এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১৯:১৩515506
  • সিপিএমের কী দরকার আপনি বলার কে?  নিজের নামটা বলার সাহল রাখেনা, এসেছে সিপিএমের মুখপাত্র হতে। যান ফেক প্রোফাইল খুলে ফেবুতে গিয়ে ট্রোল করুন।
  • সিএস | 103.99.***.*** | ১২ জুলাই ২০২৩ ১২:১০515505
  • লোকজন কী ঢপায় মাইরি। বলল, গাঁয়ের লোকে তিনোদের ওপর খেপে আছে, ভোট হলেই তিনোরা কেস খাবে।

    কোথায় কি !

    উত্তরবঙ্গে কী ভাজপার জোর কমল ? মনে তো হচ্ছে, না হলে কালকেই রাজবংশী মহারাজের বাড়ি যায় ?

    সিপিএমের উন্নততর ভার্শন হয়েছে তিনোরা, কদ্দিন এভাবে চলে দেখা যাক। ১৯৯০ পরবর্তীতে অর্থনীতি বদলে গেলে সিপিএম আর সামলাতে পারেনি, সেরকম কী আসে তিনোদের জন্য সেটাই দেখার। একটা সাইকেল কারখানা করারও না চেষ্টা করে কদ্দিন চলে।

    গাঁ - গেরামে এত যে কেন্দ্রীয় টিম, চুরির রিপোর্ট, টাকা বন্ধ ইত্যাদি চলছিল, সে সব কি এখনও চলবে ? ভোট তো মিটে গেল, লাভও কিছুই হল না।

    কিন্তু সূর্যবাবু তো পোস্টার মেরেছিলেন যে সিপিএমের সীট নাকি তিনগুণ বেড়েছে, কোন একটা হিসেবের তুলনা করে। তাতে কী লোকজন খুশী নয় ?
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ১১:০২515504
  • বোঝো! সিপিএমের মেম্বারের তুলনায় শুভাকাঙ্খীদের সংখ্যা বেশি। কিন্তু সিপিএমের শুভকামনার দরকার নেই। শুভকামনা জানান মুলোদের। সবুজ ঝড় বা সিবিআই দেখে প্যান্টুল হলুদ - যে কারনেই হোক।
     
    যাই হোক ব্যঙ্গ না করেই বলি - আপনিও তৃনমুলের দুর্নীতি নিয়ে লিখুন। রেস্পসিবিলিটি অফ ইন্টেলেকচুয়াল বইটা আরেকবার ঝালিয়ে নিতে পারেন । তখন গুরুচণ্ডালীকেও শুভকামনা জানানো যাবে।
     
    ব্যস।
  • Amit | 163.116.***.*** | ১২ জুলাই ২০২৩ ১০:৪২515503
  • আরে আমি আবার কবে বিজেপি কে ডিসওন করলাম ?যাব্বাবা। আপনি যতটা পিসিভক্ত আমিও ততটাই মোদীভক্ত। এক্কেরে তুল্যমূল্য। 
     
    আর বামদের ফেরাতে কে চাইছে ? পিসি বিদায় হলেই আমি খুশি। ঠিক যেমন আপনারা এগারোতে বাম বিদায় হওয়ায় খুশি হয়েছিলেন। ওই যে আসে আসুক ইত্যাদি। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১০:২৪515502
  • ওহো, আর অমিতবাবুর মতো বিজেপিদের ডিসওন করুক। (বিজেপি আর বাম একসঙ্গে হওয়া যায়না, এটা বেসিক। কিন্তু সেটাও বলে দিতে হয় আজকাল।)
     
    ব্যস। আপনি মনের আনন্দে ফেবুতে গিয়ে ট্রোল করুন। শুভনন্দন।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১০:২১515501
  • তবে সিপিএমকে মুছে দেওয়া কারো অ্যাজেন্ডাতে ছিলনা। এখনও নেই। ওটা ওঁদের নিজের কৃতিত্ব।
     
    সিপিএম একটা সাইজেবল জায়গায় আসুক। বিজেপির বিপদটা বুঝুক। কিছু সাহায্য লাগলে বলুক। ইন্টারনেট সিপিএম কামড়াকামড়ির বদলে রাজনীতি বা অন্তত নেটফ্লিক্সে মন দিক। এই হল শুভকামনা। ব্যঙ্গ করে না। সত্যি সত্যিই। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১০:১৭515500
  • কেন, বুদ্ধবাবুকে অবসরে পাঠিয়ে দেওয়া? এ খুবই বোকার মতো কথা হল। নামটাই তো পকাবু। ঃ-) 
  • + | 103.5.***.*** | ১২ জুলাই ২০২৩ ১০:১০515499
  • পকাবুদের অ্যাচিভমেন্ট কী? জনপরিসর? সে তো সিপিয়েম আমলে ছিল।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১০:০৪515498
  • "এইজন্যেই ফেবুতে পকাবুদের এত ট্রল হতে হচ্ছে।" 
    এইটা টু মাচ। নিজেরা তো নাম ও দেখাতে পারছেননা। স্বনামে কথা তো বলতেই পারেননা। রাজনৈতিকভাবে নেই হবার দিকে। এখন অ্যাচিভমেন্ট কী? না কেউ একটা ফেবুতে কাউকে ট্রোল করেছে। :-) 
  • Amit | 163.116.***.*** | ১২ জুলাই ২০২৩ ১০:০৩515497
  • আহা চটিপিসি অতটা অকৃতজ্ঞ ও নন। এই সুবোধ থেকে সামিরুল কেই দ্যাখেন না। দু একটা মিস ফায়ার আগে হয়েছে বটে এদিক সেদিক। কিন্তু তা বলে কি সব অমন হবে ?
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ১০:০২515496
  • যেকোনো ভাবে জেলে পুরলেই হল? এবার তো বলবেন, হায়দ্রাবাদের ইনস্ট্যান্ট জাস্টিস, মানে এনকাউন্টারও  ঠিক আছে। সেই খুনের কেসে। 
    মনে করলে নিশ্চয়ই করুন। আর এগোবনা। তবে আমার আপত্তিটাও গেস করার চেষ্টা করুন। এ জিনিস এতবার লেখা হয়েছে, যে, আর লেখার মানে নেই। তবুও পরে কখনও হয়তো লিখব। 
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ১০:০০515495
  • তক্ক করে সত্যিই কিছু লাভ নেই। নন্দীগ্রাম আমলে কুমিরের গল্প ছড়িয়ে যারা বুদ্ধিজীবী হয়ে ওঠে, তাদের পক্ষে চটিপিসির বিরুদ্ধে কিছু বলা মানে সুইসাইড। এইজন্যেই ফেবুতে পকাবুদের এত ট্রল হতে হচ্ছে।
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৫৬515494
  • বুদ্ধদেব সরকার মানে বুদ্ধদেব না এও কি বলে দিতে হবেক? কি অবস্থা!
  • Amit | 163.116.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৫৪515493
  • আচ্ছা - অনুব্রত যদি ভালো লোক নয় স্বীকার করে নেয়াই হচ্ছে (১২ জুলাই ২০২৩ ০৯:৪৭  উবাচ লিখে দি গোলপোস্ট সরানোর আগে :) :) ) তাহলে সে জেলে থাকলে এতো দরদ কেন ? কোন আইনে আছে কার কি এলো গেলো ? এরকম একটা গুন্ডাকে যেকোনো আইনেই হোক জেলে আটক করে রাখলে এতো চোখের জল কিসের জন্যে ?
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:৫৪515492
  • ভয় পাচ্ছেন কেন বুঝলাম না। এই তো চাদ্দিকে শুনলাম, হেবি রেলা নিয়ে সবাইকে পেটাচ্ছেন। সেলিমবাবু বাঁশের ছবি দিলেন। কোথায় যেন উইকেটের দাম বেড়ে গেল। এখন কি বিপ্লব শেষ?  
  • Amit | 163.116.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৫০515490
  • কিছু না ভেবে শুধু পিসি আর অনুব্রতকে নিঃস্বার্থ মরাল সাপোর্ট দিতে আপনি এতো দিন ধরে পাতার পর পাতা হ্যাজ নামাতে পারেন - দেখে দেখে মাত্তর চার প্যারা নামাতে পারবোনা ?  নিজেকে এতো ছোট ভাবেন কেন ? :) :) এতো নিঃস্বার্থ ​​​​​​​সার্ভিস ​​​​​​​তো শিক্ষণীয়। 
     
    আর সিবিআই এর অপব্যবহার মোদীজি প্রথম করলেন বুঝি ? আগে হয়নি ?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:1321:6027:dc93:***:*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৪৯515489
  • আর হ্যাঁ, চটিপিসীর কোটি টাকা। তার চামচেই বলে সত্তর বছর বয়সে (চুরির) টাকার জোরে কচি কচি ইয়ে রাখে। সেই চটিপিসীর সাথে ভিখিরি বুদ্ধকে একভাবে ট্রিট করতে হবে এ কেমন আবদার?
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:৪৭515488
  • নন্দীগ্রামে বুদ্ধবাবু তো কোনো ক্রাইম করেননি। পুলিশ তো গুলি চালায়ই। বাম আমলে বহুবার চালিয়ে প্রচুর লোক মেরেছে। কিন্তু ওগুলো আইনত দন্ডনীয় কিছু না। কতবার আর বলতে হবে, যে, বুদ্ধবাবু যা  করেছিলেন সেটা  রাজনৈতিক অপরাধ ছিল, তার শাস্তি দেওয়া হয়ে গেছে। সিবিআই বুদ্ধবাবুকে নিয়ে কোনো তদন্ত করেছে বলেও জানিনা।
     
    গুজরাত আর অনুব্রত, দুই কেসে সিবিআই তদন্ত করেছে।  বক্তব্য একই। তদন্ত ঠিকঠাক হয়নি, অপদার্থতা অথবা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতদ্বারা কোর্টে কোনো অপরাধ প্রমাণ করা যায়নি বা যাবেনা। তার জন্য মোদি বা অনুব্রত কেউই রাজনৈতিকভাবে ভালো লোক হয়ে যাননা। 
     
    সব মিলিয়ে ভদ্রলোকের একই কথা। গোল বা পোস্ট কিছুই আলাদা না। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:1321:6027:dc93:***:*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৪৫515487
  • যান যান, চা খেতে যান। একটা পর্য্যায়ের পর তর্ক করে আর লাভ হয়না। ইগনোর করতে হয়।
     
    কে বলেছে লোককে কনসিস্টেন্ট হতে হবে? হুইটম্যান লিখেছিল না, do I contradict myself? Very well, I do. তবে সেটা স্বীকার করতে দম লাগে 
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৪৪515486
  • মাথার ওপর চটিপিসির অভয়হস্ত তো নাই। কি করব বলুন? ভয় পেতে হয়।
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৪২515485
  • কমপ্রিহেনশন স্কিলের ঘাটতি দেখাই যাচ্ছে।
     
    'বুদ্ধবাবুকে পাবলিক বনবাসে পাঠিয়ে দিয়েছে। আপনারাও রাজনৈতিক আন্দোলন করুন না। পাবলিককে বোঝান। ধরে আস্তাকুঁড়ে পাঠিয়ে দিন।'
     
    ইটা ফেয়ার ইলেকশন হলে তবেই হয়।
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৪০515484
  • নন্দীগ্রামের ঘটনায় সিবিআই বুদ্ধদেব সরকারকে ক্লিনচিট দিয়েছিল। তখন পকাবুদের যুক্তি গুজরাতেও ত মোদিকে ইত্যাদি।
     
    এবার অনুব্রতকে ধরেছে। পকাবুদের দাবি প্রামান ডাও। নইলে মানবই না কোন দুর্নীতি হয়েছে।
     
    এই তো আবোল-তাবোল যুক্তি। গোলপোস্টটা আগে কোথায় বসাবেন ঠিক করুন। তাপ্পর তর্ক।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:৪০515483
  • আন্দোলন সামাজিকও হয়। তবে সিবিআই ও কেন্দ্রীয় সরকার লইয়া আন্দোলন, এই প্রথম শুনছি। এত ভেবে এইটা চার প্যারা ধরে লিখলেন? :-)  
  • Amit | 163.116.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৩৮515482
  • হায় -যদি উনিজির ঘনিষ্ঠ হতে পারতাম এখানকার কয়েকজনের মত - যারা চটিপিসির ঘনিষ্ঠ হতে পেরেছেন  নিঃস্বার্থ সেবা করে এবং এখনো ওনার মরাল সাপোর্টে রেগুলার হ্যাজ নামাচ্ছেন (অবশ্য বলেন ওগুলো নিবন্ধ- ওই মুড়ি চালভাজা একই হলো গিয়ে )। :) :) 
     
    তবে আন্দোলন শুধুমাত্তর রাজনৈতিক হতে হবে এইটা কিন্তু চরম। মমব্যান যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপি র কোলে চেপে (এসব সিঙ্গুরের স্বর্ণকালের আগে র কথা ) তখন কিন্তু রাজ্যের টাকা আটকানোর যাবতীয় চেষ্টা চালিয়ে গেছেন। তখন কিন্তু কেন জানি রাজনৈতিক আন্দোলনের লেকচার কেউ মারতে আসেন নি ওনাকে। 
     
    মানে মোটামুটি এখন পিসিভক্তদের দাবি চুরি করাটা অপরাধ নয়। জেলে ভরা যাবেনা ডিসপিরপরসোনেট সম্পত্তি থাকলে। হায় - কদিন আগে দাবি তুল্লে পাত্থ কুন্তল এদেরকে পার্টি থেকে বের করতে হতোনা। 
     
    অবশ্য কাকে বাঁচাতে এদেরকে হাড়িকাঠে চড়াতে হচ্ছে তার কাকে আম পাঠিয়ে সেটিং করতে হচ্ছে সেসব নিয়ে কুলোকে নানা কথা বলে। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:৩৭515481
  • এত ভয় পেলে অষ্টম বামফ্রন্ট সরকার হবে কীকরে? 
     
    কমপ্রিহেনশন স্কিলের এত ঘাটতি থাকলে অবশ্য স্বনামে লিখলেও হবেনা। এতক্ষণ পড়ে এই বুঝলেন, যে, আমরা রিগিং, বুথ দখল, এইসব নিয়ে কথা বলছি? 
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:৩৪515480
  • অর্থাৎ রিগিং-বুথ দখল এগুলো স্রেফ ঘটেনি? ফেয়ার ইলেকশন হয়েছে আর তাপ্পর আবাপর ভাষায় রাজ্যজুড়ে সবুজ ঝড়? পকাবুরা কি এতটাই নাইভ?
     
    না: নিজের নামে লিখব না। লিখতে ভয় পাই। আম্রিগায় ত থাকিনা।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:২৪515479
  • আপনিও স্বনামে লিখুননা। মাইরি, খুন-জখম তো করছেননা, কেবল আবোল-তাবোল কথা লিখছেন শুধু। এতে লজ্জার কী আছে? 
     
    নন্দীগ্রামের ঘটনা রাজনৈতিক ঘটনা। তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হয়েছে। বুদ্ধবাবুকে পাবলিক বনবাসে পাঠিয়ে দিয়েছে। আপনারাও রাজনৈতিক আন্দোলন করুন না। পাবলিককে বোঝান। ধরে আস্তাকুঁড়ে পাঠিয়ে দিন। কী এসব ফালতু বিজেপির চক্কোরে সিবিআই-ইডি-ভগবান করছেন। এতে তো আমও যাবে ছালাও যাবে। আমরা পাঁচিলে বসে দেখব। আর কি।   
  • + | 200.55.***.*** | ১২ জুলাই ২০২৩ ০৯:১৭515478
  • ও আচ্ছা। নন্দীগ্রামের ঘটনায় কতগুলো পূর্ণাঙ্গ চার্জশিট এসেছিল? সেসব দেখে তাপ্পর কুমির আন্দোলনে নেমেছিলেন বুঝি? ভারতে কতজন পলিটিশিয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিজোগ প্রমান হয়েছে? 
     
    মাইরি তৃনমূল একটি রাজনৈতিক দল। তাদের সাপোর্ট করুন না। দুর্নীতিকে ডিফেন্ড করুন খোলাখুলি। এতে লজ্জা পাওয়ার কি আছে?  
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১২ জুলাই ২০২৩ ০৯:১০515477
  • গুরুর পাতাতে লিখেই উনিজির ঘনিষ্ঠ হয়ে গেছেন? দারুণ ব্যাপার তো। শুভনন্দন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত