এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০২৪ ১৫:৪৪528177
  • Test
     
  • lcm | ১৩ আগস্ট ২০২৪ ১২:৪৯528176
  • ... ... আরজি করে তখন চলছিল কর্মবিরতি। সোমবার এরই মধ্যে ট্রমা বিভাগে এক রোগীর মৃত্যু হয়। মৃতের নাম সুমন সরকার। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার থেকে তিনি হাসপাতালে ভর্তি থাকলেও শনি এবং রবিবার কার্যত কোনও চিকিৎসাই হয়নি সুমনের। একই ভাবে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় সেখানে চিকিৎসা করাতে এসে মুর্শিদাবাদ মেডিক্যালেও পিয়ারুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    আরজি করে খুন ও ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবি এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারেরা সোমবার কর্মবিরতি পালন করেন। কোথাও আবার তাঁদের সঙ্গে এই আন্দোলনে যোগ দেন সিনিয়র ডাক্তারেরাও। ফলে রাজ্যের কোথাও বহির্বিভাগ, কোথাও তার সঙ্গে অন্য বিভাগেও কাজ বন্ধ থাকে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে দিনভর ভোগান্তি গিয়েছে রোগীদের। খোদ আরজি কর এবং মুর্শিদাবাদ মেডিক্যালে দু’টি মৃত্যুর কারণ হিসেবেও কর্মবিরতির দিকেই আঙুল তোলা হয়েছে।

    আরজি করে মৃত, বছর সাঁইত্রিশের সুমন সরকারের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বারাসতের কামাখ্যা মন্দির এলাকার বাসিন্দা। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেল থেকে তাঁদের রোগীর চিকিৎসায় অবহেলা শুরু হয়। পরিবারের ঘনিষ্ঠ দীপঙ্কর রায় বলেন, ‘‘বড় ডাক্তারবাবুর সঙ্গে এক দিনই কথা বলার সুযোগ হয়েছে। রবিবার সারাদিন ডাক্তার ছিল না। আমি নার্সের ঘরে ভুলবশত ঢুকে পড়েছিলাম। এর ফলে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। আমাকে ঘর থেকে বের করে দেন।’’ মৃত্যুর শংসাপত্র পেতেও তাঁদের দৌড়ঝাঁপ করতে হয়েছে বলে দীপঙ্কর জানান।.... ....
  • অরিন | 119.224.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ১০:৫১528175
  • অবশ্যই ভাল করেছে।
    মেডেল না পেলে ভাল নয়, এই ধারণাটা থেকে না বেরোলে এ নিয়ে আলোচনা করে লাভ নেই। 
    বেচারী বিনেশ ফোগত।
    যাই হোক, আমি আশাবাদী ভারত ভবিষ্যতে ভাল করবে।
    তবে একটা অলিম্পিক ভারতে হওয়া চাই। 
  • ? | 2405:8100:8000:5ca1::51:***:*** | ১৩ আগস্ট ২০২৪ ১০:৩৮528174
  • কুস্তিতে আমন শেরাওয়াত আর বিনেশ, ব্যাডমিন্টনে লক্ষ্য সেন ভাল করেনি?
  • অরিন | 119.224.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ১০:২২528173
  • @NRO, ভারতে যে ধরণের খেলায় নৈপুণ্য লেখা যায় (দাবা, ক্রিকেট), সে সব অলিমপিকের অংশ নয়। মাঝখানে কুস্তি, বকসিং ব্যাডমিন্টনে এ ভারত কিন্তু ভাল ফল করছিল, যে কোন কারণেই হোক, এবারের অলিম্পিকে‌ দেখা গেল না।
    তাছাড়া খেলাধুলো একটা সংস্ক‌তির অঙ্গ, এগুলো হতে সময় লাগে।
    আমার মনে হয় ২০২৮ এর অলিম্পিকে ভারত ভাল ফল করবে। 
    প্রচুর মেডেল পেলে ভাল লাগত, সে আর কী করা যাবে। 
  • 'পলাতক' ইন্টার্ন | 2409:40e4:2054:c7cc:bc8d:f8ff:febb:***:*** | ১৩ আগস্ট ২০২৪ ১০:১০528172
  • আরেক গোয়েন্দা সাংবাদিক পি চ্যাটার্জি তো কোন ইন্টার্নরা পালিয়ে গেছে বলে তাদের নাম ধাম ফেসবুক প্রোফাইল শেয়ার করে বসলেন, যথারীতি তা ভাইরালও হল, তারপর জানা গেল এরা কেউই কোথাও পালায়নি। যে ছেলেটির প্রোফাইল সুপারভাইরাল হল, সে অবশ্য কোথাও না বেরলেই মঙ্গল, নানাবিধ ভাইরাল পোস্টে তাকে গণপিটুনি দিয়ে উলটো করে টাঙ্গানোর দাওয়াইও এসে গেছে। ফাঁসি বা যৌনাঙ্গ কেটে নেওয়ার পুরানো প্রেস্ক্রিপশন তো আছেই।
  • সাংবাদিক গোয়েন্দার 'ভুলস্বীকার' | 2409:40e4:2054:c7cc:bc8d:f8ff:febb:***:*** | ১৩ আগস্ট ২০২৪ ০৯:২৫528171
  • এক 'স্বাধীন সাংবাদিক' অর্ক দেব মহাশয়, যিনি গত এক মাস যাবত বাংলাদেশের জন্য ভারত থেলে বিপ্লব করে স্বাধীনতা এনে ঘোষণা দিয়েছিলেন, আমার স্বাধীন সোনার বাংলা, আমি তোমার কাছে আসছি,  কিন্তু যাওয়ার আগেই আরজিকর কাণ্ড এসে পড়াতে গোয়েন্দাগিরির গুরুদায়িত্বে নেহাত ব্যস্ত হয়ে পড়লেন, প্রহরে প্রহরে রোমহর্ষক শিহরণসৃষিকারী সব গ্রাফিক আপডেটের ধারাবাহিক দেওয়ালে ক্লিফহ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে দিতে দিতে।  পরবর্তী আপডেটের জন্য ব্যাকুল পাঠককুলই বা কম কীসের, থ্রিলার ওয়েবসিরিজ বিঞ্জওয়াচিং সঞ্জাত গোয়েন্দানবিশি আর কবেই বা এমন কাজে লাগবে, তাই তাঁরাও সব ওয়াটসন তোপসে হয়ে গেলেন। আপডেট থেকে খুন ধর্ষণের ভার্চুয়াল ময়নাতদন্ত, আরো সব সম্ভাবনার আরো গ্রাফিক বিবরণ,  নানাবিধ চ্যাটগ্রুপ থেকে প্রাপ্ত নানা অপরাধীর নাম,  ছবি,  নং সবই একাধারে সে দেওয়ালে জমা আর অন্য দেওয়ালে ছড়াতে থাকল। 
     
    তা  অবশেষে তিনি কাল লিখলেন, 
     
    "ভুল স্বীকার: আরজি কর হত্যাকাণ্ড নিয়ে আমি বেশ কয়েকটি পোস্ট করেছি। তার মধ্যে একটি পোস্ট ছিল, একার চেষ্টায় পেলভিক হাড় ভাঙা যায় কিনা তা নিয়ে জিজ্ঞাসা৷ জিজ্ঞাসাটি এসেছে একের বেশি লোক হত্যাকাণ্ডে ছিল এ কথাটি প্রমাণের তাগিদে। ঠিক যে তাগিদ থেকে চুলের ক্লিপ বা চোখের রক্তক্ষরণ নিয়ে পোস্ট করা। প্রতিটি পোস্টেই ডাক্তারদের মতামত চাওয়া হয়েছে।

    এই ঘটনায় এখনও পর্যন্ত যে প্রাথমিক রিপোর্টটি পাওয়া গিয়েছে তা হাতে লেখা৷ মূল পিএম রিপোর্ট এমন হয় না। তাতে ভিসেরার সাইজ লেখা থাকে। থোরেক্স, অ্যাবডমেন আলাদা করে রিপোর্ট লেখা হয়। হাড়ের গঠনগত বদল নিয়ে আলাদা কমেন্ট থাকে৷ এই রিপোর্টে তেমন কিছু ছিল না।  পেলভিক হাড় নিয়েও কোনো স্পেসিফিক মন্তব্য ছিল না। আমি প্রশ্নটি তুলেছিলাম কিছু সংবেদনশীল অতি বিশ্বস্ত ডাক্তার বন্ধুর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। কাজটা একদম ঠিক হয়নি। আরও যাচাই করা উচিত ছিল। এ ব্যাপারে সুনিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে পিএম রিপোর্ট পেলেই। এই অনিচ্ছাকৃত ভুলের জন্যে আমি কায়মনোবাক্যে ক্ষমাপ্রার্থনা করছি।

    আমার মূল অবস্থান: আশিরনখ আঘাত, ধর্ষণ, খুন এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, তা কিন্তু একই থাকছে। 

    আমরা সকলেই চাই অতি দ্রুত বিষয়টির নিষ্পত্তি। চাই, কোনো অপরাধী যেন এতটুকুও ছাড় না পায়।  কলকাতা পুলিশ যাতে বিষয়টি নিষ্পত্তি করতে পারে৷ প্রতিবাদীদের যেন কোনো দমনপীড়ন সইতে না হয়।"
     
    তার আগের পোস্টগুলির নমুনা থেকে যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের জানেন না কী হারালেন। ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার কোন সর্বোচ্চ শিখর ছোঁয়ার মুহূর্তগুলির সাক্ষী থাকতে পারলেন না! 
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ০৭:১৫528170
  • গুরুচন্ডালিতে অনেক মনোবিজ্ঞানী আসেন, একটা টই খোলা দরকার এসব নিয়ে। মানে এই স্মৃতি টিতি, সহজাত প্রবণতা ও সমাজের ট্রেনিং থেকে শেখা জিনিসপত্র এইসব নিয়ে। কাঁবাসানি নিয়ে একটা ছিল, কিন্তু সেটা বেশ সীমিত ছিল। প্রথমটা নিয়ে মাতামাতি, ২ ৩ ৪ ৫ ৬ নিয়ে তেমন কিছু বলা হয় নি।
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ০৭:০৯528169
  • কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইসব জিনিসগুলোও তো মানুষ পরে শেখে, তাই নয়? যন্ত্রপাতি টিউন্ড হতে হবে, হর্মোন টর্মোন সব ঠিকঠাক ব্যালেন্সড হতে হবে, তবে তো? চারপাশে ফুলি ফাংশনাল একটা ভাইব্রান্ট সমাজও তো চাই, নাহলে এসব শিখবেই বা কেমন করে কাদের কাছ থেকে?
  • &/ | 151.14.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ০৭:০০528168
  • আচ্ছা, সবচেয়ে পুরোনো স্মৃতি কত আগের হতে পারে? দু'তিন বছর বয়সের বা তারও আগের কোনো সচেতন স্মৃতি কি মানুষের থাকে? অন্য বড়রা বলেছেন সেই থেকে শুনে তৈরী স্মৃতি না, একেবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে তৈরী স্মৃতি ভান্ডারের স্মৃতি? বিভিন্ন মানুষ হয়ত আলাদাভাবে মনে রাখে। এরকম কি কোনো সার্ভে বা স্টাডি হয়েছে, যেখানে লোকে সবচেয়ে পুরোনো সচেতন স্মৃতির কথা বলেছেন?
  • :|: | 174.25.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ০৩:৫২528167
  • বাব্বাঃ! বাহাত্তর হয়েছেন বলে কি অঙ্খার! কি অঙ্খার!একাত্তরকে কি তুশ্চু জ্ঞান! :) 
     
    টইতে লিখলুম না। আমার কেমন জানি ধারণা ছিলো বাচ্চারা সবাই সবসময়ই নির্ভয় হয়। ভয় নিয়ে জন্মায় না। বীরদর্পে বিশ্বাঙ্গনে প্রবেশ করে। খুব ছোটো বেলায় কখনও ভয় পেয়েছি বলে মনে পড়েনা। কেউ আমার ভয় পাবার স্মৃতিচারণও কখনও না করায় এতদিন ধারণা ছিলো ভয় এবং সংশয় -- এই দুটি পরিস্থিতির ফলে উদ্ভুত অভিজ্ঞতা থেকে মানুষ পরে শেখে। অনেক পরে মানে স্মৃতি যতদূর যায় সেই অনুসারে প্রথম ভয় পেয়েছিলাম মানুষকে। এখনও, যদি থেকে থাকে, তবে ওই একটি ভয়ই থেকে গেছে। 
  • বাহাত্তর | 192.139.***.*** | ১৩ আগস্ট ২০২৪ ০১:১৭528166
  • এদেরও আর খেয়ে দেয়ে কাজ নেই। বেশ হয়েছে একাত্তর হয়েছে, নিজের চরকায় তেল দিগে যা।
  • জ.স.ল | 192.139.***.*** | ১২ আগস্ট ২০২৪ ২৩:০৮528164
  • সদ্য অক্ষরজ্ঞান হওয়া শিশুও শেলেটে দাগা বুলনোর পালা শেষে নিজের মতন করে আঁকাবাঁকা অক্ষরে অ আ ক খ লেখে। এই দীপদীপের কেবল ভাটে ভাটে টইয়ে টইয়ান্তরে কপি পেস্ট কপি পেস্ট আর কপি পেস্ট।
  • Somenath Guha | ১২ আগস্ট ২০২৪ ২২:৩৩528162
  • আর জি কর কান্ডে শাসক দলের মাথারা যুক্ত। নাহলে এত সাংঘাতিক একটা ঘটনার পরেও ওই সন্দ্বীপ ঘোষকে আবার অন্য একটি কলেজে নিয়োগ করা হল। এর বিরাট চ্যানেল, একদম নবান্ন অবধি। বিরাট প্রতিবাদ দরকার। হাজরা তে জমায়েত চাই। সদর দপ্তরে কামান দাগ।
  • b | 14.139.***.*** | ১২ আগস্ট ২০২৪ ১৫:৩৩528161
  • দেশের নানাবিধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে পার্টিশন হররস রিমেব্রান্স ডে উদযাপিত হতে চলেছে ১৩ই আগস্ট। সেখানে কিছু কিছু ছবি দেখানো হবে আর ভিডিও শো থাকবে। 
  • &/ | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৭:৪০528160
  • শাসনতন্ত্রও তো তেমনই। কিছুদিন যায় মোটামুটি নিয়মে, তারপরেই পাতাল ফুঁড়ে এসে হাজির হয় ড্যাশরা। সেইগুলোকে তাড়িয়ে আবার নিয়মে আসার জন্য আবার লড়াই। এই চক্র চলতে থাকে।
  • . | ১২ আগস্ট ২০২৪ ০৭:৩৩528159
  • তবে আল্টিমেট বটমলাইন হচ্ছে, বাংলাদেশ জিতেছি জিতেছি করে চেঁচাচ্ছে এবং ভারতের বরাতে প্রচুর শরণার্থী।
    জিতের আনন্দে লুঠপাট, হত্যা, তোলা আদায় চলছে।
    শরণার্থী ঢুকবার আশঙ্কায় ভারতে সবকটা দল একজোট।
  • &/ | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৭:২৮528158
  • হ্যাঁ, খুবই কনফিউজিং। নানাদিক থেকে নানা মতবাদের সব সুধীগণ এসে তর্কবিতর্ক করে আরও কনফিউজিং করে দিচ্ছেন। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ। কালাচাঁদের ছবির কেস।
  • . | ১২ আগস্ট ২০২৪ ০৬:০১528157
  • &/ | 151.141.85.8 | ১২ আগস্ট ২০২৪ ০৫:০৯
    আগাগোড়া ব্যাপারটাই কি কম কনফিউজিং? এতো অতি সামান্য।
    তবে এই সাইটের নানান থ্রেডে এই কনফিউজিং ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ বিপরীত দলের সাপোর্টাররা মতামত দিচ্ছেন — এটা দারুন ব্যাপার।
  • NRO | 165.124.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৫:১৬528156
  • :|: বাবু, ঠিক আছে, to make it up এবার আপনাদের জন্য একটি অপূর্ব অনুবাদ upload করছি। এর চেয়ে ভালো অনুবাদ করা মুশকিল: 
     
    সাধুসঙ্গ ( মূল লেখক : শেখ সাদি অনুবাদক : সত্যেন্দ্রনাথ দত্ত )
     
    একদা স্নানের আগারে পশিয়া
    হেরিনু মাটির ঢেলা,
    হাতে নিয়া তারে শুকিয়া দেখিনু
    রয়েছে সুবাস মেলা।
    কহিনু তাহারে, কস্তুরী তুমি?
    তুমি কি আতরদান?
    তোমার গায়েতে সুবাস ভরা,
    তুমি কি গুলিস্তান?
    কহিল, ওসব; আমি কিছু নহি,
    আমি অতি নীচ মাটি,
    ফুলের সহিত থাকিয়া তাহার
    সুবাসে হইনু খাঁটি।”
  • &/ | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৫:০৯528155
  • ওই বিশেষ থ্রেডে গিয়ে দেখলাম জুলাইয়ের ৩১দিন আর আগস্টের ৫ দিন নিয়ে ৩৬ জুলাই বলছে। ধন্যবাদ ডট। কিন্তু এটা বেশ অদ্ভুত আর কনফিউজিংও বটে।
  • NRO | 165.124.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৫:০৬528154
  • :|: বাবু , আপনার অপূর্ব অনুবাদটি পড়ে মনে হল যেন কোনো নির্মল বসন্ত রজনীতে স্বাতী নক্ষত্রের অশ্রুবিন্দুর মতো এক ফোঁটা জল শুক্তির বুকে পড়ে মুক্তাটির সৃষ্টি হয়েছে। 
     
    Happy?
  • :|: | 174.25.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৪:৪১528153
  • বেশী খাটতে হয়নি। আপনার আমেরিকার আবিষ্কার করে দিলো -- অনুবাদ। 
    "এখন অলিম্পিক শেষ হয়েছে, দুটি যোদ্ধা দেশ - ইউক্রেন এবং ইসরায়েলের জন্য গর্বিত। দুটি দেশই স্বৈরাচারী আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার জন্য তাদের অবিরাম লড়াই করে চলেছে। এবং বেশ একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যুদ্ধে ইউক্রেন তাদের 600+ ক্রীড়াবিদকে হারিয়েছে কিন্তু তবুও 12টি পদক জিততে পেরেছে। ছোট্ট দেশ ইসরায়েল পেয়েছে ৭টি পদক। 126টি পদক সহ USA-এর শীর্ষস্থান ধরে রাখায় অবাক হওয়ার কিছু নেই, প্রতিবারই এমন হয়ে থাকে। এও আশ্চর্যের না যে সার্ক দেশগুলি একসাথে 7 টি মেডেল পেয়েছে। আগে থেকেই অনুমানযোগ্য করা গেছিলো। এখান LA অলিম্পিকের দিকে তাকিয়ে আছি যেখানে ক্রিকেট পদক ইভেন্ট হিসেবে পরিগণিত হবে।"
    আপনি চেষ্টা করুন। পরে দেখবেন ভালো লাগছে। 
  • . | ১২ আগস্ট ২০২৪ ০৪:৪০528152
  • &/ | 151.141.85.8 | ১২ আগস্ট ২০২৪ ০৩:১৯
     
    ৩৬ জুলাই কী সেটা জানতে হলে লেখাটা পড়তে হবে তো!
  • NRO | 165.124.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৪:১৯528151
  • Now that the Olympics is over, I am so happy for two warrior nations – Ukraine and Israel. Both are going through a very bad phase of their constant fight for survival against autocratic aggression. Ukraine lost 600+ of their athletes to war but still managed to bag 12 medals. Tiny Israel got 7 medals. No surprise in USA’s retaining the top spot, with 126 medals, it is always the case. No surprise that SAARC countries put together harvested 7, this too was predictable. Here’s looking to LA Olympic where cricket will be a medal event.
  • &/ | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৩:৪৩528149
  • মাঝে কিছুদিন ডীপ স্টেট শুনতাম, এখন আবার ব্যাক টু সিআইএ। ঃ-)
  • NRO | 165.124.***.*** | ১২ আগস্ট ২০২৪ ০৩:৩৯528148
  • &/, আমিতো আমার সব Typo র দোষ সিআইএ র ওপর চাপিয়ে দি। সরলমনা বাংলা মিডিয়াম pinko বাঙালিরা সিআইএর নাম শুনলেই সব বিশ্বাস করে নেয় তা সে typo ই হোক বা ফুটপাথ বিক্রি করাই হোক বা নদী থেকে বালি কাদা পাথর বেচে দেয়াই হোক - সবই সাম্রাজ্যবাদী খেল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত