     
    এখানে "আলো কোথ্থেকে এল?" সেইটাই প্রশ্ন।কৌতূহল ও বলতে পারেন। এখন এ "আলো" physical object নয়। একজন যেমন লিখেছেন মস্তিষ্ক এর উৎস।  
     
  • :/ | 38.128.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:০৯544697
  • তাহলে স্বপ্নে কোত্থেকে আলো আসে এ বিস্ময়ের অর্থ কি? আপনি চোখ বুজে দুমিনিট ভাবুন না ছেলেবেলার কথা। নদীর ধার, হাওয়া দিচ্ছে, সবুজ গাছের তলায় আপনি লাল বল হাতে বসে আছেন। আপনার পায়ের কাছে বাদামি কুকুর খেলা করছে। পুরো দৃশ্যটা আপনার চোখে ভেসে উঠবে। রঙটঙ সমেত। এখানে আলো কোত্থেকে এল ?
     
    ইভেন আপনার যদি এরকম কোনো স্মৃতি নাও থাকে, তাও জাস্ট প্রম্পটের সাহাজ্যে আপনি পুরো দৃশ্যটা কল্পনা করে ফেলতে পারবেন। যারা বইটই পড়ে, তারাও তাই করে। ফলে কেকের যে দাবী বা ভারতীয় দর্শনের যে দাবি, স্বপ্ন অন্য একটি রিয়েলিটি, সেটা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। 
     
    লোকে যখন বিলিতি উপন্যাস পড়ে আহাউহু করে সেটা বিলেত নামক অন্য বাস্তবটি এক্সিট করার প্রমান নয়, স্রেফ লেখকের কল্পনার কৃতিত্ব।
  • লাবুবু | 103.59.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০১:৩৬544696
  • স্বপ্নে আলো লাগে না।কারণ দেখা মানে আলো নয়।
    দেখা মানে স্নায়ু সক্রিয়তা।মস্তিষ্ক নিজেই উৎস।
    অবস্থা বদলায় মাত্র। দেখার নিয়ম বদলায়।
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০১:১৫544695
  • Visual cortex হবে। 
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০১:১১544694
  • "কিছু দেখতে গেলে আলো চাই এরকম হাস্যকর দাবী কোথায় পেলেন? অপটিক নার্ভ থেকে ব্রেন পর্যন্ত কোথায় বাল্ব ফিট করা আছে জানাবেন? স্বপ্নটপ্ন পরের কথা মশাই"
     
    আরে "দেখতে গেলে" বলা হচ্ছে তো! 
     
    দেখুন আপনার যা পয়েন্ট যে রেটিনা থেকে অপটিকাল cortex অবধি আলোর সোর্স আবার কি, সেই একই বক্তব্য আমারও।  
     
    সেই কথাটাই আমি লিখতে চাইলাম, হয়ত ঠিকমতন বোঝানো যায়নি। 
  • :/ | 161.35.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:৫৭544693
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:৩৩544691
    :/, আমি কিন্তু ইমেজ নিয়ে লিখিনি।  
     
    অরিন | ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩544683
    "সত্যি বলতে, ঘুমের মধ্যে দেখা স্বপ্ন গুলো নিয়ে"
     
    কিছু দেখতে গেলে তো আলো চাই, তাই না? স্বপ্নের মধ্যে যা কিছু দেখেন, তার আলোর উৎস কোথায়?
     
    আপনি আগে প্রশ্নটা ঠিক করে ফর্মুলেট করুন। আপনি যে হাঁচি-টিকটিকি সবকিছু বিজ্ঞানের আওতায় ফেলতে চান, তার গোড়ায় গলদ হচ্ছে আপনার প্রশ্নগুলোই বৈজ্ঞানিক নয়। কিছু দেখতে গেলে আলো চাই এরকম হাস্যকর দাবী কোথায় পেলেন? অপটিক নার্ভ থেকে ব্রেন পর্যন্ত কোথায় বাল্ব ফিট করা আছে জানাবেন? স্বপ্নটপ্ন পরের কথা মশাই।
  • Hamza | 2400:adc7:110f:c000:557d:7d57:d14e:***:*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:৩৫544692
  • White Centre Fabrics always delivers premium-quality fabrics with elegant designs. Excellent texture, rich colors, and reliable service—perfect for modern and traditional wear. Highly recommended for anyone looking for quality fabrics
  • অরিন | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:৩৩544691
  • :/, আমি কিন্তু ইমেজ নিয়ে লিখিনি।  
     
    স্বপ্নের মধ‍্যে মানুষ আলো দেখে, সেই আলোর উৎস এবং তাৎপর্য নিয়ে লিখেছিলাম। বিষয়টি কিন্তু খুব trivial নয়, এই নিয়ে নানারকমের অভিমত এবং গবেষণা আছে। 
     
  • নিননিছা | 169.38.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:১৭544690
  • তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু।
    আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু।

    তোমার মতই তোমার ভুবন
    চির পূর্ণ, হে নারায়ণ!
    দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দুঃখ প্রভু।

    ঝরে যে ফল ধূলায় জানি, হয় না তাহা (কভু) হারা,
    ঐ ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা —
    তারা হয় না কভু হারা।
    হারালো ও মোর প্রিয় যারা,
    তোমার কাছে আছে তারা;
    আমার কাছে নাই তাহারা — হারায়নিক’ তবু। 
     
    .... নজরুল 
  • শ্রীমল্লার বলছি | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:১২544689
  • kk | 103.218.***.*** | ২৭ ডিসেম্বর ২০২৫ ০০:০৪54468
    • "এই দুনিয়ায় কোনো কিছুই ফিরে যায়না, তারা জাস্ট অন্য ফর্মে থাকে।" 
    বড় মূল্যবান কথা৷ ভাল লাগল দেখে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত