এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.236.***.*** | ০২ মে ২০২১ ২১:৪২479254
  • স্যাড ভেরি স্যাড তবে অনেকটাই রিলিভড।


    আর সিপিএম পার্টির সমর্থকই থাকব।


    'পার্টি কারো বাপের নয়'


    @অভ্যু, বলেছিলাম কিন্তু, বিজেপি এমন কিছু বেশি পাবেনা। 


    তবে সিপিএম এরকম হবে বুঝিনি, জানতাম যদিও সুজন হারবেন। বুঝিনি ডোমকল জলঙ্গিতে এরকম হবে। এমনকি বহরমপুরেও। নন্দীগ্রামে হাজার দশেক কমিটেড ভোট ছিল, সিপিএম সেটা পেলেই দিদি বেরিয়ে যেতেন। 


    যাঁরা হেঁটেছিলেন, তাঁরাও দেননি।


    তবুও "যদ্যপি মোর গুরু ....."


    আমি ফেবুতে বিপ্লব পোস্টার কিছুই কপচাইনা।

  • π | ০২ মে ২০২১ ২১:৪১479253
  • হ্যাঁ তাইতো দুদি। এগুলো দিনের পর দিন চলেছে যখন,  ছড়িয়েছে যখন, বলাই বাহুল্য কেমন লেগেছে। 

  • দু | 47.184.***.*** | ০২ মে ২০২১ ২১:৩৮479252
  • ব‍্যাশি্ং করলে সবারই খারাপ লাগে। ব‍্যাশি্ং করতে কারোরই খারাপ লাগে না। 

  • π | ০২ মে ২০২১ ২১:৩৮479251
  • আমার রেড ভলান্টিয়ার্সের কাজকর্ম খুব ভাল লেগেছিল, বলেওছিলাম। শেয়ারও করেছিলাম। গ্রুপে কিছু লোক এই নিয়ে খিল্লি করলে সেই নিয়ে ঝগড়াঝাঁটিও করলাম, তাঁদেরও ঝাড়লাম। এনিয়ে উল্টোপাল্টা সুতো ওড়ালাম।


     আজ লোকজন আমাকে ট্যাগ করে করে এসব দিয়ে যাচ্ছেন।

  • সিএস | 2405:201:8009:78d7:e884:3d55:4a18:***:*** | ০২ মে ২০২১ ২১:৩৭479250
  • আর এলিট হাম্বাগ সিপিএমরা, ঢপের সিপিএমের পলিটিক্সের বাইরে কিছু দেখলেই 'খারাপ' বলে চুক চুক করে দাগিয়ে দেয়। ভাবখানা এই, আমাদের সাথে থাক, আমরাই তোমাদের রাজনীতি শেখাবো, আমাদের সাইনবোর্ডে লেখা আছে আমরা প্রগতির পরাকাষ্ঠা, অতএব অন্য কিছু খুব খারাপ। এই করেই আজ হাতে হয়েছে এত বড় একটা ইয়ে।

  • দু | 47.184.***.*** | ০২ মে ২০২১ ২১:৩৫479249
  • রঞ্জন দা বিহারে লালুর পার্টি পাওয়ারে নেই বহুদিন। আর তারা জোট করতে চেয়েছে । বলে নি যেে আপনাদের ভোট টা আমাকে দেবেন।

  • π | ০২ মে ২০২১ ২১:৩৫479248
  • তন্ময় ভট্টাচার্য তো নেতৃত্বকে গাল দিলেন

  • π | ০২ মে ২০২১ ২১:৩৪479247
  • তোর মাথা খ্রাপ হয়ে গেছে বলেই এসব বলছিস!  


    একবার বলছিস গুচতে খাপ, গুচতে ভ্যালিডেশন চাইতে বলা হচ্ছে, যেসব কিছুই বলা হয়নি।  


    এদিকে আবার এক সিপিএম সমর্থক লিখেছেন দেখি,


    স্নেহের বলদা মাকু, আমরা ধূলিস্যাৎ হয়ে গেছি। সে নিয়ে তোমার শোক থাকতে পারে, বা তৃণমূল ফিরেছে বলে ক্ষোভ, বা বিজেপিকে ঠেকানো গেছে বলে সেকণ্ড প্রাইজ পাওয়ার স্বস্তি। কিন্তু কিছুতেই যেটা থাকতে পারেনা, তা হল ব্যালট কাউন্ট হওয়ার পর মমতা ব্যানার্জি হেরে যাওয়ায় উল্লাস। কেন? কারণ এটা একটা পয়েন্টলেস জিনিস। তৃণমূলের প্রতি চরম ঘৃণা থাকলেও এটা পয়েন্টলেস। কেন? কারণ কোর্ট মমতাকে জয়ী ঘোষণা না করলেও তিনি কারু ছেড়ে দেওয়া সিটে জিতে এসে মুখ্যমন্ত্রী হবেন। নন্দীগ্রামে জেতা বা হারার গুরুত্ব এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে এখন নগন্য। সত্যি বলতে, শূন্য। তাই, বইলদামি বন্ধ করো।

  • সিরাজ | 2605:6400:30:f745:8bcb:6613:d6cc:***:*** | ০২ মে ২০২১ ২১:৩৪479246
  • সিপিএমের ছেলেমেয়ে গুলো খেতে মরত, আর মাঝখান থেকে কটা সিট নিয়ে বেরিয়ে যেত কংগ্রেস। এবারে নেপো দই মারতে পারে নি।

  • সিএস | 2405:201:8009:78d7:e884:3d55:4a18:***:*** | ০২ মে ২০২১ ২১:৩২479245
  • ইংরেজীতে লেখা তো, মাথায় আবর্জনা বলে সেগুলো ঢোকেনি। 


    রিজারভেশন ইত্যাদি দেওয়া হয়েছে যা সেগুলো ঐ গ্রুপগুলোকে মূল দলগুলোর কন্ট্রোল করার চেষ্টা, বা বিজেপির মতুয়া প্রেম। একেই 'ব্যবহার' বলা হয়েছে। assertion টা বাকী আছে, তখন সেগুলো এলিট হাম্বাগ সিপিএমের ভাল লাগবে না। মুসলমান হলে ভালো লাগত ভোট  নিয়ে টিকে থাকা যেত আরো কিছুদিন। কিন্তু সেও আর হবে না।

  • Ranjan Roy | ০২ মে ২০২১ ২১:২৭479244
  • সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য আবাপ'র আলোচনার কী বলছেন একটু শুনুন। হারের কারণ নিয়ে অন্যরকম কিছু ভাবছেন।

  • π | ০২ মে ২০২১ ২১:২৪479243
  •  'আমার মনে হয় এবার যদি কোনও আইডেন্টিটি-র ভিত্তিতে ভোট হয়ে থাকে তাহলে সেটা ছিল বাঙালি বনাম বহিরাগত':  বাংলা সম্মেলনের অনির্বাণ ব্যানারজি  অর্ণবের শো এ বলছে।

  • T | 146.196.***.*** | ০২ মে ২০২১ ২১:২৩479242
  • কী করব দেখে? দীপ্সিতার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেব? ঘোষণা করব যে ছি ছি ছি, দেকেচ শিপিয়েম কী খ্রাপ?  অতএব এখন থেকে তৃণমূল, এইরম কিছু? ঃ)))) আমার মাথা খ্রাপ হয়ে যায় নি।

    শুভেন্দু নামক ফ্র্যাঙ্কেনস্টাইনকে মমতাই তৈরী করেছেন, এ তো কোনো সন্দেহই নেই। তা, ইসি ফাইনালি কাকে উইনার ডিক্লেয়ার করেচে?

  • π | ০২ মে ২০২১ ২১:০৮479240
  • দীপ্সিতার পোস্টে গিয়ে দেখ, কারা ব্যাশিং করছে।

  • সিএস | 2405:201:8009:78d7:7ce0:6d2e:4610:***:*** | ০২ মে ২০২১ ২১:০৪479239
  • মূল দলগুলোর মধ্যে থেকে চলছে। তারা এদের ব্যবহার করছে। সেটাই কন্টিনিউ হয় কিনা দেখার।

  • T | 146.196.***.*** | ০২ মে ২০২১ ২১:০২479238
  • আইডেন্টিটি পলিটিক্স হওয়া বাকী আছে আবার কোথায়! সে তো পুরো দমে চলছে। 

  • সিএস | 2405:201:8009:78d7:7ce0:6d2e:4610:***:*** | ০২ মে ২০২১ ২০:৫৯479237
  • আরো একটা মত হল, যেটা আমার ধারণা, সেটা হল বাংলায় আইডেন্টিটি পলিটিক্স হওয়াটা বাকী আছে। সেটা মুসলমান কেন্দ্রিক বা নীচু জাত কেন্দ্রিক বা দুয়ে মিলে হতে পারে। এখনো এই গ্রুপগুলো তিনো বা ভাজপাকে মেনে নিচ্ছে এবং তারাও এদের ব্যবহার করছে কিন্তু গ্রুপগুলোর সেরকম assertion নেই বলে মনে হয়। এবার এই রাজনীতি আব্বাসের মাধ্যমে আসবে না অন্য কোনভাবে, সেটা দেখার ।

  • দু | 47.184.***.*** | ০২ মে ২০২১ ২০:৫৮479236
  • আওয়ামী খালেদা ও এক নয়।


    তৃণমূল জিতেছে বিজেপি না জিতে সেটা তো ভালো ই হয়েছে হত ও।  বিজেপি র  জেতার কথাও ছিল না। 


    কিন্তু বিজেপি ই যাতে অল্টারনেটিভ পার্সেপসনে থাকে সেটা বিজেপি অসিপিএম অবিজেপি সকলেই চেষ্টা করে গিয়েছে এবং সফল।


    2য় পার্টি হিসাবে ই তারা এত ভোট পেয়েছে। 

  • Abhyu | 47.39.***.*** | ০২ মে ২০২১ ২০:৪৯479235
  • sm | 2402:3a80:a9f:d653:0:4a:e00d:***:*** | ০২ মে ২০২১ ২০:৪৭479234
  • একটা দেড়শ কোটি জনতার দেশে,তিনশো কোটি ভ্যাকসিন ডোজ মজুত করার কথা। নিদেন পক্ষে একশ কোটি ডোজ। বর্তমানে দুটি দেশীয় ভ্যাকসিন কোম্পানির উৎপাদন ক্ষমতা আট কোটি মতোন প্রতি মাসে।


    অবিলম্বে উৎপাদন ক্ষমতা ব্যাপক হারে বাড়াতে হবে।কেন্দ্রীয় সরকারকে যুদ্ধ কালীন তৎপরতায় আরো দুতিন টি সরকারী ভ্যাকসিন প্রস্তুত কারী কেন্দ্র বানাতে হবে।দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি থেকে লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করতে হবে।


    বড় দেরী হয়ে গেছে তে ,তোপসে!

  • T | 146.196.***.*** | ০২ মে ২০২১ ২০:৪৩479233
  • মমতা হেরেছে বলে তো ইসিই বলছে। কী ব্যাপার জানি না। 


    হ্যাঁ, যা দিয়ে হয় সেটা বোঝা আছে। সংগঠন দিয়ে হয়, ক্ষমতার প্রদর্শন দিয়ে হয়, আরো হ্যানা ত্যানা। একদম শিওর শট তো আর কেউ জানে না। সবারই ব্যক্তিগত আন্দাজ। বিজেপি আইটি সেলের পিছনে যেমন খরচ করে, মিডিয়া কিনতেও ততটাই খরচ করে বা আরো বেশী। শাসক দলের এমেলে কিনতেও তেমনি খরচ করে। বিজ্ঞাপন কাট আউট এইসবে মুড়ে ফেলতেও খরচ করে। তো, এইসবই পেশী প্রদর্শন, যা ভোটারকে প্রভাবিত করতে সাহায্য করে। গুচুর অপেড যেমন একদা আক্ষেপ করেছিলেন, বিজ্ঞাপণ দিয়েও তাহলে মানুষকে প্রভাবিত করা যায় :)) 
    তো, এই স্কেলে মানে তৃণমূল বিজেপির স্কেলে এসব করা সম্ভব নয়। এগুলো ভোটে প্রভাব ফেলে, ভেঙে পড়া সংগঠন ভোটে প্রভাব ফেলে। এইসব। তবে দেখে যা মনে হচ্ছে গত লোকসভার অনুপাতে লেফটের পার্সেন্টেজ একই আছে।

    লিবারবাল ব্যাশিং মনে হয় চলতেই থাকবে। প্রিভিলেজড পজিশন বা আমরা যাকে গাছের মগডাল বলি, সেখান থেকে দুম করে গ্রাউন্ডের কাজকম্ম সংক্রান্ত বিবিধ বাকতাল্লা নিয়ে কর্মী খিল্লি করবে না তো কী করবে। এইটুকু ছাড় তাদের হেরো জীবনে দিতে হবে তো :)) রাত আড়াইটের সময় রেড ভলান্টিয়ার্সকে টিএমসিপি ফোন করে বলবে বাবা অসুস্থ, যে করে হোক সিলিন্ডার যোগাড় করে দে, আর তারপর তারা সেসব নিয়ে হাজির হলে দেখা যাবে হারামিগিরি করছিল, তো সে লোক টিএমসিপিকে খিস্তিয়ে ফেবু পোস্ট দিলে যদি বিজেপি চলে আসে তো কিছু করার নেই। লিবারবাল আঙ্গিকেও না। ৯বেড়াল ব্যাশিং কী জানিনা, এটা যদি গুচুর ইনহাউস ইন্টেলিজেন্সিয়া ব্যাশিং হয় তো সেরম কিশু বক্তব্য নেই। যারা কচ্চে তাদের হয়ে আমি ব্যাট ধরছি না। 


    এটা তো নিশ্চিতই যে সিপিয়েম যেসব নতুন মুখকে মাঠে নামিয়েছে তাদের ভ্যালিডেশনের জন্য গুচুর কাছে আসবে না। তাদের কাজকর্মের টেস্টিং পাবলিকই করবে। আজ ভোট দিল না, তো কোই বাত নেহী, পরেরবার হয়ত দেবে। বা দেবে না। কিন্তু এরা মাঠে এসেছে দলের দুর্দিনেই, তো এরা থাকবে, বা আমরা থাকব। দেখা যাক, এক ভোটে দুনিয়া উলটে যাচ্ছে না।

  • sm | 2402:3a80:a9f:d653:0:4a:e00d:***:*** | ০২ মে ২০২১ ২০:৪০479232
  • আমার অভিজ্ঞতায় দুটো ডোজ ভ্যাকসিন নেবার পর একজন ব্যক্তি ও মারা যান নি।একটা ডোজ ভ্যাকসিন নেবার পর কিছু ব্যক্তি মারা গেছেন। কিন্তু দুটো ডোজ ভ্যাকসিন নেবার পর  ও সংক্রমিত হয়েছেন অনেক ব্যক্তি।

  • Abhyu | 47.39.***.*** | ০২ মে ২০২১ ২০:৩৮479231
  • বাবুল সুপ্রিয় আর লকেট দুজনেই হেরেছ? বেশ হয়েছে!

  • Abhyu | 47.39.***.*** | ০২ মে ২০২১ ২০:৩৬479230
  • বিজেমূল কনসেপ্টটা সিপিয়েমের একটা আত্মঘাতী ব্রহ্মাস্ত্র। বাংলার মানুষ অন্ততঃ বুঝেছে যে বিজেপি আর তৃণমূল এক নয়। সে মায়াপাতায় তাত্ত্বিকরা যাই বলুন।

  • π | ০২ মে ২০২১ ২০:৩৬479229
  • এবারে ইনকিউবেশন পিরিয়ড খুব কমে গেছে বলছে। 


    কিন্তু ভ্যাক্সিন নিয়ে এত লোকের হচ্ছে, ভ্যারিয়েন্টের উপর ভ্যাক্সিন ঠিকঠাক কাজ করছে?   


    বলল নিলে সিভিয়ার হবেনা। তাও কতজনের সিভিয়ার হচ্ছে দেখলাম। মারা যাওতা আমার সার্কলেই ৪ হলে সব মিলিয়ে কত! 

  • Abhyu | 47.39.***.*** | ০২ মে ২০২১ ২০:৩৩479228
  • প্রথম ডোজের পরে। নিয়ে আসার কদিন পরেই উপসর্গ দেখা দেয় (ঠিক কদিন জানি না), বাড়িতেই ছিলেন, তারপর শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। একদিন মতো ছিলেন।

  • π | ০২ মে ২০২১ ২০:৩৩479227
  • এইত্তো। আমিও এই সাক্ষাতকারই নেছিলাম।


    অভিজিত লিখেছে, 


    Biggest News: PK is leaving the job of political strategist and IPAC. He didn’t make it clear what will be his next move.


    Wow, what a day he chose for this dhamaka announcement.


    In his interview with Sardeshai a few weeks ago, when he was asked what is his next move, he replied that he has a much bigger ambition. Rajdeep asked jokingly if he wants to become the PM. PK smiled and dodged the question.

  • sm | 2402:3a80:a9f:d653:0:4a:e00d:***:*** | ০২ মে ২০২১ ২০:৩১479226
  • রঞ্জন বাবু,একটা কথা বলি। কভিড এর ইনকিউবেশন পিরিয়ড হলো দুই থেকে দশ দিন। ইউজুয়ালি সংক্রমণ হবার পাঁচ দিন পর লক্ষণ শুরু হয়।সুতরাং আপনার পরিচিত জনের লাইনে দাড়ানোর জন্য কোভিড হয় নি,সম্ভবত।অন্য কোন সোর্স থেকে হয়েছে।


    দুটি জিনিষ জানা জরুরী।যে কোন উপায়েই হোক ভ্যাকসিন এর দুটো ডোজ কমপ্লিট করুন।ভ্যাকসিন সেন্টারে ডাবল মাস্ক পরে জান। এই মারণ ব্যাধি রোখার জন্য ভ্যাকসিন এর বিকল্প নেই। একমেবাদ্বীতিয়ম! 


    ইজরায়েল পঞ্চাশ শতাংশ ও ব্রিটেন চল্লিশ শতাংশ জনতা কে দুটো ডোজ দেবার পর, কোভিড  নিয়়়ন্ত্রর করে ফেলেছে।এখন  মা স্ক্ক অবশ্যযকর্তব্য নয়। 

  • দু | 47.184.***.*** | ০২ মে ২০২১ ২০:৩১479225
  • এজেন্ট এর গল্পটা যে বিজেমূল আইটি সেলের প্রযোজনা সে তো তথ‍্য প্রমাণ স্বীকারোক্তি শুদ্ধ দিয়েছে সিপিএম। তারপর ও এই মিথ‍্যে টা জিইয়ে রাখা হবে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত