এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৭:২৬493063
  • ওদিকে এয়ার ইণ্ডিয়া আমাকে ইমেল করে বলে যে নাকি KYC করতে হবে। ইয়ার্কি পায়া হ্যায়?
  • Amit | 203.219.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৭:২০493062
  • দুনিয়া তো একদিন না একদিন শেষ হবেই। এনট্রপি সবসময়েই মিনিমাম হওয়ার চেষ্টা করছে। এবার সেটা আগে হবে না অন্য গ্রহে কলোনী আগে হবে সেসব ই আবার সেই ইনফাইনাইট পসিবিলিটির গপ্পো। 
     
    ষ্টীল বিজ্ঞানী বা ঐতিহাসিক- এদের পড়াশোনার সাথে ধম্মগুরুদের অনেক তফাৎ আর সেটা ঠিক লালচাড্ডি সবুচ্চাড্ডি গেরুয়াচাড্ডি র তফাৎ ​​​​​​​নয়। প্রথমটা ডাটা বেসড এনালিটিক্যাল এপ্রোচ। আর দ্বিতীয়টা সবই গুরুর কল্পনা আর ডেমাগগি। 
  • &/ | 151.14.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৭:১৪493061
  • ওই লালচাড্ডি সবুচ্চাড্ডি গেরুয়াচাড্ডি তফাৎ। বেসিকালি সবই শেষে "দুনিয়া গোল্লায় যাবে", এটা কমন। কোনো চাড্ডি বলে মরে তুই অক্সিজেন ফক্সিজেন নাইট্রোজেন ফাইট্রোজেন হয়ে যাবি নয়তো একেবারে অ্যাটমাইজ করে যাবি, কোনো চাড্ডি বলে সগ্গে গিয়ে হরের্নাম হরের্নাম কেবলম করবি, কোনো চাড্ডি বলে সগ্গে গিয়ে পরীদের সঙ্গে লীলেখেলা করবি।
  • Amit | 203.219.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৭:০৩493060
  • তবে রিলিজিয়াস গুরুদের সাথে হারারি দের অনেক তফাৎ আছে। হারারি রা জাস্ট একটা পসিবিলিটি বলছে অনেক গুলোর মধ্যে। যেখানে এসব ভন্ড গুরুদের এঙ্গেল হলো দুনিয়ায় যাই হোক , আমার শরণে এস, আমি তোমাদের বাঁচাবো। এদের কাছে কোনো প্রশ্ন নেই , কিন্তু দুনিয়ার সব প্রশ্নের ঢপের উত্তর জানা। অবশ্য রজনীশের বই আমি পড়িনি , এটা গুরুদের নিয়ে জেনেরিক স্টেটমেন্ট। 
  • &/ | 151.14.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৬:৪৭493059
  • বেসিকালি এটা সেটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরিবেশন করে দিয়েছে। খুব ভালো করেছে। মনে মনে বলেছে, 'খা ব্যাটারা, খেয়ে বান্দর-নাচ নাচতে থাক।'
    রজনীশ (ওশো) টজনীজরাও ওইরকমই। ওরাও আরেক শ্রেণীর লোককে বান্দর নাচাবার টার্গেট করে আরেক ধরণের বই লেখে। সঙ্গে আরও অনেক কিছু করে। বেশ করে। খুব ভালো করে।
  • Amit | 120.22.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৬:০৭493058
  • বোকার মত কেন ? এনারা সবাই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে ডাটা এনালাইসিস করে নিজের নিজের মত প্রেডিকশন করছে ভবিষ্যতে কি হতে পারে। দ্যাটস অল। এবার আসলে কি হবে সবই তো ইনফাইনাইট পসিবিলিটিস  উইথ ইনফাইনাইট ডিসটার্বান্সস এন্ড কেয়স। কেওই এতগুলো ভ্যারিয়েবল থেকে ১০০ % গ্যারান্টি দিতে পারেনা। এদের প্রেডিকশন এর বদলে কয়েক বছর পরে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে সব ডুবে যাবে নাকি নিউক্লিয়ার যুদ্ধে সব নিকেশ হবে না সেটাই  কে বলতে পারে ? 
  • &/ | 151.14.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৫:০৫493057
  • এইসব হারারি ফুকুয়ামা এরা নাহয় আমাদের বোকার মতন পেয়ে নানা হ্যাজ নামিয়ে বই লিখে দুপয়সা নিজেরাও কামায়, পাবলিশারের ঘরেও দুপয়সা তুলে দেয়। তার যুক্তি আছে।
    কিন্তু আঁতেলদের এই নিত্যকাল ঢপের উপরে নৃত্য করার যুক্তি পাই না। এদের তো কোনো 'লাভ' সেই অর্থে হয় না। তবে হয়তো কোনো 'মহৎ লাভ' হয়ে থাকে।
  • &/ | 151.14.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৫৮493056
  • সে, এই 'দাদা' র ব্যাপার শুনে "ক্ষুধিত পাষাণ" এর শুরুটা মনে পড়ে। ট্রেনের সেই লোক নানারকম রাজনৈতিক সমাজনৈতিক সূক্ষ্ম সূক্ষ্ম অজানা ষড়যন্ত্রের কথা বলে রবি আর তার আত্মীয়কে একেবারে হতবাক করে দেয়। বিজ্ঞ হাসি হেসে সেই লোক গভীর গভীর রহস্যকথা বলে।
    (রবীন্দ্রনাথের আমলেও প্রচুর 'আঁতেল' ছিল তার মানে। ঃ-) )
  • anandaB | 50.125.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:২৭493055
  • কি যে সব জাদু মুহূর্ত তৈরী করে গেছেন
     
    তবে কম্পোসিশন টা মনে হলো অনেক বেশি শ্রী ঘেঁষা, পুরিয়া ধনেশ্রী র বদলে , আর সোহিনী তো নয় ই 
  • Abhyu | 47.39.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০৩:১০493054
  • জ্জিও :)
    • | ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৩৮493033
    • বিনা মন্তব্যে
       
  • জয় | 82.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০২:১২493053
  • আমার বরং য়োভাল নোয়া হারারির হোমো ডিয়াস কনসেপ্ট টা ভালো লাগে- বেটার ফর্ম অফ হোমো সেপিয়েন্স, কমন নট সো ইভল্ভড হোমো  সেপিয়েন্সকে রিপ্লেস করবে!
  • জয় | 82.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০২:০৬493052
  • @সে
    ও বাবা ফ্রান্সিস ফুকুয়ামা!!! 
    বোধি/ কল্লোলদা বা রঞ্জনদার কাপ অফ টি! পলিটিক্যাল ইকোনমিক্স আমার কাছে খুবই দুষ্পাচ্য। তবে "লাস্ট ম্যান..." বিশ বছরের পুরোনো; ফুকুয়ামা তারপরে অন্ততঃ বার দুয়েক ডিগবাজী খেয়েছেন?!
  • সে | 2001:1711:fa42:f421:b08f:3cad:2d90:***:*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০১:১৮493051
  • জয়,
    এরকম করে বললে আমার মত নির্লজ্জ লোকও লজ্জা পায়।
    আমি বই টই মোটে পড়ি না। এই বইটা আমার এক দাদা রেকো করল। তাকে বললাম, লিংক দাও। তো এই লিংক দিল। এতে খাপছাড়া কিছু রয়েছে পুরোটা থাকার প্রশ্নই নেই।
    ঐ দাদা আমাকে নিয়মিত পোস্ট ক্যাপিটালিজম ( যে ফেজে এই মুহূর্তে দুনিয়া চলছে) ব্যাপারে বোঝায়। আজ ভোর থেকেই আমাদের তর্ক চলছে টেলিফোনে। চার্জ ফুরিয়ে গেলে রেস্ট নিচ্ছি, ফের কন্টিনিউ করছি তর্ক।
    ও সারাক্ষণ বই পড়ে। বেশি বেশি পড়লে মাথা নষ্ট হয়, তার প্রমাণ সে। এইজন্যই আমি পড়ি না।
    তা ও যা বলছে তা থেকে বুঝলাম পৃথিবীর ইকোনমি শ্রিংক করছে; কোভিড টোভিডের অজুহাত দিয়ে যা বলা হচ্ছে সেটা ঢপ। মানে কোভিড না হলেও এসব হতো। আরও বলল যে দুনিয়ার জনসংখ্যা এখন যত, তার এক অষ্টমাংশ করে ফেলাটাই নাকি টার্গেট। এইসব অনেক কিছু বলল। আমি ব্যাপার স্যাপার প্রায় বুঝিই না, তার ওপর এরকম কাণ্ড যদি হয়, তবে তো খুব ভয়ের ব্যাপার।
    শেষে আমি বললাম — তাহলে েশেষমেশ কি আমরা আবার দাসপ্রথার সমাজব্যবস্থার দিকে যাচ্ছি? মানে চক্রবৎ ঐ দিকেই?
    দাদা বলল — কতকটা ঐরকমই।
    আমি বুঝলাম যে গল্পের প্রেসি এটাই।
    তবে এসব হতে টাইম লাগবে, আমার জীবদ্দশায় দেখতে পাবার চান্স নেই।
  • জয় | 82.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০০:৩৪493050
  • @সে
    আপনার প্রশ্ন আহ্বান করব এমন ধৃষ্টতা, শিক্ষা কোনটাই নেই। কিন্তু উৎসুক এবং উৎসাহী।
    লিংকের বইটা পড়া নেই। কত কিছুই যে পড়া নেই! কত বই জমে আছে!
     
    "উঠল বাই" যথারীতি অসাধারন হচ্ছে!!
  • জয় | 82.***.*** | ২৯ ডিসেম্বর ২০২১ ০০:২৩493049
  • @রমিত
    সরি, নিজেকেই খেলো করেছি। আমি ইলন মাস্ক কে ভগবান বলতে মানুষের ইনোভেশনকে বোঝাতে চেয়েছি হাল্কা চালে। এটাতো ঠিক, আমরা চিরকাল ট্রাডিশনাল হ্যাবিট্যাটে বাস করব না। Extinction debt এর একটা রেমেডি হল ডমিন্যান্ট স্পেসিসের মাইগ্রেশন? সেই প্রসঙ্গে হাল্কা ভাবে মার্সে কলোনীর কথা বলেছি! তা সেটা বায়োডোম হতে পারে, স্পেস স্টেশন হতে পারে, আন্ডারগ্রাউন্ড টাউনশীপ হতে পারে- শুধু স্পিরিটটা দেখবেন
  • সে | 2001:1711:fa42:f421:b08f:3cad:2d90:***:*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২৩:৫২493047
  • আমি কয়েকটা কোশ্চেন করতে পারি কি এই প্রসঙ্গে?
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ ডিসেম্বর ২০২১ ২৩:৫২493046
  • Extinction debt ব্যাপার টা ক্লিয়ারলি বোঝা যায় নি প্লাস গাঁজাখুরি টাইপের লেগেছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ ডিসেম্বর ২০২১ ২৩:৫০493045
  • :-) @জয়, আচ্ছা আমরা অন্যদিকে যাব না।
     
    তবে মাস্ক কে ভগবান ঠাউড়ালে মুশকিল আছে, ওনার সমালোচনা ও কম নেই। ওর অনেক প্ল্যন ই ভায়াবল নয় বা ইকো নমি কালি পসিবল নয় বলে এক্সপার্ট  দের বক্তব্য। সাধারণ   লজিক এই  অনেক জিনিস খন্ডন হয়ে যাা ছে মাাা স কের   কথার।
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:৪১493044
  • * খাওয়ানোর
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:৩৫493043
  • @ রমিত এবং অন্য গুরুবোন ও ভায়েরা।
    আমার এ রাম্বলিং সবই কৌশিকের বাড় খাওয়ার কারনে। সায়েন্টিফিক আমেরিকায় ডঃ হেনরী জির একটি ছোট্ট উস্কানিমূলক প্রবন্ধ থেকে এটা শুরু। সুতরাং বিধিসম্মত সতর্কীকরণঃ কনটেক্স্টের বাইরে জেনেরালাইজ করলে আমি পালাবার পথ পাব না।
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:২৮493042
  • হেনরী জির তূণের শেষ তীর- "extinction debt"
    ব্যাপারটা আমি অতটা বুঝিনা- খায় না, মাথায় মাখে! যতটা বুঝি- এটা একটা সোনার পাথর বাটি। Delayed extinction. মানে হইলঃ extinction হবেই, আজ নয়, কাল; আর তুমি যাই কর না কেন আটাকাবার জন্য, তা টু লিটল টু লেট। এই ধরেন- গ্লোবাল ওয়ার্মিং। জির মতে এর কারণে মনুষ্যজাতির ঘন্টা আগেই বেজে গেছে, এখন প্ল্যাস্টিকের বদলে কাগজের ঠোঙায় ভূষিমাল কিনলে কালকের বদলে পরশু মরবেন। আর এই extinction debt বস্তুটি ট্রাডিশনালি হয় হ্যাবিটাট ডেস্ট্রাক্টশনের কারণে। হাসালে বালকঃ আমাদের ভগমান ইলন মাস্ক। মার্সে কলোনী যখন করব তখন দেখব ডঃ হেনরী জি আপনি কোথায় যান?
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:১১493041
  • জির সবচাইতে আউটরেজাস ক্লেমটি শুনুনঃ মেয়েদের মধ্যে শিক্ষা বাড়ার কারণে, তাঁদের দ্বিগুন সংখ্যায় রোজগার করার কারণে, তাঁদের স্বাস্হ্য ও লাইফ এক্সপেক্টান্সি বাড়ার কারণে এবং তাঁদের কাছে গর্ভনিরোধের সুবিধা সহজলভ্য হবার কারণে মনুষ্যজাতির অবিলম্বে এক্সটিংশন অবসম্ভাবী!!!
    হাস্যকর মধ্যযুগীয় যুক্তি! তাহলে আমার যুক্তিও শুনুন- শীগ্রি মেয়েদের গর্ভধারণ আর করতে হবে না। পেট্রিডিসে বাচ্চা জন্মাবে (টেস্টটিউব বেবী সেই কবে থেকে হচ্ছে) আর বাড়বে সারেগেট/ আর্টিফিসিয়াল উম্ব বা ইনকিউবিটারে। জেন্ডার ফ্লুইড সোসাইটিতে প্রেমিক প্রেমিকাকে প্রচন্ড ভালোবেসে ইউটেরাস ইমপ্লান্ট (না হয় টেম্পরারি) করে বাচ্চা বড় করতে পারে। জিসাহেব মানুষ কল্পনা আর বিজ্ঞানের ক্ষমতাকে ছোট করে দেখবেন না!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:০৬493040
  • ... দেখতে পাচ্ছে দুবাই, আমেরিকা, নিউজিল্যান্ড, আইসল্যান্ড এর মানুষ পর্যন্ত তার থেকে কত ভাল আছে। চাওয়ার সীমা পরিসীমা ছাপিয়ে গেছে। আগে লোকে বুঝেই যেত না বাপু ওসব আমাদের জিনিস নাও, খোকা তুমি টিফিনে মুড়িই খেও। আজ ক্রেডিট কার্ড, ইনস্ট্যান্ট লোন, ই এম আই বলছে সব স্বপ্ন তোমার হাতের মুঠোয়, পরে কি হবে পরে ভাববে। এক লাখ টাকা লোন করে রিকশা চালক ছেলে কে বাই জিউ এর ট্যাবলেট কিনে দিচ্ছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ ডিসেম্বর ২০২১ ২২:০১493039
  • স্বাচ্ছন্দ্য অবশ্যই এখনকার সমাজে বহু বহু গুণ বৃদ্ধি পেয়েছে। তবে সুখ কি আদৌ তেমন বৃদ্ধি পেয়েছে ? সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে ভারতের প্রায় 60% মানুষ অসুখী বা অবসাদ গ্রস্ত।
     
    রোমান পিরিয়ড এর আগে একদিন খাটলে 10 মিনিট আলো মিলত বটে কিন্তু অনেকের ই সন্ধের পর আলো প্রয়োজন ই হত না। রাত্রে দুবার ঘুমাত লোকে। এই ফেসবুক দেখে পারস্পরিক ঈর্ষা আগে ছিল না। আগে লোকে ভাবত পাড়ার দুলাল বাবু লোকটা বেশ তোফা আছে । এখন নিয়মিত সে  ...
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২১:৫০493038
  • জি গত দুদশকে ইকনোমিক প্রোডাক্টিভিটি স্টলড হয়ে গেছে বা কমে গেছে বলে যে রেফারেন্সটি দিয়েছেন সেটি কিঞ্চিৎ ধান ভানতে শিবের গীত টাইপের। হ্যাঁ, এই দুই দশকে ইকোনমিক ডিপ্রেশন এবং প্যান্ডেমিক দেখেছি। আমি ইকোনমিক্সের কিছু বুঝি না- এটুকু বুঝি ওঠা পড়া খুব স্বাভাবিক। গত ২৪০ বছর ধরে ইকোনমিক প্রোডাক্টিভিটি ঊর্ধগামী। আপনি ২০ বছরের ডেটা দিয়ে মানুষ শীগ্রি নিশ্চিহ্ণ হয়ে কি যুক্তিতে বলেন। তাইলে শোনেন জিমশাই-
    ১) ১৯৯০ সালে পৃথিবীর ৫৮% মানুষ লো-ইনকাম দেশগুলিতে থাকতেন, এখন ৯%
    ২) লো-ইনকাম দেশগুলিতে ৬০% মেয়েরা এখন স্কুলে যায় (প্যান্ডেমিকের আগে)
    ৩) পৃথিবীর ৭০% মানুষের কাছে পানের উপযুক্ত জল সহজলভ্য
    ৪) চাষ-আবাদ/ মাছ ধরার ওপর ৫% গ্লোবাল ইকোনমি নির্ভর করে
    (
     
  • জয় | 82.***.*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৫৪493036
  • 8খ) জির আউট রেইজাস ক্লেম (তাওতো সবচাইতে আউট রেইজাস নয়)- "আমাদের পিতৃপুরুষদের তুলনায় একই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনেক বেশী এবং অনেকক্ষন খাটতে হয়"। সত্যি তাই? হ্যাঁ, সুখের ডেফিনিশন আর পারসেপশন নিয়ে তর্ক হতে পারে। এই গুরুতেই কত স্মৃতিচারণ দেখবেন আগের দিনগুলি মোর সোনার ছিঁলোঁও। 
    শুধু প্রফেসর উইলিয়াম নর্ডহাউস (২০১৮তে ইকোনমিক্সে নোবেল) ৯০এর দশকে করা একটা এক্সপেরিমেন্টের কথা বলব। তিনি যুগের সঙ্গে সঙ্গে ইকনমিক প্রোগ্রেস মাপার জন্য একটা ঘর বিভিন্ন উপায়ে আলোকিত করছিলেন আর লাইট মিটার দিয়ে তা মাপছিলেন। প্রথমে কাঠ কেটে, কাঠ পুডিয়ে। তারপর রোমান বাতিতে সলতে দিয়ে তিলের তেল পুডিয়ে। তারপর ক্রমশঃ প্রথম দিককার ইনক্যান্ডিসেন্ট ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে। শুরুতে যদি পুরো একদিন কায়িক পরিশ্রম করেন আপনি ১০ মিনিট আলো পাবেন। এখন সেই ইনপুটে  আপনি ১০ বছর আলো পাবেন। https://lucept.files.wordpress.com/2014/11/william-nordhaus-the-cost-of-light.pdf
  • aranya | 2601:84:4600:5410:2d12:eced:6bdd:***:*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৫৩493035
  • আজ ১৭ টা উইকেট পড়েছে, এখনো কিছু ওভার বাকি
  • dc | 2606:54c0:36c0:128::ca:***:*** | ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৪৪493034
  • যাতা :d :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত