এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:১৭515746
  • আমি কি চাই, তা নিয়ে তোমার  বিবিধ গেস ও  বেশ মজার :-)
    চালিয়ে যাও 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:১৬515745
  • কিন্তু বুঝতে পারছি না।

    বুলবুলভাজার অনেক লেখা তো আমার পছন্দ হয় নি। বিচ্ছিরি লেগেছে।

    কিন্তু, আমি যদি সম্পাদক না হই, তাহলে এখানে তো আমার কিছু করার নেই। আমি বড়জোর বলতে পারি, লেখাটা বাজে।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:১৫515744
  • তুমি হঠাৎ সৈকতে র লেখার কথা কোথা থেকে নিয়ে এলে? আজকের ভাটে সৈকতের লেখা লেখা নিয়ে কিছু লিখেচি বলে তো মনে পড়ছে না 
    টু মাচ ন্যাবা :-)
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:১৩515743
  • তাহলে বুঝেছি - অরণ্য সম্পাদ্না করতে চায়, বা নিজেই বলে দিতে চায়, যে এই লেখা প্রকাশ করো, বা এই লেখা কোরো না।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:১২515742
  • আমি বুবুভা য় কেন কিছু খারাপ লেখা নির্বাচিত হচ্ছে এবং কেন কিছু বিষয়ে লেখা বেরোচ্ছে না তাই নিয়ে বলছি। 
    তোমার ও কি চোখে সেশ অব্দি ন্যাবা হল ? :-)
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:১০515741
  • বেসিক্যালি, অরণ্যের পছন্দসই লেখা বুলবুলভাজায় বেরোয় না, বা অপছন্দের লেখা বেরোয়।
    দ্যাট ইজ ভেরি ফেয়ার।
    সেটা হতেই পারে।

    আমারই কোনো প্রকাশনার সব লেখা ভালো লাগে না।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:১০515740
  • নাঃ, লসাগু, এবার ও বোঝো নি :-)
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ০১:০৯515739
  • একক এবার একজন বিখ্যাত ব্যক্তির লাইনে বলেছে। তিনি আমাকে অবিকল এইরকম কথা বলছিলেন। আমি দ্বিমত পোষণ করি, তাও না। কিন্তু তারপর জিজ্ঞাসা করি কেন এরকম? আমার ধান্দাটা ছিল দেশভাগ-ফাটাকেষ্ট এসবে চলে যাব। 
     
    এবং তিনি আমাকে ধরাশায়ী করে দিয়ে বলেন, ভূমিসংস্কার।  আরে চোরদের তো বড় চোর হতে দিতে হবে আগে। নইলে পুঁজি আসবে কোথা থেকে? পাঞ্জাবে দেখনি?
     
    শুধু পাঞ্জাব কেন, মার্কসও এরকমই বলেছিলেন। আমাকে স্বীকার করতেই হয়।
     
    মজা করে লিখলাম। কিন্তু আলোচনাটা একেবারেই নন-সিরিয়াস না। এই লাইনে একটা লেখা লিখতে উৎসাহও দেওয়া উচিত ছিল। দেওয়া হয়নি। কিন্তু বার করলেই চাট্টি কথা হবে, "এবার গুরু ভূমিসংস্কারের বিরুদ্ধে লিখছে"। বললে আমি খুব পাত্তা দিই তা না। কিন্তু এই কুয়োয় থাকতে থাকতে আমিও কোনদিন ব্যাং হয়ে যাব।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:০৯515738
  • অ, এতক্ষণে ঠিকঠাক বুঝলাম।

    অরণ্যের মূল বক্তব্য হল সৈকতের লেখা নিয়ে, যে সৈকত কেন পঞ্চায়েত নির্বাচনের অরাজকতা নিয়ে লিখছে না।

    অর্থাৎ, এর সঙ্গে বুলবুলভাজার কিছু নেই। লেখক সৈকতের বিরুদ্ধে অভিযোগ যে সে কেন "ব্যালান্সড" লেখা লিখছে না।

    ক্লিয়ার হল ফাইনালি।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০১:০৬515737
  • লেখা কাটার কথা আসছে কেন? লেখা নির্বাচনের কথা আসছে। 
    পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মত লোক মারা গেল, অবাধ সন্ত্রাস চলল। একজন তাই নিয়ে বুবুভা লিখলেন যাতে ক্রিকেট, হিন্দী ভাষা আর বায়োলজিকে দায়ী করা হচ্ছে। 
    এই লেখা নির্বাচিত হওয়া সম্পাদক দের ইনকম্পিটেন্সি 
     
    তেমনই এ বছর তৃণমূলের দুর্নীতি নিয়ে কোন বুবুভা দেখি নি। সম্পাদক রা তো বিভিন্ন বিষয়ে বুবুভা বার করার জন্য লেখকদের সাথে যোগাযোগ করেন। শাসকের দুর্নীতি নিয়ে বুবুভা বেরোলে ভাল লাগবে। 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০১:০৫515736
  • একক যেটা বলছে, একটা কারাপ্টেড সিস্টেমের মধ্যের থেকে ডেভলপমেন্ট, মানে মাফিয়ারাজ বা সিন্ডিকেট সিস্টেমের মধ্যে থেকেও কিছু ইন্ডাস্ট্রি তৈরি, যেমন ভারতের অন্য অনেক রাজ্যে হয়েছে বা হচ্ছে।
  • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ০১:০২515735
  • আবাপ আমার থেকেও তাঁদের মতের বিরোধী লেখা ও চিঠি দুই-ই ছেপেছে এবং আনএডিটেড। জ্যোতি বসু ইংরেজি তুলে দেননি - এ চিঠি তো দেখি খেঁচো সিপিএমরাও হুলিয়ে শেয়ার করে। আবাপ লেখা চাইলে দিই, নতুবা দিই না। আমার ঠ্যাকা নেই। কিন্তু আমি কী লিখব কেমনভাবে লিখব তার পূর্ণ ঠ্যাকা আমার আছে এবং ওই ঠ্যাকার কারণেই লিখি।
     
    @গঙ্গারাম, বিজেপি নিয়ে আপনার আশঙ্কা অন্তত আমার কাছে অমূলক। হিন্দু ভোট ভোগে যাওয়া শুরু হয়েছে এবং তিতিবিরক্ত জনগণ অন্য বিকল্পের কথা ভাবছেন। আপনি বলেছিলেন পঞ্চায়েত ভোট লোকসভা ভোটের বেঞ্চমার্ক নয়। কিন্তু সম্ভবত ভুলে যাচ্ছেন এখানে সমিতি ও পরিষদেও ভোট দেওয়া হয়। কাজেই এটা একটা বড় ইন্ডিকেটর। তবে যা লিখছি তার সবটুকুই বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে।
     
    @এলসিএম, নিউটন আমি দেখিনি। তবে চাপড়ার হাতিশালায় আমার সবচেয়ে নির্বিবাদী ভালোমানুষ সহকর্মীটির ডিউটি পড়েছিল। সেখানে ৩২টি বোমা পড়ার পরে দু রাউন্ড গুলি চালানো হয়। আরও অনেক গপ্পো আছে।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৮515734
  • আহা! এই ব্যালান্সের ডেফিনিশন টাও তোমার নিজের ডেফিনিশন। তুমি যেটাকে ব্যালান্স ভাবছ। বা তোমার বন্ধুরা যেটাকে ব্যালান্স বলছে।

    এটা কিছু করার নেই।

    বেস্ট হচ্ছে, যে লেখা ভালো লাগছে না, সেটা না পড়া।

    যেমন, আনন্দবাজারের সম্পাদকীয় - কদাচিৎ পড়ি।
  • একক | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৬515733
  • অনুব্রত কে গাল দেওয়ার ভাষা তীব্রতর হওয়ায় পাব্লিক ফোরামে কানে ঠিক নাই লাগতে পারে -
     
     বাট দে আর ইনকম্পিটেন্ট ওল্ড স্কুল মাফিয়াস। কী এক্সপেক্ট করে?  মাফিয়া ইকোনমি ওয়ারকস। সারা ভারতের সবজায়গায়। করনাটক থেকে মুম্বই থেকে গুরগাঁও,  করপোরেটর ম্যাটারস। 
     
    আর পশ্চিমবঙ্গে? হেভি  ইন্ডাস্ট্রির বালাই নেই,  বড় টেন্ডার নেই - অতএব সো কল্ড মাফিয়ারা সাধারণ মানুষের রক্ত চুষছে। এরাও বুঝে গেছে, এখান থেকে তামিলনাড়ু বা কর্নাটকের মাফিয়াদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবেনা, ধানকল তেল্কল দিয়েই চালাই। পুরো ব্যাপারটাই ক্ষুদ্র চ্যাপ্টানো মৃতপ্রায় অর্থনীতিতে বসে এ ওর নেড়ে দেওয়ার মত হয়ে দাঁড়িয়েচে। এরা বড় ইনভেস্টর হয়ে কামব্যাক করছে না অন্য রাজ্যের মত। এদের পলিটিশিয়ানগুলো ও শর্ট টার্ম গেম খেলা পাব্লিক। সব ত্রিপল চাল। বড়জোড় রুগ্ন প্রাইভেট কলেজ। 
     
    বাট দে আর পাওয়ারফুল পীপল।  প্রচুর জনসমর্থন আছে।  নিজস্ব ব্র‍্যান্ডিং আছে। কিন্তু অলস। অল্পে খুশি স্বল্প ক্ষমতাসম্পন্ন বাঙালী। 
     
    কে চোর কে ডাকাত সেসব ন্যায়নীতির ব্যপার। নীতিবোধ নিয়ে মাথাব্যথা বিশেষ নেই  । কম্পিটেন্সি নিয়ে আছে। ইন্ডাস্ট্রি গড়ে ডাকাতি করুক না। এদের হাতেই তো ক্ষমতা। কিন্তু সে দম নেই। 
     
    আমাদের ফ্যাসিস্ট গুলো ও যেমন ছ্যাচ্চোড় আমাদের জোচ্চররাও সেইরূপ এম্বিশনলেস। 
     
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৬515732
  • নাঃ, লসাগু, কিছুই বোঝ নি। আমি ব্যালান্স্ড লেখা চাইছি 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৫515731
  • এলেবেলে, আপনি যেখানে খুশি লিখুন। ব্লগের চেয়ে বুবুভা-র গুরুত্ব বেশি, এটা আমার ধারণা , তাই আপনাকে একটা সাজেশন দিয়েছি মাত্র। 
    শেষ পর্যন্ত আপনি কোথায় লিখবেন - ব্লগে, বুবুভায়, কোন সংবাদপত্রে বা আদৌ লিখবেন কিনা, সে অবশ্যই আপনার সিদ্ধান্ত 
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৪515730
  • এবার বুঝেছি, ক্লিয়ার। 
    "... আমি বলছি... আমার ভাল লাগবে... আমার ভাল লাগে যদি ... আমি খুশী হই ... "
     
    মানে অরণ্য তার নিজের পছন্দের লেখা চাইছে - অন্য লেখা চাইছে না 
  • গঙ্গারাম | 115.187.***.*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৪515729
  • বেশ , এবার সবাই লোকসভা ভোট নিয়ে দুকথা বলুন
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ০০:৫৩515728
  • এটায়, সিরিয়াসলি আমি তিতিবিরক্ত। আমি যখন আবাপতে লিখি, কেউ একটা লাইনও বদলাতে বলেনি। সাইজে বড় হয়ে যাওয়া, বা বানানভুল-বাক্যগঠন এইসব ছাড়া। কোনো কোনো জায়গায় বলেছে। সেখানে লিখিনা। এবার আমার আবাপর লেখা শেয়ার করে ফেবুতে পোস্ট হয়েছে, দেখেছি "দেখেছ আবাপও পথে এসেছে" কিংবা "আবাপর এ কী হাল" - যেটা যখন প্রযোজ্য। 

    এতে আমি অপমানিত এবং বিরক্ত দুইই হয়েছি। ইকিরে ভাই, খেটেখুটে লিখলাম আমি, তার দায় বা কৃতিত্ব সবই নাকি আবাপর। তাদের পলিসিতে আটকালে নিশ্চয়ই ছাপতনা, আটকায়নি, এইটুকু ঠিকই আছে। কিন্তু আমার রাজনৈতিক মতামত আর আবাপর রাজনৈতিক মতামত তো এক না।

    গুরুকে নিয়েও একই জিনিস দেখি। যাঁরা করেন, তাঁরাও এদিক-সেদিক লেখেন। লেখা কাটলে তাঁরাও বিরক্তই হবেন। কিন্তু তবু টানেল ভিশনের বাইরে বেরোবেননা।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৫২515727
  • এলেবেলে, শেষ পোস্টে যা লিখলেন, নিজস্ব অভিজ্ঞতা, জাস্ট ভয়াবহ 
  • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ০০:৫০515726
  • অরণ্য, আপনি গুরুতে আমার থেকে অনেক পুরনো কালের বাসিন্দা। সেখানে গুরুর সম্পাদকমণ্ডলীর কেবল এক ধরণের লেখার প্রতিই পক্ষপাতিত্ব - ঠারেঠোরে এমন অভিযোগ করছেন না? সেটাকে নালিফাই করতে যাব কেন বিশেষত যখন আমি এই মতকে আদপেই সমর্থন করি না। যে যা খুশি লিখবে - ভালো হলে লোকে দু কথা বলবে, খারাপ হলে বলবে না। ল্যাঠা চুকে গেল।
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৫০515725
  • 'আর বুবুভার কোনো লেখাই "গুরুর সম্পাদকদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ আসে, সেটা যে ঠিক নয়, তা প্রমাণের জন্য" করা হবেনা। ওই ভাবে চাপের কারণে লেখা সিলেক্ট করা যায়না'
     
    - অফ কোর্স। সম্পাদকদের তো কোন চাপ নেওয়ার প্রশ্ন নেই । আমি বলছি, আমার ভাল লাগবে, ঠিকঠাক লেখা বুবুভায় বেরোলে। আমার ভাল লাগে, যদি গুরুর সম্পাদকদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ না আসে। 
     
    আমার ভাল লাগে যদি পঞ্চায়েত হিংসা নিয়ে হাস্যকর লেখা বুবুভায় না বেরোয়। আমি খুশী হই যদি শাসকের দুর্নীতি নিয়ে বুবুভায় এমন লেখা পাই, যা জাস্ট  লিপ সার্ভিস নয় 
     
    সম্পাদকরা গাং হো লোক, তারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলবেন, রেলা নিয়ে ঘুরবেন, এটাই কাম্য :-)
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০০:৪৭515724
  • এলেবেলের অভিজ্ঞতা নিউটন সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০০:৪৫515723
  • আহা! মূল দায় তো লেখকের।
    এ তো সেই নাসিরুদ্দিন মোল্লার গপ্পে মতন হয়ে যাচ্ছে, নাসিরের বাড়িতে চুরি হয়েছে, সবাই এসে নাসিরকে দোষ দিয়ে যাচ্ছে যে দরজা খুলে রেখেছ কেন, জানালাও তো বন্ধ করো নি, ইত্যাদি.. সব শুনেটুনে নাসির বললেন - সব দোষই কি আমার, চোরের কি কোনো দোষ নেই !
  • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ০০:৪৪515722
  • রাত অনেক হল। আপাতত জীবনের শেষ পঞ্চায়েত ভোটের (প্রথমটা করেছিলাম সেই ১৯৯৩ সালে যখন নির্বাচন কেন্দ্রেই গণনা হত) প্রিসাইডিং অফিসারের অভিজ্ঞতাটা শেয়ার করে যাই। আমার ভোট ছিল নাকাশিপাড়া ব্লকে (বেথুয়াডহরী বললে হয়তো চিনবেন)। রাত সাড়ে সাতটার সময় জনৈক জুব্বের শেখ বিনয়ের প্রতিমূর্তি হয়ে আমার কাছে এসে বলেন, 'স্যার এখানে ভোট হয় না। তবে আপনার কোনও অসুবিধা যাতে না হয় তার সমস্ত দায়িত্ব আমার। শুধু কাগজপত্রগুলো ঠিকঠাক করবেন, ব্যস।' সকাল সাতটা থেকে সেক্টরের কাছে প্রত দু ঘন্টা অন্তর ফিকটিশাস রিপোর্ট পাঠিয়ে গেছি (মেল-ফিমেল বিভাজন সমেত)। দুপুর আড়াইটা নাগাদ মোট ৯০৪টে ছাপ্পা দেওয়া হয়। খালি তাদের অতীব দয়ালু মনোভাবের জন্য মাত্র একজন এসইউসি সমর্থক আমার বুথের সবেধন নীলমণি ভোটটি দেন। তারপর খেল খতম। শান্তিপূর্ণ নির্বাচনের প্রহসনটি সেরে বাক্সগুলো জমা দিয়ে বাড়ির পথ ধরি। সেদিন সারা রাজ্য জুড়ে আরও বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় এই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৩ ০০:৪৩515721
  • আরে পাঠকের সমালোচনায় কিচ্ছু অসুবিধে নেই। কিন্তু ওইটা সম্পাদকমন্ডলীর অবস্থান, ধরে না নিলেই হল। এমনিও সবসময় চেষ্টা করা হয়, বিভিন্ন পরস্পরবিরোধী মতামত একটা জায়গায় রাখতে। এবং তার মধ্যে যেটা ইন্টারেস্টিং। এবার, তার মধ্যে ভালো-খারাপ থাকতেই পারে। সে নিয়ে বললে তো কোনো চাপ নেই।
     
    আর বুবুভার কোনো লেখাই "গুরুর সম্পাদকদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ আসে, সেটা যে ঠিক নয়, তা প্রমাণের জন্য" করা হবেনা। ওই ভাবে চাপের কারণে লেখা সিলেক্ট করা যায়না। 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৪২515720
  • * সম্পাদিত বিভাগে 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৪২515719
  • মূল প্রশ্ন হল, একটা সম্পাদিত ভাগে কোন লেখা বেরোলে, তার দায় কি ১০০% লেখকের না কিছুটা সম্পাদক দেরও ? 
    লসাগু, তোমার কি মনে হয়? 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:***:*** | ১৭ জুলাই ২০২৩ ০০:৪১515717
  • না, বুবুভা তুলে দিতে তো বলি নি 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত