এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ২০ মার্চ ২০২২ ০১:৩৭498167
  • আরে এখানে  সব দোকান সেই কবববে খুলে গেছে!! 
     
    বাপি কে অবশ‍্য  বাইরে যেতে দিই না। বাড়িতে ই নাপিত কে ডেকে আনি।
  • &/ | 151.14.***.*** | ২০ মার্চ ২০২২ ০১:৩৪498166
  • একেবারেই তাই বলেই মনে হয়। মানুষের চরিত্রের ভিত্তি তৈরী হয়ে যায় জ্ঞান হওয়ার থেকে শুরু করে এগারো-বারো বছরের মধ্যেই। কারুর হয়তো তেরো চোদ্দো অবধিও। তার পরবর্তীকালে ওই মূল কাঠামোর উপরে শুধু আস্তরণ জড়ানো আর খোলা।
    তাই ছোটোবেলার পরিবেশ, মানুষজন, অভিজ্ঞতা, ঘটনাচক্র ইত্যাদি এতটাই প্রভাব রাখে জীবনে।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০১:২৬498165
  • আমার ধারণা এটা শৈশবের শিক্ষার সঙ্গে জড়িত, সুস্থ পরিবেশ, মানবিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, এগুলো শিশু বয়সেই মানুষ শিখে ফেলে। পরবর্তীতে যেটা করে সেটা পরিস্থিতি বুঝে নিয়ে কমিউনিফেকিং। একটু চাপ পড়লেই আসল রূপ বেরিয়ে পড়ে।
  • &/ | 151.14.***.*** | ২০ মার্চ ২০২২ ০১:১৫498164
  • হ্যাঁ সে দি, সে তো আছেই। শুধুমাত্র লেখার সূত্র থেকেই নিননিছারা গালাগাল দিয়ে গেছে, দিয়ে যায়, দিয়ে যাবে। একেবারে কিছুমাত্র বাস্তব পরিচয় প্রকাশ না হলেও এরা তা পারে। যাদের জীবনের উদ্দেশ্যই হল গালাগাল দেওয়া, তারা তা করবেই। এদের ইগনোর করাই বেস্ট পন্থা। না করেই বা কী, আরও কটা নিননিছা হয়ে এসে নতুন নতুন গালাগাল দেবে উল্লাসে।
    কিন্তু প্রকাশ্যে স্টক করা জিনিসটা অন্য। এক্ষেত্রে কোনো লেখার সূত্রে ছাড়াও আপত্তিকর সব জিনিস নিয়ে খোঁচা, প্রশ্ন, প্রোবিং চলছে। আইনেও আটকানোর কথা। কার কী ওরিয়েন্টেশন, সেটা সে জানাবে কি জানাবে না, সেই লোক নিজে ছাড়া আর কেউ অধিকারী তো নয়।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০১:১১498163
  • আমাকে নেড়ামুণ্ডি দেখে অফিসের সবাই জিগ্যেস করল কেমোথেরাপি চলছে কি না।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০১:১০498162
  • গত অগস্ট সেপ্টেম্বরে মাথা পুরো মুড়িয়ে ফেলেছিলাম, তা জানিস?
  • &/ | 151.14.***.*** | ২০ মার্চ ২০২২ ০১:০৯498161
  • সমস্ত নাপিতের দোকান বন্ধ করোনার কারণে। আমার অবস্থা হয়েছে একেবারে হিড়িম্বার (জাস্ট প্লেসহোল্ডার) মতন, ইয়া লম্বা লম্বা চুল মাথায়। সারাজীবনে এত লম্বা চুল রাখিনি, ঘাড় অবধি নামলেই গিয়ে ছাঁটিয়ে আসতাম।
    নাপিত ছাড়া জীবন জটিল। তবে খুলবে, খুলবে দোকান, আর ক'টাদিন যাক।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০১:০৮498160
  • উফফ!
    হচ্ছে বয়কটের কথা, বয়কাট নয় রে বাবা!
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ২০ মার্চ ২০২২ ০০:৫০498159
  • কী মুশকিল। নাপিত ছাড়া চুল কাটবে ক‍্যামনে?? 
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০০:৪৩498158
  • kc | 188.236.253.52 | ২০ মার্চ ২০২২ ০০:৩৩
    ওঁর আরও অনেক বই আছে। প্রত্যেকটিই ভালো।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০০:৪১498157
  • আসলে "সামাজিক পরিচয়, বয়স, জেন্ডার, আর্থসামাজিক অবস্থা, ডিগ্রি , কোথায় থাকেন, দেখতে কেমন ইত্যাদি " এরকম বাঁধা ধরা গণ্ডির বাইরে গিয়েও লোককে আক্রমণ করা যায়। খিস্তি না দিয়েও নোংরা মনোভাব প্রকাশ করা যায়। যারা করে, তারা ঈর্ষা থেকেই করে। প্রতিযোগিতায় পেরে না উঠে অক্ষমতার প্রকাশ করে। মেয়েদের সঙ্গে বেশি করে। মিসোজিনি থেকে করে। আরও অনেক মনস্তাত্বিক ফ্যাকটর আছে। জ্বলন থেকে করে।  অত সহজ নয় পয়েন্ট ধরে ধরে এদের বেছে বেছে বের করা। তাহলে তো হালকা ডেটা সায়েন্স জেনেই এগুলো খুঁটে খুঁটে বের করা যেত। তারপর ধোপা নাপিত বন্ধ করে দেওয়া র মত কাজ করেও লাভ নেই। ধোপা তো আজকাল দরকারই হয় না, নাপিত ও ঘাটকাজ ছাড়া লাগে না।
  • kc | 188.236.***.*** | ২০ মার্চ ২০২২ ০০:৩৩498156
  • সে'দির চিপকানো বইটা জমিয়ে রাখলাম। পড়ব।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ২০ মার্চ ২০২২ ০০:৩২498155
  • তোমাকেও তো বহু নিক নানানরকমের আক্রমন করেছে, গালি দিয়েছে। কদিন আগে আমাকেও হেহে নামক নিক খিস্তি দিচ্ছিল সে পোস্ট ডিলিট হয়ে গেছে।
  • &/ | 151.14.***.*** | ২০ মার্চ ২০২২ ০০:০২498154
  • টইতে একজন সম্প্রতি কবিতা লিখছেন নানা ধরণের, সেখানেও গিয়ে আজেবাজে কমেন্ট করেছে এই নেপ্লু ব্যক্তিটি। সেসব কবিতা প্রসঙ্গে হলে মানা যেত, কিন্তু তা না করে কবির চরিত্র নিয়ে ব্যক্তি-আক্রমণ করেছে।
  • &/ | 151.14.***.*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৫৬498153
  • প্রত্যয় ভুক্তের প্রত্যেকটা লেখায় গিয়ে স্টক করে। একেবারে শুরু থেকে দেখছি।
  • রৌহিন | 103.22.***.*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৫৬498152
  • আমাদের এত চিন্তিত হবার কোনো কারণ দেখছি না। ছোটাইদি তাঁর গল্পের মতই ম্যাচিওরড টু দা পয়েন্ট এবং শার্প। নেপচুন বা প্লুটোর জন্য পাথর ধারণ করার প্রয়োজন পড়বে না তাঁর। গ্রহরত্ন এমনিতেও ঠান্ডা মেরে গেছে
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৪৯498151
  • &/ | 151.141.85.8 | ১৯ মার্চ ২০২২ ২৩:৩৭
     
    বাড়িতে টিভি আছে কি নেই, সেটাও জানানো যাবে না? উঁ?
  • 4z | 2606:40:4d4:85ba::a61:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৪৯498150
  • সরল মনের কি ছিরি আহা। আর এই পাব্লিক তো রেগুলার প্রত্যয়কে স্টক করে নোংরামি করে। আজ ইন্দ্রানীদির সঙ্গে করেছে।
  • সে | 2001:1711:fa42:f421:357e:239:bbba:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৪৫498149
  • সেক্স এডুকেশন তো সব দেশের ইস্কুলের সিলেবাসে থাকে না।
    বহুবছর আগে ২০০৪ নাগাদ অন্য একটা সাইটে (বাংলালাইভের মজলিশ) এ কথা পেড়েছিলাম। অনেকেই তখন হাঁ হাঁ করে উঠেছিলেন। সেক্স এডুকেশন অনেক কিছু শেখায়। নিজেকে চিনতেও শেখায়। বিপদ চেনায়। এরকম অনেক কিছু আছে।
    এখন যেমন হিজাব নিয়ে হৈ হৈ হচ্ছে, সেই ধরণের আপত্তি বিদেশি বাপমায়েরা অনেক সময় করে থাকেন সেক্স এডুকেশনের জন্য এদেশে। ১১/১২ বছর বয়স থেকেই এই ক্লাস নেওয়া হয় প্রাইমারি ইস্কুলে। বাপমায়ের আপত্তি বা কোনও ওজরই চলে না। ঐ দিন বাচ্চাকে স্কুলে না পাঠালেও সমস্যার সম্মুখীন হতে হয়।
     
    কিছু কিছু রক্ষনশীল পরিবারের ফার্স্ট জেনারেশনের মেয়েদের তো এই দোটানায় প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। পাকিস্তানি বা টার্কিশ পরিবারে কিছু কিছু মেয়ে বাবা বা ভাই কর্তৃক অনার কিলিং এর শিকার হয়।
    আমাদের পাড়ার অনতিদূরেই এক পাকিস্তানি মেয়ে খুন হয়েছিল, একজন বাংলাদেশি মেয়েও খুন হয়েছিল বছর চারেক আগে।
  • &/ | 151.14.***.*** | ১৯ মার্চ ২০২২ ২৩:৩৭498148
  • এটাই যুক্তিযুক্ত কথা। একটা ফোরামে, যেখানে প্রায় সবাই নিকনেমে লেখেন, সেখানে যিনি লিখছেন তাঁর সামাজিক পরিচয়, বয়স, জেন্ডার, আর্থসামাজিক অবস্থা, ডিগ্রি , কোথায় থাকেন, দেখতে কেমন ইত্যাদি প্রভৃতি কোনো গুরুত্ব পাবার কথাই না, ম্যাটার করারই কথা না। শুধুমাত্র তাঁর লিখিত বক্তব্যই আলোচিত হতে পারে।
  • dc | 122.164.***.*** | ১৯ মার্চ ২০২২ ২৩:২৪498147
  • কিছু কিছু জিনিষ আছে, যা পুরনো হলেও একইরকম রেলিভ্যান্ট থেকে যায়। এটা একটা বহু পুরনো নেটিকেট বিষয়ক আরএফসি, নতুন ইউসাররা (বা পুরনোরাও) একবার পড়ে নিতে পারেনঃ 
     
     
    Don't badger other users for personal information such as sex, age, or location. After you have built an acquaintance with another user, these questions may be more appropriate, but many people hesitate to give this information to people with whom they are not familiar. 
     
    If a user is using a nickname alias or pseudonym, respect that user's desire for anonymity. Even if you and that person are close friends, it is more courteous to use his nickname. Do not use that person's real name online without permission.
     
    মোদ্দা কথা, অনলাইন ফোরামে অন্য ব্যক্তির পার্সোনাল ইনফো জানতে চাইবেন না। তিনি নিজে দিলে অন্য কথা, কিন্তু তিনি যদি না দিতে চান আর তিনি যদি আপনার বন্ধুও হন, তাও তাঁকে অ্যানোনিমাস থাকতে দিন। 
  • S | 2a0b:f4c0:16c:14::***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:১৭498146
  • সেক্স এডুকেশান অত্যন্ত জরুরি।
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:১৫498145
  • গুরুর যেটা USP সেটার সুযোগ ই এরা নেয়। কী যে করা যায়.....
  • kk | 2600:6c40:7b00:1231:48a7:7642:c8c7:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:১৫498144
  • 'বাই-সেক্শুয়াল' কথাটার মানেই তো দেখি অর্ধেক লোক ঠিক মতো জানেন না। কত কিছু নিয়ে আর ফ্রাস্ট্রেটেড হবো!
  • kk | 2600:6c40:7b00:1231:48a7:7642:c8c7:***:*** | ১৯ মার্চ ২০২২ ২৩:১৩498143
  • আর নেপচুন্‌ প্লুটো, আপনাকে সরাসরিই একটা কথা জিজ্ঞেস করছি। কোনো লেখায় সেক্স রিলেটেড কিছু থাকলে আপনার সেটা অশালীন, পার্ভার্টেড ইত্যাদি মনে হয়। তাহলে কার সেক্শুয়াল ওরিয়েন্টেশন কী, সেই নিয়ে আপনার এত আগ্রহই বা কেন? লেখা পড়ুন, তার বিষয়ে আপনার বক্তব্য বলুন, অবশ্যই বলুন। কে নারী, কে পুরুষ, কে ট্রান্সজেন্ডার বা ননকনফর্মিস্ট সেই জেনে আপনার কী লাভ?
  • π | ১৯ মার্চ ২০২২ ২৩:১১498142
  • এই দেখলাম। এসব কী ধরণের অসভ্যতা, নোংরামো রে ভাই! 
     
    এই পোস্টগুলো দেখে, এরকম নোংরা টাইপের কৌতূহল আর ভাবনাচিন্তার ধরণ দেখে ( বলে রাখি, কাউকে বাইসেক্সুয়াল ভাবাকে নোংরা বলছিনা, কাকে বলছি, সহজবোধ্য) ,  আগের কারুর পোস্ট মনে পড়ছিল।  ভাটে একসময় যিনি নিত্য জ্বালাতেন, তারপর অন্য কোন নিকে। ধরাও পড়েন আর অনেকের ধমক খান।
    ভুলও হতে পারি অবশ্য।
  • kk | 2600:6c40:7b00:1231:68b0:1a51:27f6:***:*** | ১৯ মার্চ ২০২২ ২২:৫১498140
  • ভাটিয়ালিতে এই জিনিষ নতুন নয় তো। ভাটিয়ালি, টই, (অন্য অন্য সাইটেও হয়তো হয়, সেখানে যাইনা বলে আমি জানিনা), সব জায়গাতেই এই রকম লেখা আসে। মানুষের মনের ভেতর প্রচুর ফ্রাস্ট্রেশন, তিক্ততা, ইর্ষা, ডিস্টার্বেন্স, আর সেগুলো ওগরানোর একটা জায়গা খোঁজা। তার জন্য ছদ্মনামের আড়ালও সব সময় লাগেনা। অনেককে আমি স্বনামেও করতে দেখেছি। বা আমি যদি বলি এটাই আমার স্বনাম, তা সত্যি না ছদ্ম তাই বা কে জানতে যাচ্ছে? কত এর প্রতিবাদ করবেন? কত ডিলিট করবেন, কত হাইড করবেন? এই জিনিষ কোনোদিন বন্ধ হবে বলে মনে হয়না। যাঁকে সরাসরি বলা হচ্ছে তাঁরও খারাপ লাগে, অন্যদেরও খারাপ লাগে। কিন্তু ঐ খারাপ লাগা অব্দিই। এই জিনিষগুলোর তার থেকে বেশি কোনো ইম্পর্ট্যান্স আছে বলে মনে হয়না। ইন্দ্রাণীদি বলুন, সে বলুন, S বলুন, অ্যান্ডর, ফুটিচার, এলেবেলে, অভ্যু, এঁদের কারুরই ইন্টিগ্রিটি কয়েকটা উটকো কমেন্টের ওপরে আদৌ নির্ভর করেনা। অন্তত আমি তাই মনে করি।
    নেটিকেট বা নেটের বাইরেও ভদ্রতা, এই কনসেপ্ট গুলো এক্জিস্ট করে বটে। তবে আজকাল তো দেখি রুডনেসটাই ভারী সহজলভ্য ব্যাপার। মৌখিক ভদ্রতা তো দূরের কথা, মানুষ মারতেই লোকের হাত কাঁপেনা! অবাক হবো না হবোনা সেই নিয়েই ধন্ধে থাকি!
  • একক | ১৯ মার্চ ২০২২ ২২:১৯498139
  • করা আর কী,  কিছু ইল্লুতের বাচ্চার জন্যে এননিমিটির প্রিভিলেজ বিসর্জন। তার চে, ছোটাই যা করেচেন,  টোটাল ইগ্নোর,  ওই ঠিক দাওয়াই। ফ্রাস্ট্রুর দল,  নানারকম ছুপা ঈর্ষায় ভোগে আর হেগে বেড়ায়। হাইড বাটন থাকলে ভালো। 
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ১৯ মার্চ ২০২২ ২২:০৭498138
  • এইসব ভুলভাল কান্ড  করছে লোকজন। ছদ্মনামের আড়ালে। খুবই  বিরক্তিকর।
     
    এলসিএম দা, কিছুই  কি করা যায় না? 
  • lcm | ১৯ মার্চ ২০২২ ২১:৪৯498137
  • ছোটাই এর রেসপন্স ইজ ভেরি ইমপ্রেসিভ - বিশেষ করে, "... আমার লেখা থামবে না ..." । সালুট টু ছোটাই । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত