এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৯544148
  • কৌতূহলী | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯
     
    • "এই গানটা পুলক বন্দ্যোপাধায়ের লেখা , মান্না দে আর নচিকেতা ঘোষ দুই দিকপাল গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়কে লড়িয়ে দিতেন কে কত চমৎকার গীতরচনা করতে পারেন। তাঁরই ফসল , '' যদি কাগজে লেখো নাম'' , '' আমার ভালবাসার রাজপ্রাসাদে'' এসব সোনার ধান। আহা , গানগুলো শুনলে আবেগবিহ্বল হয়ে পড়ি। 
       
      আর গুরুতে বিষয়ভিত্তিক চমৎকার চমৎকার পুরনো টই আছে। আমি গুরুতে বিভিন্ন বিষয়ের অপর পুরনো টইগুলো পড়ি । পুরো গ্রীসের এথেন্স নগরী মনে হয়। টই পড়ে যে কত কিছু জানতে পেরেছি , শুধু তথ্য নয় , বিভিন্ন ইন্টারেস্টিং আর্গুমেন্ট। আর তাঁর সাথে পারস্পরিক খোঁচা আর সেন্স অব হিউমার তো আছেই।" 
     
    একেবারেই কৌতূহলী! এইসমস্ত গান আসলেই আমার বড় প্রিয়, আরও অনেকের মতোই। আর টইপত্তরের কথা কী আর বলব! জানছিশিখছিবুঝছি... 
  • wsj 2023 article | 167.88.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭544147
  • Epstein arranged several meetings in 2015 and 2016 with Mr. Chomsky, while he was a professor at the Massachusetts Institute of Technology.
    When asked about his relationship with Epstein, Mr. Chomsky replied in an email: “First response is that it is none of your business. Or anyone’s. Second is that I knew him and we met occasionally.”
    In March 2015, Epstein scheduled a gathering with Mr. Chomsky and Harvard University professor Martin Nowak and other academics, according to the documents. Mr. Chomsky said they had several meetings at Mr. Nowak’s research institute to discuss neuroscience and other topics.
    Two months later, Epstein planned to fly with Mr. Chomsky and his wife to have dinner with them and movie director Woody Allen and his wife, Soon-Yi Previn, the documents show.
    “If there was a flight, which I doubt, it would have been from Boston to New York, 30 minutes,” Mr. Chomsky said. “I’m unaware of the principle that requires that I inform you about an evening spent with a great artist.” 
    Epstein donated at least $850,000 to MIT between 2002 and 2017, and more than $9.1 million to Harvard from 1998 to 2008, the schools have said. In 2021, Harvard said it was sanctioning Mr. Nowak for violating university policies in his dealings with Epstein, and was shutting a research center he ran that Epstein had funded. MIT said it was inappropriate to accept Epstein’s gifts, and that it later donated $850,000 to nonprofits supporting survivors of sexual abuse. 
    In a 2020 interview with the “dunc tank” podcast, Mr. Chomsky said that people he considered worse than Epstein had donated to MIT. He didn’t mention any of his meetings with Epstein.

    Noam Chomsky, a professor and political activist, said he discussed political and academic topics when meeting with Epstein.
    Mr. Chomsky told the Journal that at the time of his meetings “what was known about Jeffrey Epstein was that he had been convicted of a crime and had served his sentence. According to U.S. laws and norms, that yields a clean slate.”
    MIT said lawyers investigating its ties to Epstein didn’t find that Mr. Chomsky met with Epstein on its campus or received funding from him. Harvard declined to comment beyond the report it published on its Epstein ties in 2020.
  • দ্রি | 2409:408c:2d90:1732:2866:714f:b974:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৫544146
    • ? | 46.***.*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪১544081
    • হানু স্যার, এই ছবিটি নিয়ে কিছু বলবেন? ইন্টারন্যাশন্যাল লেফটের জন্যে একটি এলিজি আশা করছি।
       
    এই দুজনের মধ্যে কমন যেটা সেটা হল দুজনের নামই এপস্টাইন ফাইলে পাওয়া গেছে। 
  • দ্রি | 2409:408c:2d90:1732:2866:714f:b974:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:১১544145
  •  
    • বোদাগু | 103.98.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫544133
    • @dc , ভুলে গেছিলাম, আইরিশ ইমিগ্রান্ট আর ইস্ট লন্ডনের আদি বাসিন্দাদের প্রথম রেকর্ডেড রায়ট 1735 এ . অত এব ব্রেক্সিট সেন্টিমেন্ট আজকের কথা না। মাঝে থ্যাচার আমলে ম্যানুফাকচারিং কে শেষ করা হয়। তারপরে সে ই চাপে, লেবার মুভমেন্টে অনেকে ই আসে, তীর মধ্যে , নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের পাকিস্তানি অভিবাসী  শ্রমিক রা বা বাংলাদেশী sailor রা বা south hall এর শিখ সিটি ওয়ার্কার রা। 
      ইরাক যুদ্ধের শেষে লেবার আবার ভেঙে যায় , কারণ যুদ্ধের চক্রান্তকারী নি উ লেবার কে অনেকের পক্ষে ই বিশ্বাস করা সম্ভব ছিল না। এর পরে ক্রেডিট ক্রা ই সিস 2009 , greek debt crisis, কড়া সোশাল সিকি উরিটি কমানোর পালা আসে , তখন লেবারে নতুন নেতৃত্ব আসে , কোরবিন বেসিকালি সিটি ওয়ার্কার দের নেতা, যারা লেবারের ট্রাডিশনাল.ম্যানুফাকচারিং বেল্টের বা ইরে। এর পরে ব্রেক্সিট, এবং তার চলমান ডিসাস্টার। অনেক কিছুর মতো এ বিষয়ে ও আমার একটি পোবোন্দ আছে , অথচ মুখ ফুটে কোনোদিন কোন পোচার করিনি;-))))))
     
    আরে হানুদা যে! গ্রিটিংস! 
  • . | 194.56.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২০544144
  • যথারীতি ব্লক করে দিয়েছে। আইপি অ্যাড্রেস ধরে ধরে ব্লক করছে।
  • . | 194.56.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬544143
  • আমার এখানে স্যাংশানের কারণে রুশ সাইটে ঢোকা প্রায় অসম্ভব। সব ব্লক করে দেয় একটু টের পেলেই।
  • sndg | 103.244.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১544142
  • gosuslugi সাইটে রেজিস্টার করতে হচ্ছে। আর পাসপোর্ট সাইটেও লগ ইন করতে হচ্ছে myloft এ ঢুকতে গেলে।  কিন্তু, নতুন রেজিস্টার করার পদ্ধতিতে কিছুদূর গিয়ে আর হচ্ছে না। 
  • Manali Moulik | 2401:4900:7310:6aff:e54e:204e:2fcf:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০544141
  • ১৬৪২ খ্রিষ্টাব্দে প‍্যারাসেলসাসের পুঁথি তৎকালীন অ‍্যালকেমিষ্টগণ হাতে কপি করেছেন। কারণ ক‍্যাথোলিক চার্চ যেকোনো ধরণের অতিপ্রাকৃত ক্রিয়াকলাপ, উইচক্রাফট্, ডেমোনোলজি ইত‍্যাদি নিষিদ্ধ করে দিয়েছে। তাই ছাপাখানায় এসবের প্রয়োগ চলবে না। আচ্ছা এই 'ডেমোনোলজি' বিষয়টা বা নিম্ফ, সিলাম্ফ, পিগমি, ভালকানের বর্ণনা কি নেহাৎ অ‍্যালকেমির মতোই পাগলামি? নাকি রহস‍্য আছে কিছু?
  • sndg | 103.244.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮544140
  • একটাও পত্রিকা খুলতে পারা গেছে ? ডাউনলোড হচ্ছে? লগ ইন তো লাগারই কথা, কোন লগিন থেকে পত্রিকা খুলে দেখা অবধি যাওয়া যাচ্ছে সেটাই জানার।
    খবরটা পড়তে তো পেরেইছি। 
  • . | 194.56.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭544139
  • https://www.myloft.xyz/ এর সাহায্যে ঢুকতে বলছে।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪544138
  • বিদেশেও লেফট এবং সোশ্যাল ডেমোক্রাটরা ইমিগ্রান্ট বিরোধী ন্যারেটিভকে সমর্থন করছে এটা জেনে খুবই হতাশ হলাম। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯544137
  • @বোদাগু বাবু , তানভীর মোকাম্মেল এর মতুয়াদের ওপর ডক্যুমেন্টরিটাই কি সীমান্তরেখা , যেটা পাপাঙ্গুলবাবু ওপরে দিয়েছেন? এটার সন্ধান দিয়ে খুব উপকার করলেন , আপনাদের অনেক ধন্যবাদ। 
    মতুয়া বা নমঃশূদ্রদের ওপর কিছু কাজ হয়েছে , কিন্তু সেগুলো ১৯৪৭  এর আগের। আমি ১৯৪৭ এর পরের দেশভাগের বলি হওয়া মতুয়াদের এবং তাঁদের নাগরিকত্বের সমস্যা নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী। আপনি অনেক মেটেরিয়াল সাজেস্ট করেছিলেন ভাটিয়ালিতে , সবকটা দেখা হয়নি অবশ্য , তবে কপি করে রাখা আছে। 
     
    @শ্রীমল্লারবলছি , 
    এই গানটা পুলক বন্দ্যোপাধায়ের লেখা , মান্না দে আর নচিকেতা ঘোষ দুই দিকপাল গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়কে লড়িয়ে দিতেন কে কত চমৎকার গীতরচনা করতে পারেন। তাঁরই ফসল , '' যদি কাগজে লেখো নাম'' , '' আমার ভালবাসার রাজপ্রাসাদে'' এসব সোনার ধান। আহা , গানগুলো শুনলে আবেগবিহ্বল হয়ে পড়ি। 
     
    আর গুরুতে বিষয়ভিত্তিক চমৎকার চমৎকার পুরনো টই আছে। আমি গুরুতে বিভিন্ন বিষয়ের অপর পুরনো টইগুলো পড়ি । পুরো গ্রীসের এথেন্স নগরী মনে হয়। টই পড়ে যে কত কিছু জানতে পেরেছি , শুধু তথ্য নয় , বিভিন্ন ইন্টারেস্টিং আর্গুমেন্ট। আর তাঁর সাথে পারস্পরিক খোঁচা আর সেন্স অব হিউমার তো আছেই। 
     
     
  • . | 194.56.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮544136
  • সোমনাথ,
    দিব্যি ঢোকা যাচ্ছে তো। এই দ্যাখ। তবে লগিন অপশন একটা রয়েছে কেন বুঝছি না।
  • sndg | 103.244.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩544135
  • https://www.rsl.ru/ru/all-news/soviet-woman
     
    টেকনলজি জানা লোকজন একটু দেখবেন এটা অ্যাকসেস করার কী উপায়? ১২ জানুয়ারি অবধি সময় আছে। ১৯৪৫  থেকে ১৯৯১ সোভিয়েত নারী পত্রিকার ইংরেজি ভার্সান পুরোটা অ্যাকসেস করা যাবে বলছে। ডাউনলোড করা যাচ্ছে কিনা, বা অন্তত পুরো পাতা ধরে ধরে স্ক্রিনশট নেওয়া যাবে কিনা। 
     
    কল্পতরুদা, অরিনদা ও অন্যান্যরা 
  • dc | 2401:4900:7b81:dc72:b175:84a2:6289:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭544134
  • খ দা এসব ইতিহাস তো আছেই। আমার সবচেয়ে মজা লাগে এটা ভেবে, যে এখন প্রায় পুরো য়ুরোপ জুড়ে একটা অ্যান্টি ইমিগ্রেশান মনোভাব তৈরি হয়েছে, এমনকি নর্মাল চিন্তাধারার লোকেরাও (অর্থাত রাইট উইং নয়) নানাভাবে এসব জাস্টিফাই করছে বা অ্যাপোলজিয়া নামাচ্ছে, অথচ খুব কম লোকই স্বীকার করে যে এতো রিফিউজি ক্রাইসিস তৈরি হলো কেন। য়ুরোপ আর আমেরিকা নিজেদের স্বার্থে পুরো সিরিয়া, লিবিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকার কতোগুলো রিজিয়ন ডিস্টেবিলাইজ করলো, সে নিয়ে তেমন কোন আলোচনা হয়না। কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম, দি আমেরিকান ডার্ট। সেই বইটা ধরে ধরে এদের পড়াতে ইচ্ছে করে :-) 
     
