আকা, অনেকেরই এক অভিজ্ঞতা, ফাইজারের ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের পর। দু দিন মত থাকে সিম্পটম গুলো
এল সি এম এইজন্যেই একবারেই সেরে দিয়েছেন। একটাই শট। ক্যাচ কট কট। :-)
বুদ্ধ, বিমান, অনিল, সূর্যকান্ত প্রমুখ সিপিএমের একদম ওপরতলার নেতৃত্ব - সুভাষ চক্কোত্তির মতন কিছু ব্যতিক্রম বাদ দিলে - ক্ষমতা থেকে ব্যক্তিগত বৈভব বানাননি বলেই শোনা যায়। হয়ত মমতাও। কিন্তু সেটা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সম্বন্ধে বলা যাবে না। কিন্তু, এও শোনা যে ৩৪-এ কাটমানি ও প্রোমোটার দোহনের টাকা যেত পার্টি ফান্ডে। কৌটো নাড়িয়ে পার্টির ওই বিপুল বৈভব হয়না। দুইই অসততা। ক্ষমতার অপব্যবহার।
দ্বিতীয় শট নিয়ে তো পুরো কেলিয়ে গেলাম।শীত করছে, সারা গায়ে, মাথায় ব্যাথা। চোখ জ্বালা করছে।
কাটমানি তো পার্সোনালি খাবার জিনিস, বা বেহিসেবী ব্যাপার। ওটা কি দলের খাতায় দেখায় কেউ?
আরে বাবুরে (৩টে ১৯) অনেক থ্যাঙ্কুম্যাঙ্কু। :D
আরে বাবুরে (৩টে ১৯) অনেক থ্যাঙ্কুম্যাঙ্কু। :D
পিটিএম আর সিপিএম আলাদা পার্টি। তালিকায় সিপিএমের নীচে তিনো , তিনোর নীচে পিটিএম।
ওমা এইত্তো পিটিবাবু এসেছিলেন! কেন জানিনা মনে হয়েছিল এই তালিকাটা হারিয়ে না যাওয়া অবধি আপনি আসবেন না। যাগ্গে বুঝতে যেটা পারছিনা -- ছবি বেচে কাটমানি নিয়ে এবং নানা ফিকির করেও ক্যানো এরা শিপিয়েমের থেকে পিছিয়ে পড়ল বলুনতো? এই তালিকায় (১৯ মার্চ ২০২১ ১১:৪১) শিপিয়েমের অবস্থান নিয়ে কিছু বক্তব্য যদি রাখতেন।
নিচের ছবিতে ঐ কোটপরা বুড়োটা কি তরুণী মেয়েটার কান ধরেছে? নাকি ঘাড় ?
ডিলিট :-)
ইউনিভার্সিটিগুলোর শিরদাঁড়া বিক্রি বহুদিনের ঘটনা। শ্যামাপ্রসাদ যখন ক.বির উপাচার্য্য ছিলেন তখন ব্রিটিশকে তেল দিতে অনেক কান্ড করেছিলেন। আইআইটিগুলো নাকি পঞ্চগব্যের উপকারিতা নিয়ে কোর্স পড়াবে শুনলাম। সোমকবাবু প্রেসিডেন্সি ছেড়েছিলেন, ক.বি কথাঞ্জলির জন্য অনারারি ডিলিট দিয়েছে, অনিলায়ন বলে একটা জিনিসের কথা শোনা যায়, মন্ত্রীর ছেলে ও তার বান্ধবী যোগ্যতর প্রার্থীদের ডিঙিয়ে ডজন দরে ক্লিনিক্যাল টিউটরের চাকরি পায়।
এখানে প্রফেসর যারা আছেন তারা আরো অনেক কথা বলতে পারবেন।
"হীরুবাবুর ফর্সা মোটা মা কমলা ঝরিয়ার কাঁসার আওয়াজের মত গলায় কীর্তন শুনতে খুব ভালোবাসেন। ...... ঝাঁঝানো গ্রামাফোনে ধারালো গলায় ঐ রেকর্ডগুলো যখন বাজানো হত তখন বাড়ির দেয়ালের এপাশে শেখেদের যে খামার ছিল সেখানে দাঁড়িয়ে মোসলমান পাড়ার লোকেরা গান শুনত।"
(এই পুরাতন আখরগুলি; হাসান আজিজুল হক; দে'জ পাবলিশিং)
প্রতাপ ভানু মেহতার পদত্যাগের সূত্রে রঘুরাম রাজন বলেছেন অশোকা ইউনির কর্তৃপক্ষ শিরদাঁড়া বিকিয়েছে। যে সংস্থা আগামী দিনে ভারতের অক্সফোর্ড/ কেম্ব্রিজ/ হাভার্ড হওয়ার স্বপ্ন দেখিয়েছিল তার এই অবস্থা। এই ঘটনায় বিশ্বের নামকরা ইউনি যেমন অক্সফোর্ড, কেম্ব্রিজ, ইয়েল, প্রিন্সটন ইত্যাদির থেকে প্রায় ১৫০ জনের স্বাক্ষরিত প্রতিবাদ পত্র সার্কুলেট হচ্ছে। ছাত্ররা প্রতিবাদ করেছে। কর্তৃপক্ষ চিঠি দিয়ে অধ্যাপক মেহতাকে ফিরে আসার অনুরোধ করেছেন। কিন্তু ক্ষতি যা হবার হয়ে গেছে। ভবি ভুলবে না। আরও দু'জন ফ্যাকাল্টি ছাড়তে পারেন বলে খবর।
সূত্রঃ দি হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
পাঞ্চ করা স্ট্যাচু টাই ডিসপ্লে তে রাখতে পারে। অনবদ্য হবে।
Texas wax museum removes Trump statue because visitors kept punching it
https://www.ktvu.com/news/texas-wax-museum-removes-trump-statue-because-visitors-kept-punching-it
এই নিয়ে কতোবার যে শুনলাম। পিউর এক্সট্যাসি। ধারে কাছে কেউ আসে না। এমন মেলোডিয়াস বাজনা জীবনে খুব কম শোনা যায়।৩৩ মিনিটের মতো হবে। বহু দুপুরবেলা শুনেছি (কারন নাকি দুপুরে শুনতে হবে)এদিকে এতো ভালো লেগেছে যে রাতেরবেলাও শুনেছি / এবং নিজের মনেই উদ্বাহু হয়ে নেচেছি। নিখীল ব্যানর্জী - @ রটারড্যাম ১৯৭১।
সরি, পরজন্ম।
হুতো
এই ঘটনাগুলো শুনলে বুঝতে পারি কোথায় ভুল করেছিলাম। যা হবার তা হয়ে গেছে। এখন প্রজন্ম বলিয়া যদি কিছু থাকে!
আরেকটা গান শুনলাম - কাকিমা আমি সত্যি ভালো ছেলে।
আমার এক বন্ধু উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে অন্য রাজ্যে যাওয়ার আগে পোস্ট অফিস চৌমুনিতে দু'বছরের জুনিয়ার ক্রাশের মায়ের রিক্সা থামিয়ে বছর ছয়েক পরের জন্যে আগাম পাণিপ্রার্থনা করেছিল। সুরটা ঠিক প্রার্থনার ছিল না, সে যাই হোক।
এবং ওই ছ'সাত বছর পর ওই প্রস্তাবিত বিয়েটা ওরা করে, এখন ওরা সুখে ঘরকন্না করছে। সম্ভাব্য প্রেমিকের বীরত্ব দেখে মেয়েটি খুবই অভিভূত হয়েছিল।
গুগলহোমের কল্যানে অনেক নতুন নতুন ক্যাও গান শুনতে পাই। নান্টু ঘটকে একটা বেশ অন্য পারস্পেক্টিভ আছে।
আজ এই নতুন গানটা শুনলাম-
রানাঘাটে বিজেপির প্রার্থী পাল্টানোর জন্য সমর্থকরা সরকারের ট্রেন অবরোধ করেছে। হ্যা হ্যা হ্যা।
হুতো
প্রশ্নটা একেবারেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নয়। কর্তৃপক্ষ দুজনকে প্রোজেক্ট করছে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। তাঁদের জীবন ও অভিজ্ঞতার থেকে মেয়েরা বাস্তব বাধাগুলো এবং সেগুলো ডিঙোনোথ স্ট্র্যাটেজি শিখবে!
এখানে ঝিকি অসেন না আর। উনি গতবার লোকসভায় বিজেপি-র সিট একেবারে নিখুঁতভাবে প্রেডিক্ট করেছিলেন।
বিজেপির প্রার্থীদের যা হাল তাতে তিনোর ২০০ + কেউ আটকাতে পারবে বলে মনে হয় না ।বাম কং জোটের ভোট ও বাড়বে অনেকটা মানে হয় যেটা তিনোদের সিট্ বৃদ্ধির অন্যতম কারণ হবে ।যাদি না বেগতিক বুঝে বিজেপি অন্য কিছু করে বসে
আবাপ'র খবরের হেডলাইন - "আপনার কেন্দ্রে বিজেপি প্রার্থী কে?"
@ :|: ১১:৩৩, ও আচ্ছা।4749
হুতেন্দ্র বাবু যদ্দুর জানি ভিসিটিং ফ্যাকাল্টি এক সেমেস্টার বা কিছু মাস পড়ান। তাই মাত্র একটা লেকচার না বেচারী ছাত্রীছাত্রদের অনেক বক্তিমে শুনতে হবে।
কিন্তু কিন্তু এই দল পার পোস্ট মাত্র ৭০ পয়সা দেয়?
শিপিয়েমও যে পয়সার হিসেবে কোনও দলের উপরে আছে -- সেটাও বেশ ইন্টারেস্টিং।