এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.***.*** | ০৮ মে ২০২১ ১৪:০২480034
  • পি কে, বিজেপির হয়ে কাজ করলে ,ঠিক হ্যায়।দিদির দলের হয়ে কাজকরলে, কর্পরেট থেকে গুন্ডা!! এটা কি হলো? বিচার টা ঠিক করলেন না,স্যার! আপনি নিয়মিত ভাটে আসুন। আপনি না আসলে, ভাট পুরো মনি হারা ফনী!

  • | 157.4.***.*** | ০৮ মে ২০২১ ১৪:০১480033
  • পিটি কাকে মিথ্যাবাদী বলা যায় না এবং কেন, সে নিয়ে বাণী দিচ্ছে রে! উই আম্মা উইই আম্মা

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৪:০১480032
  • তো তিনটে জেলা থেকে কংগ্রেস যে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা এখানে কে ভেবেছিলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন সততার সঙ্গে? সেখানে নির্বাচন চলাকালীন অধীরের সমর্থন ও সূর্যকান্তের বিরোধিতা আপনাদের কারও চোখে পড়েনি? সব রিসার্চ বুঝি ভাটকেন্দ্রিক?

  • π | ০৮ মে ২০২১ ১৩:৫৯480031
  • আমার বাড়ির লোকজন দুই জায়গা থেকে দুইবার ভ্যাক্সিন নিয়েছেন।  কাগজপত্র সব আছে। আরো গাদা গাদা লোক নিয়েছে।  


    এগুলো নাকি আমি সংহতির গুজব ছড়াচ্ছি!! 


    এই পিটি নামক ব্যক্তিটি ভুল স্বীকার করুন,  ক্ষমা চান। না করে আর এই লাইনও লিখলে মনে করব আপনি মনুষ্যপদবাচ্য নন।

  • π | ০৮ মে ২০২১ ১৩:৫৯480029
  • আমার বাড়ির লোকজন দুই জায়গা থেকে দুইবার ভ্যাক্সিন নিয়েছেন।  কাগজপত্র সব আছে। আরো গাদা গাদা লোক নিয়েছে।  


    এগুলো নাকি আমি সংহতির গুজব ছড়াচ্ছি!! 


    এই পিটি নামক ব্যক্তিটি ভুল স্বীকার করুন,  ক্ষমা চান। না করে আর এই লাইনও লিখলে মনে করব আপনি মনুষ্যপদবাচ্য নন।

  • π | ০৮ মে ২০২১ ১৩:৫৯480030
  • আমার বাড়ির লোকজন দুই জায়গা থেকে দুইবার ভ্যাক্সিন নিয়েছেন।  কাগজপত্র সব আছে। আরো গাদা গাদা লোক নিয়েছে।  


    এগুলো নাকি আমি সংহতির গুজব ছড়াচ্ছি!! 


    এই পিটি নামক ব্যক্তিটি ভুল স্বীকার করুন,  ক্ষমা চান। না করে আর এই লাইনও লিখলে মনে করব আপনি মনুষ্যপদবাচ্য নন।

  • বিরিঞ্চিবাবা | 2a0f:df00:0:255::***:*** | ০৮ মে ২০২১ ১৩:৫৭480028
  • একমাস দিদির খাটুনি দেখার পর-

    • এলেবেলে | 202.142.71.184 | ৩১ মার্চ ২০২১ ১৪:১২476272
    • আম্মো এই রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং আমার মেয়েও এই রাজ্যেই পড়ে। কিন্তু হায় আমার হাতে নাই ভুবনের ভার। দেখছি রানিমার হার।

    ভাট ছেড়ে দিয়েছেন বলে ভাটে আসবেন না এ আবার কে দাবি করল?

  • নাদি | 198.7.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৫৪480027
  • অন্যকে মিথ্যেবাদী বলার অধিকার শুধু ম্যাস্টরের ​​​​​​​আছে ​​​​​​​অন্য ​​​​​​​কারুর ​​​​​​​নেই। ​​​​​​​ঝুড়ি ঝুড়ি ​​​​​​​অর্ধসত্য ​​​​​​​আর ​​​​​​​মিথ্যে কথা ​​​​​​​বললেও ​​​​​​​ম্যাস্টরকে ​​​​​​​কেউ ​​​​​​​যেন ​​​​​​​মিথ্যেবাদী ​​​​​​​না ​​​​​​​বলে। 

  • PT | 203.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৪৮480026
  • @ অন্যনীপা
    কেউ একজন দুজায়গায় নিতে পেরেছেন বলে আরেকজনকে মিথ্যেবাদী বলার অধিকার জন্মায় না। আমি অন্ততঃ দশ জনকে চিনি (আমি ও আমার গিন্নী সহ) যাদেরকে একই জায়গা থেকে দ্বিতীয় শট নিতে বলা হয়েছে। সে কারণে আমার চেনা এক বয়স্ক যুগল লাইনে দাঁড়ানোর লোক ভাড়া করেছিলেন স্টেট হাসপাতাল থেকে দ্বিতীয় শট নেওয়ার জন্য।


    এসবের তিনো বিজেপি সিপিএম নাই। ভোটের আগে যে স্বাস্থ্য (অ)ব্যব্স্থা ছিল সেটা সেই রকমই আছে অথবা আরো খারাপ হয়েছে।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৪৮480025
  • আর এলেবেলের ভাটে আসা নিয়ে এত গাত্রদাহ কেন? গালাগালির বহর কমান। টানা প্রতিবাদ করে যাচ্ছি স্যারের রাজনীতির সঙ্গে সহমত না হয়েও।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৪৫480024
  • ধন্যবাদ, প্রেডিকশন। তবে কিনা বড্ড বাজে চেরিপিকিংটা না করেও জঘন্য সিদ্ধান্তে এসেছেন।


    ওখানে গোটা গোটা অক্ষরে এগুলোও লেখা আছে --- এতে হিন্দু ভোট আরও সংহত হবে। সেটা দিনের আলোর মতো পরিষ্কার বিজেপির ৩৮% ভোটে।


     যদি দিদি এই একমাস অসম্ভব খাটতে পারেন, তাহলে চান্স একটা আছে। খেটেছেন। হুইল চেয়ারে সারা বাংলা চষে বেড়িয়েছেন। চণ্ডীপাঠ, গায়ত্রী, গীতাপাঠ কিস্যু বাদ রাখেননি।


    নতুবা বিজেপি আসবেই। ইদার-অর আছে। সিপিএম নেই। জোটের চিড়ের কথা আছে।

  • | 157.4.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৪২480023
  • বিজেপি দেশের নাগরিকত্ব দিচ্ছে না, পিটি বাংলার নাগরিকত্ব দিচ্ছে না। 


    শঙ্খ ঘোষের বইয়ের নাম- লাইনেই ছিলাম বাবা

  • জ্জিও দিদি | 2a0b:f4c2::***:*** | ০৮ মে ২০২১ ১৩:৩৯480022
  • জ্জিও দিদি ! আমরা আপনার সঙ্গে আছি -


  • প্রেডিকশন | 2001:67c:2608::***:*** | ০৮ মে ২০২১ ১৩:৩৮480021
    • এলেবেলে | 202.142.71.68 | ০১ মার্চ ২০২১ ১৬:২৮474029
    • ০১ মার্চ ২০২১ ০৮:৫২

      পিটিস্যার, আমি ভাট ছেড়ে দিয়েছি। স্বেচ্ছায়। কারণ এই ঘটি-বাঙাল, পোস্ত-শুঁটকি, সিপিএম-তিনো আমাকে ক্লান্ত, ক্লান্ত করে। যেহেতু আপনি আমার খোঁজ করেছেন এবং আপনাকে জ্ঞানত অসম্মান করিনি, তাই কয়েকটা বলে যাই।
       
      ১. জোট প্রথমে এগোচ্ছিল বামেরা যেখানে প্রথম ও কং যেখানে প্রথম - সেই আসনগুলো তাদের ছেড়ে দিয়ে। দ্বিতীয় দফায় বামেরা যেখানে দ্বিতীয় ও কং যেখানে দ্বিতীয় - সেই ফর্মুলা মেনে। সহসা মঞ্চে এলেন 'ছেকুলার' আব্বাস যাঁর বাছাই করা ভিডিও বক্তব্য বিজেপি স্টক করতে শুরু করেছে সময়মতো কাজে লাগাবে বলে।
      ২. সব ঘেঁটে ঘ হয়ে গেল। সিপিএম জলঙ্গির জেতা আসন আব্বাসকে ছেড়ে দিল। ছেড়ে দিল ভগবানগোলাও। মান্নান খুলে নিলেন। দর কষাকষি শুরু হল অধীরের সঙ্গে।
      ৩. এমতাবস্থায় কালকের ব্রিগেডে আব্বাস সবার পরে এসে পৌঁছলেন। হঠাৎই সেলিমের তৎপরতা বেড়ে গেল। সিঁড়ি থেকে সঙ্গে করে জামাই আদর করে নিয়ে এসে সোজা অধীরের সামনে এসে তাঁকে কিছু একটা নির্দেশ দিলেন। গোটা বিষয়টাই পূর্ব পরিকল্পিত মনে হয়েছে।
      ৪. বক্তব্য রাখছেন লোকসভার বিরোধী দলনেতা। এই সময়ে বিমান বোস নয়, মঞ্চের দখল নিলেন ফোতো সেলিম। বিধানসভা নির্বাচনে তাঁর মুখ্য ভূমিকা আব্বাসের পায়ের তলায় জমি শক্ত করা ও তিনোর মুসলমান ভোগে ভাগ বসানো। তাতে বিজেপি আসলে আসুক। দিদি বিদায় নিক।
      ৫. বিধানসভার বিরোধী দলনেতা মান্নান মঞ্চে জায়গা অবধি পেলেন না। অথচ বাদশা মৈত্র বনে গেলেন বিশাল বুদ্ধিজীবী!
      ৬. লক্ষণীয়, কাকের সভায় ক্যা-কৃষি বিল-অভিবাসী শ্রমিকদের দুর্দশা নিয়ে কেউ উচ্চবাচ্য করেননি। কতটা দিশাহারা অবস্থা হলে সিদ্দিকিকে প্রোমোট করতে হয়!
       
      স্যার, আব্বাস যদি 'সেকুলার' হয় তবে বিপ্লবী বাংলা কংগ্রেসও 'বিপ্লবী'। জোটে চিড় স্পষ্ট। এতে হিন্দু ভোট আরও সংহত হবে। যদি দিদি এই একমাস অসম্ভব খাটতে পারেন, তাহলে চান্স একটা আছে। নতুবা বিজেপি আসবেই। সিপিএম? অ্যাজ ইউজুয়াল বাটি বাজাবে।
      ...
       


       

    বিজেপি অপ্রতিরোধ্য।


    যাইহোক, এলেবেলে তো ক্লান্ত হয়ে ভাট কবেই ছেড়ে দিয়েছেন।

  • dc | 171.49.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৩৮480020
  • সোমবার থেকে তামিল নাড়ুতে দু সপ্তাহ লকডাউন। কাল রোববার এমনিতেই লকডাউন চলছিলো, তো আজকেই লাস্ট দিন। সবজি, দুধ, ডিম, আরও হ্যানত্যান জোগাড় করতে বেরিয়েছিলাম, দেখি রাস্তায় খুব ভিড়। তবে সবচেয়ে ভিড় চোখে পড়লো আন্নানগরে মদের দোকানের সামনে। লম্বা লাইন, আবার সেই লাইন কন্ট্রোল করতে কয়েকজন পুলিশও দাঁড়িয়ে আছে। লাইনে সবাই থুতনাস্ক পড়ে মোবাইলে খুটখাট করে চলেছে। 

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:৩৫480019
  • আমি সেই দাবি করেছি একবারের জন্যও? আমি অপেক্ষা করছি কারণ আমার পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। আর হ্যাঁ অ্যাতো জনপ্রিয় নেত্রী অ্যাতো প্রাজ্ঞ রাজনীতিক তো ভাড়াটে গুন্ডা লাগে কেন ৫০০ কোটি দিয়ে? সেটা ঘোষণা করা যায় না কেন?

  • sm | 2402:3a80:a72:7f2e:0:6c:7869:***:*** | ০৮ মে ২০২১ ১৩:৩৩480018
  • আরে, মমতা  তো ভোটের রাজনীতি আপনার চেয়ে বেশি বোঝে না কি! কি করলে ফাটল মেরামত হবে, কোথায় কাকে কি মন্ত্রী করতে হবে,সেটাও আপনি ডিক টেট করে দেবেন? এতো ভারী তামাশা!

  • PT | 203.***.*** | ০৮ মে ২০২১ ১৩:২৮480017
  • "আর টোটো নিয়ে নস্টালজি করবেন না। এক আধদিন চাপেন তো"
    না, না আমি রোজ কমকরে দুবার চাপি আপিস যাওয়ার জন্য। করোনার আগে চারবার চাপতাম।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:২৭480016
  • ধুর মশাই, কেবল বিষাণ বসু আর প্রতিভা সরকারের সাম্প্রতিক টইগুলো দেখুন। সেখানে আমার মন্তব্য দেখুন। কার থেকে যে কার দরদ বেশি সেটা আপনার সাময়িক গায়েব হওয়া যাওয়াতেই মালুম। ফেয়ারওয়েদার ফ্রেন্ড বা সুখের পায়রা।

  • lcm | 99.***.*** | ০৮ মে ২০২১ ১৩:২৪480015
  • আরে শান্ত হন জনগণ, ভোটের ঝামেলা তো মিটে গেছে, এখন তো করোনার সেকেন্ড ওয়েভ আরও বড় সমস্যা।

  • sm | 2402:3a80:a72:7f2e:0:6c:7869:***:*** | ০৮ মে ২০২১ ১৩:২২480014
  • আপনার আগের পোস্ট গুলো লোকজন পড়েছেন। খামোখা গর্ত খুঁড়ে বার করবেন কেন? আপনি এরকম পঁচা গোবরে পা হড়কাবেন, জানতাম; তাই পাঁচিলে বসে পা দোলাচ্ছিলাম । 


    এবার আসি মূল কথায়।মায়ের চেয়ে মাসীর দরদ বেশি হয় সত্য।কিন্তু আপনি তো পাড়া তুতো মামীমা! 


    একথা ঠিক আপনার বিশ্লেষণ একেবারেই খাজা ছিলো।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:১৯480013
  • নিননিছারা, আমি ঠিক পিটিস্যারের মতো ভদ্র নই। আমাকে বিজেপিপন্থী বলে দাগালে গাঁড়ে হাম্পু ভরে দোবো। যে যে ভাষা বোঝে আর কি।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:১৮480012
  • আর মুসলমানরা কি দিনের পর দিন টেকন ফর গ্র্যান্টেড নাকি? উত্তরবঙ্গে তিনোর ফল যথেষ্ট খারাপ। সেটা মেরামত করতে চাইলে উত্তরবঙ্গের জেতা এমেলেদের গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়া অত্যন্ত জরুরি। মন্ত্রিসভায় অত কলকাতা কেন্দ্রিকতা কেন?

  • হেঁহেঁ | 192.225.***.*** | ০৮ মে ২০২১ ১৩:১৭480011
  • উনিশ সালে এলেবেলে গুরুতে বামের ভোট রামে তত্ত্ব প্রচার করতেন আর গাল খেতেন। একুশ সালে তিনিই আবার বিজেপি হারছে দেখে ফুটকি খুলে বাম হয়ে গেলেন। সবই হেঁহেঁ, অ্যাঁ এলেবেলেবাউ?

  • lcm | 99.***.*** | ০৮ মে ২০২১ ১৩:১৭480010
  • জানুয়ারি থেকে ব্রিটেনে দুটো ডোজ দুরকমের অ্যালাউ করছে, বলছে ইন্ডিয়াতে নাকি মিক্স করলে ভালো ফল হতে পারে --
    Luz Pena: "Are there any dangers in mixing vaccines?"
    Dr. Helen Fletcher: "No there is not. So, I went back into the history of the scientific literature looking for reports of mixing and matching vaccines to see if there were any concerns. There is no additional concern through mixing vaccines."
    ...
    Stanford immunologist, Dr. Bali Pulendran says mixing vaccines could be the key to save lives in hard-hit places like India.

    "I'm afraid that mixing and matching might become a necessity just because there is no guarantee that people in these parts of the world will be able to get two doses of the vaccine from a single manufacturer," said Dr. Pulendran.

  • চাকরি | 2405:8100:8000:5ca1::5:***:*** | ০৮ মে ২০২১ ১৩:১৬480009
    • এলেবেলে | 202.142.96.201 | ০৮ মে ২০২১ ১৩:০৫480004
    • ওসব লিঙ্কের চুলকুনি অন্যত্র। ইনিই বলেছিলেন চাকরি নেবেন না। এখন আম ও ছালা উভয়ই হারানোর আশঙ্কায় নিচ্ছেন। এটা দায়িত্বের মধ্যেই পড়ে, দয়ার দান নয়। বিচারবিভাগীয় তদন্তের কী হবে? বাকি যাঁরা মারা গেলেন তাঁদের ক্ষেত্রে কী নীতি নেওয়া হয়েছে?

