এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪534520
  • এখানেই পাথ্থবাবুর একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা প্রকাশিত হয়েছে।
    এখানেই হুদুড়বাদুড়ের গপ্পিবাজি বেরিয়েছে। জনৈক মাতব্বর বলেছে সে নাকি এসব শুনেছে ত্রিশ বছর ধরে, তবে প্রমাণটাই খালি দিতে পারেনি! 
    এখানেই জনৈক শূকরশাবক বলেছে হিন্দুরা টাকার লোভে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে! 
    এরাই আবার বাতেলা মারেন!
  • দীপ | 2402:3a80:198d:137f:778:5634:1232:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৩534519
  • "কোলকাতার বুন্ধদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আশা করব কেহ ভুল বুঝবেন না। সাধারণ কৌতূহল থেকেই প্রশ্নগূলী করা। হিন্দূদের একটী পবিত্র উৎসব কুমারীপুঁজা। এই বিষয়েই কিছূ জূরূরী প্রশ্ন আছে আমার।
     
    ১) পবিত্র উৎসব হলেও এই পুঁজায় নিজেদের ঘরের কুমারী মেয়েদের পাঠাতে সাধারণত বেশীর ভাগ হিন্দু পরিবার রাজী হই না। এর কারণ কী?
     
    ২) কুমারী পুঁজায় যেই কুমারীকে পুঁজা করা হই তাকে পরে সাধারণত আর কোনও হিন্দু পরিবার থেকে তাদের ছেলের সাথে বিবাহ দিতে চাই না। এর কারণ কী? বাস্তবে তু একজন কুমারী মেয়ের বিবাহের ক্ষেত্রে এর ঠীক বিপরীত হওয়াই জূরূরী ছিলো। কারণ একজন কুমারীকে বিবাহ করতে অনেকের আগ্রহ থাকার কথা। কিন্তূ এই ক্ষেত্রে বিপরীত বিষয় দ্যাখা যাওয়া কীসের ঈঙ্গীত দেই?
     
    আবারও অনূরূধ থাকলো কেহ ভূল বূঝবেন না বা কোনও খারাপ মন্তব্য করবেন না। নিতান্ত কিছূ জানার আগ্রহ থেকেই প্রশ্ন গূলী করা। পারলে সঠীক উত্তর দিন। নুতুবা নিজের অজ্ঞ্যানতা, মূর্খতা প্রকাশ করার জন্য আমার পোস্ট ব্যতীত অপর পোস্ট খূঁজে নেওয়ার অনূরূধ থাকলো।"
     
    এইরকম আরো অসামান্য গবেষণা ফেসবুক পাতায় জ্বলজ্বল করছে। কেউ ব্যবস্থা নেয়নি!
  • দীপ | 2402:3a80:198d:137f:778:5634:1232:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৯534518
  • "সওয়ালঃ বাঙালী মুসলমান রায়তদের উপর অত্যাচার করার জন্য জমিদারীতে নমঃশূদ্র বিহারী রায়ত ঢোকানোর সাম্প্রদায়িক বুদ্ধি কোন হিন্দূ জমিদারের মাথা থেকে বেরিয়েছিলো?

    জওয়াবঃ রবীন্দ্রনাথ ঠগুর

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী তাঁর একটি চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমদ শরীফকে লিখেছেন-

    "শিলাইদহ জমিদারীতে রবীন্দ্রনাথের আমলেও কিছু অবাঞ্ছিত ও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। চরের মুসলমান প্রজাদের ঢিট করার জন্য নমশূদ্র প্রজা এনে বসতি স্থাপনের সাম্প্রদায়িক বুদ্ধিও রবীন্দ্রনাথের মাথা থেকেই বেরিয়েছিল। এছাড়া পুত্র রথীন্দ্রনাথের শখের কৃষিখামারের প্রয়োজনে গরিব মুসলমান চাষীর ভিটেমাটি দখল করে তার পরিবর্তে তাকে চরের জমি বরাদ্দের মহানুভবতাও রবীন্দ্রনাথ প্রদর্শন করেছিলেন"

    আবুল আহসান চৌধুরীর কাছে এর সমস্ত ডকুমেন্ট আছে।

    এছাড়া শিলাইদহ সদরের সে সময়কার ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার (ICS) অন্নদাশঙ্কর রায় একই কথা বলেছেন এ ব্যাপারে। অন্নদাশংকর রায়ের এই বক্তব্য ছাপা হয়েছিলো দৈনিক বাংলাবাজার ১৪.৪.১৯৯৭ এবং ১.৫.১৯৯৭ সংখ্যায়।"
     
    তানিম মাহবুব রাজুর এইরকম আরও অনেক লেখা ফেসবুক পেজে জ্বলজ্বল করছে!
    কেউ ব্যবস্থা নেয়নি!
     
     
     
  • দীপ | 2402:3a80:198d:137f:778:5634:1232:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৭534517
  • গুরুচণ্ডালির ফেসবুক পেজে তানিম মাহবুব রাজু, ব্রাত্য রাইসুর তীব্র সাম্প্রদায়িক ও মিথ্যা প্রোপাগান্ডা রয়েছে। কেউ সেগুলো মোছেনি।
    অথচ কৌশিক গাঙ্গুলির স্কুলের অভিজ্ঞতা আটকে রাখা হয়েছে।
    এরাই আবার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড়ো বড়ো কথা বলে! 
     
    চোরের মায়ের বড় গলা, এই প্রবাদটা এমনি এমনি আসেনি!
  • r2h | 208.127.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৬534516
  • অত্যন্ত কুৎসিত ব্যাপার স্যাপার চলছে গুরু জুড়ে। অসংখ্য স্প্যাম কপি পেস্ট ইত্যাদি তো আছেই, তার সঙ্গে ভাট জুড়েঃ
     
    • MP | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:২৭
    • ...এরাই আসল নিহিলিস্ট l সন্ত্রাস আর ধ্বংস এদের রক্তে l অর্থাৎ কিনা এদের নাস্তিকতা এদের ধ্বংসের পথে নিয়ে গেছে l ইসরাঈলী অনেক জায়নবাদীর সঙ্গে অন্তর্জালে আমার কথা হয়েছে যারা একই সঙ্গে নাস্তিক মুক্তমনা কিন্তু প্রবল মুসলিম বিদ্ধেষী l অর্থাৎ এদের নাস্তিকতা পরিণত হয়েছে nihilism l
    • PRABIRJIT SARKAR | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:০১
    • ...লোকটা এক কালে মুসলিম ছিল তাই অনুপ্রাণিত। মুসলিম লোন উলফ রা এরকম করেই থাকে।... 
     
    এরকম ভয়ানক কমেন্ট তো গুরুতে খুব কমই দেখেছি। একরকম মনোভাব একটি জাতিগোষ্ঠীর জেনেটিক অসুখ
    • MP | ২১ ডিসেম্বর ২০২৪ ০৮:১৭
    • ...শ্বেতাঙ্গরা রেসিস্ট আর ইসলামোফোবিক কেন হয় এটা নিয়ে কখনো ভেবেছেন কি ? ইসলামোফোবিয়া কি শ্বেতাঙ্গদের  জেনেটিক অসুখ নাকি সংস্কৃতিক ? আপ্নার কি মনে হয় ? আমার মনে হয় এটা জেনেটিক l 
    আর তার যোগ্য সঙ্গতঃ
    • প্রত্যয় ভুক্ত | ১২ ডিসেম্বর ২০২৪ ২০:২২
    • ...ছেলেটি যদি খ্রিস্টান, বৌদ্ধ, জৈন (মারোয়াড়ি জৈনদের ঘরেও 'ব‌হু' দের ওপর অনেক অত্যাচার চলে যদিও) এমনকি পারসিক, কনফুসিয়ান, তাও, শিন্টোর মত ভিন্ন ধর্মাবলম্বী  হতো, হয়তো এতো শোরগোল উঠতো না বা আমিও এতো vigilant হতাম না। এক্ষেত্রে যদি আদালত ধর্মীয় প্রভেদের ভিত্তিতে যুগলকে বিচ্ছিন্ন করে দিয়ে থাকে, আমি তার বিরোধিতা করতে পারছি না। ...
     
    আজ থেকে প্রায় পচিঁশ বছর আগে পাকিস্তানকে নিউক করে দেওয়ার কমেন্টে গুরুতে ধুন্দুমার বেঁধে গেছিল, বহু বন্ধুবিচ্ছেদও হয়েছিল, গুরুচণ্ডা৯র পাঠককূলের মধ্যে আড়াআড়ি ভাগ হয়ে গেছিল।
    এখন, এত বছর পর, এসব জিনিসে কেউ আর দৃকপাত করে না। সবই যুগের নিয়ম, কর্তৃপক্ষের কিছু করারও নেই হয়তো, কত আর নজরদারি করা যায়।

    আবার যখন দেখি খেরোর খাতার শেষ পঞ্চাশটি পোস্টের মধ্যে তিরিশটি একজনের করা, নানান জায়গা থেকে এজেন্ডা ভিত্তিক কপি পেস্ট, মৌলিক একটি লাইনও নেই, তখন মনে হয় ঐটুকু জঙ্গল সাফ করা বিষয়ে ঐকমত্যে আসা বোধয় এত কঠিনও না। তাছাড়া, মতাদর্শগত অন্ধকারের ক্ষেত্রে, সাইটটা কী রিপ্রেজেন্ট করে, সেই বার্তার ক্ষেত্রে হয়তো কিছুটা দায়িত্ব দেখানোও উচিত।

    যাগ্গে, সকলি ফুরায়, ফুচকার প্রায়। কী আর করা যাবে।

    ডিসি, 'মেন্টাল প্রব্লেম' বিষয়ক লঘু মন্তব্য আরেকটু ভেবেচিন্তে, সমানুভূতি বিচার করে করা বোধয় ভালো।
    স্যরি, না বললেও হত, তবে যাঁরা ভেবে চিন্তে পরিস্থিতি বিচার করে অবস্থান স্থির করেন তাঁদের কাছে প্রত্যাশা তৈরি হয়ে যায়, ঐ আরকি।
  • কৌতূহল | 2409:40e6:29:8cf:bcf2:6aff:fe21:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৫:০৩534514
  • শেষমেশ কী দাঁড়াল? 
    . যেমন বলেছেন, জার্মানির ওই ঘাতক ইসলামি সন্ত্রাসী নাকি MP যা বলছেন,  উল্টোটা?  উনি ইস্লামোফোবিক, ইজরায়েলবাদী সন্ত্রাসী? 
    দুটো একসঙ্গে হওয়া সম্ভব নয়। জন্মসূত্রে মুসলিম হলেও।
    এই তথ্য ভেরিফাই করা তো সহজ। গুরুদের উপর ভরসা রাখলাম।  তবে বস ডট আর আরো কয়েকজন, কিন্তু আরজিকর কান্ডে হেব্বি ফেক ছড়িয়েছেন। এই সাইটের এই পাতা থিকথিক করত গুজবে।  ওগুলো গুজব প্রমাণিত হওয়ার পরে ভুল স্বীকার করেছেন নিশ্চয়। চোখে পড়েনি। হয়তো দেখিনি, তাই জানতে আগ্রহী।
  • কৌতূহল | 2409:40e6:29:8cf:bcf2:6aff:fe21:***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৭534513
  • :), রাজ্য সরকারের উপর আস্থার প্রসঙ্গ আসেইনি।  এই সরকার নানা ক্ষেত্রে একশোটা সমস্যাজনক কাজকর্ম করেছে।
    কিন্তু এক্ষেত্রে সরকার কী কী মিথ্যে বলল, ফেক ছড়াল, একটু তথ্য সহযোগে জানা। 
    অভীক দের ছবিতে  পুলিশের   ফরেনসিক বিশেষজ্ঞ লেবেলিং এর ভুল বা মিথ্যাচার জানা আছে।
    আর? 
    অন্যদিকে আ যা ফেক ছড়ানো হয়েছে, তা তো প্রমাণিত। আমি তো সেই কৌতূহল থেকেই পোস্ট করলাম, যে ভিডিওগুলি দিলাম, তার কোন তথ্য সহযোগে কাউন্টার আছে কিনা।
    থাকলে দিন না। 'মনে হয়' বলবেন না যেন আবার! 
     :) 
  • . | ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:২৭534512
  • আছি রে
  • kk | 172.58.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০২:২৬534511
  • ব' এর চোখে রেতে ঘুম নাই কেন? এই ছুটির বাজারে আর কাকেই বা এখানে পাবে?
  • | 42.***.*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০২:১৬534510
  • কেকে,আটোজ,যো দি আছো? 
  • . | ২২ ডিসেম্বর ২০২৪ ০১:১২534509
  • আচ্ছা এখানে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া নিয়ে বড়ো বড়ো বাণী পোস্ট করা ছিল না,  হ‍্যান করা করা হবে, ত‍্যান করা হবে, ইত্যাদি প্রভৃতি?
    সেসব কি মায়ের ভোগে? উঁ?
  • # | 2001:67c:2628:647:2::***:*** | ২২ ডিসেম্বর ২০২৪ ০০:৫২534508
  • অক্ষয় কুমারের রামসেতু দেখেছেন নাকি? সেখানেও এইরকম নাস্তিক চাড্ডি ছিল। আর্কিওলোজিস্ট।
  • MP | 2409:4060:204:fae3:8b50:1035:ffd7:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ২২:১৭534507
  • জার্মানীর মাগডেবার্গের যে সৌদী লোকটা গাড়ী চাপিয়ে পাঁচজনকে খুন করলো সে লোকটা যাকে বলে ইউরোপের দক্ষিনপন্থীদের কাছের একেবারে আদর্শ "মডেল মুসলীম ইমিগ্র্যান্ট" l এই লোকটা পেশাতে মনোবিদ সম্পূর্ণ ভাবে নিজের মেধার জোরে সে জার্মানিতে পসার জমিয়েছিলো পনেরো বছর ধরে সে কোনো কোটার ধার ধারতোনা  , বহুদিন থেকেই সে নাস্তিক , এক্স-মুসলিম , মুক্তমনা এবং ইসরাইলের জায়নবাদের বিরাট সমর্থক l জার্মানির মুসলিম বিদ্ধেষী দল AfD এর সমর্থক l ডাচ মুসলিম বিদ্ধেষী নেতা গীর্ট উইল্ডার্সের একনিষ্ঠ সমর্থক l এহেন লোকটাই কাল যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ করলো তখন তার বেশ কিছুদিন আগে থেকেই সৌদী সরকার জার্মান সরকারকে এই লোকটার ব্যাপারে সতর্ক করে আসছিলো যেহেতু এই লোকটা অনলাইনে ইসরাইলি জেনোসাইডকে সমর্থন করে অনেক কিছু বলছিলো l জার্মান সরকার এই লোকটার ব্যাপারে কর্ণপাত করেনি যেহেতু লোকটা নাস্তিক মুক্তমনা এবং ex-muslim l এই প্রোফাইলের লোকই যে সন্ত্রাসী হতে পারে এটাই জার্মান সরকার ভাবেনি যেহেতু এই লোকটার প্রোফাইল একেবারেই টিপিক্যাল মুসলিম ইম্মিগ্রান্টের মত নয় l অর্থাৎ নাস্তিক মুক্তমনা দেরকেও সন্দেহের চোখে দেখতে ইউরোপে শুরু করা উচিত নাহলে এরকম ঘটনা আকছার ঘটবেই l মুসলিম বিদ্ধেষ , ইসরাইল প্রীতি এবং মুক্তমনা স্টাইলে নাস্তিকতা এই তিনটে জিনিস যাকে বলে একেবারে ডেডলি কম্বিনেশন l সারা পৃথিবীতে হলিউড বলিউড এই মনোভাবের চাষ করেছে 9/11 এর পর থেকেই l ফল আমাদের হাতের সামনে গত কালকে ম্যাগডিবার্গে l 
  • PRABIRJIT SARKAR | ২১ ডিসেম্বর ২০২৪ ২০:১৯534506
  • কারা সকালে উঠে কর্ণফ্লেক্স খাও? ইন্সক্রিপ্ট বলছে এই খাবার চালু  হয়েছিল হস্ত মৈথুন ঠেকাতে।
  • ar | .***.*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩534504
  • কার হাত আছে বুঝে নিন!!
  • MP | 2409:4061:509:bb84:dc9a:f800:4e87:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৯534503
  • @প্রবীরজিৎ , আম্রিকি হাতের কথা আমি অনেকদিন আগেই বলেছি l তবে ট্রাম্প এলেও ব্যাপারটা থামবেনা l ট্রাম্পের প্রাকটিকাল মেয়াদ দুটো বছরের জন্যে , ২০২৬ সালের পরেই ও লেম ডাক প্রেসিডেন্ট l ট্রাম্প নিজেও উনিজির থেকে কিছু কনসেশন্স চাইবে l 
  • PRABIRJIT SARKAR | ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২০534502
  • মৃতদেহের সঙ্গে সঙ্গম একটি অতি ভয়ঙ্কর অপরাধ। তবে এটিকে আইনত ধর্ষণ বলা যায় না। এমনকি পকসো আইনের আওতাতেও পড়ে না। সম্প্রতি এক মামলার পর্যবেক্ষণে এ কথা জানিয়েছে ছত্তীসগঢ় হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।(আনন্দ বাজার থেকে আংশিক কপি পেস্ট)।
     
    আর জি করের মেয়েটার ক্ষেত্রে যদি দেখা যায় সে আগেই খুন হয়েছে তাহলে সঞ্জয় ধর্ষণের জন্য ফাঁসি যাবে না।
  • দীপ | 2402:3a80:198b:17b0:678:5634:1232:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮534501
  • উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে বিভিন্ন অস্থিরতা সৃষ্টির পিছনে আমেরিকার হাত থাকা খুবই সম্ভব।
     
  • PRABIRJIT SARKAR | ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩534499
  • আনন্দবাজার থেকে খবর: উত্তর-পূর্ব ভারতে অশান্তির নেপথ্যে আমেরিকা? পর্দার আড়ালে থেকে সেখানকার সশস্ত্র গোষ্ঠীদের উস্কানি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক? তাঁর ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্কের উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্র নিষিদ্ধ সংগঠনের গোপন ডেরা থেকে উদ্ধার হওয়ায় উঠেছে এই প্রশ্ন।
  • MP | 2401:4900:7079:fec2:2091:4e3f:bf80:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬534498
  • @প্রবীরজিৎ , এই সৌদী লোকটার সন্ত্রাসী হবার পিছনের মূল কারণ এ যার সমর্থক সেই জার্মানীর  মুসলিম বিদ্ধেষী প্রো ইস্রাইলি দক্ষিণপন্থী রাজনৈতিক দল AfD l এরা এখন প্রকাশ্যেই নাৎসিদের পক্ষে কথাবার্তা বলে আবার একই সঙ্গে ইসরাইলি গণহত্যাকেও সাপোর্ট করে l এই লোকটার ঘটনাও বিচ্ছিন্ন নয় যেহেতু AfD এখন জার্মান রাজনীতির উদীয়মান সূর্য l এটাই বাস্তব বাকি সবই কল্পনা l
  • MP | 2401:4900:7079:fec2:2091:4e3f:bf80:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৫২534497
  • @প্রত্যয় ভুক্ত , আপনার আগের আমার বিরুদ্ধের লম্বা পোস্টে আপনি আমাকে যা যা বলেছেন সব কটাই আপনার নিজের পোস্টে পাবেন l উপমাটাও আপনার সঙ্গেই খেটে যায় l আমিও ইসলামোফোবিকদের পাল্টা জবাব দিতে ভালোবাসি l আমি আজকে সকালে ডটকে জার্মানির ঘটনাটার নামে ইসলামোফোবিয়া ছড়াতে গিয়ে দেখি l যে সৌদি লোকটা একাজটা করেছে সে নিজেই তার তীব্র মুসলিম বিদ্ধেষের আর ইস্রাঈল প্রীতির জন্যে একাজ করেছে সে নিজেই লিখেছে অন্তর্জালে l কাজেই এখানে যাতে এব্যাপারটা নিয়ে  ইসলামোফোবিয়া না ছড়ানো হয় সেজন্যই আমি সৌদি লোকটার আসল পরিচয়টা দিলাম l আপনার ইসলামোফোবিক বায়াসের জন্যে আপনি সৌদী লোকটার মত  এরকম কোনো মুক্তমনা নাস্তিক ইসলাম সমালোচক যে সন্ত্রাসী হতে পারে মানতে পারছেননা l 
  • প্রত্যয় ভুক্ত | ২১ ডিসেম্বর ২০২৪ ১২:২২534496
  • ইসলামোফোবিয়া আর কম্যুনাল ট্যাগটা শুনে হাসি পেল- আমি বিভূতিভূষণের "ফকির", ক্ষিতিমোহন সেনের "কবীর" বা রুমির "মসনবী" পড়ে ইসলাম-অনুপ্রাণিত মরমিয়া বা সুফি ঈসলামের আধ্যাত্মিকতাকে অনুভব করেছি বা চেষ্টা করেছি, মুসলমান ওস্তাদদের বা গায়িকাদের গান ও শুনে থাকি নিয়মিত, লেখকদের ব‌ই ও পড়ি, কিন্তু I don't back off from calling a spade a spade- যেখানে ইসলাম সন্ত্রাসী, আগ্রাসী, ও মানুষের অধিকার খর্ব করতে সদা সচেষ্ট, তার বিরোধিতা করতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই। 
    আর র‌ইলো বাকি "অ্যান্টি ফিমেল" (সঠিক শব্দটা misogyny/misogynistic, সবার নাই বা জানা থাকতে পারে, তাতে দোষ নেই)- সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমি জানি আমি একটু প্রাচীনপন্থী কিছু কিছু বিষয়ে, তা নিয়ে আধুনিক যুগের নারীবাদের আদর্শগুলোর সংঘাত লেগেই যায় অনেক সময়, আমি কখনো চেষ্টা করি সংস্কারমুক্ত হয়ে বিচার করার কিছু জিনিস, আর কিছু ব্যাপারে আমার নিজস্ব মতামতেই স্থির থাকি, সেগুলো পারতপক্ষে অন্যের ওপর চাপানোর চেষ্টা করি না।
  • ^_^ | 2405:8100:8000:5ca1::4fe:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১২:০০534495
  •  ছাগুরু ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। এর কমেন্ট পড়েই যে কোনো সুস্থ মানুষের ইসলামোফোবিয়া হয়ে যেতে বাধ্য। কল্লা নামানো বোরখাপরা সাপোর্ট করে করে পোস্ট মারে। এর পোস্টগুলো গুপুরা দেখতে পায় না নিকি? আরেক কমুনাল হল এই প্রত্যয় ভুক্ত। রোজ এসে ইসলামোফোবিয়া ছড়ায়। মাঝে মাঝে অ্যান্টি ফিমেল পোস্ট করে। উদিকে দিপচাড্ড ট্রাকভত্তি কপিপেস্ট নামিয়ে যাচ্ছে। মাইরি গুপুটিম কচ্ছে টা কি???
  • MP | 2401:4900:7079:fec2:2091:4e3f:bf80:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩534494
  • অন্যকে যুক্তি দিয়ে বলতে না পারলেই মেন্টাল কেস বলে দেগে দেওয়া এই ডিসি বেবির স্বভাব l 
  • MP | 2401:4900:7079:fec2:2091:4e3f:bf80:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:২৭534493
  • @প্রবীরজিৎ , মুক্তমনা নাস্তিকেরাও ভীষণভাবে সবরকম  প্রথাগত ধারণার বিরোধী l এরাই সব ভেঙেচুরে ধ্বংস করতে চায় l এরাই আসল নিহিলিস্ট l সন্ত্রাস আর ধ্বংস এদের রক্তে l অর্থাৎ কিনা এদের নাস্তিকতা এদের ধ্বংসের পথে নিয়ে গেছে l ইসরাঈলী অনেক জায়নবাদীর সঙ্গে অন্তর্জালে আমার কথা হয়েছে যারা একই সঙ্গে নাস্তিক মুক্তমনা কিন্তু প্রবল মুসলিম বিদ্ধেষী l অর্থাৎ এদের নাস্তিকতা পরিণত হয়েছে nihilism l
  • শু | 103.232.***.*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:২৫534492
  • ডিসি, পেলেও কি শান্তিতে থাকতে পারতেন, হয়তো চিগুরবাবুর তাড়া খেতে হতো :-)
  • dc | 2402:e280:2141:1e8:80b9:a335:4fb3:***:*** | ২১ ডিসেম্বর ২০২৪ ১১:২৪534491
  • প্রত্যয়বাবু, গুরুর কিছু মেন্টাল প্রব্লেম আছে, কাজেই ওনার পোস্টগুলো দিয়ে মনে হয় অন্যদের সমস্যা জাজ করাটা ঠিক হবে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত