১. স্ত্রী স্বামীর সম্ভোগকামনা চরিতার্থ করতে অসম্মত হলে প্রথমে উপহার দিয়ে স্বামী তাকে কেনবার (‘অবক্রীণীয়াৎ’) চেষ্টা করবে, তাতেও অসম্মত হলে হাত দিয়ে বা লাঠি দিয়ে মেরে তাকে নিজের বশে আনবে । [বৃহদারণ্যক উপনিষদ্ ৬/৪/৭]
২. এক স্বামীর বহু স্ত্রী থাকলেও একটি স্বামীই তাদের পক্ষে যথেষ্ট । [ঐতরেয় ব্রাহ্মণ ৩/৫/৩/৪৭]
৩. উত্তম নারী হলেন “যে স্বামীকে সন্তুষ্ট করে, পুত্রসন্তানের জন্ম দেয় এবং স্বামীর কথার ওপরে কথা বলে না” । [ঐতরেয় ব্রাহ্মণ, ৩/২৪/২৭]
৪. যজ্ঞকালে কুকুর, শূদ্র ও নারীর দিকে তাকাবে না । [শতপথ ব্রাহ্মণ ৩/২/৪/৬]
৫. কালো পাখি, শকুনি, নেউল, ছুঁচো ও কুকুর হত্যা করলে যে প্রায়শ্চিত্ত, নারীহত্যা ও শূদ্রহত্যাতেও সেই একই প্রায়শ্চিত্ত। [আপস্তম্ব ধর্মসূত্র ১/৯/২৩,৪৫]
৬. সুন্দরী তরুণী ব্রাহ্মণদের দান করা অতি প্রশস্ত [বনপর্ব ৩১৫/২] । এর দ্বারা দাতা স্বর্গে প্রচুর পুরস্কার লাভ করে, অর্থাৎ স্বর্গে বহুসংখ্যক অপ্সরা তার তৃপ্তিবিধান করে। [অনুশাসন পর্ব ১৪৫/২]
৭. শান্তিপর্বে মুমূর্ষু ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন নারীর চেয়ে অশুভতর আর কিছুই নেই [১২/৪০/১], পূর্বজন্মের পাপের ফলে এ-জন্মে নারী হয়ে আসতে হয় [৬/৩৩/২]।
এগুলো কোন ভাষায় লিখিত নরেন্দ্রপুরের রাঙামুলো?
মদ্যপাসাধুবৃত্তা চ প্রতিকুলা চ যা ভবেৎ।
ব্যাধিতা বাধিবেত্তব্যা হিংস্রার্থঘ্নী চ সর্ব্বদা।। ৯.৮০
কামন্তু ক্ষপয়েদ্দে[হং] পুষ্পমূলফলৈঃ শুভৈঃ।
ন তু নামাপি গৃহ্নীয়াৎ পত্যৌ প্রেতে পরস্য তু।। ৫. ১৫৭
স্বভাব এষ নারীণাং নরাণামিহ দূষণম্।
অত[হো]র্থান্ন প্রম্যাদন্তি প্রমদাসু বিপশ্চিতঃ।।
অবিদ্বাংসমলং লোকে বিদ্বাংসমপি বা পুনঃ।
প্রমদা হুৎপথং নেতুঃ কামক্রোধবশানুগম্।।
মাতা স্বস্রা দুহিত্রা বা ন বিবিক্তাসনো ভবেৎ।
বলবানিন্দ্রিয়গ্রামো বিদ্বাংসমপি কর্ষতি।। ২. ২১৩-১৫