সম্বিৎ | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৯473364এই সেকশনগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ নাও হতে পারে।
তবে দাদার তো শুনেছিলাম হার্ট আ্যটাক। এরা স্ট্রোক বলছে কেন?
kc | 188.7.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৪473363৭৭+৩৮+১৯+১০+৪ = ১০০
এরা দুপয়সা নয়, ফুটো পয়সা।
T | 103.15.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫০473362দুপয়সারা নেমে পড়েছে হাত খুলে। :)
s | 100.36.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৩473361ওবামা থার্ড টার্মে দাঁড়ালে সাড়ে তিনশোর বেশি ইলেক্টোরাল ভোটে জিতত।
লেসার এভিল চয়েজ | 174.198.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:১২473360আরে কেবল গ্রেটার ইভিল হয়েই তো হিলারী ডোনাল্ডকে জিতিয়ে দিল। ধরুন যদি ওবামা থার্ড টার্ম দাঁড়াতো, তাইলে কি হত?
aka | 2600:1005:b16b:2965:61be:ef6b:9ec3:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৫473359পুলিশকে ডিফান্ড করা নেহাতই নি-জার্ক রিয়্যাকশন রিয়ালিটির সাথে কোন যোগ নেই। পুলিশ ছাড়া কোন দেশই চলে না। এদেশে যে সিস্টেমিক রেসিজম আছে তাই নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। পুলিশের সাথে ব্ল্যাক কমিউনিটির সমস্যা আজ নয়, বহুদিনের। তারমানে এই নয় পুলিশ ডিফাণ্ড করতে হবে। বরং এইসব দাবীদাওয়া করে আসল সমস্যার মুখই ঘুরে গেল।
যাইহোক সেসব অন্য প্রসঙ্গ।
আর যদি ভোটের কথাই হয় তাহলে এবারে বাইডেনের বহু ভোট ঐ লেসার এভিল চয়েজ থেকেই এসেছে।
Abhyu | 47.39.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৬473358পৃথিবীর অনেক দেশেই পুলিশ ব্রুটালিটির সাথে কাকে ভোট দেওয়া হবে সেটার খুব বেশি যোগ থাকে, সেই জন্যেই আমেরিকায় ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলন পলিটিক্যাল অ্যাজেন্ডা হয়ে ওঠে। পুলিশকে ডিফান্ড করার কথা ভোটের প্রচারে গুরুত্ব পায়।
aka | 2600:1005:b16b:2965:61be:ef6b:9ec3:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৮473357নাহে টি, পুলিশ ব্রুটালিটির সাথে কাকে ভোট দেওয়া হবে সেটার খুব বেশি যোগ নেই।
পুলিশ ব্রুটালিটিতে একজনের মৃত্যু হয়েছে অত্যন্ত নিন্দনীয়।
আবার বিজেপি ক্ষমতায় এলে কি হবে সেটা অন্য ব্যপার। গণতান্ত্রিক রাজনীতিতে ভোট মাত্রই বেশির ভাগ ক্ষেত্রে লেসার ইভিলকে ভোট দেওয়া। যাক সে অন্য প্রসঙ্গ।
আপাতত, এই যুবকের মৃত্যুর খবর খুবই খারাপ।
a | 139.5.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২১473356১০০!! এবার ডিঃ করে দিলেই পারে
PM | 61.247.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৬473355মইদুলের পরিবার এর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে ? কেউ জানলে জানাবেন
S | 2405:8100:8000:5ca1::5e:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫২473354অশ্বিন দেখিয়ে দিচ্ছে কিকরে অশ্বিনের বলে ব্যাটিং করতে হয়।
a | 139.5.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৯473353অশ্বিন তো ঘরের মাঠে ফাটায়ে দিল।
এই পুলিশি নির্মমতা ও বর্বরতা জালিয়ানওয়ালা বাগ এর সমতুল্য
Abhyu | 47.39.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৭473351https://epaper.anandabazar.com/imageview_54241_7927705_4_71_15-02-2021_1_i_1_sf.html

অবজার্ভার | 2605:6400:30:f5ae:a9f5:e691:13c3:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৭473350সিপিএমও একটা লাশ পেয়ে গেল। দেখা যাক মমতার মত লাশ কাজে লাগাতে পারে কিনা। সুদীপ গুপ্তের লাশটা কাজে লাগে নি।
T | 103.15.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:২৭473349মিছিল ধর্মতলায় আসার পর পুলিশ ব্যারিকেড দিয়ে চারদিক ঘিরে ফেলেছিল। তার আগে অবধি কিন্তু কিছু বলেনি। এটা পুরোপুরি প্ল্যানড অ্যাটাক। তাড়া খেয়ে জনতা বেরোতে পারেনি, তখন লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে।
বিদগ্ধরা অবশ্য এরপরেও বলে যাবেন, শ স স স, সমালোচনা কোরো না। বিজেপি এসে যাবে।
PT | 203.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৬473348"নবান্ন অভিযানে যুক্ত বাম কর্মী মইদুলের মৃত্যু, অভিযোগ ছিল পুলিশি লাঠিপেটার "
lindseygraham | 2603:8080:d40:47f:544d:35d1:560e:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৯473347চ্যালেঞ্জ করে তো |
Guruchandali | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৮473346http://epaper.telegraphindia.com/imageview_353830_71130599_4_undefined_14-02-2021_9_i_1_sf.html
জ্বলন্ত ঝাঁট | 174.198.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৭:২০473345আচ্ছা লিন্ডসি গ্রাহাম য়্যাতো ফুটেজ পায় ক্যানো? কেনই বা তাকে চ্যালেন্জ করা যাবে না? গাদাগুচ্ছের ভোটে জিতেছে বলে কি য়্যাতো গরম?
না কি ট্রাম্পের পড়তি বাজারে গ্রাহামই ভরষা ফক্স সিএনএন এর?
S | 2405:8100:8000:5ca1::a78:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৪473344ইউটিউবে শান দেখছি। জেমস বন্ডের সিনেমার দেখার পর একটা বাচ্চা নিজের যে মনগড়া গল্প তৈরী করে, সেগুলোর কোয়ালিটি একটু বেটার হয়। আর এত্ত এত্ত ডায়ালগ, প্রচুর রিডানডেন্সি। ক্যামেরার ছায়া পড়ছে অভিনেতার শরীরে। একটা মাঝারি সাইজের ঘরে তিনজন লোক বসে আছে, অথচ একজন ঢুকে তাদেরকে দেখতেই পাচ্ছেনা। ওভার অ্যাক্টিং শেখা যায় এই সিনেমা থেকে।
পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:616f:d535:9ac4:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩০473343কেউই যদি আলাদা কিছু করেনা তো বিজেপি বা ট্রাম্প জিতলেই বা ক্ষতি কিসের? আর হিটলারকে পর্যুদস্ত করা নিয়েই বা উত্তেজনা কেন।
কথা শেষ, যাও সবে নিজ নিজ কাজে।
সম্বিৎ | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০২:০২473342আনন্দ নাকি বুক পাবলিশিং ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আমার ট্রিলজি তাহলে কে আর ছাপবে?
&/ | 151.14.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:৫০473341বইমেলা নাকি হবে জুলাইতে, ঘোর বর্ষায়।
S | 2604:b480:fff0:6::***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৪473340হ্যাঁ।
&/ | 151.14.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৩473339১৬ তারিখ শুনলাম।
S | 2604:b480:fff0:6::***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৬473337এবছর সরস্বতী পূজা কবে?
S | 2604:b480:fff0:6::***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৬473338এবছর সরস্বতী পূজা কবে?
T | 103.15.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫১473336হ্যাঁ, ওটাই দেখছি তো। কাগজের লোকজন ঘুমচোখে রিপোর্টিং লিকচে মনে হয়।
dc | 27.62.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৮473335এখনো ল্যান্ড করেনি। এখানে ফলো করুন কমরেডঃ