News 18 bangla আজ খোলা চ্যানেল নয়, etv নিউজ বাাংলা বলে যে চাানেল ছিল, এটাই সেটা। নাম বদলেছে অনেকদিন
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:8526:db4b:709d:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৪472731দেখুন নিউজ প্রেজেন্টার রা কেউ বলেন কি আমরা শুধুই প্রেজেন্টার। সংবাদ মাধ্যমের স্বাধীনতা তাঁরা ভোগ করেই থাকেন। হ্যাঁ স্ট্যাচার এর উপরে নিরভরশীল হতেই পারে , যে প্রোগ্রাম প্রেজেন্ট করছে সে প্রোগ্রাম এর ইন্টিগ্রিটির জন্য দায়ী এটা ধরাটাই দস্তুর।
এবার সংবাদের দায় তাহলে কার। সংবাদের দায় সাংবাদিকের একশোবার, সংবাদের পরিবেশনার কোয়ালিটির দায় ও সাংবাদিকের নাহলে তাকে কেউ পাত্তা দেবে না। এখন যেমন পলিটিক্স er যেটা ঘটমান নাট্যশালা জিনিসটা একদম খিল্লি হয়ে গেছে , তেমনি সাংবাদিক দের কোন ইজ্জত আর নেই। যারা হার্ড টক এর ধরণে খুব টাফ প্রশ্ন করার ভান দেখায় তাদের জীবনে এই অ্যাম্কর এর বক্তব্য একটা ওয়াটারশেড। চাকরি না গেলেই অবাক হব। মানে আম্বানির এই চ্যানেলে সেজো মেজূ ছোট দের ও চাগরি যাব উচিত। মানে এই কথা টা প্রনয় রায় কোনো পৃহিবীর স্ট্যান্ডার্ড কোন চ্যানেলে বসে বলা অসম্ভব।
কিন্তু প্রেজেন্টার আর সাংবাদিক এর ডিফারেনশিয়েশন করতে আমি রাজি নই। কারণ আকাউন্টেবিলিটি ঘেঁটে এই সব ফাল্তু যোগ্যতাহীন ছাগল দের কেনো সুবিধে করে দেবো আমাদের মত পাতি পাবলিক রা ? এদের জন্যই এসব ইকো চেম্বার সোশাল মেডিয়া তৈরী হয়েছে। কোনো ক্রেডিবিলিটি আজ অবশিষ্ট নেই। দিদি পাওয়ারে এলেন একটার পর একটা নতুন চ্যানেল খুলে এখন সেই মডেলে এটা খুলছে। কি সাংঘাতিক ইনভেস্টমেন্ট বাংলা দখল এর কল্পন করা যায় না। এটা অন্য চাকরির মত না, এটার পাবলিক রোল খুব ই পাবলিক। প্রেস লেখা গাড়ি হাঁকিয়ে যে যাবে , তাকে সংবাদ মাধ্যমের ক্রেডিবিলিটির দায় নিতে হবে। অবশ্য কিছুই যায় আসে না, কিসুই তেই আজকাল ইনি ই কদিন বাদে ভেটেরান সাংবাদিক হয়ে যাবেন। :-))) এমনকি নিউ মেডিয়াতে তেও কলাম ও লিখতে পারেন :-)))))))))))))))))
a | 59.102.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৩472730আচ্ছা এই সন্চালক বা অয়্য্ন্কররা তো জার্নালিস্ট নন তাই নয়কি? বরখা, শ্রীনিবাসন, নিধি, রভিশকুমার, রাজদীপ এরা প্রাথমিক ভাবে জার্নালিস্ট ছিলেন বা আছেন আর ক্রমে সন্চালক হয়েছেন, তাই কি এই প্রত্যাশা?
মানে আমি বুঝতে চাইছি সন্চালকের কাজ তো চ্যানেলের পলিসি অনুযায়ী সন্চালনা করাই হবে আর তার দায়বদ্ধতা চ্যানেলের কাছেই। জার্নালিজমের নিরপেক্ষতা তার কাছে আশা করা কেন?
ঘটনাটা তো চূড়ান্ত হাস্যকর সে বিষয়ে বলছিই না
বার্মায় যেদিন কু হল, বাংলা একটাও সংবাদ মাধ্যম একটাও খবর দেখায় নি তা নিয়ে। খালি সংবাদ পত্রে পরদিন বেরিয়েছিল। টিভি তে কিছু দেখায়নি।
পদোন্নতি ও হতে পারে। লোকের আদৌ এসবে কিছু এসে যায়। বরং হয়তো বলবে ঠিকই তো। কারোর বাড়ি গিয়ে কি তার সম্মন্ধে বলা উচিত। মিডিয়ার কাজ কি মিডিয়ার দায়বদ্ধতা এসব আর কেউ জানে না।
দিনভর কোনো খবর দেখায় না, আদতে একটি রিয়াকশান চ্যানেলে পরিণত হয়েছে। খালি এই নেতা এই বলেছে, তার পরিপ্রেক্ষিতে এই নেতা এই উত্তর দিয়েছে, তাতে আবার এ এটা বলেছে। এই তো খবর। আর বিকেল হলে ঘন্টা খানেক সঙ্গে শেয়াল।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a8c:9658:c28e:31c8:d3b6:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৪472727ডিসগাস্টিং বললে কম বলা হয়। মিনিমাম সেলফ রেসপেক্ট থাগলে পদত্যাগ করা উচিত।
29 মিনিট মার্ক থেকেই দেখতে থাকুন। ওই অঙ্কর কে কানে নির্দেশ এসেছে ওকে থামানোর জন্য। যখন পার্থ বাবু আম্বানি নিয়ে বলা শুরু করলেন তখন থেকেই ।পিউ বলে মেয়েটি কানে হাত দিয়ে সেটা শুনলোও। তারপর কথা ঘোরাতেে না পেরে শেষমেশ থামিয়ে দিলো। মাানে এটা চ্যানেলের পলিসি, শুধু অঙ্করের ভুল নয়।
পেয়েছি বাবা পেয়েছি।
29 মিনিট 30 সেকেন্ড এ দেখুন
News 18 er yt পেজ এ দেখছিলম, কেটে কেটে দিয়েছে
b | 14.139.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৫472722কিন্তু এটা কোন চ্যানেল?
Video thakle হো আ pathate paren
Eta ki kalker ghotona ?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a8c:9658:100:204c:d7f2:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৫472719
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a8c:9658:100:204c:d7f2:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৪472718আছে কিন্তু শেয়ার করতে জানিনা।
লিংক আছে কোনো ?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:e588:642b:e9c3:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫৭472716ট, হ্যা দেখলাম। পার্থ দা কে থামাতে গিয়ে নিউজ বাংলা অ্যান্কর বলছে আম্বানির চ্যানেলে বসে বার বার আম্বানির সমালোচনা করতে পারেন না। এরকম নির্লজ্জ মালিকের পা চাটা সাংবাদিকতা আনবিলিভেবল। ঃ-)টোটাল খোরাক।
cb | 49.197.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫২472715জাস্টিস ডেমোক্র্যাটরা ওয়েস্ট ভার্জিনিয়ায় জো ম্যানচিনের এগেন্স্টে প্রাইমারি খুঁজছে আর অ্যাটাক অ্যাড ছাড়বে। চমৎকার!!
এবার ভদ্রলোক পার্টি সুইচ করে বাইডেনের গাঁড়টা ভাল করে মেরে দেবে। চালিয়ে যাও সোনামণিরা!!
স্টিফেন ব্রেয়ার - কালকেই রিটায়ার করুন।।
T | 103.15.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৪472714হ্যাঁ হ্যাঁ। এ ভেদিও তো ঠোঙা হয়ে গ্যাচে।
aka | 143.59.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৪472713https://www.bbc.co.uk/news/world-asia-55901774
এইটা দেখেছেন নিশ্চয়ই, সেই তিয়েনআন মেন স্কোয়ারের ছবিটার মতন ঐতিহাসিক হয়ে যাবে এই ভিডিও।
যাক | 216.244.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৮472712রাজীববাউ পিসির ছপি ঘাড়ে কেঁদে কেঁদে বিচিপির কোলে সান্ত্বনা পেলেন।
&/ | 151.14.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২০472711বহুদিন মায়ানমার বলত, এখন সবাই বার্মা বলছে আবার। বার্মা ঝট করে বলা যায়।
&/ | 151.14.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৭472710নতুন মূলোর ছেঁচকি ভালো হয়। একটু ভাপিয়ে জল ফেলে নিলে।
b | 14.139.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৬472709বার্মার ক্যু নিয়ে দু পয়সা এই যে ভদ্রমহিলা থাকাকালীনও খুব একটা ট্যা ফোঁ কত্তেন না। তবু কেন হল কে জানে।
T | 103.15.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৫472708এদিকে বীরভূম জিলা একেবারে ফ্রন্টলাইন। আদি বিচিপি বনাম নব্য বিচিপি মানে নব্য মুলো বনাম আদি মুলো। হুলিয়ে চলচে।
বীরভূমের কারিয়াকর্তাদেরও নমন।
&/ | 151.14.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৪472707নমন, ভজন ও পূজন। ঃ-)
T | 103.15.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩০472706দেখা যাচ্চে যে কেসিদাই প্রকৃত শিপিয়েম।
এদিকে দুপয়সা জনরার আরেক অ্যাঙ্কর মামণি কাল বলে ফেলেচেন যে শুনুন আম্বানির চ্যানেলে এসে আম্বানির নিন্দে কত্তে দেব না।
ওঁকে সশ্রদ্ধ নমন।
&/ | 151.14.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২০472705আর করবেই বা কী? চোদ্দো যুগ ধরে এইখানে কলোনী ঐখানে কলোনী, একে মারে, তাকে উচ্ছেদ করে। তারপরে নিজেরা নিজেরাই ধুমধাড়াক্কা লড়ে---এইসব করে করেই এসেছে তো এতদিন! গপ্পে টপ্পেও তাই-
&/ | 151.14.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:১৭472704দুর্দুর, আমারো পোষাবে না। এই হয়েছে একরকম ইয়ে। কিছু কিছু ওয়ার্ম হোল, ইভেন্ট হরাইজন, রিন্ডলার কো-ওর্ড, ইপিআর , হলোগ্রাফিক ইউনিভার্স, প্ল্যান্ক টাইম হ্যানো ত্যানো ঢুকিয়ে সেই দ্রুমদ্রাম ধুমধাড়াক্কা লাগিয়ে মেরে ধরে ফাটিয়ে ফুটিয়ে শেষ। অসহ্য লাগে।
kk | 97.9.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০০472703অনেকটা ঐরকমই। তার মধ্যে তিনটে প্যারালাল ইউনিভার্স, ওয়ার্মহোল এইসবও আছে। ডার্ক ফ্যান্টাসী আমি খুব একটা ভালোবাসিনা। তাই বিশেষ পোষায়নি।