সিএস | 49.37.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১২:৪৬478259রাজ্যগুলো আলাদা আলাদা করে নিজেরাই কার্ফু বা লকডাউন করবে।
দিল্লীশ্বরদের কাজ আরোই কমে গেল।
হ্যা হ্যা হ্যা হ্যা।
আসলে বিজেপী দেখলেই ব্লিচিংজল ঢেলে দেয়া উচিৎ ওদের গায়ে। ব্যাটারা কোভিড ছড়িয়ে বেড়াচ্ছে। ওদের ট্রীটমেন্টই ওদের দেয়া হোক।
T | 103.15.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১২:৩৬478257এদিকে এবিপির ঘন্তা সুমন ও অন্যান্য নিউজ মেদিয়ার বড় বড় ঘন্তারা যারা টেকোর ইন্টারভিউ নিয়েছিল সবকটাকেই কোভিডে ধরেচে।
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১১:৩৩478256দেখুন ভূতেদের ওষুধ দেওয়া খুব জরুরী। ভূতেরা বেঁচে না থাকলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। অতি কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য।
T | 103.15.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১১:৩১478255এতো শীর্ষেন্দুর রাম কবিরাজ।
b | 14.139.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১১:২৬478254এক জাপানী প্রফেসারের কথা শুনেছিলাম, তিনি শূন্যে আঙ্গুল দিয়ে অঙ্ক কষতেন। জিজ্ঞাসা করলে বলতেন অল দ্য ওয়র্ল্ড ইস ব্ল্যাকবোর্ড ইত্যাদি ইত্যাদি। এবং ভুল ক্যলকুলেশন করলে সেটা হাত দিয়ে ঘষে মুছেও ফেলতেন।
T | 103.15.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১০:৫২478253ভালো দেখে বোর্ড আর চক কিনুন। আঁক কষেন অথচ হ্যাগোরমো চক ব্যবহার করেন না। ছোঃ, দুয়ো।
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১০:৪৭478252ব্রতীনদা, পাঁচ হাজারে হবে না, আট হাজার মতো পড়বে, এটা কিনে নাও, অতি সুন্দর জিনিস https://www.ebay.com/itm/Sailor-Profit-1911-Standard-14K-Fountain-Pen-Ivory-Color-MF-Nib-11-1219-317/193764590879?_trkparms=aid%3D1110006%26algo%3DHOMESPLICE.SIM%26ao%3D1%26asc%3D231745%26meid%3D2f52a3e89ce545e8bf7426ef47abfe3f%26pid%3D101195%26rk%3D4%26rkt%3D12%26mehot%3Dlo%26sd%3D164754280452%26itm%3D193764590879%26pmt%3D1%26noa%3D0%26pg%3D2047675%26algv%3DSimplAMLv9PairwiseUnbiasedWeb%26brand%3DSailor&_trksid=p2047675.c101195.m1851
b | 14.139.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১০:২৩478251আম্মো ব্যবহার করি। আমার চলতিটা ইন্ডিয়ান টাকায় ১২০-৩০ টাকা দাম, পিয়েহ্র কার্দ্যাঁ (হেঁ হেঁ )। তবে কালি ভরার সুব্যবস্থা নেই। একটা কার্তুজ , ওটা ফুরিয়ে গেলে নতুন কার্তুজ কেনো । এদিকে কার্তুজের মুখটা এতো সরু যে নতুন করে কালি ভরা বা ড্রপার ব্যবহার করা একেবারেই অসম্ভব। তবে কি না আমিও ইন্ডিয়ান তো? একটা ২ মিলির ইঞ্জেকশনের সিরিঞ্জ কিনে নিয়েছি। :)
দুটো অসুবিধা। এক, নিব ভেঙ্গে বা ক্ষয়ে গেলে বদলানো যাবে না (হায় আর্টেক্স )! আর দু নম্বর হল, কাগজটা প্রিমিয়াম হতে হবে, নইলে উল্টো দিকে ধ্যাবড়া হয়ে যাবে।
kc | 188.7.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ১০:০৮478250আমিও ফাউন্টেন পেন ব্যবহার করি। একটা পাইলট দুটো উইং সাং। ছোটবেলার পেন। দামি পেন একবারই কিনেছি শ্বশুরমশাইকে গিফট দিতে।
PT | 116.193.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৯:২৪478249অধ্যাপক পুলক নরায়ণ ধর (গণমুক্তি পরিষদ) সম্পর্কে কেউ আলোকপাত করতে পারেন? একদা দিদিপন্থী এখন বীতশ্রদ্ধ দাবি করছেন যে আবার নাকি একটি পরিবর্তন আসতে চলেছে!!??
PT | 116.193.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৯:০৪478248"‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দিল মোদী সরকার।.........প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে বাড়তি রেশনের প্রকল্পও এর আগে চুপিসাড়ে বন্ধ করে দিয়েছে কেন্দ্র।"
তবু লোকে এই দলটাকে ক্ষমতায় আনতে ও রাখতে চায়?!!
b | 14.139.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৮:৩৯478247রাঙ্গাপেন দেখলাম। দাম দেখে মনে হল বাঙালরা যে পেন কে পেইন বলে, তা মিছা কারণে নয়। ও বস্তু হলধরদের জন্যেই থাউক।
&/ | 151.14.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৮:০০478246"ধরা যাক দু'একটা ইঁদুর এবার" ঃ-)
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:৫৫478245উড়ে গেল। বলে গেল - চমৎকার
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:৪৯478244ওটা এমনি প্যাঁচা। বাইনোকুলার দিয়ে দেখলাম। দিব্যি ঘাড় ঘুরিয়ে হ্যালো বলল। অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। এর আগে কখনো দেখিনি এখানে। মাত্র একবার ডাক শুনেছিলাম - হু কুকস ফর ইউ? হু কুকস ফর ইউ?
&/ | 151.14.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:৩৭478243অভ্যু, লক্ষ্মীপ্যাঁচা দেখতে পেয়েছি। একটা আভাসমতন পেয়েছি।
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:৩৫478242ন্যাড়াদা এটি বেশ ভালো পেন, মানে পুষ্টিকর। আমি অনেক বার কিনেছি, মোটামুটি কুড়ি টাকা বাজেটের উপহারের পক্ষে আদর্শ। আঙুলে একটু লাগে কিন্তু বাকি সব খুব ভালো। মানে নীচের ছবিতে লাল পেনটায় ধরতে বেশি সুবিধে হয় কালোটার চেয়ে।


Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:২৭478241এই মাত্র দেখি বাড়ির পিছনে একটা গাছে একটা লক্ষ্মী প্যাঁচা বসে আছে চুপটি করে, ফটোটা এলো না, কিন্তু তবু বুঝতে পারবে চেষ্টা করলে, দ্যাখো।

সম্বিৎ | ১৯ এপ্রিল ২০২১ ০৭:২৩478240না, কিনব না। আমার এক বন্ধু দেশে তৈরি এই পেন ব্যবহার করে। ইন্দোরে তৈরি হয়। আমি দেশে গেলে একটা যোগাড় করব ভাবছি। আমি এখন 17 ডলারের পাইলট ব্যবহার করি:
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:১৯478239তুমি কলেজ স্ট্রীটে যাও। দোকানটার নাম ভুলে গেছি, ভবানী বা ঐ রকম কিছু - এনিওয়ে কলেজ স্ট্রীটে গিয়ে খোঁজ করো ফাউন্টেন পেন কোথায় পাবে, জাপানী পেন সস্তায় পাবে একটু। পাঁচে হবে না, ওয়াটারম্যান একটা দেখেছিলাম সাড়ে সাতে। ভালো পেন। লিখে দেখে তবে কিনো।
পেন | 184.145.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:১৯478238দেশীয় পেনের কথা হচ্ছে বুঝি? তাইলে এদের একবার দেখুন - https://rangapens.com/fountain-pen
এছাড়া আছে Wality-Airmail, Gama আর ASA।
অপু | 2409:4060:384:7512::23fb:***:*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:১৮478237যা শালা।। তিনবার :((
অপু | 2409:4060:384:7512::23fb:***:*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:১৭478234বোধি দা এমনিতে ভালো লোক ।যতদিন আপিসে গেছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ ( বা উল্টো টা)
খাইয়ছে। আমাকে ছোট ভাই এর মতো স্নেহ করে।বোধি দা বিভিন্ন বিষ য়ে প ড়াশনা আমিকে মুগ্ধ করে। বহুবার ঠেক দিয়ছি। পেটে দু পাত্তর প ড়লে আরো উইটি কমেন্ট করে।
কিন্তু 2011 আর 2016 তে TMC তে ভোট দিতেই ভদ্রলোক কেমন যেন হ য়ে গেল :)))))
অপু | 2409:4060:384:7512::23fb:***:*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:০৮478233অভ্যু একটা ভালো পেন সাজেস্ট করো 5 কের মধ্যে।
অপু | 2409:4060:384:7512::23fb:***:*** | ১৯ এপ্রিল ২০২১ ০৭:০৭478232এই রে PM হেব্বি খচেছে । :))))
PT দা যে সম য় কলকাতায় থাকবে দেখে নিয়ে দিন ঠিক করছি বস। ওকে
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৬:৫৯478231এটা সম্ভবতঃ আরো ভালো
https://www.ebay.com/itm/Pilot-F-Pig-EF-Nib-Fountain-Pen-1970s-Vintage-NOS-Rare-Collectible/143687661356?hash=item217473b72c:g:ZVQAAOSw3N9dgyOJ
Abhyu | 47.39.***.*** | ১৯ এপ্রিল ২০২১ ০৬:৫৭478230আমি তো লিখি নি, ইউটিউবে কিছু রিভিউ আছে।
কেন গো, তুমি কিনবে ভাবছ? তাহলে এইটা সাজেস্ট করব। একই রকম দাম, এই পেনে আমি ছোটোবেলায় বিস্তর লিখেছি, খুব রিলায়েবল। আর ইবেতে এই সেলারটি খুব বিশ্বস্ত।
https://www.ebay.com/itm/Pilot-2A-Pink-w-Satin-Gold-Cap-Fountain-Pen-Mint-New-Old-Stock-1970s/232898044228
সম্বিৎ | ১৯ এপ্রিল ২০২১ ০৬:৪৬478229কেউ এই কলম ব্যবহার করেছেন?
হিজি - বিজ - বিজ | 2607:f010:3fe:ffef::***:*** | ১৯ এপ্রিল ২০২১ ০৬:৪৩478228করোনা ভাইরাস এর স্পাইক প্রোটিন ভাইরাল ইনফেশনের সময় ভাইরাস কে কোষের মধ্যে ঢুকতে সাহায্য করে । অর্থাৎ এটা ছাড়া বা এটাকে ব্লক করে দিলে ইনফেকশন হবার সম্ভাবনা থাকে না। এখন যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে সেগুলো মূলত এই স্পাইক প্রোটিন কে মিমিক করে মানে শরীরের মধ্যে স্পাইক প্রোটিন, এবং শুধুমাত্র স্পাইক প্রোটিনই তৈরী করে। সুতরাং করোনা ভাইরাস এর ইনফেকশন এর স্ট্র্যাটেজি তে বড় রকমের কোনো পরিবর্তন না হলে ভ্যাকসিন কাজ না করার কিছু নেই।