এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ১৪ জুন ২০২৫ ০৭:২৬539265
  • এটা আমার এক বাংলাদেশী মুসলিম বন্ধুর পোস্ট। ধর্মান্ধতা মানুষকে অমানুষ বানায় সেটারই এক নিদর্শন।
    -------------
    ভারতে আহমেদাবাদ বিমানবন্দরে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনায় বিমানের ১ জন যাত্রী বাদে সবাই মারা গিয়েছেন। বিমানটি যেই ডাক্তারদের হোস্টেলের উপর ভেঙে পড়েছে সেখানের ৬০ জন হাসপাতালে। ভারতের ইতিহাসে এত বড় দুর্ঘটনা এর আগে ঘটেছিলো দিল্লীতে, ১৯৯৬ সালে, ২ বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩৪৯ জন।

    আজকের এই দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানানো ছাড়া আর কিছুই করার নেই আমাদের। কিন্তু, অত্যন্ত দু:খের সাথে আবারো লক্ষ্য করলাম বাংলাদেশের তৌহিদী জনতা উল্লাসে ফেটে পড়েছে। যেহেতু দেশটার নাম ভারত, তাই সেই দেশের কারো পায়ে কাঁটা ফুটলেও এদের আনন্দ লাগে। আর এতজন বে/ধ/র্মীর একসাথে মৃত্যু নিশ্চিতভাবেই ঐসব উগ্র স/ন্ত্রা/সীদের মনে আনন্দের রশদ জোগাবে। 

    আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার জন্ম মু/স/লি/ম পরিবারে। এর জন্য আমি লজ্জিত। আমার জন্য সবচেয়ে অপমানজনক বিষয় এটাই। আমাকে অনেকেই মাঝেমধ্যে গালাগালি করে থাকে। গালিবাজ ভাইদের প্রতি আমার অনুরোধ যা খুশি গালি দেন, আমি হজম করে নেবো। কিন্তু দয়া করে আমাকে 'মু/স/লি/ম' বলে গালি দিবেন না। পৃথিবীতে এর থেকে খারাপ গালি আর কিছু হতে পারেনা।

    না পৃথিবীর সব মু'স'ল'মান খারাপ না। তারা খারাপ না, কারণ তারা অ''জ্ঞ মু/সলি/ম। তারা কোরান হাদিস জানেনা। কোরান হাদিস নিজ ভাষায় পড়ে, বুঝেও কোন মু/স/লিম যদি জ/ঙ্গি না হয়- তার মানে সে আসলে না/স্তি/ক। সমাজের চাপে আর ভয়ে মু/স/লি/ম সেজে আছে।

    আজ তারা মানুষের মৃ/ত্যুতে 'আলহামদুলিল্লাহ' পড়ছে। তাদেরকে আপনি সভ্য করতে পারবেন না, মানবিক করতে পারবেন না, ভদ্রতা-সভ্যতা-নম্রতা-উদারতা-বিনয় শেখাতে পারবেন না। তারা কোরান হাদিস খুলে আপনাকে শিখিয়ে দিবে- তারা যেটা করেছে সেটাই ঠিক। কোন বে/ধ/র্মীর মৃ''ত্যুতে শোক প্রকাশ করা জায়েজ নেই- এটাই তো শান্তির ধর্মের শিক্ষা।

    তবে এসব জ/ঙ্গিদের প্রতি মানবতা দেখানো বেধর্মী/না'স্তি'ক আম-বাম-লিবারেলদের বলছি- নিশ্চিত থাকেন আপনাদের মৃত্যুতেও তারা আলহামদুলিল্লাহ পড়বে। একটা 'শাহবাগী' কমলো বলে আনন্দ উল্লাস করবে। এটাই ই''স''লাম। এটাই ই'স'লা'মের সৌন্দর্য।

    #সংগৃহীত!!
  • PRABIRJIT SARKAR | ১৪ জুন ২০২৫ ০৭:২৫539264
  • ইরান জবাব দিচ্ছে। আয়রন ডোম ভেদ করে মিসাইল আছড়ে পড়ছে। ট্রাম্প উস্কায়। তৃতীয় বিশ্ব যুদ্ধ লাগবার পরিস্থিতি।
  • MP | 2409:4060:2ece:3cd0:dd4a:e11b:58b9:***:*** | ১৪ জুন ২০২৫ ০৭:১০539263
  • ইরানে যে জায়নবাদী আগ্রাসন হয়েছে তাতে আমি ভীষণই দুঃখিত l নিন্দা করবার ভাষা নেই l আমার পরিচিত এক কবি ভদ্রলোক আছেন তাবরিজ শহরে , যে শহর মওলানা রুমীর স্মৃতিবিজড়িত l উনি লিখে পাঠিয়েছেন টেলিগ্রামে যে ওনার শহর আক্রান্ত l রুমীর স্মৃতিবিজড়িত সব সৌধের উপরে জায়নবাদী রকেট আছড়ে পড়ছে l একজন তরুণী কবির মৃত্যুও হয়েছে l পার্নিয়া ছিল কিশোরী কবির নাম l জায়নবাদীরা মওলানা রুমী কেও ছাড়ছেনা l আমাকে ছাগু বোলে যতখুশী গালি দিন প্লিজ আজকে আমার অবস্থা ভাবুন l রুমীর শহরে এই জায়নবাদী আগ্রাসনের নিন্দা করুন প্লিজ আপনারা যারা প্রবাসী আছেন l  https://x.com/arash_tehran/status/1933568772524142731?t=R7Hvc4-AYxTL1scSI6cE5A&s=19
  • জনৈক | 2a09:bac5:411f:11c3::1c5:***:*** | ১৩ জুন ২০২৫ ২৩:৩১539262
  • শুধু ভাট নয়, যেকোনো টই কেউ খুল্লেই হল, সাথে সাথে ল্যা ল্যা করে দৌড়ে যাবে হাগতে।
  • জনৈক | 2a09:bac5:411f:11c3::1c5:***:*** | ১৩ জুন ২০২৫ ২৩:৩০539261
  • আমি একবার পেছনের পাতাগুলোয় চোখ বুলিয়ে দেখছিলাম। প্রত্যেক পাতায় প্রবীরজিতের  প্রায় ৮-৯টা করে পোস্ট। লোকটা কি খায়? এত হাগা হাগে কী করে রোজ সকাল বিকেল তাই ভাবি। আগে গাম্বাটটাকে দেখে হাসি পেত। এখন জাস্ট বিরক্তি লাগে। খালি মনে হয় একগাদা গোবর লেপ্টে আছে রাস্তার মাঝখানে। সবাই একে নিয়ে হাসাহাসি করে তবু এটেনশনের এমন লোভ, এঁটুলির মতো আটকে রয়েছে এই পাতায়। 
     
    আর কাজকর্ম নেই জীবনে? কাটুন না এবার গুরু ছেড়ে। 
  • syandi | 2401:4900:882a:87b3:a01a:52a6:4d2d:***:*** | ১৩ জুন ২০২৫ ২২:৫৭539260
  • ভাটিয়ালির পরিবেশ দিন দিন এত বিরক্তিকর হয়ে উঠছে যে ভাবা যায় না। পুরোনোদের অনেকেই আর আসেন না শুধুমাত্র এই কারণে। মাত্র গুটিকয় লোকের বিরক্তিকর অভ্যাসের জন্য ভাটের এই অবস্থা। আপনাদেরকে সবিনয় অনুরোধ আপনারা একটা ডেডিকেটেড টই খুলে নিয়ে সেখানে প্রাণ ভরে একে অপরকে গালাগালি করুন, বাপান্ত করুন। আর এখানে যারা আসেন তাঁদের  সবারই ইন্টারনেটের  একসেস আছে, প্রত্যেকে ইন্টারনেট ব্যবহারও জানেন। সুতরাং গুরু, চণ্ডাল নির্বিশেষে প্রত্যেকেই খবরাখবর রাখেন, তাই বহুল প্রচারিত দৈনিকের লিংক বা ফেসবুক গ্রূপের লিংক দেওয়াটা অপ্রয়োজনীয় redundant  
  • lcm | ১৩ জুন ২০২৫ ২২:২৮539259
  • এয়ার ইন্ডিয়ার ক্র্যাশকে এখনও কেউ টেরিরিস্ট অ্যাক্ট বলে নি, বা, সেরকম ইঙ্গিত দিয়েছে বলেও কোথাও দেখলাম না। (অবশ্য দুনিয়া জুড়ে এত খবর কোথায় কি বেরোচ্ছে ...)
    বোয়িং এর ড্রিমলাইনার মডেলের কোনো টেকনিক্যাল ইস্যু, এবং, এয়ার ইন্ডিয়ার মেইন্টেন্যান্স ইস্যু - মোটামুটি এর মধ্যেই অনুমান ঘোরাফেরা করছে, মেইনস্ট্রীম মিডিয়ায় ।
    ব্ল্যাক বক্সের কন্টেন্ট এখনও বেরোয় নি। তাতে হয়ত জানা যাবে।
  • kk | 172.56.***.*** | ১৩ জুন ২০২৫ ২২:১৬539258
  • "আমার মনে হয় এই লোকগুলো অ্যাটেনশান সিকিং সিনড্রোমে আক্রান্ত।" -- বিংগো! 
     
     "ক্লাসে টীচারের জিজ্ঞাসা করা প্রশ্নের প্রথম উত্তর (এবং ভুল উত্তর) দেওয়ার জন্য উচাটন হওয়ার বালখিল্য অভ্যাসটুকু এই পরিণত বয়স পর্যন্ত বজায় রেখেছে দেখে অবশ্য আনন্দ পাওয়া যায়। " -- ডাবল ক 
  • syandi | 2401:4900:882a:87b3:a01a:52a6:4d2d:***:*** | ১৩ জুন ২০২৫ ২২:০৩539257
  • প্রবীরবাবুর বক্তব্যটা ঠিক কি সেটা বুঝলাম না। ১২ জুন ২০২৫ ১৮:১৪- এর পোস্টে বলছেন নাশকতা, আবার  ১৩ জুন ২০২৫ ১৪:৫২- এর পোস্টে বোয়িং এর প্রযুক্তিগত সমস্যার দিকে ইঙ্গিত করেছেন। এখনো পর্যন্ত এই দুর্ঘটনাকে নাশকতা বলে কোন মিডিয়াতেই উল্লেখ করেনি, এমনকি গভর্নমেন্ট বা এয়ার ইন্ডিয়াও কিছু বলে নি। নাশকতার কল্পনা কি আপনার উর্বর মস্তিষ্কের ফসল? 

    আমি বুঝি না যে কোন দুর্ঘটনা,দাঙ্গা, টেররিস্ট অ্যাটাক ইত্যাদি টাইপের ঘটনা ঘটলেই এই ফোরামের কয়েকজন নিজের রাজনৈতিক মতের সুবিধানুযায়ী ঘটনাটিকে কাস্ট করে, মোল্ড করে সাত তাড়াতাড়ি আজেবাজে খবর (বা বলা ভাল গুজব) ছড়ান। একটু রয়ে সয়ে বক্তব্য পেশ করলে কি এমন ক্ষতি হয়?  আমার মনে হয় এই লোকগুলো অ্যাটেনশান সিকিং সিনড্রোমে আক্রান্ত।  একটু চমকদার খবর ছড়িয়ে বাহবা পেতে চায় বোধ হয়। ক্লাসে টীচারের জিজ্ঞাসা করা প্রশ্নের প্রথম উত্তর (এবং ভুল উত্তর) দেওয়ার জন্য উচাটন হওয়ার বালখিল্য অভ্যাসটুকু এই পরিণত বয়স পর্যন্ত বজায় রেখেছে দেখে অবশ্য আনন্দ পাওয়া যায়। 
  • ডেল্টা | 223.187.***.*** | ১৩ জুন ২০২৫ ২১:১২539256
  • দুটো ছাগল এখানে ঢুকে বড্ড জ্বালাচ্ছে ! শুধুই ফেসবুক থেকে কপি পেস্ট! যেন ফেসবুকের লেখা মানেই ঈশ্বরের বাণী! বলি অন্যত্র কি কাঁঠাল পাতার সাপ্লাই কমিয়া গিয়াছে! যেখানে ছাগলরা ঢুকবে সেখানটা নোংরা করবেই করবে! ছাগল দুটোর জ্বালায় ভাটিয়ালিতে যারা বেশ ভালো লিখতো তারা আসা বন্ধ করে দিয়েছে! ছাগুরা বিজ্ঞ লোক হয় সবাই জানে তাই যে কোনো টপিকে কথা বলুন দেখবেন বিজ্ঞ ছাগু মাঠে নেমে পড়েছে! 
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১৬:৩৪539255
  • ব্রিটেন সফরে ল্যাজেগোবরে ইউনূস! 'দেখা হবে না' বলে দিলেন প্রধানমন্ত্রী, জুতো-ডিম ছুড়লেন প্রতিবাদীরা।
     
    আমাদের পিসির এর চেয়ে ভাল অভিজ্ঞতা।
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১৪:৫২539253
  • বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ারইন্ডিয়ার যে বিমানটি ওড়ার পরই মাটিতে আছড়ে পড়েছে সেটি বিশ্ববিখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’। এই ড্রিমলাইনার ২০১১ সাল থেকে আকাশে উড়ছে। এর আগে একটিও এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়নি এটিকে। আহমেদাবাদেই প্রথম মৃত্যুস্পর্শ। তবে দুর্ঘটনার কবলে না পড়লেও এই ড্রিমলাইনার নিয়ে বিতর্ক বিস্তর। এই বিমানের সুরক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে অতীতে প্রশ্ন তুলেছেন বোয়িং সংস্থারই শীর্ষ আধিকারিক..
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১৩:১৩539252
  • তোর বাপের ভোঁদরে ঢুকেছে?
  • খ্যা খ্যা | 2405:8100:8000:5ca1::420:***:*** | ১৩ জুন ২০২৫ ১২:২০539251
  • থিকহেড ভোঁদড়টার মাথায় ভুলটা ঢোকেই নি।
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১২:০৫539250
  • আমি তো কারুর ভুল ধরিয়ে কিছু বলিনা। অনেকে লজ্জা পেয়ে নিজেই নিজেকে গালি দেয়। আমি সাড়া দি না। 
  • বোরিং হ্যাজ | 103.***.*** | ১৩ জুন ২০২৫ ১১:৩৬539249
  • ব্রেক নিন। বইপত্তর পড়ুন। উত্তেজনার বশে এরকম পোস্ট করে গালি খেতে কারোরই ভালো লাগার কথা নয়।
  • বোরিং হ্যাজ | 103.***.*** | ১৩ জুন ২০২৫ ১১:৩৫539248
  • She is currently the president of the World Freedom Alliance, whose website identifies her as “Professor Dolores Cahill” and links to her University College Dublin public profile. Like so many anti-lockdown groups that sprouted during the pandemic, her Alliance fetishizes freedom to the exclusion of public health.
     
    এদিকে UCD জানিয়ে দিয়েছে উক্ত প্রফেসর ক্যাহিলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। WHO এর সঙ্গেও নেই সেটা বোঝাই যাচ্ছে।
     
    না:, ওই নীচে যা যা বলেছে সেগুলো সত্যিই।
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১১:৩৪539247
  • আমি আগে জানতাম না। ভুল ধরিয়ে গালি দেবার জন্য কৃতজ্ঞ।
  • প্রবীরজিৎ | 2402:3a80:4304:c085:278:5634:1232:***:*** | ১৩ জুন ২০২৫ ১১:০০539244
  • আমি তো সবার আগেই পোস্ট করলাম। ট্রল গুলো সেগুলো না পড়ে আমার পিছনে লাগতে শুরু করল। এমন ও বলল এত গালি দি তাও পোস্ট করে যায়।
  • :|: | 172.56.***.*** | ১৩ জুন ২০২৫ ১০:১৫539243
  • দেখছেন যুদ্ধু লেগে গেছে এই কি নিজেদের মধ্যে ঝগড়া করার সময়? এখন একটু ঠান্ডা হয়ে বসে পরিস্থিতি পর্যালোচনা করুননা! 
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ১০:০২539242
  • মূঢ়্শ্বাপদসঙ্গমী আপদ 
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:7067:1d9f:47e5:479a:f9c6:***:*** | ১৩ জুন ২০২৫ ০৯:৩৪539241
  • মূঢ়্ময়ূরসঙ্গমী
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:7067:1d9f:47e5:479a:f9c6:***:*** | ১৩ জুন ২০২৫ ০৯:৩২539240
  • হে হে,  আদর্শ মূঢময়ূরসঙ্গমী
  • PRABIRJIT SARKAR | ১৩ জুন ২০২৫ ০৮:৪৮539239
  • তোরা উল্টো করিস। কাঁটা এত পছন্দ তা হয়ে গেলে ই পারিস। বলে দিতে পারিস কাঁটা গ্রূপ। বেশ কিছু লোক ভাল। তাদের লেখা পড়ি। সৈকতের বেশ কিছু লেখা ভিডিও দেখি। গদি মিডিয়ার বাইরের মিডিয়া থেকে ব্লেন্ড করে সত্যি খুঁজে নি।
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 103.***.*** | ১৩ জুন ২০২৫ ০৮:৩৮539238
  • কেলেহাঁড়িরা আর যাই হোক ফালতু চাড্ডি প্রোপাগান্ডা ছড়ায় না। বরং চাড্ডি মূঢময়ূরসঙ্গমীদের খিস্তোয়, সেটা পুণ্যের কাজ। বুঝেছে হে মূঢ়ময়ূরসঙ্গমী?
  • r2h | 134.238.***.*** | ১৩ জুন ২০২৫ ০৮:৩৮539237
  • যাহ, এঁরা নকল? আমি ভাবলাম প্রবীরজিৎবাবু অল ক্যাপস কাটিয়ে দিয়েছেন। এও বলতে যাচ্ছিলাম যে হাসি ঠাট্টা ভালো জিনিস কিন্তু চারদিকে যা ধর্মীয় বিদ্বেষ ও অবিশ্বাসের বাজার, তাতে এসবে সাবধান থাকা ভালো।
    আসল প্রবীরজিৎবাবুর লগিন করা পোস্ট দেখার পর মনে হলো, আরে তাই তো।
  • x | 65.49.***.*** | ১৩ জুন ২০২৫ ০৮:৩৭539236
  • চাড্ডিগুলো এরম নির্লজ্জ ঘ্যানঘেনে হয় কেন? দীপচাড্ডি আর চাড্ডিজিত দুটোকেই দেখি হাজার লাথিঝাঁটা খেয়েও এখানে পড়েই থাকে আর রোজ কথায় কথায় গোঁসাও করে। এই লাথ খেলো, আবার একটু পরে অপমান হজম করে অন্য কিছু পোস্ট করবে। কি বেহায়া পাবলিক মাইরি।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত