এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুতীর্থ | 23.106.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০৪:০৪537564
  • লেনিন তো বলেইছেন মামুর কলের বিরুদ্ধে রোগা জাকারবার্গের হাত শক্ত করুন।
  • :|: | 2607:fb91:386:d7c8:d9f3:680e:d676:***:*** | ২৬ এপ্রিল ২০২৫ ০৩:৩৫537563
  • একটা পাঁচ আপনাদের পারস্পরিক হঠাৎ দেখার কথা বলিনি। আমার ফেবু-টেবু নাই; তাই অনেকদিন পর আমার হঠাৎ দেখতে পাবার কথা বলতে চেয়েছিলুম। 
    যাগ্গে যাক!  
  • . | ২৬ এপ্রিল ২০২৫ ০১:৪৫537562
  •  
  • kk | 172.58.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০১:৪১537560
  • হ্যাঁ অ্যান্ডর, ঐ বইটাই।
  • &/ | 151.14.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০১:৩৩537559
  • কেকে, টী অ্যান্ড কেক উইথ ডেমনস ---কেমন বই? সার্চে যে বইটা এল, বলছে বৌদ্ধ মাইন্ডফুলনেসের ব্যাপার।
    (টী আর কেক শুনে মনে হল আমাদের এক বন্ধু ফার্স্ট কন্ট্যাক্ট এর বাংলা করেছিল চা-বিস্কুট। ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০১:২৬537558
  • উদারীকরণ, ইন্টারনেট, গুগল ইত্যাদি প্রভৃতি- এতসব বিজ্ঞান প্রযুক্তি এসে গেল, অথচ এত এত লোকজন ক্রমে ক্রমে জ্ঞান-বিজ্ঞানের আলোর থেকে মুখ ফিরিয়ে নানারকম 'বাদ' এর অন্ধকারে ঢুকে যাচ্ছে, এই জিনিসটা কীরকম অদ্ভুত লাগে না? অথচ অনেক অনেক আগে শুনতাম- খোলা মনে সবকিছুকে প্রশ্ন করা হবে, কুসংস্কার দূর করা হবে, বিজ্ঞান-সচেতন হবে সমাজ। রীতিমতন আন্দোলন চলছিল সেইসব নিয়ে। তারপরে কী হইতে কী হইয়া গেল! সেই দস্যু মোহনের কাহিনির মতন, কী হইতে কী হইয়া গেল, দস্যুর পিস্তল মোহনের হাতে! এখন শুনি লোকজন আরও বেশি কুসংস্কারে ডুব দিতে দেবার আবেদন( বা দাবী) জানাচ্ছে!
  • &/ | 151.14.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০১:১৩537557
  • কেকে, আছো? দুনিয়ায় রাফ সময় চলছে, আর লোকে সোশাল মিডিয়ায় আরও বেশি রাফ সময় তৈরী করছে তর্কাতর্কি করতে করতে। চারিদিকে এত গরম, লোকের মাথা আরও গরম।
    চব্বিশ ঘন্টা গালাগালি চলছে রাউন্ড দ্য ক্লক। একদল যখন ঘুমোয়, আরেকদল জেগে উঠে শুরু করে। আবার এদের রাত হয়ে গেলে আগের ঘুমানোরা তেড়েফুঁড়ে উঠে শুরু করে দেয়।
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০২৫ ০১:০৫537556
  • না, 'হঠাৎ দেখা পথের মাঝে' সিচুয়েশন তৈরি হয়নি। বোদাগু আমার ফেবু ফ্রেন্ড। কাজেই তাঁর সঙ্গে দেখা বা কথাবার্তা হয়। দু তরফেই। ভাটে ও টইতে নোয়াখালি নিয়ে চুলকুনি আজ থেকে শুরু হয়নি। কারা সেসব করেন-টরেন, সেটাও জানি। যদুপুরের মাস্টারগুলোও যে তাতে আছে, সেটা বোদাগুর মন্তব্য থেকে বুঝতে পারি। তাই জোঁকের মুখে নুন দেওয়াটা দরকারি ছিল। ওই হুতো-কথিত বড়দার লাঠি টাইপ। যদিও তাতে কিস্যু যাবে-আসবে না।
     
    এবং আপনাদের কেউ কেউ অ্যাজ ইউজুয়াল চুকলিবাজি চালিয়ে যেতে পারেন। কারণ স্টকে ওটি ছাড়া দ্বিতীয় কিছু নেই।
     
    সক্কলে ভালো থাকুন। আরও একবার। 
  • &/ | 151.14.***.*** | ২৬ এপ্রিল ২০২৫ ০০:৫৪537555
  • এক বৃদ্ধা গান গাইতেন, "যাই যাই করি, যাইতে না পারি, মায়ার বাঁধন ছাড়া কী গো যায়? " ঃ-)
  • অজিতপাণ্ডে | 2601:5c0:c280:d900:e1aa:96e9:2ecf:***:*** | ২৬ এপ্রিল ২০২৫ ০০:৫২537554
  • "নিন, একটা গান শুনুন" 

  • :|: | 2607:fb91:386:d7c8:d9f3:680e:d676:***:*** | ২৬ এপ্রিল ২০২৫ ০০:৪৫537553
  • এই যে "হঠাৎ দেখা পথের মাঝে" টাইপের সিচুয়েশন তৈরী হয় -- এজন্যই বোধহয় গত একুশ বছর ধরেই যাচ্ছি যাবো করেও "এইখানে সরোজিনী শুয়ে আছে" বলে থেকে যেতে হলো। 
  • এলেবেলে | ২৬ এপ্রিল ২০২৫ ০০:০৬537552
  • দীর্ঘ দিন বাদে ভাটে বোদাগুকে দেখে নোয়াখালির স্ট্যাটটা আমিই দিয়েছিলাম। যথারীতি তার কোনও প্রত্যুত্তর আসেনি।
     
    আমিও তোফা আছি তবে এখানে আসার উৎসাহ বহু আগেই হারিয়েছি। এন্তার কপি-পেস্ট যবে থেকে গোটা সাইটটাকেই চরম টক্সিক বানিয়েছে, তবে থেকেই ভাট তথা গুরু থেকে স্বেচ্ছা অবসর নিয়েছি।
     
    সক্কলে ভালো থাকুন।
  • বোদাগু | 2405:201:8008:c07a:c82f:8f:25bd:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৬537551
  • সুতীর্থ ডিসি সহ যাঁরা খোঁজ নিলেন তাঁদের ধন্যবাদ।  আমি দিব্য আছি চাপ নেই আগের মত ই সম্পূর্ণ ভাট ও অর্থহীন জীবন কাটাচ্ছি। 
     
    :-)
  • বোদাগু | 2405:201:8008:c07a:c82f:8f:25bd:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৪537550
  • হুতো, নেভার মাইন্ড। নো চাপ। অসভ্য মানুষকে হ্যান্ডল করাটা বোধহয় কঠিন এ আই তা ই লসাগু কিসু কচ্ছে না।
  • সুতীর্থ | 23.106.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ২২:৫৩537549
  • বিশ্বজোড়া সাংবাদিকতার এই অসহনীয় পরিস্থিতিতে বিবিসির লংফর্ম জার্নালিজমের ধারাটিকে ডিফেন্ড করে করণ থাপার স্টিফেন সাকুরের যে ইন্টারভিউটি নিলেন, সেটি ব্রিটিশ সিংহের ইঁদুরদশা ও আমাদের ছাপ্পান্ন ইঞ্চির ফোলানো সিনা দুদিকেই হুলো করার অপচেষ্টা বলে গণ্য করতে পারেন। তবে পরিবর্তিত জমানায় এটি দুজন বরিষ্ঠ সাংবাদিকের বিষণ্ণ কথোপকথন হিসেবে আর্কাইভে ঠাঁই পেলে অবাক হবোনা। ফেবু ও বর্তমান গুরুর ভাষায় মন ছুঁয়ে গেল মাইরি। হানুবাবু কেমন আছেন? 
     
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২২:০৮537547
  • কেকেভাই
    হ‍্যাঁ অসংবেদনশীল মনে হয়েছে। কেন মনে হয়েছে সেটা অনুভব করবার জন‍্য নিজেকে ঐখানে বসাতে হয়, সংবেদনশীল হতে হয়। এর বেশি বোঝাতে আমি অপারগ।
    নিজের ঘরে হলে ঐরকম মন্তব্য কেউ করতে পারত না।
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২২:০৫537546
  • আমাকে বিজেপি বা চাড্ডি বলে দাগিয়ে আনন্দ পেলে পাও। আর তো কিছু নেই। তোমার দেশ বিপদে আর তুমি পেছনে  লেগে চলেছো। এত ভারত বিদ্বেষী হয়েছো কেন? তোমরাই তো কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিয়েছো। এই শ্লোগান না দিলেই চাড্ডি হয় বুঝি? তোমার ভারতবিদ্বেষ এখন আরও উগরোতে চাও? ভারতকে ভালোবাসা মানে সব ধর্মের মানুষকে ভালোবাসা সেটুকুও জানো না? খালি হিন্দু মুসলমানের মধ‍্যে বিদ্বেষ জাগাতে চাওয়া ভালো না। এই কমিউনালিজম ভালো না। সবাইকে সম্মান করো। মনের মধ‍্যে এত দ্বেষ পুষে রেখো না। দেশটা তোমার না? নাকি দেশটার ক্ষতি করতে চাইছো? দেশটাকে ভালোবাসো। মন শুদ্ধ করো। হিংসা কেন এত? হিংসা কোরো না। 
     
  • kk | 172.58.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ২২:০৪537545
  • ডট,
    কোথাও কি কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে? পাপাঙ্গুলের ১৪ঃ৩১ এর পোস্ট আবার পড়ে দেখলাম। আমার এটাই মনে হলো যে উনি তো সদ্য বিধবাকে নিয়ে রাজনীতি করেননি। একটা রাজনৈতিক দল কী করতে পারে সেই নিয়ে ওঁর নিজের মত ও স্পেকুলেশন বলেছেন। অনেক রাফ সময় চলছে পৃথিবীতে। সবারই মনে সেগুলো ডিস্টার্বেন্স আর প্রচুর অ্যাংগারের জন্ম দিচ্ছে। সেখান থেকে কারুর বক্তব্যকে ভুল বোঝা অস্বাভাবিক নয়। তবে ভাটে আজকাল যত পার্সোনাল অ্যাটাক হয়, অনেকেই করেন স্বনামে বা বেনামে সেগুলো দেখে ভালো লাগেনা। সবাইই একটু মাথা ঠান্ডা করে অন্যের বক্তব্য ভেবে দেখে একমত বা দ্বিমত জানাতে পারলে অন্তত সেকেন্ড, থার্ড, ফোর্থ লেয়ার্স অফ বিটারনেস গুলো এড়ানো যায়। সম্ভবত ডিসক্লেমার দেবার দরকার নেই, তাও বলি, এই শেষের কথাগুলো শুধু আপনাকে নয়, ইন জেনেরাল বললাম।
  • টুকরে টুকরে গ্যাং কে | 116.206.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ২২:০২537544
  • পাপাঙ্গুলের মন্তব্য যথেষ্ট অসংবেদনশীল "বিজেপি মনে হয় বিতানবাবুর স্ত্রীকে ২০২৬ ভোটে দাঁড় করাবে"-ওনার যাই মনে হোক তা উনি ওনার নীল দেহের সবুজ চুলে আটকে রাখুন বা পকেটে গুঁজে রাখুন- রাজ্যের বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যাঁদের রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তি আছে এবং তাঁরা রাষ্ট্রীয় শাসক দলের ও সদস্য, সেই হিসেবেই নিজেদের পক্ষ থেকে সমবেদনা জানাতে যেতেই পারেন- তাতে ভোটে দাঁড় করানোর প্রসঙ্গ ওঠে কোথা থেকে? আসে কার মাথায়? সবাইকে নিজেদের মতো ভাবা বন্ধ করুন, এখান থেকে খাবলে ওখান থেকে খুবলে সুবিধা আদায়কারী সবাই হয় না।
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২১:৫৬537543
  • হিংসে কোরো না, তোমারও হবে।
  • বিচিত্র মন্তব্য | 72.162.***.*** | ২৫ এপ্রিল ২০২৫ ২১:৫৫537542
  • @২৫ এপ্রিল ২০২৫ ২১:১৪
    আপনি তো ক্রমাগত ফেক নিউজ আর বিদ্বেষ ছড়িয়ে চলেন সাইটে, আর খামোখা অন্যান্য মন্তব্যকারীকে আঁচড়ে বেড়ান, এই যেমন পাপাঙ্গুলের পোস্ট নিয়ে লিখেছেন। সন্ত্রাসী হামলা নিয়ে রাজনীতি তো আপনার পেয়ারের দল করছে।
  • ধোরবা | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ২৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩537541
  • বালবীচি বকচ কেন চাড্ডিনি?তুমিই প্রথমে হিন্দু মেরেছে। হিন্দুবিদ্বেষী সবাই করে পোঁদ লাচিয়েছ। তোমার পেয়ারের গুভেন্দু  মানুষ না হিন্দু মেরেছে করে চিল্লে আকাশ ফাটিয়ে ফেলল। কমুনাল কথা তুমিই বলে গেছ একধারসে। বৌকে ভোটে দাঁড় করাবে বিজেপীর ছেলেরাই বলে বেড়াচ্চে। এখন এসেছ ভারতপ্রেম শেখাতে? তোমার প্রাণের সুইজারল্যান্ডে কত্ত ভাল ভারত কত্ত খারাপ এখানে কতবার লিখেছ চাড্ডিনি? এখন ভারতপ্রেম না হিন্দুপ্রেম উতলেচে? 
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২১:২৭537540
  • এখানে ভারতবর্ষকে কতজন ভালবাসে আর কতজন ভারত বিরোধী তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এই দুর্যোগের সময়েও নোংরা পলিটিক্স ধর্মীয় বিভাজনের পলিটিক্স আর কামড়াকামড়ি। সমস্ত পোলিটিকাল পার্টি এখন ভারতের সুরক্ষার প্রশ্নে এক হয়েছে। এখনও ছোট ছোট পার্সোনাল স্কোর সেটল? আক্রোশ উগরানো? ধর্মীয় বিভাজন করে চলেছেন আপনারা? জন্মভূমিকে ভালো বাসেন না?
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২১:১৬537539
  • পানুটাকে জঞ্জালের মত ইগনোর করতে হবে।
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ২১:১৪537538
  • অমিতাভ বাবু
    একজন সদ‍্য বিধবাকে নিয়ে রাজনীতি লজ্জার। 
    পরের বই কবে বের হচ্ছে?
    শুভেচ্ছা জানবেন।
    পাকিস্তান জানিয়েছে আপনাদের থুড়ি অ‍্যামেরিকার মদতেই নাকি এই ডার্টি ওয়ার্ক ওরা গত তিরিশ বছর ধরে করে চলেছে ভারতের বিরুদ্ধে। আমাকে কেস দেবেন্না প্লীজ। এবিপি আনন্দে দেখালো। ফেক নিউজ হবে, তাই না?
    ভালো থাকুন। ভালো ফোটোগ্রাফি করুন। ভালো রাখুন।
  • PRABIRJIT SARKAR | ২৫ এপ্রিল ২০২৫ ২১:০৫537537
  • ক্ষেপি সবাইকে আক্রমণ করে। সাইকো প্যাথ। সুযোগের অপেক্ষায় থাকে। ইগনোর করাই ভাল।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৫ এপ্রিল ২০২৫ ২০:৪৮537536
  • . | ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
    পাপাঙ্গুল এখানে কোন অপরিচিত ব‍্যক্তি নন। এই লেখাতেও উনি কোন অসৌজন্য প্রকাশ করেননি। সেখানে ওনাকে এই আক্রমণ করা অবাক করা। 
  • PRABIRJIT SARKAR | ২৫ এপ্রিল ২০২৫ ২০:৪১537535
  • Pahalgam Incident : কাশ্মীরে জ*ঙ্গি হামলার ঘটনার নিন্দা জানিয়ে ধর্মত্যাগ করলেন স্কুল শিক্ষক
    https://www.facebook.com/share/v/18cDC28QSj/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত