এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হজবরল | 185.22.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯510603
  • "আমি ইন্টালেকচুয়াল হওয়ার যোগ্যই নয়, সেটা হলে আমরা বোধ হয় মাপকাঠিটা খুব নামিয়ে এনেছি: পরমব্রত" [আবাপ]
     
    আজকাল অনেকেই 'নই' র বদলে 'নয়' বলেন , এই ভুল কি ইচ্ছাকৃত ? নাকি এটাই ঠিক ?
  • kc | 188.236.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৯510602
  • কিন্তু ঝকঝকে ইপাব তো মার্কেটে ছিলই। 'দ'দি কিনতে কেন গেল? আমারও পোষায়নি।
  • হজবরল | 193.214.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৬510601
  • ঝালমুড়ি বিক্রি করাটা বড় ব্যাপার নয় , সেটা করে কোটিপতি হওয়া টাই আসল। 
     
    কিন্তু এই চঞ্চলকুমার বাবু কি নতুন কোনো ফেবু লেখক ?
  • S | 2405:8100:8000:5ca1::6d:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:০১510599
  • কেন? "একটা ঝালমুড়ির কৌটোর মতন কৌটো করে নেবেন। একটু বাদাম দিয়ে দেবেন। একটু ছোলা দিয়ে দেবেন। দারুন বিক্রি হবে।"
  • | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৩510598
  • না না।  বাপরে! ওই জগঝম্প আর অত্ত ক্যাওসে আমি নেই। 
  • Bratin Das | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৮510597
  • দ,  কি পুজো তে কলকাতা  যাচ্ছো?
  • | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৫510596
  • আচ্ছা। 
    আমার পোষালো  না।  কাউকে দিয়ে দেব বইটা যার ভাল লাগবে। 
  • Bratin Das | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৮510595
  • দ, অমৃত যাত্রী বই টা আমিও  এখন পড়ছি। কারন কলকাতা  থেকে হাতেগোনা  কটা বই  এনেছি। আর নরম বই  পড়া একপবারেই নাপসন্দ। 
     
    তৃতীয় অধ্যায়প।এখন অবধি মন্দ লাগছে না
  • | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩১510594
  • না ওটা পিঠু,  মানে ব্যাকপ্যাক।  
  • | 146.196.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৮510593
  • দ-দির ২৯.৯.২০২২ ০০.০২ পোস্টে হিউয়েন সাং এর ছবিটা বহুবার স্কুলের বইয়ে দেখেছি, এবার আবার জুম করে দেখলাম। আচ্ছা ওনার পিঠে কি পোর্টেবল চেয়ার বাঁধা, সঙ্গে ছাতা আর তার থেকে ঝোলানো আলো? দারুন তো। হেঁটে যাচ্ছি, হঠাৎ ইচ্ছে হলেই ওই চেয়ারে বসে পড়বো, ঝোলানো বাতি টা জ্বেলে মন চাইলে বই পড়ব। এত কাজের জিনিস এখন কোথাও কিনতে পাওয়া যায় না?
  • r2h | 192.139.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৮510592
  • * হ্যাঁ, মতামত নিয়ে আপত্তি করে লাভ নেই। এই যেমন গুরু নামে মন্তব্যকারী। নিজের মত, সে যাই হোক, যত পুণরাবৃত্তিই হোক, নিজের কথা বলে উনি এনগেজ করার চেষ্টা করেন। কী আর করা।
    * ট্রোল - নেপচুন প্লুটো নামে একজন হোমোফিবিক ট্রোল করছিল, সেরকম হলে সাইটের আলোচনায় অংশগ্রহণকারীদের স্বার্থেও কর্তৃপক্ষের কিছু দায়িত্ব বর্তায়, সেসব মোছা হয়েছে। একইভাবে ব্যক্তিগত আক্রমণের বাড়াবাড়ি হলে সেসবও মোছা দরকার, হয়ও। এবার বাড়াবাড়ি কাকে বলে সে এক কথা। হুমকি টুমকি হলে তো মুছতেই হবে।
    * বাকি রইল স্প্যাম। স্প্যাম তো মতামত না। একই কন্টেন্ট একই অডিয়েন্সের কাছে লাগাতার পাঠাতে থাকা হল স্প্যামের একটা বৈশিষ্ট্য। তার নানান উদ্দেশ্যর মধ্যে একটা হতে পারে ডিসরাপশন। এবার কর্তৃপক্ষ কি ইচ্ছাকৃত ডিসরাপশন দেখেও সেটাকে অ্যাকোমোডেট করবে? এটা একটা প্রশ্ন।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৫510591
  • না না, সেটা না। আপত্তিটা অন্যখানে। যে যাখুশি নিক নিয়ে আসুক না, কিন্তু পোস্টগুলোর কন্টেন্টে যদি গালাগাল আর ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই না থাকে, তাহলে সেগুলো রেখে লাভ কী? কোনো তো ভ্যালু অ্যাড করছে না।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:২৯510590
  • নিক, মানে, ছদ্মনামে লেখা নিয়ে আগে আপনাদের সবার সঙ্গে - বোধি, এলেবেলে, অ্যান্ডর, বড়েস, ডিসি .... আলোচনা হয়েছে.... কোলজড কম্যুনিটি ওনলি ফর লগড ইন ইউজার - এ ছাড়া খুব একটা কিছু এতে করা মুশকিল, এবং এতেও আইডেন্টিটি হাইডিং পুরো  আটকানো যাবে না।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:২৪510589
  • স্প্যাম বলতে, একই পোস্ট বারবার পোস্ট হচ্ছে।

    এটা তো হ্যাকাররা অনেক সময় করে থাকে, একই কম্পুটারে অজস্র বার অটোমেটিক্যালি পিং করতে থাকে যতক্ষণ না সার্ভার বসে যায়।

    আর এক ধরনের হল, মার্কেটিং স্প্যাম, অনেকে এসে কোনো ব্যবসার বা কোনোকিছুর অ্যাড দিয়ে যাচ্ছে সাইটের বিভিন্ন থ্রেডে।

    এখনও সেরকম সাইট বসে যাওয়ার মতন বা হেভিওয়েট মার্কেটিং স্প্যামিং তো দেখি নি। হলে দেখতে হবে কি করা যায়।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:১৬510588
  • হ্যাঁ, বুঝলাম। তাহলে স্প্যামগুলোর ক্ষেত্রেও তো তাই বলা যায়। ওগুলোতে গালাগাল নেই, কুৎসিত ভাষা নেই, ব্যক্তিগত আক্রমণও নেই, তাহলে ডিলিট করার কোনো প্রশ্নও নেই। কিন্তু কিছু কিছু উল্টোপাল্টা নিক(এরা সম্ভবত সাইটের চেনা ইউজার, কিন্তু পরিচিতি লুকোনোর জন্য ওসব নিক নেয়) মাঝে মাঝেই এসে কেবলমাত্র গালাগালি ও ব্যক্তিগত আক্রমণওয়ালা পোস্ট করে যায়। সেসবের ক্ষেত্রে কী বিধান হবে? সেগুলো তো ডিলিট করাই যায়।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:১১510587
  • না, তা নয়।
    আমার ব্যক্তিগতভাবে আপত্তিকর লাগে, সহমত নই- এমন অনেক লেখা আমি রোজই দেখি - কিন্তু আমার বক্তব্য হল, আমি সেগুলো না পড়তে পারি, মনে মনে ভাবতে পারি একেবারে বাজে ফালতু, কিন্তু তাদেরকে ব্লক করতে বলি না। যদি না, একেবারে সাংঘাতিক প্রোফেনিটি কিছু ভাষায় থাকে।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:০৭510586
  • এইবার বুঝলাম এলসিএম। আপনি ওই টইগুলোতে ঢুকেও হয়তো আপত্তিজনক কিছু দেখতে পান নি, কারণ ব্যক্তিগতভাবে আপনার হয়তো ওগুলোকে আপত্তিজনক মনে হয় নি। অথচ অনেকেরই আপত্তিজনক মনে হয়েছে। তারা সেকথা নানা জায়গায় (টই ও ভাটে) প্রকাশও করেছেন।
    কিন্তু তাতে কিছু আসে যায় না। সবার তো সবকিছু আপত্তিজনক লাগে না।
    যেমন ধরুন স্প্যামগুলো হয়তো আমার আপত্তিজনক লাগছে না, অথচ আপনার লাগছে। এরকম তো হতেই পারে, তাই নয়?
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:০১510585
  • আশঙ্কা হয়, এরকম ফ্রডামি বাড়তেই থাকবে। রাজ্যের প্রশাসন যখন বলে দেয় কেটলি নিয়ে বেরোন, চা বিস্কুট নানখাটাই বিক্রি করুন, ভালো বিক্রিবাটা হবে-তখন বুঝতেই পারছেন ভরসাযোগ্য জীবিকার ব্যবস্থা এরা আদৌ করছে না, তার পরিবেশও তৈরী করছে না। প্রচুর লোককে নানাবিধ তালপাতার তাঁবু টাইপের জিনিস করে করেই খেতে হচ্ছে।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৯510584
  • তাহলে ব্যাপারটা, মানে কনফিউশনটা কোথায় বলি।

    কয়েকদিন অন্তর অন্তর দেখি, ভাটে অ্যান্ডর লেখে - যে টইতে ট্রোল ঢুকেছে, ঢুকে ছাড়খার করে দিচ্ছে, টইতে গিজগিজ করছে স্প্যাম, বাইরের লোক ঢুকে টই নষ্ট করে দিচ্ছে, ডিলিট করুন, ঝেঁটিয়ে বিদায় করুন - - ইত্যাদি ইত্যাদি - - প্রথম প্রথম আমি ভাবতাম দেখি তো কি ব্যাপার, গিয়ে খুঁজে টুজে কিছুই পাই না। আর এগজ্যাক্টলি কোন টইতে আছে সেটাও সবসময় বলে না। সেরকম প্রোফেনিটি দেখতেও পাই না অনেক সময়। সেক্ষেত্রে বাংলায় ওয়ার্ল্ড ফিল্টার করা যায় কিনা ভাবা যেতে পারে।

    যাই হোক - এখন প্রশ্ন হচ্ছে - আমি যেসব জিনিসে বিশ্বাস করি না, বা সাবস্ক্রাইব করি না - যেমন ধরুন কেউ এসে লিখলেন যে, রামচন্দ্র ছিলেন সাক্ষাৎ ভগবান, বা, কেউ লিখলেন যে রামায়ণ-মহাভারতের ঘটনার অনেকটাই সত্যি, ঐ সব নামের জায়গা ছিল, ইত্যাদি। বা, কেউ লিখলেন যে নরেন্দ্র মোদী প্রধান্মন্ত্রী হবার পর দেশের খুব ভাল হয়েছে।

    এই ধরনের মন্তব্য বা লেখা আমি সহমত নাই হতে পারি। বা, ফেসবুকে বা হোয়াটসয়াপে এরকম লেখা দেখে দেখে ক্লান্ত বোধ করতেও পারি। তাহলে কি আমি অনুরোধ করব এগুলো ডিলিট করে দিতে? এগুলোকে ট্রোল, জঞ্জাল, ট্র্যাশ, স্প্যাম - এরকম বলব? ব্যান? ব্লক?

    না। নাহি। নোপ।

    সেই বহু ব্যবহৃত ভলতেয়ার কোটেশন -
  • হজবরল | 185.22.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৪510583
  • ফেলো কড়ি মাখো তেল অথবা মাছের তেলে মাছভাজা :-)

    কিন্তু প্রহর গোনো মুদ্রার ওই পোস্ট দুটোতে কি ছিল যে মোছা হল ? ভাটুরেস ওয়ান্ট টু নো। 
    • &/ | ২৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৩২
    • প্রহর গোনো মুদ্রা গোনে তে কারা এসেছিল? তিনোরা হুমকী দিতে এসেছিল কি? যে পোস্ট দুটো মোছা হয়েছে তাতে কী ছিল?
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৪510582
  • আজকাল প্রচুর ফ্রড পাবলিশারও হয়েছে। ডাইনে বাঁয়ে সব খোঁচাতে থাকে, পরান্ন, শালিক, দ্বীপের্নামবুলবুলি, সবুজসাথী, তালপাতার তাঁবু ---এই ধরণের সব পাবলিশার। খালি বলে আমাদের লেখা দিন, বই বার করে দেবো, খরচ আপনার। গোটা পঞ্চাশ বই কিনতেও হবে আপনাকে। সেগুলো নিয়ে কী করবেন? কেন, আত্মীয়বন্ধুদের গিফ্ট দেবেন? বলি বই হল, ওমর খৈ আম সরি সরি অমর হলেন, সেটা কত বড় কথা বলুন তো?
    মানে যাকে বলে 'আপনারই শিল, আপনারই নোড়া, ভাঙবো আপনার দাঁতের গোড়া' ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৬510581
  • মধ্যবিত্তের পক্ষে আমও গেল, ছালাও গেল। একে গেল নিজের খরচ, তায় গেল ওদেরকে ফী দেওয়া, এতকিছুর পর পাওয়া গেল আটটি কলা। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৫510580
  • এসব স্টোরি বা পোয়েট্রি রিট্রিট ফিট্রিট বেশিরভাগই বড়োলোকেদের ফুর্তির জায়্গা। প্রচুর টাকা রেজিস্ট্রেশন ফী দিয়ে গিয়ে কতগুলো গার্বেজ শোনা যায়। একধরণের ফ্রডও বলা যায়।
  • kk | 2601:448:c400:9fe0:c122:ff16:fff7:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৪০510579
  • হ্যাঁ সেই তো। অত টাকা কেই বা দেবে? তবে একবার একটা সাইলেন্ট রিট্রিটে যাবার ইচ্ছে আছে আমার অরিনবাবুর মত।
  • r2h | 192.139.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৯510578
  • কিন্তু প্রচুর খর্চা - https://www.himalayanwritingretreat.com/

    যতই বয়স বাড়ছে ততই খিটখিটে হয়ে ঊঠছি, সবেতেই খুঁত দেখি।
    আজকাল দেখি অনেক ছোটদেরও বই বেরোয় খুব ঝকঝকে দামি কাগজে; নিজেদের খরচে। আমার খালি মনে হয়, যাহ, এখানেও তো এক দল পিছিয়ে পড়লো, ধুলিমলিন ছেঁড়াচটি অহংকারী কবিদের কী হবে।
    যদিও আমাদের রবিবাবুও ঐ করেছেন কিন্তু তিনি তো ক্যাপ্টেন।
     
    জামবাগানটার ব্যবস্থা হলে বাণপ্রস্থে চলে যেতাম, ল্যাঠা চুকে যেত।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৭510577
  • কেকে, পাহাড়ী গ্রামে নিয়ে রাইটিং ওয়ার্কশপ করানো মানে বিশাল খরচের ধাক্কা। যদি না প্রত্যেকে নিজের সব খরচ নিজেই বহন করেন। নাহলে একে তো যাতায়াতে প্রচুর খরচ, তারপরে হোটেল বা হোমস্টে যা হোক কিছু ব্যবস্থা করা, তারপর এতজনের এত বেলা খাওয়াদাওয়া। ধনী স্পনসর পেলে অবশ্য অন্য কথা।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৪510576
  • ১ঃ১৬ এর যুক্তি শুনে আমি স্তম্ভিত। এ তো সেই বিখ্যাত Some are more equal than the others ---এর মতন হয়ে গেল। ঃ-)
  • kk | 2601:448:c400:9fe0:c122:ff16:fff7:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:২৭510575
  • বাঃ, পাহাড়ী গ্রামে রাইটিং রিট্রিটের আইডিয়াটা খুব ভালো তো। আমি একবার একটা রাইটিং ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম। কিন্তু অমনি সুন্দর জায়গায় নিয়ে যায়নি। কোথাওই নিয়ে যায়নি। বাড়িতে কম্পিউটারের সামনে বসে। অবশ্য একমাসের ওয়ার্কশপ ছিলো। অত দিন ধরে কোথায় বা নিয়ে গিয়ে রাখবে?
  • r2h | 192.139.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:২৩510574
  • কী মুশকিল। এ তো যাকে বলে কেন্দ্রগতং নির্বিশেষঞ্চ (ট্রোল স্প্যাম)। আমার যদিও লসাগুদার যুক্তি হজম হল না, লাইনটা এতটাও আবছা না, তবে সে যাকগে, সত্যিই এত মাথা ঘামিয়ে লাভ নেই।

    মমতা ব্যানার্জির বই দীপ থেকে বেরোয় নাকি? দে'জ থেকে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত