RR
ধন্যবাদ। উত্তর পেয়ে গিয়েছি। যেমন আরো অনেক গুলোর পেয়ে আসছি সেই ২০০৬ থেকে!!
রঞ্জনদা আপনি কবে বড় হবেন বলুন তো? নীচে যেগুলো লিখেছেন তার কয়েকটা যথেষ্ট স্ল্যাং। এগুলো আপনি বাড়িতে বললে মেয়ের কাছেও বকুনি খাবেন!
যা শুনলাম মতুয়াদের সঙ্গে নাকি এখন বিজেপির একটু দূরত্ব তৈরী হয়েছে। তবুও ঐ এলাকায় বিজেপির রমরমা ক্রমশ বেড়েই চলেছে।
পাবলিক ফোরামে গালাগাল কাউকেই দেয়া উচিত নয়, সে পিটিই হোন বা এস এম। তবে ছাগোল, বাঁদর ঝোলাবীচি --এগুলো বোধহয় আজকাল গালির মধ্যে ধরা হয় না-- যেমন শালা বা বাল!
পিটি,,
বিমান বসুর মত পাবলিক ফিগারের বক্তব্য যদি আপনি তাঁর কাছে গিয়েই শুনে নেবেন তো মতুয়ারা ধার্মিক সম্প্রদায় কিনা সেটাও মতুয়াদের কোন গুরুঠাকুরের থেকে জেনে নিতেই তো পারেন। এখানে জিজ্ঞেস করে কী লাভ? আর যখন বিমান বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তো তাঁকেই জিজ্ঞেস করে নেবেন।
আফটার অল, রাজারহাটের সরকারি জমি বাম সরকার মতুয়াদের হরিচাঁদ মন্দির ্ত থা রিসার্চ সেন্টার বানাতে দান করেছিল। তাঁরা নিশ্চয় জানেন ওরা ধার্মিক নাকি অধার্মিক সম্প্রদায়।
বি এটা কি হুডানইট ঘরানা?
ব্যাপারটা শ্রোডিংগার কেস হয়ে গ্যাচে। যতক্ষণ না বাক্স খুলে দেকচেন কে বিজেপি আর কে তৃণমূল বোঝা যাবে না। :))
বড়েস কে ক।
বিজেপির কোন শক্ত বিকল্প নেই। লোকে ভোট দেবে কাকে? কেন্দ্রে রাহুলকে? আর রাজ্যে রাজ্যে কেন্দ্রের প্রভাব।
পিটিদার সম্বন্ধে আমার এরকম কখনই মনে হয়নি। উল্টে পিটিদাকেই এখানে প্রচুর গালিগালাজ করা হয়েছে।
হেহে পিটিদা আমি আপনাকে কোন প্রশ্নই করিনি। আপনাকে কেউ কোন প্রশ্ন করলেই বিমানকে জিগ্যেস করুন, সিদ্দিকিকে জিগ্যেস করুন, টাইপের ওপরচালাক মন্তব্য করবেন। আর নাম না করে অন্যদের ছাগোল, নির্বোধ ইত্যাদি বলেই যাবেন। অন্যদের সম্বন্ধে আপনার ধারনা কতো উঁচু সে আপনার পোস্ট পড়লে যথেষ্টই বোঝা যায়, তার জন্য ন্যাকামো করতে হবে না। আর আপনার গায়ের চামড়া কতো মোটা সেও তো বছর দশেক ধরে যথেষ্টই দেখলাম :d
ট্রাবল্ড ব্লাড শ্যাশ করলাম। কি হোঁৎকা বই রে বাবা। যাই হোক, ভালোই, অন্ততঃ তৃতীয় বইটার চেয়ে তো বটেই।
তাবে ভালো ডিটেকটিভ গল্পের প্রধান যে লক্ষণঃ সব ক্লু পাঠকের গুলো চোখের সামনেই থাকবে এগুলোর কোনোটাই সেরকম নয়। শেষের রহস্যভেদ অনেকটাই সমাপতন বলে মনে হয়। ডিউস এক্স মাকিনা ।
ক্রমশঃ বিভেদ রেখা বিলীয়মান। বিজেপি আর তিনোদের আলাদা করে চেনাই যাবেনা কিছুদিন বাদেঃ
"আদরের ‘গিন্টু’-কে বিজেপি-তে যোগদানের পর শুভেচ্ছা জানালেন তৃণমূলের ‘রাজদা’"
জিতেন্দ্র তিওয়ারী।
হতো জনগণ এতরকম যুক্তি তো শোনায়নি যা বুঝে স্তুপরে যেতে হবে। তাদের সাথে শত্রুতা থাকেনা।
প্রতিটি বাক্যই অর্ধসত্য।
dc-র কোন প্রশ্নের উত্তর দিইনি?
আমিই তো উত্তর পাচ্ছিনা সেই ২০০৬ সাল থেকে......সেই প্রশ্নের তালিকা আর দিলাম না.......
"সবাইকে" ছাগল বলিনা.....কাদের বলি সেটা পোষ্কার করে নীচেই লেখা আছে।
বিন্দুমাত্র গোঁসা করিনি.......সেটা পিটির মোটা চামড়ার কারণে (dc বলেই দিয়েছেন)।
মানুষকে নীচু চোখে দেখা যায়্না। মাথা উঁচু করেই দেখতে হয়। বিশেষ্তঃ আমার উচ্চ্তা এমন কিছু গর্ব করার মত নয়। ছাগল দেখতে গেলে technical কারণেই দৃষ্টি নীচের দিকে নামাতে হয়।
এই এক পিটিদার পুরনো খেলা :d পিটিদা সবাইকে প্রশ্ন করবে আর নিজে কারুর প্রশ্নের উত্তর দেবেনা। সবাইকে ছাগোল বলে গাল দেবে আর অন্য কেউ পিটিদাকে ছাগোল বললে গোঁসা করবে। সবাইকে এতো নীচু চোখে দেখেন কেন?
"RR"
মতুয়ারা কোন ধর্ম সম্প্রদায় কিনা জনতে চেয়েছিলাম। গোল্পোস্ট সরিয়ে তো মঙ্গল গ্রহে পাঠিয়ে দিলেন!!
বিমান বোস কি ভাবেন সেটা বিমান বাবুর কাছেই জেনে নেব।
গোপালের দোকান ছাড়া কলকাতায় আজকাল পাঁঠা পাওয়া যায় না। এখন সব খাসি।
"সাধারন লোকজনকে বাঁদর ছাগল" বলিনি তো! যারা মোছোলমান পিটিয়ে আনন্দ পাওয়ার লোভে আর ঢপবাজদের মিথ্যে কথায় বিশ্বাস করে এঁটোকাঁটা পাওয়ার লোভে ভোট দিতে যায় তাদেরকে মুখ্যত ছাগল বলেছি। প্রথম দলটা রামছাগল আর দ্বিতীয়রা কালো বাংলা ছাগল।
আর গুরুর পোর্টালে যারা মুখ ঢেকে অর্থহীন কথাবর্তা বা খিস্তিখাস্তা করে তারা গাছে গাছে লাফালাফি করে বলে মনে হয়। এদের কারোরাই বোধহয় কোন বিষয়েই যুক্তিপূর্ণ একটা প্যারাগ্রাফ লেখার ক্ষমতা নেই।
dc এই দলভুক্ত নন। তিনি পরিচয় সহকারে, বুক চিতিয়েই বাপ- পিতামো তুলে খিস্তি করতে দ্বিধা করেন না।
দাদা, কোল্কাতায় পাঁঠা কতো কোরে কিলো যাচ্চে?
নানাছিছি কী জিনিস জানি না। ক্যাক্যাছিছি যতদূর জানি সিএএ নিয়ে নিন্দা, এতে সমর্থন না করার কিছু নেই। ওদিকে তৃণমূল এনারসি সিএএ বিল আটকানোর জন্যে প্রকাশ্য গলাবাজি ছাড়া এফেক্টিভ কিছু করেনি এবং সেটা নিন্দার্হ ভন্ডামি, তাও জানি।
তার সঙ্গে সাধারন লোকজনকে বাঁদর ছাগল বলার কোন সম্পর্ক নেই তাও জানি।
পিটিদার গায়ের চামড়া যে ভয়ানক রকম মোটা, এটুকু অন্তত বুঝতে পারছি :d
এতো পিটিস্যারের পুরোনো থিওরি - বামেদের অ্যানিম্যাল ফার্মে যে লাখ লাখ ছাগল ভোটার তৈরি হয়েছে তারাই তো রাজ্যে তৃণমূল আনল, বকলমে বিজেপি।
র২্হ
আশাকরি নানাছিছি নাকি নিনিছাছা নাকি ক্যাক্যাছিছিরা যে জাতীয় মন্তব্য করছেন সেগুলো সমর্থন করছেন না।
বামেদের তৈরি বামছাগল গুলো এবার রামছাগল হয়ে গেল
আর লোকজনকে ছাগল বাঁদর বলে ক্রমাগত গালাগাল এসব যে কী বিরক্তিকর।
যাগ্গে।
সে আর বলতে, ২০১১তেই বোঝা গেছে, ৩৪বছর ধরে বাম সরকার মানুষকে এত রাজনৈতিক বোধবুদ্ধির হদিশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ got what they deserved । কোটি কোটি ছাগল তৈরি করেছে কারা দেখা গেছে।
"you get the government you deserve!!" মনে করিয়ে দিতেই কত নানাছিছি নাকি নিনিছাছা নাকি ক্যাক্যাছিছিরা প্রত্যাশিত ভাবেই গাছে গাছে লাফালাফি শুরু করে দিয়েছে!!
হুতোর পোস্টের সঙ্গে 100% সহমত।
"মতুয়ারা কী ধার্মিক সম্প্রদায়"?
--- ভাবতে হবে। তার জন্য আগে জানা দরকার বাম সরকার ওনাদের কিসের ভিত্তিতে হরিচাঁদ মন্দিরের জন্য রাজারহাট জমি দিয়েছিলেন, ধার্মিক না অধার্মিক? এবং ইলেকশন এর সময় বড়মার আশীর্বাদ?