Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ১০:৩০484062কাল আমি অ্যানচোভি পেস্ট কিনব ঠিক করেছি, কিন্তু পেস্ট দিয়ে কি বানাবো ঠিক করি নি এখনো। (অপুবাবুর মতো পোস্ট।)
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ১০:২৮484061বাহ আমি খুবই ইম্প্রেসড (দমুদির উপরে) আর চমৎকৃত (বইটার নামের ব্যাপারে)।
হুঁ
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৯:২২484059আচ্ছা আপনারা কেউ "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি" নামে কোনো রহস্য উপন্যাস পড়েছেন?
অভ্যু
খালি প্রদুম্ন? ওতে দয়া, অভিজিত? ফরেনসিক ল্যাবে ভাঁড় সোলাংকে? আর শেষে টেনে থাপ্পড়? শিবাজী সাতম এর মত অভিনেতার সারাক্ষণ দাঁত খিঁচিয়ে
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৮:৫৬484057সুপ্রভাত ব্রতীন্দা। আনন্দমেলাগুলো স্ক্যান করে ফেলা ভালো। চিরস্থির কবে নীর ইত্যাদি।
অপু | 2409:4060:314:e226::20d7:***:*** | ২০ জুলাই ২০২১ ০৮:২৪484056শারদীয়া আনন্দমেলা, অতীব পুষ্টিকর জিনিস। আমি কলেজ ষ্ট্রীট থেকে তিল তিল করে একেবারে প্রথম বর্ষ থেকে সব কটি শারদীয়া সংগ্রহ করেছি। 2015 এর পর থেকে খুব কষ্ট হলেও আর শারদীয়া আনন্দমেলা কিনি না। এত বাজে হয়ে গেছে।
অপু | 2409:4060:314:e226::20d7:***:*** | ২০ জুলাই ২০২১ ০৮:২০484055সুপ্রভাত এলসিএম দা, অভ্যু,আটোজ
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৬:০৮484054ন্নাহ বলেই দি, lcm এই হল গিয়ে জিনিস https://en.wikipedia.org/wiki/CID_(Indian_TV_series)#ACP_Praduyman_(1998-2018)
ইনি https://en.wikipedia.org/wiki/Shivaji_Satam
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৫:১৯484053হ্যাঁ, এইসব বিষয়ে গুগল করলে আঁতের কথা জানা যায় না। নানারকম কেঠো কেঠো জিনিস জানা যায় খালি। এই যে সম্রাট অশোকের অন্তরঙ্গ ব্যাপারগুলো-এসব কি আর সাম্রাজ্যবাদী গুগলে পাওয়া যায়?
Ruchira | 2600:1700:9c90:79f0:1517:1ba5:f605:***:*** | ২০ জুলাই ২০২১ ০৫:১৪484052>>আনন্দমেলার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সদাশিবের গল্পগুলো।<<
গুগল করলে এইজাতীয় স্টেটমেন্ট বেরোবে - তার চেয়ে গুরুতে জিজ্ঞেস করাই তো ভালো
সম্বিৎ | ২০ জুলাই ২০২১ ০৫:০১484051আতোজের প্রতি আমার ভক্তির সীমা নেই। দিনের পর দিন কেউ যে এই ভাবে গুগুল না করে শিশুর মতো কৌতূহলে প্রশ্ন করতে পারে - এ মানে সত্যি অসাধারণ!
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:৪৪484050আহা আপনারা আছেন তো! ঐ অত্যাচারী সাম্রাজ্যবাদী দক্ষিণপন্থী ইয়ে মানে ইয়ের কেন সাহায্য নেবো? ঃ-)
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:৪০484049আতোজের প্রতি আমার ভক্তির সীমা নেই। দিনের পর দিন কেউ যে এই ভাবে গুগুল না করে শিশুর মতো কৌতূহলে প্রশ্ন করতে পারে - এ মানে সত্যি অসাধারণ!
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:৩৬484048ল্যাদোশদা, মিঠুদিকে জিজ্জেশ করো, উনিই বোধহয় একমাত্র ব্যক্তি যিনি দয়ার খবর রাখেন - কুছ তো গড়বড় হ্যয়
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:২২484047আচ্ছা, আশালতা সিংহ কে গো? ফেবুতে ঢুকলেই চারিদিকে এই নাম শুনছি । ভয়ে আর দেখাই হচ্ছে না, কারণ মাইলখানেক করে কমেন্ট চলছে। ঃ-)
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:১৭484046প্রদ্যুম্ন বলতে চাইলেন মনে হয়।
lcm | ২০ জুলাই ২০২১ ০৪:১৬484045কিন্তু ,অভ্যু আবার কি সব গোয়েন্দার নাম দিল - গোয়েন্দা প্রদ্যুমন - ইনি আবার কে ?
lcm | ২০ জুলাই ২০২১ ০৪:১৩484044বর্তমান তো শুধু লিস্ট বানাতেই ব্যস্ত রইল - কাকে কাকে ভয় পায় না - এইসব।
আর, সেই সত্যযুগ তো নেই, ক্লাইমেট চেঞ্জের চাপ বসুমতী ও আর নিতে পারল না। যুগান্তর আর কালান্তর - ওরাও অন্তর্বর্তী সময়ের চাপ নিতে পারল না।
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:০৯484043হীরকজয়ন্তী কত বছরে হয়? কেউ বলছে ৭৫ , আবার কেউ দেখি বলছে ৬০! কেউ কনফিউশনটা ক্লিয়ার করুন প্লীজ।
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:০৮484042দাড়িদাদু "দেশ" এও লিখতেন মনে হয়। কারণ 'দেশ সুবর্ণজয়ন্তী গল্প সংকলন' এ দাড়িদাদুর গল্প পেলাম।
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৪:০৫484041আর বর্তমান?
lcm | ২০ জুলাই ২০২১ ০৪:০২484040"কথায় বলে, আজ আছে কাল নেই, আমি বলি কাল আছে আজ নেই..."
কিন্তু আমরা কি দেখি -
আজ বা কাল নয়, কোনোরকমে টিমটিম করে আজকাল টিঁকে আছে, বিক্রি নেই, বাটা (জুতোর অ্যাড) ও নেই।
Abhyu | 47.39.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৫৯484039তবে দেখুন জনপ্রিয়তা দেখে কিছু টানা উচিৎ না। গোয়েন্দা প্রদ্যুমন, বিশ্বাস করুন, আমার অতি প্রিয়পাত্র - কিন্তু তারও, মানে সে কি দশা :(
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৫৭484038এলসিএম, "সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান।" বিরিঞ্চিবাবা বলতেন। ঃ-)
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৫৫484037হুঁ, আগে মনে হয় ওঁরা শুধুই পূজাবার্ষিকী হিসেবে বার করবেন ভেবেছিলেন। পরে জনপ্রিয়তা দেখে নিয়মিত মাসিক পত্রিকা করে ফেলেন।
lcm | ২০ জুলাই ২০২১ ০৩:৫৪484036এবিপি তো এগিয়ে থাকে, এগিয়ে রাখে - তো, সময় ব্যাপারটাকে এবিপি কিরকম ফ্লেক্সিবল, তরল করে দিয়েছে - ভাবা যায়, ডালি ফালি তো এবিপির কাছে নস্যি।
দ্যাকো কান্ড | 185.22.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৫৩484035দাড়িদাদুও আনন্দমেলাতে লিখত। তবে আর শীর্ষেন্দুর দোষ কি?
lcm | ২০ জুলাই ২০২১ ০৩:৫২484034আনন্দমেলা নিয়ে সেই জন্য একটা কনফিউশন আছে - পত্রিকাটি শুরু ১৯৭৫এ, কিন্তু পুজো সংখ্যা বেরোতে আরম্ভ করে ১৯৭১ থেকে --- উফ! হাই-ফাই কনফিউশন !
&/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২১ ০৩:৫১484033এই ইতিহাস থেকে ১৯৪০ এর ব্যাপারটা ক্লিয়ার হল। তারপরে ১৯৭১ প্রথম শারদীয়া। তারপরে ১৯৭৫ থেকে কখনো মাসিক কখনো পাক্ষিক কখনো সাপ্তাহিক পত্রিকা।
আগের লিস্টে ১৩৪৭(বঙ্গাব্দ) /১৯৪০ দেখে খানিকটা ঘাবড়ে গেছিলাম। ঃ-)