&/ | 151.14.***.*** | ২৪ এপ্রিল ২০২১ ০৩:৩৫478591বড়াইয়ের লেখাটা, টইতে, পড়লে?
অপু | 2409:4060:2080:1102::c58:***:*** | ২৪ এপ্রিল ২০২১ ০৩:৩৩478590আটোজ, আমি মস্ত। তোমার খবর বলো।
&/ | 151.14.***.*** | ২৪ এপ্রিল ২০২১ ০৩:০১478589কেকে, তোমার নুড়িতলার পরের কিস্তির অপেক্ষায়।
ব্রতীন, কেমন আছো? জিলিপি বাড়িতে ভাজতে পারো কি?
অপু | 2409:4060:2080:1102::c58:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ২৩:৪১478588কেকে, এলেবেলে দা, এই সেমে 12 টা ক্লাস দিয়েছে। কায়দা করে তিন দিনে সপ্তাহ করে নিয়েছি। মস্তি :)))

অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২৩:০৬478586২৩:০১ র অক্সিজেনের খবরটা অনেক জায়গায় শুনলাম ফেক।
অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২৩:০৫478585
এটা পেলাম
Any family in need of oxygen in Kolkata can reach 8447390017
12 ltr oxygen @ Rs.400/- only. No profit No loss. Please forward, it can save someone's life.
অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২২:৫৯478583না আধার কার্ডে ঠিক আছে। মার নাম মল্লিকা Mallika, সার্টিফিকেটে এসেছে Mallicka । ব্যাপার হল দেশে না হলেও দেশের বাইরে গেলে ভিসার সময় সমস্যা হবে তো !
lcm | ২৩ এপ্রিল ২০২১ ২২:৫৫478582ওটা বোধহয় কজন রেটিং করেছে সেই সংখ্যা, কিন্তু ওরকম একধারে ব্রাকেট হয়ে গেছে।
লেখক যদি রেজিস্টার্ড ইউজার হন তাহলে তার গ্রাহক হবার লিংক আসবে। নইলে লেখাটাকে বুকমার্ক করে রাখা যাবে 'জমিয়ে রাখুন' ক্লিক করে।
সম্বিৎ | ২৩ এপ্রিল ২০২১ ২২:২৩478581কোন লেখকের গ্রাহক হবার লিনক হারিয়ে গেছে। কীভাবে হব?
আর এই নীচের স্ট্রিংটার মানে কী?

b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২২:০৬478580ডাক্তারবাবুর (আদি ) লেখাটা পড়ে পেট ভরলো, মন ভরল না।
b | 14.139.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২২:০৬478579ডাক্তারবাবুর (আদি ) লেখাটা পড়ে পেট ভরলো, মন ভরল না।
dc | 122.174.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:৪৭478578আজকের মতো একটা গান দিয়ে কাজ শুরু করতে যাই। সবাই ভালো থাকুন
dc | 122.174.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:৩৬478577এটা হোয়াতে ফরোয়ার্ড পেলাম। তামিল নাড়ুর সব ডিসট্রিকটের হাসপাতাল বেদ এক্সিজেন বেড ইত্যাদির হিসেব আছে। এটা নাকি মাঝে মাঝে আপডেট করা হচ্ছে।
এলেবেলে | 202.142.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:১১478576আরে ব্রতীনবাবু যে! বহুদিন পর। কেমন আছেন? সব কুশল তো?
kk | 97.9.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:০৯478575অপু কয়েকদিন আগে আমাকে কুশল-্প্রশ্ন করেছিলে। তারপর তোমাকে দেখতে পাইনি বলে উত্তর দেওয়া হয়নি। আমি বেশ আছি। আশা করি তুমিও ভালো আছো।
অপু | 2409:4060:2080:1102::c58:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:০৫478574টি, কত দিন যে গরম গরম জিলিপি খাই নি। :(((
আর বাজার? বাড়িতে 4/5 জন ঠেলা নিয়ে আসছে। পাউরুটি, ডিম, পাতিলেবু র আলাদা আলাদা বিক্রেতা। মানে যাচ্ছেতাই অবস্হা।
এলেবেলে | 202.142.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২১:০২478573পুলিশ কার হয়? শাসকের তো? তো সেখানে আবার রাজ্য-রাষ্ট্রের ফারাক কেন? পুলিশের বন্দুকে কীসব লাগানো আছে বলেছিল তো শাসকই।
PT | 203.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ২০:৫১478572"বাগদা থানার এক সাব ইনস্পেকটর হুমকি দিলেন, “গুলি চালিয়েছি, বেশ করেছি। দরকার হলে কোর্টের মধ্যেও চালাব। আপনারা যা করার করে নিন।”
পব নামক "রাষ্ট্রের" এই হুমকি নিয়ে দু-এক পহা হবেনা?
এলেবেলে | 202.142.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৯:৫৮478571১. রামমোহন চর্চা - নির্মাল্য বাগচী - সুবর্ণরেখা
২. বাংলার রেনেসাঁস এবং রামমোহন - দীপংকর চক্রবর্তী- পিপলস বুক সোসাইটি
কোনও গ্রন্থপ্রেমীর সংগ্রহে আছে? খুব জরুরি।
হিজি-বিজ -বিজ | 2603:8000:b101:f400:20fd:113a:115f:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ১৯:৪৩478570এদের কি নূন্যতম মনুষ্যত্ব বোধ নাই ?
একের পর এক নমুনা 
ভ্যাকসিনোদগ্রীব | 43.239.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৯:১৮478568অ্যাপয়েন্টমেন্ট না পেলে কি সার্টিফিকেট পাওয়া যাবে? রেজিস্ট্রেশনের কোনো পিডিএফ প্রুফ দিচ্ছে?
সিংগল k | 122.163.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৯:১৫478567@ অর্জুনবাবু
সরকারী অ্যাপের ব্যাপারটা অপশনাল। না করলেও চলবে।
যে পিডিএফ টা পেয়েছেন সেটাই জরুরী ছিল।
মায়ের নামের বানান তো আধার অনুসারে হবার কথা। আধারে ভুল নেই তো? দেখে নেবেন একটু। হুবহু আধারের নামটিই থাকার কথা।
অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৮:৫৮478566* সার্টিফিকেটে মা'র নামের বানান ভুল !:-(
অর্জুন | 103.42.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৮:৫২478565@সিংহল K
Co win থেকে সার্টিফিকেট তুলে নিলাম আপাতত। Pdf file। সরকারের অ্যাপের বিষয়টা পরে করছি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:cc43:1a2:2cb:***:*** | ২৩ এপ্রিল ২০২১ ১৮:১২478564সম্ভব না। বাল যত তুমি দেবে আর আমি দেখে মরব, কি আব্দার মাইরি, :-))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
T | 146.196.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ১৬:৪৯478562নাক মুখ আটকানোর বদলে লোকে থুতনি সামলাতে ব্যস্ত।