bio | 2405:8100:8000:5ca1::2b:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২৩:৫৮476815Mamata Banerjee is an Indian politician and legislator who is serving as the 8th Chief Minister of West Bengal since 2011, the first woman to hold the office. She founded the All India Trinamool Congress (AITC or TMC) party in 1998 after separating from the Indian National Congress.
Banerjee grew up in a lower-middle-class family of south Calcutta and her father died when she was young. Still, she was able to go to college, eventually earning a bachelors and a masters degree in arts from the University of Calcutta. She became involved with politics from college days, joining the Congress(I) party in West Bengal. In the 1984 general election of India, Banerjee became one of India's youngest women parliamentarians (MP) by winning from south Calcutta.
In parliament Banerjee served in several administrative capacities, including three cabinet-level ministerial posts: railways (1999–2001 when AB Vajpayee was the PM, 2009–11 when M Singh was the PM), without portfolio (2003–04), and coal and mines (2004).
In December 2006 Banerjee waged a 25-day hunger strike to protest the attempt by the West Bengal government to forcibly acquire land from farmers to build an automobile factory. In 2011 Banerjee pulled off a landslide victory for the AITC alliance in West Bengal, defeating the 34-year-old Communist Party of India (Marxist)-led Left Front government.
aranya | 2601:84:4600:5410:a490:bddf:ea23:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২৩:৪৭476814আশা ভরসা তো থাকা উচিত বাম প্রার্থীদের ওপর। কিন্তু মোর্চা ১৪৮ আসন জিতে ক্ষমতায় আসবে, এমনটা কেউ ভাবছে না । আবার কেউ ভাবছে না বলেই হয়ত খুব বেশী আসন জিতবেও না
এ এক অদ্ভুত গ্যাঁড়া কল
পলিটিশিয়ান | 2607:fb90:a63f:aee3:f822:5544:77a9:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২৩:৩৩476813মমতাকে নিয়ে হতাশ আমি না। ওনার পলিটিক্যাল কেরিয়ার ওই রকমই। ওনাকে সততার প্রতীক মিডিয়া বানিয়েছিল এই অবধি। আসলে উনি সেই ইস্ট জর্জিয়ার পিএইচডি।
আমার হতাশা অন্য জায়গায়। মমতা আপাততঃ বিজেপি জয়েন করবেন না, কারণ অখিলেশ ইত্যাদির ওপর নির্ভর করে ওনার চরণ সিং প্রধানমন্ত্রী হবার উচ্চাশা আছে। আর তার ওপর পশ্চিমবঙ্গের বিজেপি "বিরোধীদের" আশা ভরসা।
@S এর কি সন্দ্য হচ্ছে সেটা ভাঙলেন না তো ?
aranya | 2601:84:4600:5410:a490:bddf:ea23:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:৫৬476811লেসার ইভিল, এ নিয়ে আমারও সন্দ নাই। জাস্ট হতাশ, এই আর কী
aranya | 2601:84:4600:5410:a490:bddf:ea23:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:৫৪476810একজন আদ্যন্ত সুবিধাবাদী, নীতিহীন মানুষের ওপর ভরসা রাখতে হচ্চে, কারণ তিনি লেসার ইভিল। ৯০০ কোটির তোলাবাজি হলেও তিনি ও তার দল লেসার ইভিল
এ মানে, কিসু কওনের নাই :-(((
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:7960:b859:be91:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:৩৮476809আপাততঃ মমতা বিজেপিতে জয়েন করবেনা। এই আপাততঃ টা কতদিন? মানে কতদিনের ভরসা?
T | 103.15.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:৩১476808রাদ্দিন মিডিয়া বুঝিয়ে চলেছে যে ক্ষমতায় হুড়মুড় করে এসেই পল্ল আর কী। ভক্তদের আর কী দোষ। :)
kc | 188.236.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:২৭476807একটা দলের সভাপতির সভায় লোক হয়না, মিটিং ক্যানসেল করতে হয়। এরকম মাঝেসাঝেই হয়েই চলছে, তবুও ভক্তদের চোপা দেখে অবাক লাগে। তারা নাকি জিতেই গেছে।
aka | 2600:1005:b16c:c7b7:3dff:98c7:9bed:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২২:১২476806মমতা আপাতত বিজেপি বিরোধী। মমতা পলিটিকাল অপারচুনিস্ট, যা খুশী করতে পারে। কিন্তু বিজেপির মতন অর্গানাইজড ইভিল নয়, কোনদিন হবেও না।
পঃবঃ যদি বিজেপি এবারে পায় তাহলে ক্লিন সুইপ। সেই জন্যই মোদী-শা পরে রয়েছে বাংলায়। কিন্তু বেঙ্গল যদি মমতা জেতে তাহলে অন্যান্য রাজ্যেও বিজেপি হারতে শুরু করতে পারে। আপাতত, মমতা বিজেপিতে জয়েন করবে না। মমতা সামডে ওয়ান্টস টু বি দা প্রাইম মিনিস্টার। যাইহোক, সব মিলিয়ে মমতাই ভরসা।
b | 14.139.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:৫৬476805আচ্ছা, ভাটে একজন (সি এস?)লিখেছিলেন কোনো এক আই বি অফিসারের আত্মজীবনীর কথা। বৃটিশ আমলে অনেক বিপ্লবীদের আত্মীয়রা আই বি-র পে রোলে থাকতেন এই প্রসঙ্গে । বই আর লেখকের নাম জানাতে পারবেন?
T | 103.15.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:৫১476804মোদুজী কী বলেছেন তা তো শুনেইছেন। ইলেকশনের চুম্বক হচ্ছে যে রাণীমা বলেছেন, আপনাদের আলুতে কাউকে হাত দিতে দেব না। আর কোথাও কিছু নেই দুম করে পাপিয়া অধিকারী চড় খেয়ে গ্যাচেন আর আমাদের সুজাতা বৌদি আলপথ ধরে দৌড়েচেন।
এছাড়া কিছু লোক মারা গ্যাছে।
dc | 122.164.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:৫০476803এই পাতাটা এখুনি পেছনে চলে যাবে, আরেকটা নতুন পাতা চলে আসবে।
র২হ | 136.185.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:৪২476802কেন, এই পাতার আবার কী হল?
এই পাতাটা তুলে দিন। ফালতু রেখেছেন।
Question | 151.197.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:৩০476800মমতা কি বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে?
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:7960:b859:be91:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:২৯476799মমতা বিজেপি বিরোধী সেটা জাস্ট ইলিউশন। বাবরি ভাঙার পরেও উনি বাজপেয়ীর মন্ত্রী ছিলেন। তেমন হলে আবার ভিড়ে যাবেন।
মণিপুরের টিএমসি এমএলএ বিজেপিকে সাপোর্ট দিয়েছে অনেক বছর। মমতা তাতে কিছুই মনে করেনি। আদবানী নারদা কেসে টিএমসি এমপিদের বাঁচিয়েছে। টিএমসি এমপিরা বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া এড়িয়ে গেছে।
এখন কেউ কেউ বিশ্বাস করেন মমতা বিজেপি বিরোধী। সেটা তাদের ব্যাপার।
PT | 203.110.242.23 | ০৬ এপ্রিল ২০২১ ১৯:০১476795"বচ্চনদের ‘সুপ্রিয়’ বাবুলের বিরুদ্ধে কোনও কথা নয়, জয়ায় কৃতজ্ঞ টালিগঞ্জের বিজেপি প্রার্থী"
এ কেমন বিজেপি বিরোধীতা?
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:7960:b859:be91:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:২৩476798বিজেপি এত আনপ্রিপেয়ার্ড সেটা কেমন লাগছে। সব বুথে এজেন্ট দেয়নি নাকি!
ওদের যা টাকা তাতে এজেন্ট ভাড়া করতেই পারত।
aka | 2600:1005:b16c:c7b7:3dff:98c7:9bed:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২১:০৫476797একটাই উপায়, বিজেপিকে ভেঙে দাও, মানে বিজেপির মধ্যে থেকে বিজেপিতে ভাঙন ধরানো।
aka | 2600:1005:b16c:c7b7:3dff:98c7:9bed:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ২০:৫৫476796মমতা জিতলে বাঁচি। তবে শান্তি নেই, বিজেপি আসবেই এখন না হোক চার বছর বাদে। কদিন পেটাপিটি চলবে। বিজেপির ক্যাশের সাথে পাল্লা দেবার ক্ষমতা নেই।
PT | 203.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ১৯:০১476795"বচ্চনদের ‘সুপ্রিয়’ বাবুলের বিরুদ্ধে কোনও কথা নয়, জয়ায় কৃতজ্ঞ টালিগঞ্জের বিজেপি প্রার্থী"
এ কেমন বিজেপি বিরোধীতা?
S | 2405:8100:8000:5ca1::16:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ১৮:৩৫476794আমার একটা অন্য সন্দেহ হচ্ছে।
S | 2405:8100:8000:5ca1::1a:***:*** | ০৬ এপ্রিল ২০২১ ১৮:২৬476793ভোটের বদলে মল্লযুদ্ধ হলে ক্ষয়ক্ষতি কম হতো।
উলুবেরিয়ায় আজ তো মনে হচ্ছে তিনো ভালোই ফল করবে। রাম পিছিয়ে আছে, মারধর খাচ্ছে। আর বাম কে সব মিডিয়া মিলে দল বেঁধে ঠিক করেছে যে কভার করবেই না।
T | 103.15.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ১৫:৪৮476791এদিকে উনিজী আজকে বলেছেন পোদে ছাপ, টিএমসি সাফ। এর আগের দিন বললেন, ওরে গ্রহবাসী, খোল গাড় খোল। ভদ্রলোক কী পোঁদ নিয়ে অবশেসড ? বিচিত্র এই দেশ।
PT | 203.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ১৫:২১476790একদা আমাদের গপ্প শোনানো হত যে টিভি ক্যামেরার সাংবাদিকদের সামনে কেউ বুথ দখল করার বা ভোটারদের ভয় দেখানোর সাহস পাবে না!!!
S | 2001:4ba0:fffe:b9::***:*** | ০৬ এপ্রিল ২০২১ ১৪:১৫476789কি দারুন ভোট হচ্ছে।
S | 2a0b:f4c0:16c:14::***:*** | ০৬ এপ্রিল ২০২১ ১২:২৬476788মুখে কুলুপ আঁটা মানে তো একদিকে গুছিয়ে ভোট পড়েছে। অন্তত আগে তাই মনে করা হত। এখন অবশ্য কি হয় জানিনা।
T | 103.15.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ১১:৫০476787বি দা, একে বলে খ্যাপা ভোট। বাংলার জননেত্রী মীনাক্ষী মুখার্জ্জী বলে দিয়েছেন। :)
dc | 122.164.***.*** | ০৬ এপ্রিল ২০২১ ১১:২৬476786শুধু তাই না। ডিএমকের লোকেরা নাকি শ্রীপেরুমবুদুরের দিকে জমি কিনছে কারন ডিএমকে নাকি ওদিকে আরও ইনফ্রা বানাবে, তাই ওদিকে জমির দর অন্তত বছরখানেক ধরে বাড়ছে।