    চাকরি না নেওয়ার চুলকুনি সেরে যাওয়ার মানে হল বিজেপির পায়ের তলার মাটি ক্রমেই সরে যাচ্ছে। ধম্মোবাপকে বলুন যেনতেন রাষ্ট্রপতি শাসনটি লাগাতে।


    ১২১ থেকে ৭৭ হয়েছে, আরো হবে।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:১৪480008
  • অনেকদিন পাঁচিলে বসে ঠ্যাং দোলাচ্ছিলেন তো, তাই সবকিছু ঠাহর করে উঠতে পারেননি। দীপঙ্কর ভটচাজ, আসাউদ্দিন, আব্বাস সব্বাই যে বাঙি ফাটাবেন এ কথা গুরুতে বিভিন্ন টইতে লেখা আছে আমার নামে। চাইলে দু-চারটে নমুনা হাজির করে দেব।


    আমার খুশি-অখুশি হওয়ার কিছু নেই। নতুন সরকারের কাছে প্রত্যাশা আছে। নির্দিষ্ট দাবি আছে। অপেক্ষা করা আছে। সেসব পূরণ না হলে তীব্র বিরোধিতা শুরু হবে। ভোটার কারও বাপের নয়।

  • sm | 2402:3a80:a72:7f2e:0:6c:7869:***:*** | ০৮ মে ২০২১ ১৩:০৯480007
  • এলেবেলে মনে হচ্ছে, তৃণমূল জেতাতে একেবারে অখুশি!ভোটার আগে লিখেছিলেন ,আসাউদ্দিন বাবু তলে তলে বিরাট প্রভাব গড়ে তুলেছে,পশ্চিম বঙ্গ জুড়ে।তারপর , আব্বাস এসে তো তৃণ দের সংখ্যালঘু ভোট ব্যাংক এ বিপর্যয় নামাবে।


    আলটিমেটলি ,তৃনমূল বিপুল জনাদেশ পেলো।সংখ্যা লঘু ভোট এক্সপেকটেশন এর বেশি পেয়েছে।নিন্মবর্গ ও দরিদ্র মানুষের ভোট পেয়েছে পঞ্চাশ শতাংশের বেশি।সেটাও বিজেপির চাইতে কয়েক শতাংশ বেশি।


    যদি,সংখ্যালঘু দের মমতার ওপর এতো ভরসা থেকেই থাকে, আপনিই বা কটা সংখ্যালঘু মন্ত্রী হবে বলে,ত্যানা পেঁচাচ্ছেন?? 


    সংখ্যালঘুদের ভালমন্দ দিদি কেই ঠিক করতে দিন।উনি ঠিকমতো প্রত্যাশা পূরণ না করলে,নিজের ভোটব্যাঙ্ক ই কমে যাবে।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ মে ২০২১ ১৩:০৯480006
  • আর টোটো নিয়ে নস্টালজি করবেন না। এক আধদিন চাপেন তো, বেশ রিফ্রেশিং লাগে। আমার শহরে কোভিড রোগী টোটোয় চেপে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নো স্যানিটাইজেশন, নট কিচ্ছু। কাজেই সাবধান।

  • lcm | 99.***.*** | ০৮ মে ২০২১ ১৩:০৬480005
  • দুটো ডোজ দু রকমের - এ নিয়ে এনপিআরে রেডিওতে বলল, এখানে ট্রান্সক্রিপ্ট আছে -

    Giving 2 doses of different COVID-19 vaccines could boost Immune response

    Typically, if you get a COVID-19 vaccine that requires two doses, you should get two of the same vaccine. Two Pfizer shots, or two Moderna shots. Not one and then the other.

    But in the future, that could change, either by necessity or by design.

    This idea of using two types of vaccines isn't a new concept. It's known as heterologous vaccination, although there's a more colloquial term.

    "In the U.K. at the moment, we're sort of calling it 'mix and match,' " says Helen Fletcher, a professor of immunology at the London School of Hygiene & Tropical Medicine. She says shortages of a vaccine or concerns about side effects may induce health officials to adopt a mix-and-match strategy.

    https://www.npr.org/sections/health-shots/2021/05/05/993882203/giving-2-doses-of-different-covid-19-vaccine-could-boost-immune-response

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত