প্রধান সেবক আজ লোকসভায় খুবই কান্নাকাটি করেছেন। আমি আর নিতে পারছি না।..এদিকে কোহলি ওদিকে প্রধান সেবক ... কতোদিক সামলাবো ?
ফাস্ট দু লাইনের অন্ত্যমিল জব্বর হয়েছে।
আমার দু পয়সা
শুরু করেছিল পূজি, সাথে ছিল পন্থও
শেষদিনে চিপকের উইকেট মন্থর
লড়েছিল কোহলিও, লড়েছিল সুন্দর
জিমি, বেন, ডম ছিল আরো যে ধুরন্ধর
তাও ছিল অশ্বিন শেষ আশা ভরসা
ফিরে যেতে ভাগ্য একেবারে ফর্সা
বুমরাই শেষ ছিল এই সেনা বাহিনীর
পতনেই ইতি হল ভারতীয় কাহিনীর
প্রশ্নগুল সহজ আর উত্তরও তো জানা। ঐক্যবদ্ধ ভারতের ছবি টুইটারে না দিয়ে বিরাটবাবু এবার একটু খেলায় মন দিলে পারে। মূলসায়েব তো দুশো ছাড়া কতাই বলছেন না।
আরও দুটো ব্যাট থাকলে চান্স ছিল।
কোহলি পারবে ম্য্যাচ বাচাতে?
টস ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে গেল। কিউরেটরের চাকরি যাওয়া উচিত।
ইন্ডিয়া হারছেই। আরেকটু ফাইট দেবে ভেবেছিলাম। কোহলির কাপ্তানি নিয়ে আরো প্রশ্ন উঠবে।
কঠিন বল করল আ্যন্ডারসন। আরো দুটো সেশন টেঁকা প্রায় অসম্ভব।
আন্ডারসন বলে বলে রিভার্স সুইঙ্গ করালো।
অয়ান্ডারসন ৩ টে নিয়েছে। স্পিনার নয় কিন্তু।
সায়েবরা স্পিনে মেরে বেরিয়ে যাওয়ার ঐতিহ্য নতুন না। পানেসার সোয়ান কবছর আগেই দেখিয়েছিল।
আমি দেখছি না কিন্তু ফলো করছি। পিচ কি এতই বাজে যে দেড় ঘান্টায় 5 উইকেট পড়ে গেল পটাপট? সায়েবরা এসে স্পিনে মেরে বেরিয়ে যাচ্ছে e দিনও দেখতে হল!!
ইংল্যন্ড তো সহজেই জিতবে।
রাশিয়াতে ও কয়েক বছর আগে থার্মাল পাওয়ার প্লান্টের কন্ট্রোল সিস্টেম হ্যাক হয়েছে। আগে ৮০-৯০তে যখন ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম চালু হয় তখন ট্রেন্ড ছিল প্লান্ট কন্ট্রোল সিস্টেম কমপ্লিটলি স্ট্যান্ড অ্যালোন , ইন্সুলেটেড ফ্রম আউটসাইড নেটওয়ার্ক। আর এখন রিমোট অপারেবিলিটির জন্যে, অনলাইন সিমুলেটর বা এপিসির জন্যে সবকিছু ইন্টারনেটের সাথে লিঙ্কড, যতই ফায়ারওয়াল থাক। হ্যাকার রা রোজ শিখছে কিভাবে জেলব্রেক করতে হয়।
চুকলি কাটার জন্য সরকারই ব্যবস্থা করছে, ভলান্টিয়ার হতে পারবেন 'দেশদ্রোহীদের' ধরিয়ে দেওয়ার জন্য। সবাইকেই আইটি সেলের অংশ করে তোল হভে।
https://indianexpress.com/article/india/anti-national-activities-cyber-volunteers-uapa-7180444/
b, এরকম চেষ্টা অনেকদিন ধরে হচ্ছে। স্টাক্সনেট এর ঘটনা তো জানেন নিশ্চয়ই, আমেরিকান আর ইসরায়েলিরা ইরানের নিউক্লিয়ার প্লান্টের সিমেন্স কন্ট্রোলার কমপ্রোমাইস করে দিয়েছিল। সিভিলিয়ান ইনফ্রার ওপর সফল হামলা বোধায় স্রেফ সময়ের অপেক্ষা।
এটা ভায়ঙ্কর খবর
আজ খালি পায়ে খেললে একটা চান্স আছে। একশো বচর আগে খালি পায়ে খেলেই গোরাদের হারিয়েছিলুম।
জেতার থেকে না হারা বেশি প্রেফারেবল। সায়েবদের বোলার স্ট্রেথ ভালো
ওগো রুটসায়েব, নেটিবদের হারিয়ে দাও তো দড়াম করে।
রোহিত গ্যালো।
হয়ে যাবে, ইনশাল্লাহ।
৪২০ করলে জিতবে। আবার হবে নাকি?
কি?
হয়ে গেছে
সাইট কয়েক মিনিটের জন্য ডাউন হচ্ছে
ইন্ডিয়া গট আউটপ্লেইড ইন অল ডিপার্টমেন্টস।
ম্যাহোমসের যে আজকে কি হল। এত টাইম নিচ্ছিল।