anandaB | 50.125.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৭:৪২471918সো হেল্প ইউ গড (আশাকরি ঠিকঠাক লিখলাম)
US গভর্নমেন্ট এর যেকোনো অফিস বেয়ারার ওথ নেবার সময় এই কথাটি দিয়ে শেষ করা হয় , তার মানে ধার্মিক হওয়াটা পূর্বশর্ত একভাবে দেখতে গেলে
যারা এথেয়িস্ট তাদের জন্য কোনো বন্দোবস্ত আছে কিনা কে জানে (অবশ্য এখনকার রাজনৈতিক আবহে সেরকম সম্ভাবনা শূন্যের নিচে)
এই প্রসঙ্গেই মনে হলো : যে তিন ইসলাম ধর্মাবলম্বী কংগ্রেস এ আছেন তাঁরা কি বলেছিলেন কে জানে
anandaB | 50.125.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৭:৪২471919সো হেল্প ইউ গড (আশাকরি ঠিকঠাক লিখলাম)
US গভর্নমেন্ট এর যেকোনো অফিস বেয়ারার ওথ নেবার সময় এই কথাটি দিয়ে শেষ করা হয় , তার মানে ধার্মিক হওয়াটা পূর্বশর্ত একভাবে দেখতে গেলে
যারা এথেয়িস্ট তাদের জন্য কোনো বন্দোবস্ত আছে কিনা কে জানে (অবশ্য এখনকার রাজনৈতিক আবহে সেরকম সম্ভাবনা শূন্যের নিচে)
এই প্রসঙ্গেই মনে হলো : যে তিন ইসলাম ধর্মাবলম্বী কংগ্রেস এ আছেন তাঁরা কি বলেছিলেন কে জানে
&/ | 151.14.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৬:৩৩471917আমাদের ভারতে এরকম একটা সদর্থক পরিবর্তন দরকার। তখন যদি রাষ্ট্রীয় মঞ্চে বহু বাধা পার হওয়া লড়াকু তরুণ তরুণীরা উঠে এইরকম আশার কথা, সাহসের কথা, সূর্যধোয়া ভোরের কথা শোনাতে পারেন, তবে খুবই একটা ভালোদিকে মোড় নেবে দেশ।
&/ | 151.14.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৫:১৯471916এত্ত সুন্দর, এত্ত সুন্দর! খুব ভালো। খুব ভালো।
চতুরানন, বালাই ষাট, ৩৬ এ বহাল তবিয়তে থাকবেন | সেকথা হচ্ছে না। আজকে এই স্পীচটার কথা বলছিলাম,
আমার তো বেশ ভাল লাগল। আজকের দুনিয়ায় বহু দেশের জন্যে প্রযোজ্য |
:|: | 174.254.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৪:০৩471914*"যদি"টা ফালতু পড়লো।
Amit,
""the line is broken" টা জব্বর। বেচারার বুকে শেল বেজেছে একদম। "
আজকের গান,
:|: | 174.254.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৪:০২471912অরিন বাবু ১টা ২৮ : আমান্দাকে কেমন লাগছে এখন ভেবে কি লাভ। বলেছে তো ২০৩৬-এ প্রেসিডেন্ট পদের জন্য চেষ্টা করবে। তখন যদি বেঁচে থাকলে আর আপনি কোশ্নোটা সেই সময় আরেকবার মনে করিয়ে দিলে -- উত্তর দিয়ে দেব 'খন। :)
Amit | 203.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৩:১৬471911অরিন , :) :)
"the line is broken" টা জব্বর। বেচারার বুকে শেল বেজেছে একদম।
&/ | 151.14.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০৩:০৪471910কয়েকটা ভালো ভালো ভিডিও লিংক দিন তো কেউ। সবরকমের। চমৎকার চমৎকার সব অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, চিত্রশিল্প, সঙ্গীত, দর্শন, কাব্য, সমুদ্র ---এইসবের ।
kc | 37.39.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:৫৬471909ইপাব নামিয়ে পড়েন গো এটা, হার্ডকপি কিনতে হাত নিশপিশ করবে, অসভ্যের মত দাম রেখেছে।

"ট্রাম্প বাবু আবার তার বিদায়ী ভাষণে বলে গ্যাছেন টার্মিনেটর এর স্টাইলে "we'll be back"."
আর চ্যালাচামুণ্ডারা টেলিগ্রামে,
Amit | 193.116.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:৩০471907ট্রাম্প বাবু আবার তার বিদায়ী ভাষণে বলে গ্যাছেন টার্মিনেটর এর স্টাইলে "we'll be back".
সাহায্যপ্রার্থী | 223.29.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:২৯471906ghij | 69.160.210.2 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১২:১৫
একটা পোস্ট করেছিলেন যা থেকে মনে হয় ২০১২ সালের শারদীয় "একদিন" আর শারদীয় "নবপত্রিকা" দুটোই তিনি কিনেছিলেন। তিনি যদি এখনো গুরু করেন, একটু কনফার্ম করতে পারবেন শারদীয় "একদিন" ২০১২ তে পীযূষ ভট্টাচার্যের "সূর্য যখন মেষ রাশিতে" উপন্যাসটা বেরিয়েছিল কি না?
অরিন | 161.65.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:২৮471905Amamda Gorman কে কেমন লাগল?
https://twitter.com/MaddowBlog/status/1351944971163738116?s=09
&/ | 151.14.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:১৬471904ধর্ম নিয়ে ধড়ামধড়াম শুরু করিয়ে দেওয়ার চেষ্টা করছে। ২০২১ সালে! ভাবা যায়? স্কুল কলেজে ইউনিভার্সিটি ইত্যাদির শিক্ষাদীক্ষাও হয়তো লোপ পাইয়ে দেবে। সব হয়তো "অস্তি গোদাবরীতীরে অস্তি গোদা-আ আ " করে ছেড়ে দেবে।
এখনও বামদলগুলো টুকরো টুকরো হয়ে থাকে কেন? এখনও জুড়ে যাবার সময় কি আসে নি?
Abhyu | 47.39.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০১:১১471903না না পোবোন্ধো লিখো না, কাটিয়ে দাও :)
:|: | 174.254.***.*** | ২১ জানুয়ারি ২০২১ ০০:২১471902মামুর টইয়ের এই মুহূর্তের আলোচনা পড়তে পড়তে সেই প্রাচীন জোকটা মনে পড়লো। সেই যে একদিন এক আমেরিকান আর রাশিয়ান নিজ নিজ দেশের মহিমা আলোচনা করছিলো। তখন আমেরিকান বললেন -- "আমরা আমাদের প্রেসিডেন্টের সমালোচনা করতে পারি হোহাতে ঢুকে। আপনারা পারেন সেটা ক্রেমলিনে?" তা রাশান বাবুটি অম্লান বদনে বললেন "নিশ্চয়ই! যে কেউই ক্রেমলিনে ঢুকে আমেরিকান প্রেসিডেন্টকে গালমন্দ করতে পারেন। কেউ কিচ্ছু বলবে না"।
রমিতবাবুর "ওটাই আমাদের উদারতা" খুব কাছাকাছি।
ডি: ম:।
lcm | ২০ জানুয়ারি ২০২১ ২৩:৪০471901
আরে বাবা, বাজে আর বস্তাপচা আমিও স্বীকার করছি। শুনে খুব হাসি পেল, তাই শেয়ার করলাম।
kk | 97.9.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ২৩:১৯471899dc, থ্যাংকিউ :-)
এদুটো প্রচন্ড ভাইরাল হয়েছে। ওই পিঁপড়ের ডিম গান টা হিট করেছে মিম হিসাবে।
আর সেকেন্ড গান টা সব প্রচারে গ্রামে জেলায় বাজাচ্ছে। ঝাড়গ্রাম জুড়ে বাজছে।
গানহীন কিন্তু টার্গেট অডিয়েন্সের জন্য কায়দা করে বানানো।
dc | 2405:201:e010:503c:89cc:c50b:1797:***:*** | ২০ জানুয়ারি ২০২১ ২২:৫২471897এগুলো কি গানহীন গান?
যেদিন বামফ্রন্ট এই সব গান বানাতে পারবে সেদিন জিতবে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ২২:২৪471895আশাকরি বিভিন্ন পরিচিত নিননিছা আর তদুপরি সাটল পোঁয়াপাকা খোকাবাবুরা বন্ধুবর আকার এই পোবোন্দো প্রবণতা নোটিশ করবেন। :-))))
aka | 2600:1005:b118:452e:7546:6143:6732:***:*** | ২০ জানুয়ারি ২০২১ ২১:৫৭471894অমাপাক কে ক।
aka | 2600:1005:b118:452e:7546:6143:6732:***:*** | ২০ জানুয়ারি ২০২১ ২১:৫৭471893এই দ্যাখো অভ্যু কাটিয়ে দাও বলেও আবার শুরু করেছে। এরপরে প্রবন্ধ লিখব, ভালো লাগবে?
অথ মাগা পার্টি কথা | 165.225.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ২১:৩২471892আকা যেটা বলতে চাইছেন সেটা মার্কিন দেশের অনেক্দিনের সমস্যা, অনেকেই ঐ ইসু নিয়ে ইলেক্শান লড়েছে - যথা প্যাট বুচানন আর কে কে য্যানো। এমন কি ২০১৬ এও ক্রিস ক্রিষ্টি ঐ ইস্যুতেই লড়্তে চায়। যেহেতু ট্রাম্প জনতার ভাষায় কথা অনেক সহজে বলছে সে কর্ড টাচ করে জিতেছে। সমস্যাটা আসলে ডিপ্লোরেবেলদের সমস্যা এবং সত্যি সত্যি প্রিভিলেজরা তাদের নিয়ে ভাবতে চায় না!
কিন্তু সে হাতিয়ার করেছে নেগেটিভ পপুলিজম্কে। সব সময় সব সমস্যার জন্য লোক খেপান, বুলি করা, লোকজনের মধ্যে ডিভাইডকে প্রোভিক করা - এইসব টুলকে রেভলিউশানের হাতিয়ার করা মার্কিন দেশে খুব মুশকিল। তার নিজের ব্যাগেজও কম নেই। একে তো হিমালয়ান নার্সিসিজম - এভ্রিথিনং হ্যাস টু বি অ্যাবাউট হিম - তার ওপর নিজের ব্যাকগ্রাউন্ড। সব মিলিয়ে ছড়িয়েছে।
আকা যাদের কথা ভাবতে বলছে তারা আসলে মাগা পার্টি বা কিউ পার্টি বা প্রাউড বয়েস নয় বোধায়! আর তারা থাকবেই। কেবল, ট্রাম্প সত্যি সত্যি তাদের দরদে কেঁদেছে না তাদের নিয়ে ব্যাবসা করছে সেটাই কথা!
S | 2a0b:f4c0:16c:9::***:*** | ২০ জানুয়ারি ২০২১ ২১:২৭471891"দেয়ার আর ফাইন পিপল অন বোথ সাইড্স"। ঃ))
Abhyu | 47.39.***.*** | ২০ জানুয়ারি ২০২১ ২১:২৩471890ও, তোমার মাথাটা তাহলে সেই থেকে আর সারেনি বোধ হয়, ঐ জন্য BLM, ক্যাপিটল দাঙ্গাবাজ, দিল্লীর দাঙ্গাবাজ, anti-CAA protestor সবই একরকম মনে হয় আর কি। :)
কেষ্টর জীব সব, কেউ একটু না হয় হোয়াইট সুপ্রেমেসিস্ট, কেউ বা হিন্দু রাষ্ট্র বানাতে ব্যস্ত, কেউ কেউ তালিবানি ...., কিন্তু দাগিয়ে দেওয়া ভারি খারাপ, কচি মনে দাগা লাগতে পারে!