এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:২৫508685
  • ডিসি , আমি কিন্তু প্রথমে গালিগালাজ করিনি। তাহলে এই প্রশ্ন উঠছে কেন? গতকালই যথেষ্ট নোংরা কথা বলা হয়েছে।
    আর গুরুতে তো সবকিছু নিয়েই আলোচনা হয়। স্ক্রিনশট, লিঙ্ক, ভিডিও সবকিছুই শেয়ার করা হয়। তাহলে এক্ষেত্রে সমস্যা হলো কেন?
  • sm | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:২৫508684
  • প্রোডাক্ট বয়কট করা বলে সহজ। খুব ই নভিস  যুক্তি।
    নিতিন সন্দেসরা কে,বিক্রম কোঠারি কে অধিকাংশ লোক জানে না।
    রুচি সোয়া,কি প্রোডাক্ট উৎপাদন করে, রোটম্যাক পেন কেন ভালো ,জানি না।
    ইভন, আদানি,আম্বানি,টাটা কতো কি কর্ম কাণ্ডের সঙ্গে যুক্ত, জানা সম্ভব ই না।
    নীরব মোদীর ব্র্যান্ড বিশ্ব খ্যাত ছিল।
    এঁদের অনেকের ই প্রোডাক্ট খুব ভালো।শুধু মুদু বয়কট করতে যাবো কেন? 
    সরকার কে এই বিশাল লোন এর কৈফিয়ত দাবী করতে হবে।
    ব্যাংক আধিকারিক দের ওপর চাপ সৃষ্টি করতে হবে,যাতে অসাধু চক্রী রা ধরা পড়ে।ইউনিয়ন গুলো কে আরো এ্যাক্টিভ হতে হবে। আফটার অল এতো ব্যাংকের মার্জ করা, সংখ্যায় কমানো,কর্মী নিয়োগ বন্ধ করা সব কিছুই এন পি এ বা ক্রনি দের অপকীর্তি!
  • সিএস  | 49.37.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:২৪508683
  • নিজের পেছনটা বাঁচিয়ে চলতে পারলেই হল। 
     
     
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:২২508682
  • আর পোষ্য সারমেয়দের উদ্দেশ্যে জানিয়ে রাখি ভারতীয় দর্শন একেশ্বরবাদ, সর্বেশ্বরবাদ, অজ্ঞেয়বাদ, নিরীশ্বরবাদ, নাস্তিক্যবাদ- সব পথকেই গ্রহণ করেছে। এখানেই ভারতীয় দর্শনের উদারতা।
    পোষ্য সারমেয় দের নিরেট মগজে সেটা ঢুকবে না!
  • dc | 2401:4900:1cd0:1bb4:f805:76f3:1a94:***:*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:২০508681
  • দীপ, এই সব টার্মগুলো ব্যবহার না করার অনুরোধ করলাম। আর কে কোথায় কি পোস্ট করেছে, তার জন্য গুরুতে কাউকে গালাগাল করার কি মানে? 
  • Amit | 115.64.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:১৮508680
  • বোঝা গেলো বামেরা খারাপ। মমতা ও খারাপ। বিজেপি ও খারাপ।কংগ্রেস ও খারাপ। বাকি সব ও খারাপ। 
     
    তো ভোট দিতে গেলে লোকে ছাপ্পাটা মারবে কোন সিম্বলে ? নোটা য় ? নাকি নিজের পেছনেই ? নিজে মায়া পাতায় খিস্তি মারা সহজ হলেও সরকার চালানোর মুরোদ তো নেই। 
  • dc | 2401:4900:1cd0:1bb4:f805:76f3:1a94:***:*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:১৬508679
  • পার্সোনাল পারসেপশান অবশ্যই ব্রান্ড ক্রেডিবিলিটোর ক্ষেত্রে একটা বড়ো রোল প্লে করে। আমার মনে হয়, ধরুন আপনি কোন একটা ব্র‌্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে প্রথমেই খারাপ এক্সপি পেলেন, তখন ব্র‌্যান্ড ক্রেডিবিলিটি আপনার কাছে ধাক্কা খাবে। উল্টোদিকে, প্রখমেই যদি ভালো এক্সপি হয় তো ব্র‌্যান্ড ক্রেডিবিলিটি বাড়বে। সেখান থেকে ব্র‌্যান্ড লয়ালটি তৈরি হতে পারে। আরেকটা উদাহরন হলো আপেল, যাদের প্রোডাক্ট অনেক সময়েই বিক্রি হয় ব্র‌্যান্ড লয়ালটি বেশী বলে। 
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:১৫508678
  • এইযে পোষ্য সারমেয় দ,
    আবার প্রশ্ন রাখছি।
    মহিষাসুর ঐতিহাসিক চরিত্র- এর সপক্ষে প্রমাণ কি?
    মহিষাসুর ও হুদুড়দুর্গা এক- এর সপক্ষে প্রমাণ কি? তথ্যনিষ্ঠ প্রমাণ চেয়েছি, গপ্প নয়! 
    মহিষাসুর ঐতিহাসিক চরিত্র হলে কোন সময় তিনি রাজত্ব করতেন? কোথায় ছিল তাঁর রাজধানী?
    আশা করি এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর পাব।
    নাহলে প্রভু ও তার পোষ্য সারমেয়র উদ্দেশ্যে বলব, নির্লজ্জ দুকান কাটা মিথ্যাবাদী!
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:১৩508677
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:০৯508676
  • আর পিছনে অজস্র কটূক্তি করলেও মহাশ্বেতা দেবীর সঙ্গে সরাসরি ঝামেলা করার সাহস মহাবিপ্লবী বুধু ভটচায ও তার চামচাদের কোনোদিনই ছিলনা! মহাশ্বেতা দেবীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকার সঙ্গে ঝামেলা করতে গেলে বুধুর ধুতি হলদে হয়ে যেত! বুধু আর তার চামচা আই এ এস, আই পি এস অফিসাররা সেটা ভালোভাবেই জানতো! অবশ্য এখন ঐ চামচারা মমতার পোষ্য সারমেয়কুলে পরিণত হয়েছে!
  • Ranjan Roy | ২৪ আগস্ট ২০২২ ১৫:০৮508675
  • কী যন্ত্রণা! গুরুর পাতায় কেউ লিখেছে যে মহাশ্বেতা টাকা খান? কবে এমন কথা বলা হয়েছে?
    নইলে দীপ এমন খেপে উঠলেন কেন?
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:০৪508674
  • আম্বানি, আদানি, জিও প্রোডাক্ট ব্যবহার না করেও জীবনযাপন সম্ভব। শপিং মল বাদ দিয়ে পাড়ার মুদিখানার জিনিস কিনে চলা যায়। তাতে তাদের ব্যবসাও ভালো চলে।
    এটাই তো একটু আগে বললাম।
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:০৩508673
  • আর দুর্গাপূজার মূলমণ্ডপের সঙ্গে আরো অনেক প্রতিমা থাকে। অনেক জায়গাতেই এসব দেখা যায়! শূকরশাবক আর তার পোষ্য সারমেয় সেসব জানেনা! 
    এমনকি দক্ষিণেশ্বরে মূল বিগ্রহ ভবতারিণী। কিন্তু তার সঙ্গে রাধাকৃষ্ণ ও দ্বাদশ‌ শিবের মন্দির আছে, পীরের দরগা আছে। একটু জেনে কথা বললে ভালো হয়!
  • হজবরল | 23.128.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৫:০৩508672
  • সত্যাগ্রহ করার দরকার নেই। মুখে বললাম ওই আদানি অম্বানিরা ব্যাংক লোনে এত ধনী হল কিকরে আর ওদিকে জিও ফ্রি ডেটা দিচ্চে বলে সক্কাল সক্কাল গিয়ে সিম তোলার লাইনে দাঁড়িয়ে পড়লাম, সেটাই চাপের।
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৫৮508671
  • মহাশ্বেতা দেবী টাকা খান! 
    কার কাছে কবে কতো টাকা খেয়েছে? প্রমাণ সহ উত্তর চাই।
    নয়তো আবার বলব নির্লজ্জ দুকান কাটা মিথ্যাবাদী!
  • kc | 37.39.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৫১508670
  • আমি আবার আম্বানিদের প্রোডাক্ট খুবই বেশি ইউজ করি, ক্রেডিবল লাগে বলেই করি, একসময় রিলায়েন্স'এ কাজ করতাম বলে বোধহয় পারসেপশন আলাদা আমার।
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৪৮508669
  • যারা মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষের মতো বরেণ্য ব্যক্তিদের নিয়ে নোংরা কথা বলে, সুপ্রিয়া দেবীর মতো অসামান্য অভিনেত্রী কে নিয়ে কুৎসিত মন্তব্য করে; তাদের মুখ লাথি মেরে ভাঙতে হয়! 
    পশ্চিমবঙ্গের মানুষ সেটাই করে দেখিয়েছেন!
  • সিএস  | 49.37.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৪৭508668
  • হ্যাঁ, সেটাই। টাটার নুন না খেতে চাইলে আইটিসির নুন খেতে হবে।

    কিন্তু ব্যাপার হল, লোকমুখে প্রচার করে কর্পোরেটের দ্রব্যাদি ব্যবহার না করা, সেসবেই বা কতখানি যাওয়া যাবে ? সেও তো আবার সত্যাগ্রহ করতে হবে, চাষীরা যেমন করেছিল, তা না হলে তো এফেক্ট হবে না।
     
     
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৪৬508667
  • First of all I have not used any dirty language. I have asked proper references regarding the demand. Probably the stupid has not realised it. 
    And the concept of Akaalbodhan is related with Durga Puja. So it is quite common in Durgapuja.
  • যোষিতা | ২৪ আগস্ট ২০২২ ১৪:৪৪508666
  • চোদ্দ দিনের জেল হেফাজত হলো অনুব্রত মণ্ডলের।
  • | ২৪ আগস্ট ২০২২ ১৪:৪১508665
  • এই যে শুনতাম হেঁদুধম্ম নাকি খুপি মহান, যে যার মত ইন্টারপ্রেট করে তাতে কেউ রাগমাগ করে না --- তা সে অমন লুতুপুতু হয়ে গেল কবে থেকে? কেউ একটা প্রশ্ন করলেই খেউ খেউ খেউড়ের ঢল নামছে? এই খিস্তিদীপ (কি অ্যাপ্ট নামই যে দিয়েছে! ) ত দেখি হিন্দুধর্ম, হিন্দু মহাসভা,  hindu*.* যাই নিয়েই কেউ এককুচিও প্রশ্ন করুক তাকেই হিন্দুদের তৃতীয় অবতার বানিয়ে খিস্তির ঢল নামায়।  খিস্তির ধরণ দেখে তো মনে হয় দেবরায়া বিকাশরঞ্জনকে হাতে পেলে কল্লা নামিয়েই দিত। নেহাৎই ফেসবুকে নিজের ফীড কন্ট্রোল করা যায় তাই সেখানে ক্যাঁৎ খেয়ে এসে এখানে উগরায়। 
     
     
    আর কোন্নগর নবগ্রাম রিষড়া শ্রীরামপুর বা কলকাতায়ও সামান্য যে দু একটা দুগগাঠাকুর দেখেছি কোত্থাও কোনোদিন হনুমান বসানো দেখি নি। আজকাল অবশ্য বিশেষ একদল হপি হনুমান ভক্ত। এবং আবারো তারাই হনুমান নিয়ে প্রশ্ন করলেই খুব চটেমটে যায়। 
     
    তো যা দেখছি ফেসবুক পোস্ট দেখে গিয়ে কল্লা নামিয়ে আসা হেঁদুভীররাও পোচ্চিমবঙ্গে অচিরেই করবে। খিস্তিদীপের পোস্টগুলো তারই সলতে পাকানো। 
  • হজবরল | 109.7.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৩৯508664
  • হ্যাঁ আমিও দ দি , দীপ , ডিসিবাবুর সঙ্গে এবিষয়ে একমত, যতটা পারি এভয়েড করি বলেই কথাটা বললাম যাতে বাকিরাও করে, যদিও প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে ছিলনা  :-))
     
    ক্রনি ক্যাপিটালিজম জিনিসটা খারাপ , আর সেটাকে এস্টাব্লিশ করে করাপ্ট পলিটিশিয়ানরা। সাংবাদিকরা টাটার নুন না খেলে হয়ত আদানির নুন খাচ্চে, কারণ নুন ত খেতে হবেই
  • যোষিতা | ২৪ আগস্ট ২০২২ ১৪:৩৭508663
  • নর্থবেংগল ইউনিভার্সিটিতে সিবিআই রেইড!
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:৩২508662
  • না, সেটা কখনোই বলা হয়নি। কিন্তু একদিকে বেসরকারি করণের বিরোধিতা করব, আবার কর্পোরেট গোষ্ঠীর পদলেহন করব, সেটা ভণ্ডামি ছাড়া কিছু নয়! 
    যেমন মার্কিন সাম্রাজ্যবাদের পিণ্ডি চটকে আমেরিকা যাওয়া, সেখানে কর্পোরেট গোষ্ঠীর কাছে সোহাগমদে দোদুল কলেবর হ‌ওয়া ভণ্ডামি !
    অবশ্য কে জানে, এঁরা হয়তো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করার জন্য আমেরিকা যান!
  • সিএস  | 49.37.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:১৯508661
  • কর্পোরেট কী করে অত ঋণ পায়, সিস্টেম ম্যানিপুলেট করে, তারপর আবার পিআর করে, সিএস আর করে, এসব বলার আগে ডান্ডি মার্চ করে নিতে হবে নাকি ? বিভিন্ন জায়গায় এত এত যে লেখা বেরোয়, তো সাংবাদিকরা কি টাটার নুন খাওয়া ছেড়ে তারপর সেসব লেখা লিখবে ?
  • dc | 2401:4900:1cd0:1bb4:f1a2:5ff0:94a6:***:*** | ২৪ আগস্ট ২০২২ ১৪:০৩508660
  • আমি আম্বানিদের প্রোডাক্ট বা সার্ভিস যতোটা পারি অ্যাভয়েড করি। কারন আর কিছু না, ওদের ক্রেডিবিলিটির অভাব। অন্য কোন ভায়েবল অপশান থাকলে সেইটা কিনি, কারন আমার পয়সার ভ্যালু ফর মানি আম্বানির থেকে পাওয়ার চান্স কম। একই কারনে টাটাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনি, কারন ইন জেনারাল টাটা ব্র‌্যান্ডের রিলায়েবিলিটি কিছু কিছু ক্ষেত্রে বেশী। টাটা হাউসিং এর থেকে বাড়িও কিনেছি, তানিশক এর গয়নাও কিনেছি, টাটার ওয়াটার পিউরিফায়ারও কিনেছি। অ্যামাজন থেকে মাসে মাসে টাটা সমপানের ডাল আর মশলা কিনি। কারন এই সব ক্ষেত্রে ওদের প্রোডাক্ট বেশী রিলায়েবল মনে হয়। তবে এর ব্যতিক্রমও আছে। টাটাবাবুর গাড়ি কিনিনি, কারন হিউন্ডাই বেশী ফিচার দেয় আর ওদের সার্ভিস নেটোয়ার্কও ভালো। টাটা প্লে বলে যে ব্রডব্যান্ড সার্ভিসটা আছে সেটা যাচ্ছেতাই, তাই আমি এয়ারটেলের ব্রডব্যান্ড ব্যবহার করি। 
     
    এই সব আর কি। বাস্কেট অফ গুডস অ্যান্ড সাভির্সের ক্ষেত্রে পলিটিকাল আইডিওলজির থেকে রিলায়েবিলিটি আর ভ্যালু ফর মানি প্রাধান্য পাওয়া উচিত বলে মনে হয়। 
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৩:৪২508659
  • আর‌ ভারতের‌ প্রত্যেকটি রাজনৈতিক দল কর্পোরেটগোষ্ঠীর স্বার্থ দেখে। ডান বা গেরুয়া তো বটেই, বামেরাও এক‌ই কাজ করে। সিঙ্গুর নন্দীগ্রাম মানুষ এখনো ভোলেনি! 
    আর তিনোরা অনুপ্পেরনা আর খাওয়া ছাড়া কিছুই জানেনা। তবে তাদের সঙ্গে ও কর্পোরেটগোষ্ঠীর যথেষ্ট মাখোমাখো সম্পর্ক। সেজন্য গোয়েঙ্কা বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেও একটি কথাও শোনা যায় না!
  • দীপ | 42.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১৩:৩৮508658
  • আম্বানি, আদানি, জিও প্রোডাক্ট ব্যবহার না করেও জীবনযাপন সম্ভব। শপিং মল বাদ দিয়ে পাড়ার মুদিখানার জিনিস কিনে চলা যায়। তাতে তাদের ব্যবসাও ভালো চলে।
  • | ২৪ আগস্ট ২০২২ ১৩:৩২508657
  • হ্যাঁ অসম্ভব হবে কেন? আমি তো আম্বানি বা আদানির কিস্যুই ব্যবহার করি না, কোনও সার্ভিসও নিই না। সর্ষের তেল ইত্যাদি একটু খুঁজে খুঁজে কিনতে হয় এই আর কি। 
     
    ওরী বাবা দীপ প্রকাশন নেট থেকে পিডিএফ ডাউনলোড করে ছেপে দেয়। তারপর ৫০০-৬০০ টাকা দামের বই বিক্রি করে। লোকে সেসব বই কিনী খানি পড়ে দেখে কোনও সাইটের পিডিএফের ওয়াটারমার্ক রয়েছে পাতায় পাতায়। তখন বেদম ক্ষেপে বইয়ের গ্রুপগুলোতে পোস্ট দেয়। দীপ প্রকাশন কে ট্যাগ করলেও তারা টুঁ শব্দটি করে না। 
  • হজবরল | 185.129.***.*** | ২৪ আগস্ট ২০২২ ১২:৩২508656
  • দু তিনটে ই এম আই মিস করলে বাড়িতে গুন্ডা পাঠানো খারাপ ঠিকই, আর লোন শোধ না দিলে বিদেশে পালিয়ে যেতে দেয়াটা সরকারের দেখা উচিত। হীরের ব্যবসায় সিকিওরিটি না নিয়ে লোন দিলে করাপ্ট লোন অফিসার এবং ব্যাংকের দোষ। সিকিউরিটি নিলে যা নেওয়া হয় সেসবের দাম এত বেশি যে মাল্ল্যের বাংলোটা শুধু আদানি অম্বানিরাই কিনতে পারে কিন্তু যারা মাসে মাসে বেতন নেবার বদলে রিস্ক নিয়ে এমপ্লয়মেন্ট জেনারেট করে তাদের গালাগাল দিয়ে কি হবে ?
     
    কে কোন শিল্প করার জন্য কত ধার নেবে সেটা আপনার হাতে নয় কিন্তু করাপ্ট পলিটিশিয়ানদের বারবার ভোট দিয়ে জিতিয়ে আনাটা আপনারই হাতে, যারা গুন্ডা ছাড়া আর কাউকে এমপ্লয়মেন্ট দেয়না :-))
     
    আপনার যদি কোনো পার্টিকুলার হাউসের প্রতি ঘেন্না থাকে, তাদের প্রডাক্ট যত পারবেন এড়িয়ে চলবেন। যেমন জিওর সিম  ব্যবহার করবেন না, ভায়াকম ১৮র কোনো চ্যানেল বা সিনেমা দেখবেন না, জিও মার্ট ব্যবহার করে অর্ডার দেবেন না, করতে পারবেন ? :-)) 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত