সুনামি মশাই, সুনামি। প্রলয়কান্ড। আগ্নেয়গিরির অগ্নিগর্জন। সাগরে ঝঞ্ঝাবাত, জলোচ্ছ্বাস। ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার। সে এক মহাপ্রলয় মশাই। ধনুকেতে লাগে টঙ্কার।
কাকে নিয়ে? বিদুদা না রামকেষ্ট?
ফেবুগ্রুপে তো--- মানে ইয়ে যাকে বলে----কুরুক্ষেত্র কান্ড।
তাপসবাউ, থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ। কৌশিকদা প্রথমে যুক্ত ছিল 'অমৃত কুম্ভ'এ। আবৃত্তি করত। অনেক প্রাইজও পেয়েছিল। সেখান থেকে যুগাগ্নি। আমার পুরোনো খাতায় সেসময় কিছু হাতমকশো টাইপ দুয়েকটা লেখাও আছে। খুঁজে পেলে পাঠিয়ে দেব।
প্রেমের সুষম বন্টনের দাবিতে যে মিটিং মিছিল চলছে সে ব্যাপারে তো কারো কোন হেলদোল নেই, এদিকে ভ্যালেন্টি পুজো সরস্বতী পুজো সব চলে গ্যালো
কেসি-র আগ্রহ থাকবে এই উদ্যোগের ব্যাপারে। আমি সদ্য লিংক পেলাম। অন্য কেউও আগ্রহী হতে পারেন। প্রয়াত কৌশিক রায়চৌধুরীর কাজের অনলাইন প্রকাশ। প্রক্রিয়াটি সম্ভবত চলমান।
https://sites.google.com/view/koushikroychoudhury/home?authuser=0
বাবা কুবির,
মানুষকে ভালোবাসো, ঘৃণা কোরো না।
ভালোবাসা দিয়ে ঘৃণা জয় করো।
ঘৃণা দিয়ে ভালবাসাকে দমিয়ে রেখো না।
ঘৃণার প্রচার কোরো না।
ঘৃণাকে ভালোবেসো না।
ভালোবাসাকে ঘৃণা কোরো না।
ঘৃণাকে ঘৃণা কোরো।
ভালোবাসাকে ভালোবেসো।
- প্রভুদেবা
The first reason is that the Modi-Shah regime fears independent thinking in general. Indians must be obedient, conformist, loyal to the state and the ruling regime, and worshipful towards the Great and Visionary Leader.
The second reason that Disha Ravi was arrested is that while the Modi-Shah regime fears independent thinking in general, they particularly fear it when expressed by young people.
The third reason the Modi-Shah regime has arrested Disha Ravi is their compelling desire to manage the headlines.
The fourth reason that the Modi-Shah regime has arrested my fellow Bengaluru resident is that they are xenophobic at heart.
The fifth reason that the Modi-Shah regime has arrested this 21-year-old Bengaluruan is to send a chilling message to the young in general. And to their parents too.
https://www.ndtv.com/opinion/why-modi-and-shah-fear-young-activists-by-ramachandra-guha-2371727?amp=1&akamai-rum=off&__twitter_impression=true
ওয়াসিম জাফর কে নিয়ে নোংরামে শুরু হয়ছে। এদিকে কুম্বলে বাদে বাকি সবাই চুপ।
পিটি-র দেওয় ক্লিপটা শুনলাম। এত ইনসেনসিটিভ, একটা লোককে পুলিশ পিটিয়ে মারল , নিজে পুলিশ মন্ত্রী, জাস্ট ভাবা যায় না।
মা কিচেন প্রসঙ্গে একজন সাংবাদিক-কে ধমকে বলছেন তোমায় তো নিজের টাকা দিতে হচ্ছে না (এইরকম কিছু একটা বললেন )। রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা, মানুষ তো প্রশ্ন করতেই পারে ।
জঘন্য
ওই তো হয়ে গেছে, চাকরির গাজর ঝুলিয়ে দিয়েছে, কাজ শেষ। বিষমদে মরল, নে চাকরি, গাড়ি চাপা, এই নিন, পুলিশ পিটিয়ে মেরেছে, নে নে এই নে, বোন ধর্ষিত, এই যে ধরো । চাকরি তো সব ওনার গচ্ছিত সম্পত্তি। আর লোকেও তেমনি, ব্যাস চাকরি দিয়েছে, প্রতিবাদ বাদ। এবার সরকারি চোখে ভাল হয়ে থাকতে হবে, দপ্তরে দৌড়ে দৌড়ে শুকতলা ক্ষয়াতে হবে।
ইন্ডিয়া যেভাবে নিয়মিত ক্যাচ মিস করছে, তাতে সত্যিই প্রশ্ন ওঠে যে ফিল্ডিং কোচের কাজটা কি?
লক ডাউনের সময় এই মা কিচেন তৈরী হলে বহু বিপন্ন হয়ে পড়া লোক সাহায্য পেত।
চেন্নাই -তে মনে হয় আম্মা কিচেনে এমন সস্তায় খাবার পাওয়া যায়
বলেই হয়তো রেখেছে, প্রিয় আমার, পুবদিক থেকে আমি আর পশ্চিম থেকে তুমি, দুইদিক থেকে দুইজনে চেপে ধরব, আর দেখতে হবে না। মাঝখানের আপদেরা সব চিড়ে চ্যাপ্টা হয়ে উপরে।
অ্যান্টি-সেমিটিজম, রেসিজম, মিসোজিনি, ইসলামোফোবিয়া, জেনোফোবিয়া, এগুলো সব কমন রেসপন্স। ঐজন্যই তো সিএস বললেন হোয়া ইউনিভার্সিটির সিলেবাস। নেহাত আব কি বার ট্রাম্প সরকার হলো না :-)
ইজরায়েল কি আর ইহা জানে না? মাঝে মাঝেই ইহা শোনে নানা দিক হইতে। বিশেষ করিয়া প্যালেস্টাইনের উপরে হামলাগুলির পর পর।
ঐ টইতে দেখলাম ইহুদী নিধনেরও একটা জাস্টিফিকেশান এসেছে। সেটা কি বিজেপি পার্টিরও পজিশান? তাইলে ইজরায়েলকে একবার জানাইতে হয়।
এই কয়েকটা মাস হয়তো সস্তায় ডিম্ভাত খাওয়াবে।
পাল-প্রতিহার-রাষ্ট্রকূট দ্বন্দ্ব ঘটবে, ত্রিমুখী লড়াই।
এটা একদিনে ঘটেনি। ২০১৫তে অনেকদিন পর শহরে ফিরে বুঝতে পেরেছিলাম। চোখে পড়ার মতন পার্থক্য ছিল।
ডিসি জানেন ৫ টাকায় ডিমের্ঝোলভাতের ব্যবস্থা হয়েছে কলকাতায় ? মা কিচেন। পিসিদিদির। সঙ্গে সব্জি টব্জিও নাকি দিচ্ছে। প্রচুর ভিডো শেয়ার হচ্ছে।
এরা কিন্তু প্রচুর ভারতীয় বাঙালিকে বিজেপিং শরণং গচ্ছামি করে দিয়েছে। তারা আক্ষরিক অর্থেই অপেক্ষা করছে সামনের ভোটের পর পালাবাদল ঘটে দুধমধুর বন্যা বয়ে যাবে বলে।
&/, এই খোরাকদের জন্যই তো বেঁচে থাকা! :d
শ্যামাপ্রসাদের টইটাতে ঘুরে এলাম। রত্নখনি।
যারা মইদুলের পরিবারকে সাহায্য করতে চান।
"নেচে নেচে আয় মা শ্যামা"--এরকম একটা গান আছে না?
সিস্টেমিক রেসিসম? কোথায়, usa তে? কিভাবে? আসলে এগুলো না বললে এখন শুনেছি চাকরি থাকে না, ব্যবসা তুলে দেওয়া হয়। তাই বলতেই হয়, বলার খতিরে।