    আর পোবোন্দটির লিংক দেবেন। 
  • বোদাগু | 103.98.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫544133
  • @dc , ভুলে গেছিলাম, আইরিশ ইমিগ্রান্ট আর ইস্ট লন্ডনের আদি বাসিন্দাদের প্রথম রেকর্ডেড রায়ট 1735 এ . অত এব ব্রেক্সিট সেন্টিমেন্ট আজকের কথা না। মাঝে থ্যাচার আমলে ম্যানুফাকচারিং কে শেষ করা হয়। তারপরে সে ই চাপে, লেবার মুভমেন্টে অনেকে ই আসে, তীর মধ্যে , নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের পাকিস্তানি অভিবাসী  শ্রমিক রা বা বাংলাদেশী sailor রা বা south hall এর শিখ সিটি ওয়ার্কার রা। 
    ইরাক যুদ্ধের শেষে লেবার আবার ভেঙে যায় , কারণ যুদ্ধের চক্রান্তকারী নি উ লেবার কে অনেকের পক্ষে ই বিশ্বাস করা সম্ভব ছিল না। এর পরে ক্রেডিট ক্রা ই সিস 2009 , greek debt crisis, কড়া সোশাল সিকি উরিটি কমানোর পালা আসে , তখন লেবারে নতুন নেতৃত্ব আসে , কোরবিন বেসিকালি সিটি ওয়ার্কার দের নেতা, যারা লেবারের ট্রাডিশনাল.ম্যানুফাকচারিং বেল্টের বা ইরে। এর পরে ব্রেক্সিট, এবং তার চলমান ডিসাস্টার। অনেক কিছুর মতো এ বিষয়ে ও আমার একটি পোবোন্দ আছে , অথচ মুখ ফুটে কোনোদিন কোন পোচার করিনি;-))))))
  • . | ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৩544132
  • kk | 2405:201:8004:207e:4f2:afec:d48b:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬
    ডিট্টো
  • শ্রীমল্লার বলছি | ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩১544130
  • সকাল সকাল চোখের জল ফেলতে কার ভাল লাগে? কিন্তু এখন যদি মনে করি, এমন এক গান শুনব যা আমাকে কাঁদাবেই, কিন্তু আমি কাঁদব না সেইসময়ে। মানে, সেই অনুভূতিটাকে আটকে দেব। সেই ক্ষমতা আছে। কিন্তু ভেবে দেখলাম, কান্নাটাকে যদি থামিয়ে দিই, তাহলে তো আর গানের হাত ধ'রে হাঁটতে পারলাম না। গানের অতলকে স্পর্শও করতে পারলাম না, নিজের মতো ক'রে! তাই শেষমেশ কেঁদে ফেলার রাস্তাই বেছে নিলাম। এই সেই গান—
     
  • %% | 2406:7400:10c:a293:e9a6:403c:3f21:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৮544129
  • কেকে কে সেকেন্ড করে গেলাম। 
     
    তনভীর মোকাম্মেলের এই ডকুটা আগে দেখেছিলাম। খুবই ভাল। একজায়গায় ইমানুলদাও আছে। সময় থাকলে দেখতে পারেন -
     
  • kk | 2405:201:8004:207e:4f2:afec:d48b:***:*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬544128
  • ন'বছর আগেকার কোনো এক অক্টোবরের পুণ্যদিনে করা দীপ্তেনদা'র সেই উক্তিটির কথা খুব মনে পড়ছে। তুলে দিয়ে যাই -- 
    "আর লজ্জায় আমি একেবারে মুহ্যমান হয়ে থাকি।

    আপনেরা কতো সব ভারী ভারী খটমটে বই পড়েন, অদ্ভুত নামের খাবার খান, উচ্চারনের অযোগ্য অসুখ বাঁধান,দুর্বোধ্য যায়গায় বেড়াতে যান।

    আমার কিসুই হোলো না।সকলই ফুরায়ে যায় ।"
  • বোদাগু | 103.98.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৯544127
  • dc | 2402:e280:2141:1e8:24ef:524:6ea1:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:১৯544124
     
    ইইরোপে নানা দেশে ইমিগ্রেশন বিরোধী টাইম লাইনটা আলাদা, কখনো কখনো গ্রুপ টার্গটেড। ফ্রান্সের ক্ষেত্রে যেমন বিচিত্র  হল, আলজিরিয়ানদের প্রচুর সরকারি বেসরকারি হেট ক্রা ইম সহ্য করতে হয়েছে, যখনি তাদের দেশে স্বাধীনতা আন্দোলন চলেছে। আবার 60s থেকে ই বা বিশেষতঃ mid 70s থেকে প্রচুর প্যালেস্টিনিয়ান সলিডারিটি র গল্প, সার্ত্র দের ডাকা কনফারেন্সে এডওয়ার্ড  সা ইদের প্রথম বার যাওয়া, সাইদের কলমে  ই লিপিবদ্ধ আছে। এমনকি 98 এর অসলো এগ্রিমেন্ট এর পরের হতাশা,  হামাসের উত্থানের পরে ও এই সলিডারিটি প্রথমে থামে নি। আমি একদা গুরুর পাতাতে ই একদা প্রোটেস্ট মার্চে বোকা বোকা আটকে পড়ার গপ্প লিখেছিলাম। 
    বিলেতের ক্ষেত্রে , 1840s থেকে irish immigrant দের বিরুদ্ধে,  1870 -1890 এর সময়ে heugenot french দের, jewish দের বিরুদ্ধে tabloid frenzy ছিল। 1920s এবং 1930 s এ zionism বিরোধী jewish communist intellectual immigrant দের বিরুদ্ধে ব্রিটিশ ফাসিস্ট রা কুখ্যাত কেবল স্ট্রীট ফা ইট করেছিল, 1937 এ, 1950s , ক্যারিবিয়ান কনজারভেটিভ রা যারা নিজেদের দশে স্বাধীনতা আন্দোলন এর বিপক্ষে ছিল,তারা বিলেতে এসে প্রচুর গাল খায়। তখন ই ব্রিস্টলের লেবার ইউনিয়ন ইমিগ্রেশন বিরোধী অবস্থান নেয়। 1968 এ উগান্ডা আর east africa থেকে আসা ইমিগ্রান্ট দের বিরুদ্ধে enoch powell বড় স্পীচ দেন। তারপরে ধর ফারুখ ঢোন্ডি বা হানিফ কুরেইশির গল্প গুলোর asian experience লিপিবদ্ধ হয, আবার ira bombing গুলো হবার সময় দিয়ে সাংঘাতিক irish বিরোধিতা শুরু হয়।  1980s থেকে রায়ট থামানোর জন্য নটিং হিল ফেস্টিভাল শুরু হয়. Islamophobia , anti semitism, anti carribean black, anti irish xenopheobia ,  সব ই পাশাপাশি চলেছে। ওদের যেমন হয় একেকটা ফুটবল একেকটায়  স্পেশালিস্ট। 2001 পরবর্তী ইসলামোফোবিয়াটা নতুন ফর্ম। তার আগে মধ্যপ্রাচ্যের সেকুলার রেজিম ভাঙার জন্য সরকার ই বিচিত্র সব ফান্ডামেন্টালিস্ট দের আসা ইলাম দেয়। ইত্যাদি। বিচিত্র সালা। :-))))) সিন্ধু বলে একটা লোকের এই বিষয়ে ভালো সোশাল.হিস্টরির ব ই আছে দেখতে পারো।
  • বোদাগু | 103.98.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৭544126
  • @কৌতূহলী মনে পড়ল যে মতুয়া দের নিয়ে তানভীর মোকাম্মেল এর ডকুমেন্টারি আছে , ফুল লেঙ্থ কিনা মনে নেই। এমনিতে উনি যোগেন মণ্ডল এর উপরৃ ফিল্ম বানানোর জন্য ক্রাউড ফান্ডিং আহবান করে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। ওঁর ফেসবুক পেজ দেখতে পারেন।
  • শ্রীমল্লার বলছি | ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০৯544125
    • গুরুতে কত কত বছর আগে কত কত ভালো ভালো বিষয়ে কত কত চমৎকার টই খোলা রয়েছে! অল্প অল্প ক'রে বুকমার্ক ক'রে রাখছি। সময় নিয়ে পড়া যাবে। smiley
  • dc | 2402:e280:2141:1e8:24ef:524:6ea1:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:১৯544124
  • খ দা, একদম একমত। আর ইমিগ্রেশান নিয়ে য়ুরোপে যে বিতর্ক শুরু হয়েছে, ভারি অদ্ভুত ব্যাপার হলো সেখানে রাইট উইং যেমন ইমিগ্রেশান বিরোধিতা করছে সেরকমই সোশ্যালিস্ট বা লেফট উইং লিডাররাও বিরোধিতা করছে। কি অদ্ভুত পরিহাস!   
  • Manali Moulik | 2401:4900:7330:6b5f:c897:a182:2f24:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:২৬544123
  • @ বোদাগু, হেইডাই তো ট্রাম্পদাদুর লাইন। ২০১৬ তে হিলারি ক্লিনটন আর এবারে কমলা হ‍্যারিস উভয়ের পরাজয়ের একটা কারণ এই ইমিগ্রেশন আর ইকোনমিক লাইন। অভিবাসন নীতি দিয়ে 'মাগা' প্রচার করাটা ওনার কাজে দিয়েছে।
     
    হ‍্যাঁ, চে আর ফিদেলের এই বিষয়ের উপর মানে কিউবা বিপ্লবের রণনীতির উপর কাস্ত্রোর নিজের লেখা একটা বই আছে 'দ‍্য স্ট্র‍্যাটেজিক ওয়ার'। বিস্তর ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে - টুঝিয়ে লেখা। সঙ্গে রেজিও দ্র‍্যেবে আর কারলোস মারিঘেল্লা এ নিয়ে বিখ‍্যাত। 
  • Ranjan Roy | ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:১৮544122
  • মানালি মৌলিক ও পারসেন্টেজ
    দুজনকেই ধন্যবাদ।
     
    বইটা পড়ব।
    সত্তরের গোড়ায় ফিদেল ও চে কে নিয়ে দুটো পয়েন্টে বিতর্ক ছিল।
     
    এক, একটি বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জে সমাজতন্ত্র কীডাবে সফল হতে পারে?
    দুই, ওনাদের গেরিলা যুদ্ধের রণনীতিগত লাইন -- ফোকুইসিমোইস-বা ছোট ছোট ভ্রাম্যমাণ গেরিলা ব্যাণ্ড ---আদৌ অন্যদেশে প্রযোজ্য কিনা।
  • বোদাগু | 103.98.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫544121
  • নর্থ ইউরোপে এবং নব্য ইস্ট ইউরোপে একই ট্রেন্ড, সোশালিজম ফর specific nation এ কেউ আপত্তি করছে না। ইমিগ্রেশন আর মুসলমান কমাতে চায় শুধু। আমাদের দেশের এনটাইটেলমেন্ট কমানোর নানা কল,  ব্রাউন অন ব্রাউন আপারথাইড খুবই ইউনিক, অজুহাত অবশ্যই মেরিটোক্রাসি এবং নাড়ুদা :-))))
  • বোদাগু | 103.98.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯544120
  • dc | 171.79.***.*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৭
     
    আমার একটা পর্যবেক্ষন আছে জানো। আমার সামান্য পেনশন আর হেল্থ ইনসিওরাম্স প্রোডাক্ট ডেটা (আডোপশন ডেটা নয় :-) )ঘাঁটাঘাঁটি করার সুযোগ হয়েছিল। তো আমি যেটা দেখছিলাম, ধরো ওবামার হেল্থ ইনসিওরান্স এর যে কন্ট্রোলড মার্কেট প্রস্তাব, এবং ধর 401k এর বুরোক্রাসির কস্ট কাটিং এগুলি ধর ছোট স্টেটগুলোতে বেশি আকটিভ। অত এব সেখানে white working class একটা মাইগ্রেশন সম্ভবত হচ্ছে এরকম টুকরো খবর পাচ্ছিলাম। এটা ধর 2013-2020. বড় কোস্টাল মার্কেটে বিতর্ক বেশি এবং এটা মনে করার লোক বেশি কালোরা আর হিস্পানিকরা সব লিয়ে লিল। নর্থ এবং ইস্ট ইউরোপের ট্রেন্ড যদি দেখো, সেখানেও দেখবে সোশাল সার্ভিস যে লোকে চায় না তা না, তবে immigration কমিয়ে, জাতি ইত্যাদি ক্যাটিগোরিতে ধীরে ধীরে এক্সক্লুসিভ করতে চায়। অত এব আমার স্পেকুলশন হল, জাতি রাষ্ট্রে ফিস্কাল স্পেন্ডিং বাড়লে, বাড়বে উইথ এম্ফাসিস অন জাতি।
  • %% | 2406:7400:10c:a293:706e:6bc7:3656:***:*** | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬544119
  • দেবাঞ্জন, স্নিপিং টুল দিয়ে টেবলের ছবি তুলে এখানে দিন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত