হেসে নিই | 2001:620:20d0::***:*** | ১৮ মার্চ ২০২১ ১৩:২০474924" পিটি কে কোনোদিন ব্যক্তি আক্রমণ করতে দেখি নি "
হো হো হো হো - সাতদিন সাত ঘন্টা লাগবে হাসি থামতে
ছাগল , ভেড়া , কাক, বদ, অতিবদ, বদমাশ , ওপরচালাক , ধান্দাবাজ - কত কি কতদিন ধরে বলে আসছে লোককে
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ১৩:১৫474923*দেবো
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ১৩:১৪474922আচ্ছা ঠিকাছে। মাঝে মাঝে পিটিদার স্বরূপটা দেখিয়ে দেবে, তবে আপাতত আমিও বোর হয়ে গেছি। আপাতত একটু পানু দেখি গে।
PM | 180.2.***.*** | ১৮ মার্চ ২০২১ ১৩:০৮474921ডিসি , পিটি কে আপনার পছন্দ না হলে ইগনোর করুন . পিটি কে কোনোদিন ব্যক্তি আক্রমণ করতে দেখি নি . শুধুমাত্র onaar খোলা পাতায় নিজের মতামত প্রকাশ করার জন্য গালাগাল দিতে হবে এটা মানা গেলো না . তার পরেও আপনি চালিয়ে যেতে পারেন অবশ্য
b | 14.139.***.*** | ১৮ মার্চ ২০২১ ১৩:০৫474920ডিসি, এতো চাপ লিবেন না।ক্যাপিটালিস্টদের এতো মাথা গরম করলে কি চলে? অনলাইন ফোরাম, মায়াজাল, টাইমপাস আফ্রিকার সেউফল ইত্যাদি।ব্যাক্তিগত গালাগালি থেকে দূরেই থাকুন ।
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ১১:১৭474919হেহেহে সে আর বলতে!
PT | 203.***.*** | ১৮ মার্চ ২০২১ ১১:১৫474918সুস্থ, অসুস্থের বিচার কে করে? বিশেষতঃ মানসিক রুগীদের!!
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ১১:১৩474917পিটিদা লোককে গালাগাল দেবে ঘেয়ো কুকুর, ভিক্ষার চাল, আর কিসব বলে, আর পিটিদাকে হারামি বললে একেবারে সরল গোলগোল ভাবে বলবে ভাষা সন্ত্রাস। এ সত্যি তুলনাহীন হারামি পাবলিক মাইরি :d
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ১১:০৯474916র২্হ আর পলিটিশিয়ান, পিটিদার মতো নির্লজ্জ লোক সত্যি খুবই কম দেখেছি। মানে ভার্চুয়াল লাইফের কথা বলছি না, এই টাইপের চামড়া মোটা লোক সত্যি দুষ্কর। এটা ঠিক গালাগালি বলা যাবে না, আর ধৈর্যের বাঁধ ভেঙ্গেছে ঠিক সেটাও না, যা ঘটনা সেটাই বললাম। মানে অনলাইনে নানারকম মান্সিকভাবে অসুস্থ লোক তো দেখাই যায়, পিটিদাও সেরকম একজন, এই আর কি।
:|: | 174.25.***.*** | ১৮ মার্চ ২০২১ ১০:৫৬474915কতকটা যে স্বভাব তাদের
কতকটা বা তোমারো ভাই,
কতকটা এ ভবের গতিক –
সবার তরে নহে সবাই।...
তোমার মাপে হয় নি সবাই
তুমিও হও নি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে –
ইত্যাদি প্রভৃতি
PT | 203.***.*** | ১৮ মার্চ ২০২১ ১০:৫২474914"সূক্ষ্ণ থেকে স্থূল মিথ্যের পশরা সাজিয়ে যাচ্ছেন"
একটা ছোট লিস্ট পাওয়া যাবে? নাহলে এই গালাগালহীন accusation টাও অর্থহীন।
আমি তো গোটা আলিমুদ্দিনকে ফঁসিতে ঝোলানো ও ঐ দলটিকে উঠিয়ে দেওয়ারও প্রস্তাব দিয়েছিলাম। তবে পোকিতো তদন্তের পরে। দেখলাম যে তদন্তে কারো আগ্রহ নেই। শুধুই গুজব ভরষা!! সমস্যা তো সেখানেই।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:***:*** | ১৮ মার্চ ২০২১ ১০:৪৮474913আমারও বহু লোককে নিয়েই বিরক্ত লাগে। আমার মনে হয় সকলেরই কোন না কোন লোককে নিয়ে বিরক্ত লাগে। কিন্তু গালাগালি দেওয়াটা ভদ্রলোকের কাজ নয়।
র২হ | 2401:4900:275a:2c56:82:1150:8c84:***:*** | ১৮ মার্চ ২০২১ ১০:৪৩474912সেসব তো ঠিকই আছে। কিন্তু গালাগালি একবার শুরু হলে এরকম একটা খোলা ফোরামে সামলানো যাবে? সেসবে আঁচ তো লাগেই, কালকেও ছাগল ভিখিরি নিয়ে বলে গেলাম।
কিন্তু গালাগালটা, নট ডান।
টুম্পার ২য় গানটা অত ভাল লাগেনি। লিরিক গুলো কাঁচা আর ছবি গুলোও আগেরটার বেটার ছিল।
সম্বিৎ | ১৮ মার্চ ২০২১ ১০:২৯474910আমি ডিসিবাবুর সঙ্গে অনেকাংশেই একমত। গেল দশ-বারো বছর ধরে যে লোকটা এড নসিয়াম সূক্ষ্ণ থেকে স্থূল মিথ্যের পশরা সাজিয়ে যাচ্ছেন, যাকে বলে ডিশিং আউট, তাতে যে এতদিনে শুধু ডিসিবাবুর ধৈর্য ভেঙেছে সেটাই আশ্চর্যের। আমাদের সেন্সিবিলিটিরও বলিহারি! 'হারামি' শব্দ শুনলেই জাত গেল, অথচ লাগাতার মিথ্যে, জেনেরাল পাবলিক থেকে অপছন্দের নেতাদের ডিমিন করা - সেসবে সেনসিবিলিটির গায়ে আঁচ লাগেনা। আমি বহুদিন ওই লোকটার সঙ্গে এনগেজমেন্ট বন্ধ করেছি, নইলে আমিও ডিসিবাবুর ভাষা ব্যবহার করতে পিছপা হতাম না।
র২হ | 2401:4900:275a:2c56:82:1150:8c84:***:*** | ১৮ মার্চ ২০২১ ১০:১৬474909ডিসির এই মন্তব্যগুলি অতি বিচ্ছিরি লাগছে। অন্য টইতেও দেখলাম।
স্বনামে বা পরিচিতি না লুকোলেই গালাগালি দেওয়াটা একটা মজার ব্যাপার হয়ে যায়, সেরকম তো না।
PT | 203.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৯:৪৩474908dc-র এই ব্যক্তিকেন্দ্রিক ভাষা সন্ত্রাসের কারণ কেউ ব্যাখ্যা করতে পারেন?
dc | 171.6.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৯:৩৩474907পিটিদার মতো হারামি আর নির্লজ্জ পাবলিক কম দেখেছি মাইরি :d
অবাবা | 2405:8100:8000:5ca1::40a:***:*** | ১৮ মার্চ ২০২১ ০৯:২৮474906কলিঙ্গনগরে যারা জান লড়াত কর্পোরেটের জমি দখলের বিরুদ্ধে তারা বুজি আঁটি চুষবে?
সুমন্ত ঘোষ | 2405:8100:8000:5ca1::6d3:***:*** | ১৮ মার্চ ২০২১ ০৯:১১474905সেই সময় সিঙ্গুর ও নন্দীগ্রামে বড় শিল্প তৈরি না হওয়ার মূল কারণ বামফ্রন্ট সরকারের ভুল এবং গাজোয়ারি জমি অধিগ্রহণ নীতি।
- সুমন্ত ঘোষ
PT | 203.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৮:১৫474904"বেঙ্গালুরুতে ৫০০ একর জুড়ে পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার কারখানা তৈরি করবে ওলা"
পিচকি, পিচকি ই-স্কুটার বানাতে এত জমি লাগে? সেই মিত্র অভিনেত্রী যিনি বহুতল গাড়ি-কারখানা বানিয়ে জমি সমস্যার সমাধান করেছিলেন তাকে একবার খপর করল না গো?
এবার রাশি রাশি বং কৃষি বিপ্লবীরা "জমি নিওনা বঁধু" গাইতে গাইতে লুরুমুখী হবে।
হিজি-বিজ-বিজ | 149.142.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৫:৪২474903পিটি স্যারের ছাগল তত্ব ফিরে এসেছে ,সাথে আছে ভিক্ষার চাল তত্ব কিংবা "ছাগল -চাল যৌথ তত্ব"
a | 220.24.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৩:১০474902এবারের গানটা অত ভালো হয়নি। আগেরটায় যেরকম নির্দিষ্ট কল ফর অয়াকশন ছিল সেটার অভাব পেলাম, আর লিরিকও অত ভালো হয়নি। ছবি ভালো, গানও ওকে।
তবে গোখরোদাটা হেব্বি দিয়েছে
kc | 188.7.***.*** | ১৮ মার্চ ২০২১ ০২:৪৫474901হ্যাঁ। @ অভ্যু।
Abhyu | 198.137.***.*** | ১৮ মার্চ ২০২১ ০১:০৮474900তৌসিফ হক? এই ভদ্রলোক? https://www.anandabazar.com/west-bengal/controversy-over-tausif-haque-s-sketch-of-shiva-1.1113580
T | 103.15.***.*** | ১৮ মার্চ ২০২১ ০০:২৫474899তৌসিফের
Abhyu | 198.137.***.*** | ১৮ মার্চ ২০২১ ০০:২২474898টুম্পার গানগুলোর কার্টুন খুব সুন্দর। ভোটের গানটায় তো কিছু ছবি পুরো সিগনেচার চণ্ডী লাহিড়ী মনে হল। কার আঁকা কেউ জানেন?
lcm | ১৭ মার্চ ২০২১ ২২:৪৪474897ইউএসএ তে এশিয়ান আমেরিকানদের ওপর অ্যাটাক শুরু হয়েছে, আটলান্টাতে তিনটে স্পা/পার্লারে ঘুরে ঘুরে আট জনকে খুন করেছে এক সাদা এক্সট্রিমিস্ট।
An Asian American justice group has blamed White supremacy and racism as the cause for Tuesday night’s Atlanta shooting and is calling for communities of color to band together to condemn racist violence.
According to the most recent data, hate incidents targeting Asian Americans rose by nearly 150% in 2020, with Asian American women twice as likely to be targeted.
California Democrat on Georgia shootings: Trump "stoked the flames of xenophobia"
https://www.cnn.com/us/live-news/atlanta-area-shootings-03-17-21/index.html
PM | 180.2.***.*** | ১৭ মার্চ ২০২১ ২১:৪২474896যতিন বাবু উষাদিকে গাইতে না দিলেও গালি দেবেন , হোপ 86 কোর্লে সুভাসদা কে গলি দেবেন, টুম্পা গাইলেও গালি দেবেন .--- মোট মাট গালি দেবেন ই
এই টুম্পা টিএমসি গাইলেই কানে সাবল্টার্ন সংগীতের সুধা বর্ষন হত
b | 14.139.***.*** | ১৭ মার্চ ২০২১ ১৯:২৭474895ডেভিড কিং এর 'অর্ডিনারী সিটিজেন ' বইটা কারুর কাছে আছে? মানে নরম কপি।